জরিপ সংক্রান্ত শব্দগুলোর বর্ণনা দিন।

কিছু জরিপ শব্দ ঃ
এখানে পাঠদানের উদ্দেশ্যে প্রয়োজনীয় কতিপয় জরিপ শব্দ ব্যাখ্যা করা হল।
জরিপ ষ্টেশন ঃ
ভ‚মি রেখা বা শিকল রেখার প্রান্ত বিন্দুদ্বয়কে জরিপ ষ্টেশন বলে (চিত্রঃ ৫.২.১)। জরিপ ষ্টেশন হতে সম্পূর্ণ জরিপ কাজ
পরিচালনা করা হয় তাই এর গুরুত্ব অপরিসীম। জরিপ ষ্টেশন নিঁখুতভাবে চিহ্নিত করতে হবে কেন না এই ষ্টেশনই
জরিপের প্রাণ বিন্দু।

চিত্র ঃ ৫.২.১ঃ জরিপ ষ্টেশন
ভ‚মি বা ভিত্তি রেখা
দুইটি জরিপ ষ্টেশন এর মধ্যে সংযোগ রেখাকে ভিত্তি বা ভ‚মি রেখা বলে (চিত্রঃ ৫.২.১)। এই রেখাকে ভিত্তি করে সম্পূর্ণ
জরিপ কাজ পরিচালনা করা হয়। এই ভ‚মি রেখার পরিমাপ যত নিখুঁত হবে জরিপ কার্য তত নির্ভুল হবে। এই ভ‚মি রেখা
খুবই গুরুত্বপূর্ণ কেন না এর উপর নির্ভর করে জরিপ কার্যের অবকাঠামো তৈরী করা হয় এবং এই রেখাই জরিপের দিক
নির্দেশনা দিয়ে থাকে।
শিকল রেখা
সমতলে অবস্থিত দুইটি জরিপ ষ্টেশনকে শিকল দ্বারা সংযোগ করা হলে যে রেখা পাওয়া যায় তাকে শিকল রেখা বলে
(চিত্রঃ ৫.২.২)। এই শিকল রেখা বিভিন্ন দৈর্ঘ্যের হয়ে থাকে। শিকল রেখা ভ‚মিতে যেন সোজা হয় নতুবা জরিপ কার্যের
নিভর্‚লতা ব্যাহত হবে।

চিত্রঃ ৫.২.২ঃ শিকল রেখা
অফসেট
প্রধানতঃ শিকল ও ফিতা জরিপে শিকলের অবস্থান সাপেক্ষে জরিপকৃত এলাকায় সীমারেখা, রাস্তা, নদী-নালা, খাল-বিল,
দালান-কোঠা ইত্যাদির অবস্থান দূরত্ব পরিমাপের মাধ্যমে নির্ণয় করতে হয়। সুতরাং শিকল রেখা হতে শিকলের বামে ও
ডানে অবস্থিত কোন বস্তুর সমকৌণিক দূরত্বকে অফসেট বলে (চিত্র ঃ ৫.২.৩)। অফসেট পরিমাপ নিখুঁত না হলে জরিপ
কার্য নিভর্‚ল হবে না। সুতরাং প্রতি ক্ষেত্রে অফসেট খুব সাবধানতা ও দক্ষতার সাথে পরিমাপ করতে হবে।
চিত্রঃ ৫.২.৩ঃ অফসেট
এই অফসেট পরিমাপের মাধ্যমে জরিপকৃত এলাকার মধ্যে অবস্থিত প্রয়োজনীয় সব বস্তুর অবস্থান নির্ধারণ করা হয়ে
থাকে। শিকল রেখা ও সমকোণে অবস্থিত বস্তুর মধ্যে সর্বনি¤œ দূরত্বই হল অফসেট। চিত্রঃ ৫.২.৪

চিত্রঃ ৫.২.৪ঃ অফসেট পরিমাপ
এই অফসেট আবার তির্যকও হতে পারে অর্থাৎ শিকল রেখা হতে কোন বস্তুর তির্যক পরিমাপকে তির্যক অফসেট বলে।
কিন্তু সাধারনত: সমকৌণিক অফসেটই বেশী ব্যবহৃত হয়। দীর্ঘ অফসেট (শিকল রেখা হতে দূরে অবস্থিত বস্তু)
পারতপক্ষে বাদ দেওয়া বাঞ্চনীয়। কিন্তু যদি কোন গুরুত্বপূর্ণ বস্তু দূরে অবস্থিত হয় তাহলে সমকৌণিক অফসেটসহ বস্তুর
অবস্থান নিশ্চিত করার জন্য তির্যক অফসেট গ্রহণ করতে হবে।
পরীক্ষণ রেখা
জরিপ কার্যে বিশেষ করে শিকল ও ফিতা জরিপে ত্রিভ‚জের সূক্ষতা যাচাই করার জন্য ত্রিভ‚জের শীর্ষ বিন্দু হতে বিপরীত
দিকে অবস্থিত যে কোন বাহুর উপর বা ভিত্তি রেখার মধ্যস্থিত যে কোন বিন্দুর উপর যে রেখা অঙ্কন করা হয় তাকে
পরীক্ষণ রেখা বলে (চিত্র- ৫.২.৫)। এই রেখা খুবই গুরুত্বপূর্ণ কেন না মানচিত্র বা নকশা অঙ্কনের সুক্ষতা বা নিভর্‚লতা
যাচাইয়ে সাহায্য করে।

চিত্রঃ ৫.২.৫ঃ পরীক্ষণ রেখা
যে রেখার সাহায্যে দুইটি শিকল রেখাকে যুক্ত করা হয় বা বাঁধা হয় তাকে টাই রেখা (ঞরব খরহব) বলে। মূলত: প্রথম
শিকল রেখার কাজ হলে দ্বিতীয় শিকল রেখা প্রথমটির সাপেক্ষে টাই রেখার মাধ্যমে ভ‚মিতে স্থাপন করা হয়। অর্থাৎ যখনই
শিকল রেখার দিক পরিবর্তিত হচ্ছে তখনই টাই রেখার প্রয়োজন হচ্ছে।
রেনজিং লাইন
দুইটি জরিপ ষ্টেশন যদি এক শিকলের বেশী হয় তা হলে শিকল রেখাকে সোজা বা সরল রেখায় রাখার জন্য মাঝে মাঝে
রেনজিং রড এমনভাবে স্থাপন করা হয় যেন উভয় প্রান্তের জরিপ ষ্টেশন এর যে কোন একটি হতে অপরটির দিকে দৃষ্টি
দিলে সব কয়টি রেনজিং রড একটি রেখায় অবস্থিত বলে মনে হবে। অতএব, দুইটি জরিপ ষ্টেশনের মধ্যবর্তী স্থানে রড
গেঁড়ে লাইনকে সোজা রাখার পদ্ধতিকে রেনজিং বলে এবং রেনজিং রডের মাধ্যমে যে সরল রেখা পাওয়া গেল তাকে রেনজিং লাইন বলে (চিত্র ঃ ৫.২.৬)।
পৃথিবীর বুকে কোন বস্তুর অবস্থান, উচ্চতা, দিক ইত্যাদি রৈখিক ও কৌণিক পরিমাপের মাধ্যমে নির্ণয় করার জন্য জরিপের
বিশেষ প্রয়োজন। গবেষক এবং প্রকৌশলীসহ অন্যান্য বৈজ্ঞানিক নিকট এর প্রয়োজনীয়তা অপরিসীম। উদ্দেশ্য ও সূক্ষতার
উপর নির্ভর করে এই জরিপ কার্য বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকে। বর্তমানে বিমান চিত্র ও উপগ্রহ চিত্র
ফটো জরিপের মাধ্যমে প্রাপ্ত হলেও ভ‚মি জরিপের গুরুত্ব ও ব্যবহারের কোন ঘাটতি হয় নাই।
সঠিক উত্তরে টিক্স চিহ্নি দিনঃ
১.১. শিকল রেখার উভয় প্রান্তের বিন্দুকে বলে
ক. পরীক্ষণ রেখা; খ. জরিপ স্টেশন; গ. ভূমি রেখা।
টিকা লিখুনঃ
১. ভূমি বা ভিত্তি রেখা।
২. শিকল রেখা।
৩. অফসেট।
৪. পরীক্ষণ রেখা।
৫. রেলজিং লাইন।
রচনামূলক প্রশ্নঃ
১. জরিপ সংক্রান্ত শব্দগুলোর বর্ণনা দিন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]