পানির ব্যবহার, পানির গুণ ও জনসচেতনতা সম্পর্কে লিখুন।


সম্পদ হিসাবে পানি
পৃথিবীতে জীবন ধারনের জন্য পানি অপরিহার্য। জীবদেহে বিপাক ক্রিয়া রাখতে পানি মাধ্যম
হিসাবে ব্যবহৃত হয়। অণুজীবগুলি পানি ছাড়া বাঁচতেই পারে না। প্রাণী পানি ব্যতিত অতি দ্রæত
মৃত্যু বরণ করে। প্রাণী ও উদ্ভিদের পানি শুধুপ্রয়োজনীয়ই নয়, বরং প্রয়োজন বিশুদ্ধ পানি। মানুষ
পানির সরবরাহ বা রাসায়নিক গুণের সামান্য তারতম্যেই আক্রান্ত হয়। পানি মাটিস্থ পুষ্টিকে
দ্রবীভ‚ত (উরংংড়ষাবফ) ও পরিবহন করে উদ্ভিদ ও প্রাণী দেহে সরবরাহ করে। অনেক আবর্জনা
বিগলন ও তরলীকৃত করে সালোক সংশ্লেষণের কাঁচামাল সরবরাহ করে, যা জীবিত সকল জীবের
খাদ্য জোগায়। খাদ্য ছাড়া দীর্ঘ সময় বেঁচে থাকা সম্ভব কিন্তুপানি ছাড়া নয়।
মানুষের ব্যবহার যোগ্য প্রাকৃতিক শক্তি সম্পদের মধ্যে জৈব জ্বালানী, সৌরশক্তি, বায়ুও পানি
সম্পদ উল্লেখযোগ্য। এগুলোর মধ্যে জৈব জ্বালানী বলতে গেলে অতি সামান্য অথবা একেবারেই
নবায়ন (পুনঃ ব্যবহার) যোগ্য নয়। অন্যদিকে পানি সম্পদ পুনঃ পুনঃ ব্যবহার উপযোগী করা যায়।
সুতরাং পানি এমন একটি সম্পদ যা মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ ব্যবহারের উপর নির্ভর করে
পরিশোধিত নবায়ন যোগ্যতা পায়। চিত্র ৩.৩০.১ এ সম্পদ গুলির ব্যবহার ধর্মের বিষয়টি বিশ্লেষণ
করা হয়েছে। জৈব জ্বালানী সমূহের নির্দিষ্ট পরিমাণ মজুদ ব্যবহারের ক্রমহ্রাসের ফলে নিঃশেষ হতে
পারে কিন্তুপানি সম্পদের সুষ্ঠুও পরিমিত ব্যবহার এবং নবায়ন এটিকে অসীম সম্পদে পরিণত
করতে পারে।
চিত্র ৩.৩০.১ : মানব ব্যবহারেেযাগ্য সম্পদ ও তাদের পরিক্রমা।
পানি সম্পদ পুনঃপুন ব্যবহার
উপযোগী।

সম্পদ হিসাবে পানির গুরুত্ব কি?
সম্পদ হিসাবে পানির কিছুবিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করা প্রয়োজন।
অস্বাভাবিক ভৌত গুণাগুণ
১. অতি উচ্চ স্ফুটনাংক।
২. যে কোন তরল অপেক্ষা পানির বাস্পী ভবনের লীনতাপ অতি মাত্রায় অধিক।
৩. পানির তাপ ধারণ ক্ষমতা যে কোন বস্তুর চেয়ে বেশী ফলে পৃথিবীর জলবায়ুপরিবর্তনের ধীর
গতি এবং এটা হঠাৎ পরিবর্তন রোধ করে দুর্ঘটনা ও বিপদমুক্ত রাখে।
৪. কঠিন অবস্থায় পানি তরল অবস্থা থেকে কম ঘনত্বের হয় ফলে মেরু অঞ্চলে জলজ প্রানী
স্বাভাবিক জীবন যাপন করতে পারে এবং মৃত্যুর হাত থেকে রেহাই পায়।
৫. দ্রাবক হিসাবে পানি অতুলনীয়, ফলে পুষ্টি প্রক্রিয়া সাবলীল ও অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা
রাখে।
ব্যবহার যোগ্য পানি প্রাপ্যতার উপর নির্ভর করে -
১. মানুষের বসবাসের ঘনত্বের তারতম্য গড়ে উঠে;
২. আবাস ব্যবস্থায় উন্নয়ন হয়ে থাকে।
এসবের সাথে যুক্ত হয় জনসংখ্যা ঘনত্ব, দূষণ এবং প্রাকৃতিক সম্পদ বিন্যাস। বৃক্ষ ও খাদ্য
উৎপাদনে পানি প্রয়োজন। ধাতুও খনিজ (গরহবৎধষ) প্রক্রিয়াজাত করণে, শক্তিকে কার্যে পরিনত
করতে, অধিকাংশ দ্রব্য উৎপাদনের কোনো না কোনো ধাপে, ক্রমবর্ধমান নাগরিক জীবনের
ব্যবস্থাপনায়, শিল্পায়নে পানি প্রয়োজন। সার্বিক বিচারে পানি একটি অতীব গুরুত্বপূর্ণ সম্পদ।
পানির ব্যবহার, পানির গুণ ও সচেতনতা (টংব ড়ভ ধিঃবৎ; রঃং য়ঁধষরঃু ধহফ ঢ়ঁনষরপ
ধধিৎবহবংং)
মানুষ পানির ব্যবহার সাধারনত: তিন ভাবে করে:
ক্স খাদ্য উৎপাদন, চাষাবাদ ও সেচ কার্যে (৮৫%);
ক্স শিল্প কারখানায় (৭%) এবং
ক্স গৃহ ও বাণিজ্যিক কাজে (৫%)।
ব্যবহার্য পানির যোগান কখনো অপ্রতুল হয়ে থাকে। ভবিষ্যতে এ অবস্থার আরো অবনতি হবে।
কেননা-
ক্স সার্বিক ব্যবহারে পানির চাহিদা বাড়ছে,
ক্স পানির অসম বন্টন ও
ক্স সরবরাহে দূষণ বৃদ্ধি হচ্ছে।
পৃথিবীর অধিকাংশ পানিই শোধিত গুণের হয়ে থাকে এবং অনেক স্থানেই সেচ কাজে অতিরিক্ত
পানি ব্যবহারের ফলে শূণ্যস্থান পূরণের জন্য প্রবাহ (ৎঁহড়ভভ) অপ্রতুল। সেচ কার্যের উপর নির্ভর
স্ফুটনাংক, লীন তাপ,
তাপধারণ ক্ষমতা, ঘনত্ব।
বৃক্ষ ও খাদ্য উৎপাদন, ধাতু
ও খনিজ প্রক্রিয়াজাতকরণে।
শোধিত গুণ, প্রবাহ, ভ‚-গর্ভস্থ
জলাধার।
এস.এস.এইচ.এল বাংলাদেশ উš§ুক্ত বিশ্ববিদ্যালয়
ভূগোল ও পরিবেশ পরিচিতি পৃষ্ঠা # ২১৫
করছে ৩০ থেকে ৪০ শতাংশ খাদ্য উৎপাদন। বাংলাদেশের কৃষিকার্য তার নদ-নদীর বানের জল
ভ‚-গর্ভস্থ জলাধারের উপর নির্ভরশীল। আশির দশক থেকে বর্তমানে পানির ব্যবহার বৃদ্ধি পেয়েছে
সেচ কার্যে দ্বিগুণ;
কলকারখানায় ২০ গুণ;
গৃহ ও ব্যবসায়িক ক্ষেত্রে ৫ গুণ।
ভবিষ্যৎ প্রাপ্যতার উপর নির্ভর করে পানির চার ধরনের ব্যবহার উল্লেখ করা যেতে পারে। যথা:
ক. উত্তোলন বা সার্বিক ব্যবহার (ডরঃযফৎধষি ড়ৎ ঃড়ঃধষ ঁংব);
খ. ভোগকৃত অথবা স্থানান্তরিত ব্যবহার (ঈড়হংঁসঢ়ঃরাব ড়ৎ ফরংঢ়ষধপবফ ঁংব);
গ. চূড়ান্ত ব্যবহার (ঘবঃ ঁংব) এবং
ঘ. হ্রাসকৃত ব্যবহার (উবমৎধফরহম ঁংব)।
ক. উত্তোলিত জল ব্যবহার
যে কোনো নদী, হ্রদ বা ভ‚নি¤œস্থ জলাধারা থেকে যতটুকুপানি ব্যবহারের জন্য আহরণ করা হয়
তার মোট পরিমাণ থেকে পাম্পের সাহায্যে অথবা অন্য মাধ্যমে উত্তোলিত এ পানির প্রায় ৫০
ভাগই অব্যবহৃত অবস্থায় আবার পরিবেশে ফিরে যায়।
খ. ভোগকৃত বা স্থানান্তরিত ব্যবহার
এ জল হচ্ছে সেই প্রকৃতপক্ষে অব্যবহৃত বা প্রাকৃতিক নিয়মে অপচয়কৃত জল যা বাস্পীভবন ও
বাস্পীয় প্রস্বেদনের মাধ্যমে (ঊাধঢ়ড়ঃৎধহংঢ়রৎধঃরড়হ) পরিবেশে ফিরে যায় এবং অন্য এবং অন্য
কোথাও বারিপাত (চৎবপরঢ়রঃধঃরড়হ) হয়ে থাকে।
গ. চূড়ান্ত ব্যবহার্য জল
সার্বিক উত্তোলিত জল থেকে স্থানান্তরিত জলের বিয়োগফল হচ্ছে চূড়ান্ত ব্যবহার্য অথবা ব্যবহৃত
জলের পরিমাপ।
ঘ. হ্রাসকৃত ব্যবহার
পানিচক্রে নবায়িত হওয়ার মধ্যবর্তী সময়ে যে পরিমাণ পানি দ্রবীভ‚ত লবন, রাসায়নিক দ্রব্য অথবা
ভৌতিক (তাপ) পরিবর্তন সাধনের ফলে অশোধিত হয়ে পড়ে তার মোট পরিমাণ।
যদিও পানির অপ্রতুলতা, ক্ষরা এবং বন্যা কোনো কোনো জায়গার জন্য বড় সমস্যা সৃষ্টি করে তবুও
মানুষের জন্য এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অশুদ্ধ/দূষিত পানি। বিশ্ব স্বাস্থ্য (ডড়ৎষফ ঐবধষঃয
ঙৎমধহরংধঃরড়হ-ডঐঙ) এর ১৯৭৫ সালের এক রিপোর্ট উল্লেখ করা হয় যে স্বল্পোন্নত দেশে
যেখানে দুই বিলিয়ন মানুষ বাস করে তাদের প্রতি দুই জনের একজনও পানের জন্য বিশুদ্ধ পানি
পায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর সর্বশেষ প্রাপ্ত (১৯৯৫) তথ্য ও গবেষণার ফলে পানীয় মানের যে
মাত্রা নির্ধারণ করেছে তা নি¤œরূপ:
কি কি ভাবে পানি ব্যবহৃত হয়?
দূষিত জল পানের ফলে অথবা অন্যান্য ব্যবহারের ফলে পানি বাহিত রোগসমূহ অতি দ্রæত
সংক্রামিত হয়। ডায়রিয়া, আমাশয়, কলেরা এবং অন্যান্য রোগের প্রাদুর্ভাব হয়। কৃষিকাজে
ব্যবহারের জন্য উদ্ভিদ ভেদে পানির গুণগত মান ও লবনাক্ততা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে।
উত্তোলিত জল ব্যবহার,
ভোগকৃত বা স্থানান্তরিত
ব্যবহার, চ‚ড়ান্ত ব্যবহার্য জল,
হ্রাসকৃত ব্যবহার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ)
১৯৭৫, ১৯৯৫।

গৃহস্থালীর কাজে ব্যবহৃত পানি ও নির্দিষ্ট মাত্রায় বিশুদ্ধ না হলে ঘা পাচড়া অথবা ত্বকের ক্ষতি হতে
পরে। দীর্ঘদিন অবিশুদ্ধ পানি ব্যবহারে ত্বকের ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে। সুতরাং প্রতিটি
ক্ষেত্রেই ব্যবহার্য পানির গুণগত মান সঠিক হওয়া বাঞ্ছনীয়।
সারণি ৩.৩০.১ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণীত পানীয়জলের গুনাবলী (প্রতি লিটারে মিলিগ্রাম পরিমানে মিশ্রণ)।
রাসায়নিক দ্রব্য গ্রহনযোগ্য মাত্রা সুপারিশকৃত মাত্রা
এ্যামোনিয়া (অসসড়হরধ ঘঐ৪) - ০.৫০
আর্সেনিক (অৎংবহরপ) ০.২০ ০.০১
ক্যাডমিয়াম (ঈধফসরঁস) ০.০৫ -
ক্লোরাইড (ঈযড়ষড়ৎরফব) ৬০০.০০ ৩৫০.০০
ক্রোমিয়াম (ঈযৎড়সরঁস) ০.০৫ -
কপার (ঈড়ঢ়ঢ়বৎ) ১.৫০ ১.০০
সায়ানাইড (ঈুধহরফব) ০.০১ -
ফ্লোরাইড (ঋষঁড়ৎরফব) - ১.৫০
লৌহ (ওৎড়হ) ১.০০ ০.১০
সীসা (খবধফ) ০.১০ -
ম্যাগনেসিয়াম (গধমহবংংরঁস) ১৫০.০০ ৫০.০০
ম্যাগনেসিয়াম ও সোডিয়াম সালফেট ১০০০.০০ ৫০০.০০
(গধমহবংংরঁস+ঝড়ফরঁস ঝঁষভধঃবং)
ম্যাঙ্গানিজ (গধহমধহবংব) ০.৫০ ০.১০
নাইট্রেট (ঘরঃৎধঃব ধং ঘঙ৩) - ৫০.০০
অক্সিজেনের সর্বনি¤œমান (ঙীুমবহ গরহরসঁস) - ৫.০০
ফেনোলিক যৌগ (চযবহড়ষরপ ঈড়সঢ়ড়ঁহফ) ০.০০২ ০.০০১
সেলিনিয়াম (ঝবষবহরঁস) ০.০৫ -
সালফেট (ঝঁষভধঃব) - ২৫০.০০
কঠিন দ্রব্য (ঝড়ষরফং) ১৫০০.০০ ৫০০.০০
দস্তা (তরহপ) ৭৫.০০ ৫০.০০
পানীয় জলের গুণাবলী কেমন হওয়া প্রয়োজন?
পাঠ সংক্ষেপ
মানুষ কৃষিকাজে ৮৫%, শিল্প-কারখানায় ৭% এবং গৃহ ও বাণিজ্যিক কাজে ৫% পানি
ব্যবহার করে থাকে। পানির ব্যবহার ক্রমাগত বৃদ্ধি এবং সরবরাহ মাত্রার তুলনামূলক হ্রাসের
ফলে পানি ব্যবস্থাপনা অতীব গুরুত্বপূর্ণ।
সংক্রমণ, লবণাক্ততা,
ক্যান্সার।

১। সঠিক উত্তরটির পাশে টিক (√) চিহ্ন দিনÑ (সময় ৩ মিনিট) ঃ
১.১ জলবায়ুপরিবর্তন ধীরগতি সম্পন্ন কেননা পানিরক. তাপ ধারণ ক্ষমতা যে কোনো বস্তুর চেয়ে বেশি খ. দ্রাবক হিসাবে পানি অতুলনীয়
গ. ষ্ফুটনাঙ্ক অতি উচ্চ ঘ. কঠিন অবস্থায় আয়তনে বাড়ে
১.২ খাদ্য উৎপাদন, চাষাবাদে ও সেচ কার্যে পানি ব্যবহৃত হয়ক. ৭% খ. ৮৫%
গ. ৫% ঘ. ৭০%
১.৩ পানীয় জলে আর্সেনিকের সুপারিশকৃত মাত্রাক. ০.০১ মি. গ্রা./লি. খ. ০.২০ মি. গ্রা./লি.
গ. ০.০৫ মি. গ্রা./লি. ঘ. ২.০০ মি. গ্রা./লি.
সংক্ষিপ্ত প্রশ্ন (সময় ২*৩ = ৬ মিনিট) ঃ
১. সম্পদ হিসাবে পানির গুরুত্ব কি?
২. কি কি ভাবে পানি ব্যবহৃত হয়?
৩. পানীয় জলের গুণাবলী কেমন হওয়া প্রয়োজন?
রচনামূলক প্রশ্ন ঃ
১. সম্পদ হিসেবে পানির গুরুত্ব ও পানির অস্বাভাবিক ভৌত গুণাবলী কি?
২. পানির ব্যবহার, পানির গুণ ও জনসচেতনতা সম্পর্কে লিখুন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]