পরিবেশ বিপর্যয় বলতে কি বোঝায় ? পরিবেশ বিপর্যয়ের প্রকৃতি আলোচনা করুন।


প্রাকৃতিক পরিবেশের উপর মানুষের হস্তক্ষেপ এবং পরিবেশগত
পরিবেশে মানুষের হস্তক্ষেপ ও পরিবেশ অধ:পাত বিষয়টি আলোচনার পূর্বে পরিবেশ কাকে বলে জানা দরকার।
প্রাণী, উদ্ভিদ, মানব, সমাজ বা সমাজগোষ্ঠীকে পরিবৃত্ত করে যে সামগ্রিক বাহ্যিক অবস্থা তাকে সাধারণভাবে
পরিবেশ বলে। অনেক ক্ষেত্রে পরিবেশ বলতে খুব সীমিত অর্থে প্রাকৃতিক পরিবেশকে বোঝানো হয় যা মানুষকে
বাদ দিয়ে বা মানুষের আগমনের পূর্বে ছিল। তবে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে পরিবেশ হলো মূলত প্রকৃতি এবং
প্রকৃতিতে মানুষের সমগ্র কর্মকান্ডের সমষ্টিগত রূপ। প্রকৃতিতে মানুষের কর্মকান্ড, আচরণ মানুষের যুক্তি-
বিবেচনা দ্বারা পরিচালিত হয় এবং প্রকৃতির সাথে মানুষের সমন্বয় স্থানিক অবস্থান সাপেক্ষে হয়ে থাকে। ফলে
প্রকৃতি ও মানুষের কার্যকারণ, আচরণের ভিন্নতার কারণে পরিবেশের মধ্যে ভিন্নতা দেখা দেয়। কাজেই পরিবেশ
প্রাকৃতিক ও মানবিক উভয় পরিবেশের সমন্বয়ে গঠিত।
পৃথিবীর আয়তন এবং প্রাকৃতিক সম্পদ সীমিত কিন্তু বিশ্ব জনসংখ্যা অপ্রতিরোধ্য গতিতে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ
করে বিগত কয়েক দশকে বিশ্ব জনসংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে প্রাকৃতিক পরিবেশের উপর
মানুষের বিভিন্ন প্রকার হস্তক্ষেপে মানুষের বাসপোযোগী পরিবেশ মারাত্মক হুমকির মুখে এবং কোন কোন ক্ষেত্রে
পরিবেশের পরিবর্তন বিপর্যয়ের প্রান্তে ঠেকেছে এবং ভূমির বহন ক্ষমতা মাত্রা (ঈধৎৎুরহম ঈধঢ়ধপরঃু ড়ভ
খধহফ) অতিক্রম করেছে। প্রকৃতিকে অবিবেচকের মতো ব্যবহারের ফলে প্রাকৃতিক পরিবেশের উপর যে প্রভাব
পড়েছে তাতে মানুষের অস্তিত্ব হুমকির সম্মুখিন। মানুষ কর্তৃক প্রাকৃতিক পরিবেশকে অবিবেচকের মত যথেচ্ছ
ব্যবহারের ফলে পরিবেশগত অধ:পাত লক্ষ্য করা যাচ্ছে। পরিবেশের এই অধ:পাত প্রক্রিয়া এই ইউনিটটিতে
আলোচনা করা হয়েছে। এই ইউনিটে পরিবেশ বিপর্যয়ের সংজ্ঞা ও প্রকৃতি; পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন প্রক্রিয়া,
যেমন বৃক্ষ বা বননিধন, অধিক উৎপাদন, মৎস্য শিকার, গোচারণ, বিভিন্ন প্রকার দূষণ ও দূষণজনিত ব্যাধি এবং
প্রাকৃতিক দুর্যোগ ও প্রাকৃতিক দূর্যোগের সাথে সমন্বয় কৌশল সম্বন্ধে কয়েকটি পাঠ রয়েছে।
প্রাকৃতিক পরিবেশের উপর মানুষের হস্তক্ষেপ বা পরিবেশে মানব
সৃষ্ট প্রতিক্রিয়া : সংজ্ঞা ও প্রকৃতি
(ঐঁসধহ ওহঃবৎাবহঃরড়হ রহ চযুংরপধষ ঊহারৎড়হসবহঃ ড়ৎ জবধপঃরড়হ ড়ভ ঐঁসধহ
অপঃরারঃরবং ড়হ চযুংরপধষ ঊহারৎড়হসবহঃ : উবভরহরঃরড়হ ধহফ ঘধঃঁৎব)
এই পাঠ পড়ে আপনি-
 প্রাকৃতিক পরিবেশের উপর মানুষের হস্তক্ষেপের সংজ্ঞা ও প্রকৃতি সম্বন্ধে জানতে পারবেন।
মানুষ প্রকৃতি থেকে জীবনধারণ ও জীবনযাপনের জন্য বিভিন্ন উপাদান সংগ্রহ করে। জীবনযাপন ও
জীবনধারণের উপাদান সংগ্রহ ব্যক্তিক এবং সমষ্টিগত বা সামাজিক চাহিদা অনুযায়ী হয়ে থাকে। মানুষের
ব্যক্তিগত বা সমষ্টিগত চাহিদা পূরণ প্রক্রিয়ায় প্রাকৃতিক পরিবেশের উপর বিভিন্নভাবে চাপ পড়ে। বিভিন্ন কারণে
ও বিভিন্ন প্রক্রিয়ায় প্রকৃতির উপর অত্যধিক চাপের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। মানুষের দ্বারা
প্রাকৃতিক পরিবেশে সৃষ্ট বিভিন্ন কর্মকান্ডের বিরূপ প্রতিক্রিয়া পরিবেশের বিপর্যয় ঘটায়। পরিবেশের উপর এই
বিরূপ প্রতিক্রিয়াকে পরিবেশগত বিপর্যয় বলা হয়।
পরিবেশ বিপর্যয়ের প্রকৃতি (ঘধঃঁৎব ড়ভ উবমৎধফধঃরড়হ ড়ভ ঊহারৎড়হসবহঃ)
পরিবেশ বিপর্যয়ের পিছনে বিভিন্ন নিয়ামকসমূহ কাজ করছে। শিল্প বিপ্লবের পরবর্তীতে মানুষের জীবনযাপন
প্রণালীতে অনেক পরিবর্তন আসে। ফলে মানুষের ব্যক্তিগত, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক চাহিদা বেড়ে যায় এবং
সেই চাহিদা অনুসারে ভোগের উপকরণাদির প্রকার ও সংখ্যা বৃদ্ধি পেয়েছে যা শিল্প বিপ্লবের ফলে প্রযুক্তিগত
উন্নয়নের জন্য সম্ভব হয়েছে। প্রযুক্তিগতভাবে যে দেশ যত উন্নত, আর্থনীতিকভাবে সে দেশ তত সমৃদ্ধ। ফলে
চাহিদার পরিমাণও অধিক, সাথে সাথে শিল্প আবর্জনা বা শিল্প বর্জ্যরে পরিমাণও অধিক। এই সমস্ত দেশে
পরিকল্পিত উপায়ে শিল্পবর্জ্য পুনর্ব্যবহার ও অপসারণের বিভিন্ন ব্যবস্থা থাকা সত্তে¡ও পরিবেশ দূষণ রোধ করা
সম্ভব হচ্ছে না এবং দূষণমাত্রা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। উন্নয়নশীল দেশসমূহ শিল্প ক্ষেত্রে ততটা উন্নত না
হলেও যেটুকু শিল্পায়ন হয়েছে তার প্রভাবেই পরিবেশ অতি দ্রæত হারে দূষিত হচ্ছে। এর কারণ শিল্পবর্জ্য
অপসারণ বা পুর্নব্যবহারের সঠিক ব্যবস্থাপনার অভাব।
প্রযুক্তিগত উন্নতি মানুষের গড় আয়ু বৃদ্ধি করেছে এবং সাথে সাথে মৃত্যুহার কমিয়েছে। বিশেষ করে শিশুমৃত্যু
হার অনেক হ্রাস পেয়েছে। ফলে পৃথিবীব্যাপী জনসংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বিংশ শতাব্দীতে মানুষের সংখ্যা
বেড়েছে তিনগুণ-প্রায় পৌনে দুই বিলিয়ন থেকে ছয় বিলিয়নে পৌঁছেছে। বিগত কয়েক দশকে বিশ্ব জনসংখ্যা,
বিশেষ করে উন্নয়নশীল দেশসমূহের জনসংখ্যা এত অধিক বৃদ্ধি পেয়েছে যে পরিবেশের প্রায় প্রতিটি ক্ষেত্রে এর
ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হচ্ছে এবং বিভিন্নভাবে পরিবেশের অধ:পাত ঘটাচ্ছে।
১৯৭০ দশকে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণে সবুজ বিপ্লব (এৎববহ জবাড়ষঁঃরড়হ) খাদ্যের
উৎপাদন বহুগুণে বৃদ্ধি করতে সমর্থ হয়েছে সত্যি কিন্তু অধিকাংশ অঞ্চলে উন্নত কৃষি জমির সংখ্যাগরিষ্ঠ ভাগই
শস্য উৎপাদনে ব্যবহৃত হচ্ছে এবং বার বার একই জমির ব্যবহার মাটির গুণাগুণ নষ্ট করে ফেলছে। যার
ফলশ্রæতিতে ভবিষ্যতে উৎপাদন হ্রাস পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। অতিরিক্ত জনসংখ্যার খাদ্য, আবাসন ও
অন্যান্য চাহিদা মেটানোর জন্য বনভূমি কেটে কৃষি ভূমি এবং আবাসভূমি ও অন্যান্য ভূমি ব্যবহারে রূপান্তর করা
হচ্ছে যা প্রাকৃতিক পরিবেশের উপর দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া ফেলছে। বনভূমি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য
রক্ষার জন্য অত্যন্ত জরুরী। ভূমন্ডলে উষ্ণতা বৃদ্ধির জন্য বন নিধনকে অন্যতম একটি কার্যকরী নিয়ামক হিসেবে
গণ্য করা হয়। উল্লেখিত বিভিন্ন প্রক্রিয়ায় প্রাকৃতিক পরিবেশের অধ:পাত ঘটছে।
নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন :
১. পরিবেশ বিপর্যয় কাকে বলে?
২. প্রাকৃতিক পরিবেশের বিপর্যয়ে কি কি নিয়ামক ক্রিয়াশীল ?
৩. প্রযুক্তিগত উন্নয়ন কিভাবে পরিবেশকে ধ্বংস করছে?
৪. প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সম্বন্ধে লিখুন।
নিচের সারাংশটি পড়ে পাঠটি সম্বন্ধে আপনার ধারণা আরও স্পষ্ট করুন।
পাঠসংক্ষেপ :
মানুষ নিজের প্রয়োজনে প্রাকৃতিক পরিবেশকে যথেচ্ছভাবে ব্যবহার করে প্রাকৃতিক পরিবেশকে দূষণ করছে এবং
পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে। পরিবেশের এই বিপর্যয়ের অন্যতম নিয়ামক হলো প্রযুক্তিগত উন্নয়ন ও বিশ্বব্যাপী
জনসংখ্যা বৃদ্ধি। শিল্প বিপ্লবের পরবর্তীতে প্রযুক্তিগত বিভিন্ন উন্নয়নের ফলে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মানুষের
অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে এবং হচ্ছে। যার ফলশ্রæতিতে মানুষের চাহিদা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। মানুষের
চাহিদা অনুযায়ী উৎপাদনও বহুমুখী হয়েছে। শিল্পের প্রসারের ফলে শিল্প বর্জ্যরে পরিমাণ বহুগুণে বৃদ্ধি পেয়েছে
যা প্রকৃতিকে বিভিন্নভাবে দূষিত করছে। প্রযুক্তিগত উন্নতির কারণে বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।
জনসংখ্যা বৃদ্ধির ফলে ভূমি ব্যবহারের প্রতিটি ক্ষেত্রে চাপ পড়েছে। অধিক খাদ্য উৎপাদনের জন্য কৃষিভূমি প্রায়
সম্পূর্ণরূপে ব্যবহৃত হয়ে গিয়েছে এবং একই জমি বারংবার ব্যবহারের ফলে জমি তার উৎপাদন ক্ষমতা
ক্রমান্বয়ে হারাচ্ছে। বনভূমি আবাসভূমিতে পরিণত হচ্ছে। বনভূমি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একান্ত
প্রয়োজন। ফলে প্রাকৃতিক পরিবেশ ক্রমান্বয়ে তার ভারসাম্য হারাচ্ছে। ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়ায় পরিবেশের
বিপর্যয় ঘটছে।
নৈর্ব্যক্তিক প্রশ্ন :
১. সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন ( সময় ৪ মিনিট):
১.১ মানুষ কোথা থেকে জীবনধারণ ও জীবনযাপনের উপাদান সংগ্রহ করে ?
ক. প্রকৃতি খ. বায়ুমন্ডল গ. ব্যবসা
১.২ কে পরিবেশের বিপর্যয় ঘটায় ?
ক. পশুপাখি খ. গাছপালা গ. মানুষ
১.৩ শিল্প বিপ্লবের পর প্রযুক্তিগত উন্নয়নের ফলে কি হয়েছে ?
ক.চাহিদা বেড়েছে খ. চাহিদা কমেছে গ. পরিবেশ দূষণ কমেছে
১.৪ পৃথিবী ব্যাপী জনসংখ্যা কেন বৃদ্ধি পেয়েছে?
ক. শিক্ষার উন্নতি খ. প্রযুক্তিগত উন্নতি গ. অর্থনৈতিক উন্নতি
২. শূন্যস্থান পূরণ করুন (সময় ৩ মিনিট):
২.১ ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণে ....... ........খাদ্যের উৎপাদন বহুগুনে বৃদ্ধি করতে সমর্থ
হয়েছে।
২.২ অধিকাংশ অঞ্চলে উন্নত ........ ..............সংখ্যাগরিষ্ঠ ভাগই শস্য উৎপাদনে ব্যবহৃত হচ্ছে।
২.৩ .................... প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত জরুরী।
সংক্ষিপ্ত প্রশ্ন (সময় ৬ মিনিট):
১. পরিবেশের বিপর্যয় কাকে বলে ?
২. পৃথিবী ব্যাপী জনসংখ্যা কি কি কারণে বৃদ্ধি পেয়েছে?
৩. অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশসমূহে পরিবেশ কিভাবে বিপর্যয় হচেছ?
রচনামূলক প্রশ্ন:
১.পরিবেশ বিপর্যয় বলতে কি বোঝায় ? পরিবেশ বিপর্যয়ের প্রকৃতি আলোচনা করুন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]