ভ‚-বৈচিত্র্য এবং সমুদ্র
পৃথিবীর বাইরের আবরণ নিয়ে ভ‚-ত্বক গঠিত। এর পুরুত্ব বহিরাবরনের মাত্র ৫ থেকে ৪০
কিলোমিটার; যার বেশীর ভাগই আগ্নেয় অথবা রূপান্তরিত শিলায় তৈরী। পাললিক শিলার স্তর
কেবলমাত্র ভ‚-ত্বকেই এবংপৃষ্ঠদেশের প্রায় ৭৫ শতাংশ আবৃত করে আছে। ভ‚-ত্বকে পাললিক
শিলার আয়তন মাত্র ৫ শতাংশ।
ভ‚-ত্বক মহাদেশীয় (ঈড়হঃরহবহঃধষ) অঞ্চলে সমুদ্র তলদেশের ত্বক অপেক্ষা অধিক পুরু (চিত্র
৩.২৭.১)। মহাদেশীয় অঞ্চলে ভ‚-ত্বক ৪০ কিলোমিটার সমুদ্রের নীচে পানি ছাড়া ভ‚-ত্বকের গড়
পুরুত্ব ৫ কিলোমিটার।
চিত্র ৩.২৭.১: মহাদেশীয় অঞ্চলে ভ‚-ত্বক সমুদ্র তলদেশের ভ‚-ত্বকের তুলনায় বেশী পুরু। চিত্রে ভ‚-ত্বকের পুরুত্ব
দেখানো হয়েছে।
ভূ-ত্বক কি?
পৃথিবীর বন্ধুরতার প্রাথমিক বিন্যাস হচ্ছে মহাদেশ ও সমুদ্র। পৃথিবীতে স্থলভাগ ২৯% এবং সমুদ্র
৭১% মোটামুটি এ হিসাব অনুযায়ী বন্টিত। উপকুলবর্তী অঞ্চল মূলত: অগভীর জলরাশি দ্বারা
নিমজ্জিত যা ১৮০ মিটারের কম। মহীসোপান হঠাৎ করেই মহীঢাল হয়ে গভীর সমুদ্র তলে রূপ
নেয়। যদি কখনো সমুদ্র সমতল ১৮০ মিটার নীচে চলে যায় তাহলে স্থলভাগ আয়তনে বেড়ে যাবে
ভ‚-পৃষ্ঠদেশের প্রায় ৭৫
পাললিক শিলায় গঠিত হলেও
ভ‚-ত্বকে এর আয়তন মাত্র
৫%।
স্থলভাগের অধিকাংশ স্থানই
সমুদ্র সমতল থেকে মাত্র ১
কিলোমিটার এর কম উঁচু।
৩৫ শতাংশ এবং সমুদ্র ৬৫ শতাংশ কমে যাবে। স্থলভাগের অধিকাংশ স্থানই সমুদ্র সমতল থেকে
মাত্র ১ কিঃ মিঃ এর কম উঁচু। সাগর তলের বেশীর ভাগই সমুদ্র সমতল হতে ৩ থেকে ৬
কিলোমিটার গভীরে। পৃথিবীর বৃত্তচাপীয় অবস্থা অগ্রাহ্য করলে মহাদেশগুলিকে সমতল সমুদ্রের
উপর মঞ্চের (চষধঃভৎড়স) মত মনে হবে।
সমুদ্র
মহাদেশগুলির মাঝে সমুদ্র নি¤œস্থান ও জলাধার হিসাবে অবস্থান করে। সাধারণত সমুদ্রতল ভ‚মি
তটরেখা থেকে মৃদুঢালে (এবহঃষব ংষড়ঢ়ব) নেমে প্রায় ১৩০ মিটার গভীরতায় পৌঁছে হঠাৎ করে
ঢালের পরিমাণ বেড়ে যায়। মোটামুটি ভাবে তটরেখা থেকে এ স্থানের গড় বিস্তৃতি ৬৫ কিলোমিটার
হয়ে থাকে। এ অঞ্চলকে বলা হয় মহীসোপান (ঈড়হঃরহবহঃধষ ংযবষভ)। স্থান ভেদে মহীসোপানের
প্রস্থ ভিন্ন হতে পারে।
সমুদ্রতলের গড় গভীরতা ৩.৭ কি.মি. এবংস্থলভাগের গড় উচ্চতা মাত্র ০.৮ কি.মি। গভীরতম
সমুদ্র স্থান হচ্ছে মারিয়ানা সমুদ্রখাদ (গধৎরধহধং ঞৎবহপয), এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত ; সমুদ্র
পৃষ্ট থেকে এর গভীরতা ১১ কিঃ মিঃ। হিমালয়ের মাউন্ট এভারেষ্ট সর্ব্বোচ্চ পর্বত শৃঙ্গ, উচ্চতা
৮.৮৫ কি.মি.। চিত্র ৪.১৮.২-এ ভ‚-পৃষ্টের প্রস্থচ্ছেদ স্থলভাগ ও জলভাগের গড় উচ্চতা ও গভীরতা
দেখানো হলো।
সমুদ্র তলের ভ‚-বৈচিত্র স্থলভাগের মতই পর্বতমালা, উপত্যকা, ইতস্তু বিক্ষিপ্ত আগ্নেয়গিরি এবং
বিস্তির্ণ সমভ‚মি নিয়ে গঠিত। বিশালায়তনের বরফের মাত্র এক দশমাংশ স্থলভাগে বাকী নব্বই
শতাংশ বরফের চাঁই। চাই হিসাবে এন্টার্কটিকা মহাদেশ গঠন করেছে। এই বরফের গলন শুরু
হলে তাহলে সমুদ্রতল উর্ধ্বমুখী হয়ে মহীসোপানের আয়তন বৃদ্ধি পাবে।
চিত্র ৩.২৭.২ : ভ‚-পৃষ্ঠের প্রস্থচ্ছেদ, জল ও স্থলভাগের গড় গভীরতা ও উচ্চতার বিন্যাস।
স্থল ও সমুদ্র বিণ্যাস কেমন?
সমুদ্র ও স্থলভাগের গঠন ও পরিবর্তন (খধহফভড়ৎসং, ঙপবধহ ধহফ ঃযবরৎ ঃৎধহংভড়ৎসধঃরড়হ)
ভ‚-গঠন প্রকৃতি মূলত: নির্দিষ্ট নিয়ামক, তার পরিমাপগত সময় ও অবস্থানের উপর নির্ভর করেই ভ‚-
বৈচিত্রের জ¤œ দেয়। পৃথিবীর রূপ পরিবর্তনে যে শক্তিগুলো সতত ক্রিয়াশীল সেগুলো হচ্ছেসমুদ্র তলের গড় গভীরতা
৩.৭ কিঃ মিঃ এবং স্থলভাগের
গড় উচ্চতা মাত্র ০.৮ কিঃ
মিঃ।
১. অভ্যন্তরীন বল বা শক্তি (ঊহফড়মবহরপ ভড়ৎপব)
ক. ধীর বল (ঝষড়ি ভড়ৎপব), যেমন - মহাদেশ গঠন প্রক্রিয়া, পর্বত গঠন প্রক্রিয়া, ভ‚-
আন্দোলন (উরধংঃৎড়ঢ়যরংস), ইত্যাদি।
খ. আকস্মিক শক্তি (ঝঁফফবহ ভড়ৎপব), যেমন- ভ‚মিকম্প, অগ্ন্যুৎপাত ইত্যাদি।
২. বহিঃশক্তি (ঊীড়মবহরপ ভড়ৎপব)
বৃষ্টিপাত, তুষার বা হিমশৈল, সূর্যালোক, নদী প্রবাহ, বায়ুপ্রবাহ ইত্যাদি।
এ শক্তি সমূহ ভ‚-ত্বক গঠনের শিলা সমূহের উপর ক্রিয়া করে ভ‚মিকম্পের কারণ ঘটায় অথবা
ক্ষয়কার্য সাধন করে নব ভ‚মিরূপের জ¤œ দেয়। নিæের সারণিতে ভ‚-গঠনের মূল ভাগ সমূহ ও
ক্রমধারা দেখানো হলো:
সারণি ৩.২৭.১ : ভ‚-গঠনের ক্রমধারা
দল
(ঙৎফবৎ)
ক্রম
ধারা
আয়তন ক্রিয়াশীল
সময় (বছরে)
ভ‚-গঠনের বৈশিষ্ট্য উচ্চতা নিয়ন্ত্রণের পদ্ধতি; ও
নিয়ামক
৭ ১০ বর্গ
সে.মি.
১-১০ আণুবীক্ষনিক গঠন; গঠন,
বুনন ও কণার মসৃণতা
জলবায়ু নিয়ন্ত্রিত পদ্ধতি,
শিলার ধরনের উপর নির্ভর
করে
৩য় ৬ ১-১০
বর্গ মিটার
১০২ ক্ষুদ্রাকৃতির ভ‚-গঠন, গিরিখাত
সর্পিলাকার নদী ইত্যাদি
জলবায়ু নিয়ন্ত্রিত পদ্ধতি
শিলাতত্ব
৫ ১০০ বর্গ
মিটার
১০৪
ভ‚-প্রকৃতিঃ চত্বর, গ্রাবরেখা
ইত্যাদি
জলবায়ু নিয়ন্ত্রিত পদ্ধতি; ভ‚-
তাত্তি¡ক গঠন ও শিলাতত্ত¡
২য় ৪ ১০ বর্গ.
কি.মি
১০৬
-১০৭
ভ‚-কাঠামোগত অনিয়ম ঃ পর্বত,
উপত্যকা, উর্ধ্ব অধ:ভাজ
ইত্যাদি
ভ‚-তাত্তি¡ক গঠন কাঠামো
জলবায়ু নিয়ন্ত্রিত পদ্ধতি
৩ ১০২
-১০৪
১০৭
বর্গ
কি.মি.
ছোট ভ‚-কাঠামোগত সমনি¦ত
রূপঃ হ্রদ অঞ্চল, গ্রস্থ উপত্যকা
অঞ্চল,
প্লেটের সীমানায় সংঘর্ষ,
জলবায়ু নিয়ন্ত্রিত পদ্ধতি হতে
ইত্যাদি অনেক পার্থক্য নির্দেশ
করে
১ম ২ ১০৬
বর্গ
কি.মি.
১০৮
বৃহৎ ভ‚-কাঠামোগত সমনি¦ত
রূপঃ সমুদ্র মধ্য পর্বতমালা,
গিরিখাত, ভঙ্গীল পর্বতমালা
ইত্যাদি।
প্লেটের সীমানা সংঘর্ষ ভাঙ্গা
ও বিকৃতির মাঝে স্থিত অংশ।
১ ১০৭
বর্গ
কি.মি.
১০৯
স্থলভাগ ও সমুদ্র বক্ষ অশ্মমন্ডলীয় প্লেটের গঠন, স্থল
ও জলভাগে পৃথকীকরণ
ভ‚-গঠনের তৃতীয় দলটি ক্ষুদ্রাকৃতির বৈচিত্র্য সমন¦য়ে গঠিত, এগুলোকে কেবল মাত্র ১ ঃ ২৫০০০
মাপের মানচিত্রে দেখানো যায়। অত্যল্প এবং জলবায়ুর নিয়ন্ত্রণেই এ জাতীয় ভ‚-গঠন সম্ভব। দ্বিতীয়
দলের গঠন প্রক্রিয়া ভ‚-অভ্যন্তরের ক্রিয়া কলাপের সাথে বাহ্যিক ক্রিয়ার যৌথ সমন¦য়ের মাধ্যমে
সংগঠিত হতে পারে। কিন্তুপ্রথম দলের গঠন ভ‚-অভ্যন্তরের বৃহৎ শক্তির প্রত্যক্ষ নিয়ন্ত্রন নির্দেশ
১ ঃ ২৫০০০ মাপের মানচিত্রে
করে। দীর্ঘসূত্রী এ গঠনগুলো অনেক বড় অঞ্চল পর্যবেক্ষন বা উপগ্রহ মানচিত্র থেকে সনাক্ত করা
সহজ।
ভ‚-বৈচিত্র্য কিভাবে সৃষ্টি হয়?
ভ‚-গঠন পক্রিয়া ও লব্ধভ‚মিরূপ বিশ্লেষন করে তিন প্রকার ভ‚মিরূপের বর্ননা দেওয়া যায়, যথাঃ ক)
গঠন জাত, খ) সঞ্চিত ও গ) ক্ষয়িষ্ণুধারার ভ‚মিরূপ। নি¤œ ছকে প্রতিটির বর্ণনা দেওয়া হল।
সারণি ৩.২৭.২ : ভ‚মিরূপ গঠন ও পরিবর্তন।
ভ‚মিরূপ
গঠন জাত (ঈড়হংঃৎঁপঃরড়হধষ) সঞ্চিত(উবঢ়ড়ংরঃরড়হধষ) ক্ষয়িষ্ণু (উবংঃৎঁপঃরড়হধষ)
ক্স ভ‚-আন্দোলনের ফলে
গ্রাবেন (এৎধনবহ)
চ্যুতি পর্বত (ঋধঁষঃ
সড়ঁহঃধরহ) বিকৃতির ফলে
নি¤œভ‚মি
গম্বুজ পর্বত
ভঙ্গিল পর্বত ইত্যাদি
ক্স অগ্ন্যুৎপাতের ফলে
লাভাময় ভ‚মি
জালামুখ
সিন্ডার কোন (ঈরহফবৎপড়হবং)
ক্রেটার হ্রদ (ঈৎধঃবৎ ঃধশবং)
ক্যালডেরা (ঈধষফবৎধ) ইত্যাদি
ক্স বিচুর্নী ভবনের ফলে
ট্যালাস (ঞধষঁং)
হিমশিলা (জড়পশ এষধপরবৎ)
ভ‚মিধ্বসে সঞ্চিত পলল ইত্যাদি
ক্স নদীজ
পলল পাখা, বদ্বীপ, সমভ‚মি
কোনস, (ঈড়হবং) ইত্যাদি
ক্স হিমবাহ
হিমরেখা, এস্কারস (ঊংশবৎং)
ড্রামলিন (উৎঁসষরহ্র)
বিধৌত সমভ‚মি (ঙঁঃ ধিংয ঢ়ষধরহ)
ইত্যাদি
ক্স বায়ুতাড়িত
লোয়েস সমভ‚মি, বালিয়াড়ি. ইত্যাদি
ক্স জোয়ার ভাটা ও ঢেউ তাড়িত
দূরবর্তী চর (ঙভভংযড়ৎব নধৎ্র)
বালুকাময় উপকুল স্পিট (ঝঢ়রঃং)
ইত্যাদি
ক্স প্রাণিজ
প্রবাল প্রাচীর (ঈড়ৎধষ জববভং)
ক্স নদীজ
ক) উপত্যকা, ক্ষয়জাত সমভ‚মি
খ) মনাডনক্স
ক্স হিমবাহজাত
ক) ট্রাফ (ঞৎড়ঁময) সার্ক, কলস
খ) এ্যারিটিস, হর্ণ
ক্স বায়ুতাড়িত
হলোস
ইয়ারঢাং
ক্স জোয়ার ভাটা
ক) খাড়া সমুদ্র পাড়, চত্বর
খ) সমুদ্র স্ট্যাকস
ক্স ভৌমজল
ক) জলাভ‚মি
খ) প্রাকৃতিক সেতুইত্যাদি
বিভিন্ন রকমের ভ‚মিরূপ কি কি?
পাঠ সংক্ষেপ
ভ‚-পৃষ্ঠের বন্ধুরতার প্রাথমিক বিন্যাস হচ্ছে মহাদেশ ও সমুদ্র। স্থলভাগ ২৯% এবং সমুদ্র
৭১% জায়গা জুড়ে বিস্তৃত। স্থলভাগের অধিকাংশ স্থানই সমুদ্র সমতল থেকে মাত্র ১ কি.মি.
এর কম উঁচু। সাগর তলের অধিকাংশ স্থানই সমুদ্র সমতল হতে ৩ থেকে ৬ কি.মি. গভীরে।
সমুদ্র তলের ভ‚-বৈচিত্র স্থলভাগের মতই পর্বতমালা গঠন ও পরিবর্তনে ভ‚-অভ্যন্তরস্থ শক্তি
এবং বহিঃশক্তি ক্রমাগত কার্যরত আছে।
পাঠোত্তর মূল্যায়ন ৩.২৭
নৈর্ব্যক্তিক প্রশ্ন ঃ
১. সঠিক উত্তরটির পাশে টিক (√) চিহ্ন দাও (সময় ৪ মিনিট) ঃ
১.১ পাললিক শিলা ভ‚-ত্বককে আবৃত করে আছে শতকরা -
ক) ৭০ ভাগ খ) ৭৫ ভাগ
গ) ৫ ভাগ ঘ) ১০০ ভাগ
১.২ মারিয়ানা সমুদ্র খাদের গভীরতা কিলোমিটারে -
ক) ৩.৭ খ) ০.৮
গ) ৮.৮৫ ঘ) ১১.০
১.৩ স্থলভাগের গড় উচ্চতা কিলোমিটারে -
ক) ৩.৭ খ) ০.৮
গ) ২৫ ঘ) ০.০৫
১.৪ বহিঃশক্তির উদাহরণ নয় কোনটি -
ক) বৃষ্টিপাত খ) বায়ুপ্রবাহ
গ) অগ্ন্যুৎপাত ঘ) সূর্যালোক
সংক্ষিপ্ত প্রশ্ন (সময়: ২*৪=৮ মিনিট) ঃ
১. ভ‚-ত্বক কি?
২. স্থল ও সমুদ্র বিন্যাস কেমন?
৩. কিভাবে ভ‚-বৈচিত্র্য সৃষ্টি হয়?
৪. বিভিন্ন রকমের ভ‚মিরূপ কি কি?
রচনামূলক প্রশ্ন ঃ
১. ভ‚-ত্বকে স্থল ও জলভাগ বিন্যাস কিরূপ, শতকরা হার ও ভ‚-বৈচিত্র চিত্রসহ বর্ণনা করুন।
২. স্থলভাগ ও জলভাগ গঠনের নিয়ামক, প্রক্রিয়া ও পরিবর্তন বিশদ আলোচনা করুন।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ