রূপান্তরিত শিলা কি?
আগ্নেয় অথবা পাললিক শিলায় তাপ, চাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে এর খনিজ উপাদান ও
বুনটের পরিবর্তন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে রূপান্তরিত শিলা বলে এবং যে প্রক্রিয়ার মাধ্যমে
রূপান্তরিত শিলার সৃষ্টি হয় তাকে রূপান্তরায়ণ (গবঃধসড়ৎঢ়যরংস) বলে।
রূপান্তরিত হবার পরিবেশ
একটি উদাহরণের মাধ্যমে শিলার রূপান্তর বুঝানো যায়। যেমন, শেল অসমান পীড়নের (ঝঃৎবংং)
কারণে পরিবর্তিত হয়ে সূক্ষè কণা বিশিষ্ট শ্লেটে পরিণত হয়। শ্লেট দেখতে শেল এর চেয়ে ভিন্ন,
অনেক শক্ত ও মজবুত এবং ভাঙলে পাতলা প্লেটের ন্যায় সমতল পিঠ পাওয়া যায়। শ্লেট আরও
তাপ ও চাপে পরিবর্তিত হয়ে নিস নামে উন্নত পর্যায়ের রূপান্তরিত শিলায় পরিনত হতে পারে।
শিলার এ রূপান্তর মূলত: ভ‚ত্বকের গভীর তলদেশে (প্রায় ২০ কি.মি. অভ্যন্তরে) তিন ধরনের
পরিবেশে সংঘটিত হয়।
ক. ভ‚ত্বকের শিলা যেখানে ম্যাগমার সংস্পর্শে এসেছে;
খ. ভ‚ত্বকের অভ্যন্তরে যেখানে পর্বত গঠন প্রক্রিয়া সক্রিয় ছিল এবং
গ. ভ‚ত্বকের গভীরে চ্যুতি বরাবর।
শিলা রূপান্তরায়ণের সময় যে দিকে চাপ কম থাকে সেদিকে নতুন খনিজ সৃষ্টি হয়। ফলে একটি
সমতল শিলা কাঠামো (চষধহবৎ ৎড়পশ ংঃৎঁপঃঁৎব) তৈরি হয় যা পত্রায়ন (ঋড়ষরধঃরড়হ) নামে
পরিচিত। রূপান্তরিত শিলা সাধারনত কঠিন ও শক্ত এবং উচ্চ আপেক্ষিক ঘনত্ব সম্পন্ন। তাছাড়া,
অতি চাপে সৃষ্টি হওয়ার কারণে শিলার ভিতর কোন ফাঁকা স্থান থাকে না।
রূপান্তরিত শিলার গুরুত্ব ও বণ্টন
রূপান্তরিত শিলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি আগ্নেয় শিলার সঙ্গে একত্রে ভ‚ত্বকের প্রায়
শতকরা ৮৫ ভাগ গঠন করেছে। ভূতাত্তি¡ক সময় ব্যাপী মহাদেশের যে সঞ্চারণ এবং উত্থান-পতন
হয়েছে এ শিলা থেকে তা জানা যায়। এ শিলা সুদূর অতীতকালের প্লেট সঞ্চারণের স্বাক্ষ্য বহন
করে।
রূপান্তরিত শিলা বহু মূল্যবান খনিজ পদার্থ ধারণ করে থাকে। যেমনÑ মার্বেল পাথর, গার্নেট, শ্লেট
ও শিস্ট ইত্যাদি। স্থলভাগের উš§ুক্ত পুরোনো শিল্ডসমূহের (যেমনÑ কানাডীয় শিল্ড) ব্যাপক
এলাকা জুড়ে রূপান্তরিত শিলা দেখা যায় (চিত্র ৩.৭.১ দেখুন)। তাছাড়া, স্থির প্লাটফরম (ঝঃধনষব
পীড়ন, শ্লেট, পিট,
নিস।
রূপান্তরিত শিলা ও
আগ্নেয়শিলা একত্রিত
হয়ে৮৫ ভাগ ভ‚-ত্বক গঠন
করেছে।
ঢ়ষধঃভড়ৎস) সমূহের ওপরের পাললিক শিলার তলদেশে গভীর ক‚প খনন করে জানা গেছে যে এরা
রূপান্তরিত শিলায় গঠিত। ক্ষয়প্রাপ্ত পর্বতের তলদেশে এ শিলার সন্ধান পাওয়া গেছে।
চিত্র ৩.৭.১ : রূপান্তরিত শিলার বণ্টনÑ পুরনো শিল্ড এলাকা (সূত্র : উ. মা. প্রা. ভ‚গোল, ডঃ শা. আলম, পৃষ্ঠা-৩১)।
রূপান্তরিত শিলা কোন কোন খনিজ পদার্থ ধারণ করে?
রূপান্তরিত শিলার রূপান্তর প্রক্রিয়া (গবঃধসড়ৎঢ়যরপ চৎড়পবংংবং)
শিলার রূপান্তরায়ণে তাপ, চাপ ও রাসায়নিক ক্রিয়া প্রধান ভ‚মিকা রাখেÑ
তাপ: শিলার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে খনিজ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায়
পরিবর্তিত হতে শুরু করে। এ অবস্থায় শিলার ভিতর তরলের পরিমাণ বাড়তে থাকে। আরও তাপ
বৃদ্ধি পেলে তরলের পরিমাণও বাড়ে এবং সেই সাথে রাসায়নিক ক্রিয়াও ত্বরানি¦ত হয়। এ অবস্থায়
স্ফটিকের (ঈৎুংঃধষ) আদি গঠন কাঠামো ভেঙ্গে যায় এবং নতুন করে সম্পূর্ণ ভিন্নভাবে তা সংঘটিত
হতে থাকে। এ ভাবেই নতুন খনিজের সৃষ্টি হয়।
চাপ: ভ‚-পৃষ্ঠস্থ শিলার ভারে এর তলদেশের শিলার চাপ বৃদ্ধি পায়। ফলে শিলার খনিজসমূহ
সংকোচিত হয়। এ অবস্থায় খনিজ আবার কেলাসিত হয়, এবং আরও ঘনসন্নিবেশিত পরমাণু
কাঠামো বিশিষ্ট নতুন খনিজ সৃষ্টি হয়।
রাসায়নিক ক্রিয়া: রূপান্তর প্রক্রিয়ায় নি¤œ তাপমাত্রা সম্পন্ন খনিজসমূহ গলতে শুরু করে। এ
অবস্থায় পরমাণুসহজেই এ সমস্ত তরলের মাধ্যমে স্থানান্তরিত হতে পারে। যদিও শিলার বেশির
ভাগ অংশই কঠিন অবস্থায় থাকে, অধিকতর তাপ ও চাপ-এর কারণে খনিজের বহু পরমাণুকেলাস
কাঠামো থেকে মুক্ত হয়। এ সমস্ত পরমাণুখনিজ কণার তরলের মাধ্যমে স্থানান্তরিত হয়। পরমাণুর
এ স্থানান্তর পুরনো কেলাস কাঠামো ভেঙ্গে নতুন কেলাস কাঠামো গঠন করে। এভাবেই খনিজের
রূপান্তর কাজ সম্পন্ন হয়।
তাপ, চাপ ও
রাসায়নিক প্রক্রিয়া।
পাঠ সংক্ষেপ
আগ্নেয় অথবা পাললিক শিলায় তাপ, চাপ ও রাসায়নিক ক্রিয়ায় ফলে এর খনিজ উপাদান ও
বুনটের পরিবর্তন হয়ে যে শিলায় সৃষ্টি হয় তাকে রূপান্তরিত শিলা বলে। শিলা রূপান্তরায়নের
সময় যে দিকে চাপ কম থাকে সেদিকে নতুন খনিজ সৃষ্টি হয়। ফলে একটি সমতল শিলা
কাঠামো তৈরি হয়। রূপান্তরিত শিলা সাধারণত: কঠিন, শক্ত ও উচ্চ আপেক্ষিপ ঘনত্ব সম্পন্ন
হয়ে থাকে। তাছাড়া অতি চাপ সৃষ্টি হওয়ার ফলে শিলার মধ্যে কোন ফাঁকা জায়গা থাকে না।
নৈর্ব্যক্তিক প্রশ্ন ঃ
১. সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দিন (সময় ৫ মিনিট) ঃ
১.১ তাপ, চাপ, রাসায়নিক ক্রিয়ায় পরিবর্তিত হয়Ñ
ক. আগ্নেয় শিলা খ. পাললিক শিলা গ. সবগুলো
১.২ রূপান্তরিত শিলা গঠন প্রক্রিয়াকে বলেÑ
ক. কেলসিফিকেশান খ. সেডিমেন্টেশন গ. মেটামরফিজম
১.৩ রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য হলÑ
ক. শক্ত, মজবুত, পাতলা খ. হালকা, কর্দমাকার গ. শুষ্ক, দানাদার
১.৪ কয় ধরনের পরিবেশে গবঃধসড়ৎঢ়যরংস হয়?
ক. ৪ খ. ৫ গ. ৩
১.৫ ভ‚-ত্বকের কত শতাংশ রূপান্তরিত শিলা?
ক. ৪৫% খ. ৬৫% গ. ৮৫%
২. শূন্যস্থান পূরণ করুন
২.১ --------- অথবা --------- শিলার তাপ, চাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে এর খনিজ
উপাদান ও বুনটের পরিবর্তন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে রূপান্তরিত শিলা বলে।
২.২ শিলার রূপান্তরের সময় যেদিকে চাপ কম থাকে সেদিকে নতুন -------- সৃষ্টি হয়।
২.৩ রূপান্তরিত শিলা বহু মূল্যবান খনিজ পদার্থ ধারণ করে থাকে, যেমন------।
২.৪ রূপান্তর প্রক্রিয়ায় নি¤œ তাপমাত্রা সম্পন্ন খনিজসমূহ -------- শুরু করে।
১. রূপান্তরিত শিলা কাকে বলে?
২. শিলার রূপান্তরিত হবার বিশেষ পরিবেশগুলো কি কি?
৩. কি কি পরিবেশে রূপান্তরিত শিলা গঠিত হয়?
৪. শিলার রূপান্তরে কি কি নিয়ামক প্রধান ভ‚মিকা রাখে?
রচনামূলক প্রশ্ন ঃ
১. রূপান্তরিত শিলা কি? রূপান্তরিত হবার পরিবেশ এবং এর গুরুত্ব ও বন্টন বর্ণনা করুন।
২. রূপান্তরিত শিলার রূপান্তর প্রক্রিয়া বর্ণনা করুন।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ