বেলন অভিক্ষেপ কি? সরল বেলন অভিক্ষেপের গুণাবলী, বৈশিষ্ট্য ও ব্যবহার লিখুন।

বেলন অভিক্ষেপ
বেলন অভিক্ষেপে একটি স্বচ্ছ গোলকের কেন্দ্রস্থলে আলোকের অবস্থান কল্পনা করে গোলকের চারপাশে একখানা কাগজ
বা পর্দা, নল, চোঙ বা বেলনের আকার এমনভাবে জড়াতে হয় যেন কেবল নিরক্ষরেখাটিই (যা সবচেয়ে বড়) সর্বাংশে ঐ
বেলনের গায়ে লেগে থাকে। এর ফলে বেলনের গায়ে যে চিত্র প্রতিফলিত হয় তাতে মেরু প্রদেশ ছাড়া বাকী ভ‚পৃষ্ঠের ছবি
পাওয়া যায়। আলোকটি গোলকের কেন্দ্রস্থলে থাকায় মেরুদ্বয়ের চিত্র বেলনের বাইরে চলে যায়। সর্ব প্রথম দ্রাঘিমা ও
অক্ষরেখাগুলো বেলনের অভ্যন্তরীণ পাশে স্থানান্তরিত করে বেলনটি উন্মোচিত (টহভড়ষফ) ও সমতল প্রসারিত করতে হয়।
এভাবে পাওয়া জালের মত বিস্তৃত ছকে দ্রাঘিমা ও অক্ষরেখাগুলো একে অপরকে সমকোণে ছেদ করে। ভ‚গোলকের পৃষ্ঠে
দ্রাঘিমারেখাগুলো প্রকৃতপক্ষে মেরু বিন্দুতে মিলে যায়, কিন্তু বেলনের উপর প্রতিফলিত চিত্রে এরা কখনই মিলিত হয় ন;
সমান্তরাল থাকে। ফলে সব অক্ষাংশেই দুটি দ্রাঘিমার মধ্যস্থিত ব্যবধান নিরক্ষরেখার উপরিস্থিত ব্যবধান অনুরূপ সমান
থাকে। অনুরূপভাবে ভ‚গোলকের পৃষ্ঠে অক্ষখোগুলো সমান দূরে অঙ্কিত চিত্রে এদের মধ্যস্থিত ব্যবধান ক্রমশ উত্তরে ও
দক্ষিণে আনুপাতিক হারে বেড়ে যেতে দেখা যায়; মনে হয় প্রতিটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান। সুতরাং এ জাতীয়
অভিক্ষেপে কেবলমাত্র নিরক্ষরেখার নিকটবর্তী স্থানই (যে স্থানে বেলনটি নিরক্ষরেখা স্পর্শ করে) নির্ভূলভাবে অঙ্কিত হতে
পারে এবং উত্তরের ও দক্ষিণের দেশগুলোর আয়তন ক্রমশ বিকৃত হয়ে যায়। অনেক সময় এ জাতীয় অভিক্ষেপগুলোর
কোন কোনটিতে এক খন্ড কাগজ এর উপর সমগ্র পৃথিবীর মানচিত্র অঙ্কন করা হয়।
বেলন অভিক্ষেপগুলোকে অঙ্কন প্রক্রিয়ার তারতম্য অনুসারে নিæ বর্ণিত ৫ ভাগে ভাগ করা হয়।
বেলন অভিক্ষেপের শ্রেণীবিভাগ
সরল বেলন অভিক্ষেপ
এ অভিক্ষেপটি অঙ্কন করা খুবই সহজ। এর অক্ষরেখা ও দ্রাঘিমারেখা উভয়ই সমদূরবর্তী বলে সরল বেলন অভিক্ষেপের
অপর নাম সমদূরবর্তী বেলন অভিক্ষেপ এর ছক এমনভাবে অঙ্কন করা হয় যে,
সরল ও সমান্তরাল দ্রাঘিমারেখাগুলোর মধ্যবর্তী ব্যবধান সমান হওয়ায় জালের মত ছড়ানো ছকটি কতিপয় সমান
বর্গক্ষেত্রের সমষ্টিতে পরিণত হয়।
সরল বেলন অভিক্ষেপের গুণাবলী ও বৈশিষ্ট্য)
১। অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলোর সবই সরলরেখা।
২। অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলোর মর্ধবর্তী ব্যবধান সমান।
৩। দ্রাঘিমারেখাগুলো অক্ষরেখাগুলোকে সমকোণে ছেদ করে।
৪। নিরক্ষরেখার উপরিভাগে স্কেল নির্ভুল হওয়ায় কেবলমাত্র নিরক্ষরেখার উপরেই দূরত্ব নির্ভুলরূপে দেখান হয়েছে।
অন্যান্য অক্ষরেখায় এগুলো বর্দ্ধিত হয়েছে।
৫। দ্রাঘিমারেখার উপরিভাগের স্কেল নির্ভুল।
৬। নিরক্ষরেখা থেকে যতদূর যাওয়া যায় অক্ষরেখার স্কেল বেড়ে যাওয়ায় উচ্চ অক্ষাংশের দেশগুলোর আকৃতি বিকৃত হয়।
৭। অভিক্ষেপটি সম আয়তনিক বা অর্থোমরফিক নয়।
সরল বেলন অভিক্ষেপের ব্যবহার
এ অভিক্ষেপের ব্যবহার কম। কারণ এটা কেবলমাত্র নিরক্ষরেখার কাছে স্বল্প পরিসর স্থানে (২০
৩র্০ উত্তর থেকে ২০
৩র্০
দক্ষিণ) মানচিত্র নির্ভুলরূপে প্রকাশ করে। পৃথিবীর মানচিত্র অঙ্কন করার জন্য এ অভিক্ষেপটি নৈরাশ্যজনক। বেলনটিকে
আড়ভাবে স্থাপন করলে নিরক্ষরেখাকে স্পর্শ না করে যদি অভিক্ষেপটি মধ্য দ্রাঘিমাকে স্পর্শ করে তখন অঙ্কিত অভিক্ষেপটি
কাজের উপযোগী হয়, যাঅভিক্ষেপ নামে পরিচিত। ১ ইঞ্চিতে ১ মাইল বিশিষ্ট স্কেলে ইংল্যান্ডের এবং ৬
ইঞ্চিতে ১ মাইল বিশিষ্ট স্কেলে বৃটিশ দ্বীপপুঞ্জের মানচিত্র অঙ্কন করার জন্য ব্যবহৃত হয়।
পাঠোত্তর মূল্যায়ন ১.৩
১.শূন্যস্থান পূরণ করুন ঃ
১.১ আলোকটি গোলকের --------- থাকায় মেরুদ্বয়ের চিত্র বেলনের বাইরে চলে যায়।
১.২ ভ‚গোলকের পৃষ্ঠে দ্রাঘিমারেখাগুলো প্রকৃতপক্ষে --------বিন্দুতে মিলে যায়, কিন্তু বেলনের উপর প্রতিফলিত চিত্রে
এরা কখনই মিলিত হয় না; সমান্তরাল থাকে।
১.৩ বেলন অভিক্ষেপগুলোকে অঙ্কন প্রক্রিয়ার তারতম্য অনুসারে ---- ভাগে ভাগ করা হয়।
১.৪ -----------অভিক্ষেপের ব্যবহার কম; কারণ এটা কেবলমাত্র নিরক্ষরেখার কাছে স্বল্প পরিসর স্থানে (২০
৩র্০ উত্তর
থেকে ২০
৩র্০ দক্ষিণ) মানচিত্র নির্ভুলরূপে প্রকাশ করে।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. বেলন অভিক্ষেপ কি? বেলন অভিক্ষেপ এর শ্রেণীবিভাগ করুন।
২. সরল বেলন অভিক্ষেপ কি? সরল বেলন অভিক্ষেপের গুণাবলী ও বৈশিষ্ট্য কি কি?
৩. সরল বেলন অভিক্ষেপের ব্যবহার বর্ণনা করুন।
রচনামূলক প্রশ্নঃ
১. বেলন অভিক্ষেপ কি? সরল বেলন অভিক্ষেপের গুণাবলী, বৈশিষ্ট্য ও ব্যবহার লিখুন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]