ফেরিটোফাইটিস কাকে বলে?
পানির প্রয়োজনীয়তার মাত্রার ভিত্তিতে কয় ধরনের উদ্ভিদ দেখা যায়?
আলোক পর্যাবৃত্ত বলতে কি বুঝায়?
ডেনসিরাউ উদ্ভিদের কয় ধরনের কাঠামোগত বৈশিষ্ট্য
৫চূড়ান্ত উদ্ভিদ পরিক্রমণ


বাস্তব্যবিদ্যা বলতে জীব ও তার চার পাশের পরিবেশের মিথষ্ক্রিয়াকে বুঝায়। উদ্ভিদ বাস্তব্যবিদ্যা
মূলত: বাস্তু পদ্ধতির একটি অংশ। উদ্ভিদ পৃথিবীর জৈব ভ‚-দৃশ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
বাস্তব্যবিদ্যার আলোকে ও উদ্ভিদ গুরুত্বপূর্ণ; কেননা, উদ্ভিদ প্রাথমিক উৎপাদন যোগায় যার উপর
সমগ্র প্রাণীক‚ল নির্ভর করে থাকে।
উদ্ভিদ জগৎ যে সমস্ত প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয় তা মহাদেশীয়, আঞ্চলিক বা স্থানীয়
মাপে বিশ্লেষণ করা যায়। বিশ্লেষণে এ মাপের তারতম্যের অন্যতম উদ্দেশ্য বিভিন্ন জৈব-ভৌত
পরিবেশে (ইরড়-চযুংরপধষ ঊহারৎড়হসবহঃ) উদ্ভিদের বন্টন প্রকৃতি, গঠন বিন্যাস ও বিকাশ লাভ
সম্পর্কে সহজ ধারণা লাভ করা।
উদ্ভিদের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামকসমূহ (ঋধপঃড়ৎং অভভবপঃরহম চষধহঃ ষরভব)
উদ্ভিদ পরিবেশ মূলত: একাধিক ভৌত ও জৈব নিয়ামকের সম্মিলিত ফল। একটি অঞ্চল যে ধরনের
উদ্ভিদ গোষ্ঠী/সমাজ গড়ে উঠে তার পেছনে পানির সহজলভ্যতা ও জলবায়ুর নিয়ামক সবচেয়ে বড়
ভ‚মিকা রাখে। তাছাড়া মৃত্তিকা ও ভ‚মিরূপের অবস্থা, অগ্নিকান্ড প্রাণী ও মানুষের কর্মকান্ড যথেষ্ট
গুরুত্বপূর্ণ নি¤েœ উদ্ভিদের উপর এ সমস্ত নিয়ামকের ভ‚মিকা তুলে ধরা হলো।
পানি
বিশ্বব্যাপী উদ্ভিদের বন্টনে সবচেয়ে একক গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে পানি স্বীকৃত। বিবর্তনের
মাধ্যমে উদ্ভিদ বিশেষায়িত বা খাপ খাওয়াতে সক্ষম হয়েছে, প্রয়োজনে অতিরিক্ত পানি বা পানির
ঘাটতি মোকাবেলা করতে। স্থলভাগের কোনো একটি স্থানে জীবের পানি প্রাপ্তি নির্ভর করে
সেখানকার বৃষ্টিপাত, বাস্পায়ন, পৃষ্ঠ-প্রবাহ ও ভেদ্যতার ওপর। এ সাম্যতা পরিশেষে আবার ভ‚-
আচ্ছাদন দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রস্বেদনের মাধ্যমে উদ্ভিদ মৃত্তিকাস্থ পানির বহুলাংশ বায়ুমন্ডলে
পাঠায়। তাছাড়া, পৃষ্ঠ প্রবাহে বাধা দিয়ে মৃত্তিকার ভেদ্যতা বাড়িয়ে দেয়, ফলে উদ্ভিদের উপস্থিতিতে
পৃষ্ঠ প্রবাহের পরিমাণ হ্রাস পায়।
জলবায়ুর নিয়ামক
যদিও সব উদ্ভিদই একটি আদর্শ জলবায়ুপূর্ণ অবস্থায় স্বাভাবিক বিকাশ লাভ করে; যেমন- খুব বেশি
উষ্ণতা, অত্যন্ত ঠান্ডা, অতিবর্ষন বা খুবই হালকা বৃষ্টি এসব ক্ষেত্রেই উদ্ভিদকুলের স্বাভাবিক বৃষ্টি
ব্যাহত হবে। কোনো কোনো ক্ষেত্রে মারাও যেতে পারে। জলবায়ুর বিভিন্ন নিয়ামকের মাঝে উদ্ভিদ
একাধিক ভৈৗত ও জৈব
নিয়ামকের মিথস্কিয়া থেকে
উদ্ভিজ্জ পরিবেশ গড়ে উঠে।

বিভিন্ন ভাবে মানিয়ে নেয়। এ পর্যায়ে উদ্ভিদ জলবায়ুর নিয়ামক যেমন- উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা,
বায়ুচাপ, বায়ুর বেগ, দিনের দৈর্ঘ্যরে সাথে কিভাবে মোকাবেলা করে তা উল্লেখ করা হলো।
উষ্ণতা
উদ্ভিদের উষ্ণতা নিয়ন্ত্রণ প্রক্রিয়া অত্যন্ত জটিল। এক্ষেত্রে উষ্ণতার দুটো গুরুত্বপূর্ণ দিক রয়েছে।
প্রথমত: পরম উষ্ণতা, যা উদ্ভিদের জৈব প্রক্রিয়া এবং ভৌত বিক্রিয়া সমূহের গতি নিয়ন্ত্রণ করে।
দ্বিতীয়ত: আপেক্ষিক উষ্ণতা, যা উদ্ভিদের তাপমাত্রা হারানো বা গ্রহণ মাত্রায় প্রভাব ফেলে।
বিশ্বব্যাপী উদ্ভিদ বিভিন্ন উষ্ণতায় বিকাশ লাভ করেছে। ক্রান্তিয় এলাকায় উদ্ভিদ উচ্চ তাপমাত্রার
উষ্ণতায় গড়ে উঠেছে, এ ধরণের পরিবেশ মেগাথারমাল নামে পরিচিত। যে সমস্ত উদ্ভিদ
ঋতুভিত্তিক পরিবর্তনে অভ্যস্থ তা মেসোথারমাল এবং যা অত্যধিক ঠাÐায় টিকে থাকে তা
মাইক্রোথারমাল নামে পরিচিত। সাধারণত: ০ক্ক সেলসিয়াস তাপমাত্রায় (৩২ক্ক ফা.) অথবা ৪৫ সে.
(১১৩ক্ক ফা.) উষ্ণতায় উদ্ভিদের পাচক ক্রিয়া বন্ধ থাকে, ফলে বৃদ্ধি ব্যহত হয়। স্বল্পমেয়াদী গ্রীষ্ম
ঋতুতে বৃদ্ধির জন্য উদ্ভিদ যথেষ্ট খাদ্য উৎপাদন করতে পারে না।
বৃষ্টিপাত
যদিও সব উদ্ভিদেরই বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য, তবে বিভিন্ন উদ্ভিদে এর পরিমাণগত
চাহিদা বিভিন্ন রকম। পানির প্রাপ্যতার সাথে উদ্ভিদ খাপ খাওয়াতে পারে। কিছুউদ্ভিদ প্রয়োজনীয়
পানির অভাবে শুষ্ক ঋতুতে সুপ্ত থাকে, পাতা ঝরিয়ে ফেলে। যেমন: মার্চ-এপ্রিল মাসে গজারী
গাছের পাতা ঝরে যায়, কারণ এ সময় বৃষ্টিপাত কম হয়। শুষ্ক অঞ্চলে কিছুকিছুউদ্ভিদের শিকড়
ভ‚-গর্ভস্থ পানির স্তর পর্যন্ত পৌঁছে যায়। এ ধরনের উদ্ভিদকে ফেরিটোফাইটিস (চযৎবধঃড়ঢ়যুঃবং)
বলে। পানির প্রয়োজনীয়তা মাত্রার ভিত্তিতে তিন ধরনের উদ্ভিদ দেখা যায়। যথা- জেরোফাইটিস
(ঢবৎড়ঢ়যুঃবং), হাইগ্রোফাইটিস (ঐুমৎড়ঢ়যুঃবং) ও মেসোফাইটিস (গবংড়ঢ়যুঃবং)।
জেরোফাইটিস উদ্ভিদ বহুদিন/মাস অনাবৃষ্টি/বৃষ্টিপাতহীন অবস্থায় টিকে থাকতে পারে। যেমন:
মরুভ‚মিতে ক্যাকটাস জাতীয় গাছ। এই সমস্ত উদ্ভিদ শুধুমাত্র সুবিধাজনক পরিবেশে বৃদ্ধিপ্রাপ্ত হয়।
হাইগ্রোফাইটিস উদ্ভিদ স্বল্পকালের জন্য পানি ছাড়া বাঁচে না। এই জাতীয় উদ্ভিদ পানিযুক্ত
পরিবেশেই গড়ে উঠে। বাংলাদেশের গরান বনভ‚মি এর প্রকৃষ্ট উদাহরণ। সুন্দরী গাছ ভেজাকাঁদায়
ও জোয়ার ভাটা প্রভাবিত উপক‚লীয় পরিবেশে গড়ে উঠে। মেসোফাইটিস জাতীয় উদ্ভিদ আর্দ্র কিন্তু
ভেঁজা নয় এমন পরিবেশে টিকে থাকে। এই জাতীয় উদ্ভিদের কিছুকিছুশুধুমাত্র স্বল্পমেয়াদী খরায়
টিকে থাকতে পারে; আবার কিছুঅনেক দিনের খরায়ও টিকে থাকে।
আর্দ্রতা
একটি এলাকার আর্দ্রতা প্রত্যক্ষভাবে প্রস্বেদনে প্রভাব বিস্তার করে, যা উদ্ভিদের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ
করে। উচ্চ আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট পরিবেশে উদ্ভিদ নরম মন্ডতুল্য ও দ্রæত বর্ধক হয়; কম
আপেক্ষিক আর্দ্রতায় উদ্ভিদ কম বৃদ্ধি পায় এবং খুব শক্ত হয়। মরুময় পরিবেশে বাঁচার তাগিদে
উদ্ভিদ তার দেহে ও টিস্যুতে পানি সংরক্ষণ করে।
উষ্ণতা ফসলের উৎপাদনের
নিয়ামক।
বৃষ্টিপাত উদ্বিদের বৃদ্ধির
সহায়তাকারী।

বায়ুমন্ডলীয় চাপ
উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর ঘনত্ব হ্রাস পায়। উচ্চ পার্বত্য এলাকার বায়ুতে অক্সিজেনের পরিমাণ কম
থাকে, যা উদ্ভিদের বৃদ্ধির জন্য অনুক‚ল নয়। তবে এই ধরণের অতি উচ্চতায় কিছুকিছুউদ্ভিদ খাপ
খাইয়ে বেড়ে উঠে।
বায়ুর বেগ
কোন অঞ্চলের বায়ুর গতিবিধি এর বনভ‚মির উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে। ঐ অঞ্চলের
জলবায়ুতে প্রভাব ফেলে কারণ, বায়ুর বেগ বৃষ্টিপাত ও বাস্পায়নে উল্লেখযোগ্য ভ‚মিকা রাখে।
দ্রæতবেগে বায়ু প্রবাহিত অঞ্চলের গাছপালা তাদের বৃদ্ধির ধরন পাল্টে ধীরে ধীরে পরিবর্তনের
মাধ্যমে খাপ খাইয়ে নেয়।
বায়ুযদি সব সময় উচ্চবেগে প্রবাহিত হয় তাহলে উদ্ভিদের পাতা এমনকি স¤œুখ ভাগ অংশের বাকল
ও পড়ে যায়। বায়ুতে বালি, ¯িøট বা বরফকুচী থাকলে এ প্রক্রিয়া ত্বরানি¦ত হয়। এ ধরনের বায়ু
তাড়িত উদ্ভিদ পতাকারূপী উদ্ভিদ হয় যা প্রধানত: তুন্দ্রা, আলপাইন বা আধামরুময় পরিবেশে দেখা
যায়।
দিবালোকের দৈর্ঘ্য
সূর্যালোক প্রাপ্তির দৈর্ঘ্য বা সূর্যালোকের তীব্রতা উভয়ই উদ্ভিদের জীবন চক্রকে প্রভাবিত করে
থাকে। উদ্ভিদের পুস্প বিকশিত হওয়া বিশেষভাবে সূর্যালোক প্রাপ্তির দৈর্ঘ্য দ্বারা নিয়ন্ত্রিত হয়।
উদ্ভিদের আলোক নির্ভরশীলতাকে আলোক পর্যাবৃত্ত (চযড়ঃড়ঢ়বৎরড়ফরপরঃু) বলে।
দিবালোকের দৈর্ঘ্য দ্বারা প্রভাবিত উদ্ভিদ সমূহকে ৪টি দলে ভাগ করা যায়। প্রথমে দলের উদ্ভিদ
সমূহে দীর্ঘ দিবালোকের সময় ফুল ফোটে এবং দিবালোকের হ্রাসে তা বন্ধ থাকে; যেমন: কলা,
মূলা, সিনোরেরিয়া, হেদার ও স্পিনিচ। দ্বিতীয় দলের উদ্ভিদে কম দিবালোকের প্রয়োজন হয় এবং
নির্দিষ্ট সময়ের জন্য মেঘাচ্ছন্ন/অন্ধকারাচ্ছন্ন আলোতে ফুল ফোটে। যেমন: ডেইজি, রেজউড ও
স্ট্রবেরী। তৃতীয় দলের উদ্ভিদের জন্য প্রথম দুই দলের তুলনায় মাঝারি দৈর্ঘ্যরে দিবালোক দরকার
হয়। চতুর্থ দলের আওতাভ‚ক্ত উদ্ভিদ দিবালোকের দৈর্ঘ্য দ্বারা তেমন বেশি প্রভাবিত হয় না।
এগুলোর মধ্যে টমেটো, শশা ও ডানডেলিয়ন অন্যতম।
মৃত্তিকার অবস্থা
মৃত্তিকা কোনো অঞ্চলের উদ্ভিদ জগতের উপর যথেষ্ট প্রভাব রাখে। মূলত: উদ্ভিদ ও মৃত্তিকা উভয়ই
পরস্পরের জন্য গুরুত্বপূর্ণ। মৃত্তিকার নমুনা উদ্ভিদের বিস্তরণে ও বেড়ে উঠার ক্ষেত্রে বিশেষভাবে
ভ‚মিকা রাখে। যেমন- গাছের শিকড় মাটির নীচে থাকে এবং তা দিয়ে মাটি থেকেই খাদ্য রস ও
পানি শোষিত হয়ে কান্ডে যায়। আবার উদ্ভিদ ও জৈব অবশেষ যোগান দিয়ে, এসিড নি:সরণের
মাধ্যমে মৃত্তিকার খনিজ পদার্থে কাজ করে দানাদার মৃত্তিকা উন্নয়নে বিশেষভাবে সাহায্য করে
থাকে।
ভ‚মিরূপের অবস্থা
সমুদ্র সমতল থেকে ভ‚মির উচ্চতা ঢাল ও দিক উদ্ভিদের বৈশিষ্ট্য ও বন্টনে যথেষ্ট গুরুত্ববহ। খাড়া
ঢালে মৃত্তিকার আর্দ্রতা কম ফলে গাছের বৃদ্ধি ধীরে হয়। একই ভাবে সূর্যালোকমুখী ঢালে গাছ বেশ
বাড়ে এবং বিপরীত ঢালে গাছ তেমন বাড়ে না; গাছের সংখ্যাও কম থাকে।
সূর্যলোক পাওয়ার জন্য
উদ্ভিদকুলের মধ্যে
প্রতিযোগিতা শুরু হয়।

আগুন
অগ্নিকান্ডে প্রায়শ:ই বনাঞ্চল পুড়ে যায়। ফলে উদ্ভিদের বিবর্তনে অগ্নিকান্ড/দাবানলকে একটি
নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়। অগ্নিকান্ডের মাধ্যমে সাভানা এলাকায় পশু চারণের ক্ষেত্র
টিকিয়ে রাখা হয়; যদিও এতে গাছ পুড়ে যায়। বনে গাছ পালার উৎপাদন বৃদ্ধির ফলে প্রাণীক‚লের
সুবিধার্থে অনেক সময় আগুন জ্বালানো হয়। এতে অগ্নি সংযোজনের ফলে মূল উদ্ভিদের পরিবর্তন
সাধিত হয়।
প্রাণী
মানুষ ও বন্য প্রাণী উভয়ই উদ্ভিজ্জ পরিবর্তনে ভ‚মিকা রাখে। বন্য প্রাণীর সুবিশাল দল উত্তরের
প্রেইরী অঞ্চলের বিশেষত: উত্তর আমেরিকার ও রাশিয়ার স্তেপ অঞ্চলের তৃণভ‚মি পরিবর্তনে
উল্লেখযোগ্য ভ‚মিকা রেখেছে। প্রেইরী তৃণ-ভ‚মিতে অনেক প্রজাতির তৃণের মধ্যে বড় প্রজাতি সমূহ,
যা হ্রাসকারী (উবপৎবধংবৎ) নামে পরিচিত, যদি পশুচারণ না হতো তাহলে ছোট প্রজাতি সমূহের
বিকাশলাভ হতো না। বাইসন, বলগা হরিণ ইত্যাদি প্রেইরী তৃণাঞ্চলে চরে বেড়ানোর কারণে বড় ও
ছোট প্রজাতির ঘাসের বৃদ্ধিতে একটি সাম্যতা বজায় থেকেছে। পাখিও বীজ ছড়ানোর মাধ্যমে
উদ্ভিদের বন্টনে উল্লেখযোগ্য ভ‚মিকা রাখে। উদ্ভিদের বৃদ্ধি ও বন্টনে মানুষের প্রভাব ও অপরিসীম।
বিস্তৃত বনাঞ্চল কেটে জনপদ/কৃষিভ‚মি গড়ে তুলেছে; ফলে স্থানীয় আবহাওয়ায় তার প্রভাব পড়ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পাইন বনাঞ্চল, রাশিয়ার তইগা বনভ‚মি ব্যাপকভাবে কেটে ফেলা হয়েছে।
উদ্ভিদের ওপর প্রভাববিস্তারকারী নিয়ামকগুলো কি কি?
উদ্ভিদের কাঠামো বিন্যাস
পৃথিবীর উদ্ভিদ সমূহের শ্রেণী বিভাজনের ক্ষেত্রে জীব-ভ‚গোলবিদগণ একাধিক পদ্ধতি অনুসরণ করে
থাকেন। এগুলোর বেশির ভাগই দুটো শর্ত অনুসরণ করে।
প্রথমত: একটি অঞ্চলের উদ্ভিদ কাঠামো; অর্থাৎ গুরুত্বপূর্ণ উদ্ভিদ সমূহের গড়ন, আকৃতি, কাঠামো
ও আয়োজন বিন্যাস;
দ্বিতীয়ত: ঐ অঞ্চলের উদ্ভিদের ধরন।
কানাডার জীববিজ্ঞানী পিয়েরে ডেনসিরাউ গাছের আকার, আকৃতি ও স্তরায়ন, গাছ নীচের মাটি কি
মাত্রায় ঢেকে রাখে, পর্যায় বৃত্ত (চবৎরড়ফরপরঃু) ও পাতার ধরনের ভিত্তিতে উদ্ভিদের ছয় ধরনের
কাঠামোগত বৈশিষ্ট্য উল্লেখ করেন।
১. গাছের আকার: আকার অনুযায়ী উদ্ভিদকে বৃক্ষ, গুল্ম, লতা ও ঘাসে ভাগ করা যায়। বৃক্ষ ও
গুল্ম সোজা দন্ডায়মান থাকে। লতা অন্যগাছে ভর করে উপরে উঠে।
২. আকৃতি ও স্তরায়ন: আকৃতি অনুযায়ী দীর্ঘ, মাঝারি ও খাটো এই হিসাবে উদ্ভিদকে শ্রেণী বিভাগ
করা যায়। কোনো বৃক্ষ ২৫ মি. এর অধিক লম্বা হলে তাকে দীর্ঘ, ১০-২৫ মি. লম্বা হলে তা
মাঝারি এবং ৮-১০ মি. লম্বা হলে তা খাটো বলে বিবেচিত হয়। এই ধরনের একটি আদর্শ
মাপ অনুসরণের মাধ্যমে উদ্ভিদের সুনির্দিষ্ট বর্ণনা দেওয়া সুবিধাজনক।
উদ্ভিদের বিবর্তণ।
প্রেইরী অঞ্চল, হ্রাসকারী।
উদ্ভিদের কাঠামোগত বৈশিষ্ট্য।

৩. ভ‚-আচ্ছাদন: একটি উদ্ভিদ এর নীচের ভ‚মির কতখানি ডাল-পালা ও পাতার বিস্তারের মাধ্যমে
ঢেকে রেখেছে তাই ভ‚-আচ্ছাদন। যেমন- অত্যন্ত ফাঁকা, বিচ্ছিন্ন, গুচ্ছ ও পূর্ণভাবে ঢাকা,
গাছের আবরণ ছাড়া, বিচ্ছিন্ন, লতাগুল্মে ঢাকা ইত্যাদি।
৪. পর্যাবৃত্ত: বার্ষিক ঋতুচক্রের সাথে উদ্ভিদের বৃদ্ধি সক্রিয়তার বিশেষ সম্পর্ক আছে, যা পর্যাবৃত্ত
নামে অবহিত হয়। যেমন- পত্র পতনশীল উদ্ভিদ শীতের শুরুতে পাতা ঝরিয়ে ফেলে। আবার
চিরসবুজ বৃক্ষ সারা বছরই পাতা ঝরে ও নতুন পাতা হয়। অন্যদিকে আধা চিরসবুজ উদ্ভিদ
একটি সাময়িক বিরতিতে পাতার সংখ্যা বাড়ায়, কোনো নির্দিষ্ট ঋতুতে নয়। এছাড়া কিছু
চিরসবুজ উদ্ভিদ আছে যাদের কান্ড অত্যন্ত পুরু, মাংসল এবং পত্রহীন, সারা বছর সবুজ
থাকে। যেমন- ক্যাকটাস।
৫. পাতার আকৃতি ও আকার: পাতার আকৃতি ও আকার দ্বারাও উদ্ভিদের শ্রেণী বিভাজন করা
যায়। যেমন- চওড়া, সূচালো, ছোট এবং যৌগ/যুক্ত পত্র। চওড়া পাতা বিশিষ্ট উদ্ভিদ হচ্ছে
সেগুন, গর্জন, চাপালিশ ইত্যাদি। সূচালো পত্র উদ্ভিদের উদাহরণ পাইন, সপ্রæফ, ফার
ইত্যাদি। নিম ও তেঁতুল ক্ষুদ্র পত্র বিশিষ্ট উদ্ভিদ। যুক্ত পত্র উদ্ভিদের উদাহরণ স্বরূপ হিকরি ও
ক্রাশ এর নাম উল্লেখ করা যায়।
৬. পাতার বুনট: জলবায়ুও পরিবেশের ভিত্তিতে গাছের পাতার বুনট গড়ে উঠে। পাতার বুনট
প্রকৃতি মূলত: এর মাধ্যমে পানি পরিত্যাগ মাত্রার উপর নির্ভর করে। গড়পুরুত্ব বিশিষ্ট পাতাকে
ঝিল্লিময় বলে, পাতলা ও সু² পাতা গাছ ছাল আচ্ছাদিত হয়। যে সমস্ত পাতা শক্ত, পুরু ও
মসৃণ তা স্কেলোরোফাইরাস নামে অবহিত হয় এবং এই ধরনের পাতার উদ্ভিদে গড়ে উঠা
ভ‚মিকে স্কেলোফিল বন বলে।
উদ্ভিদের কাঠামো বিন্যাসের অর্থ কি?
উদ্ভিদের বাস্তব্যপর্যায়ক্রম (ঊপড়ষড়মরপধষ ঝঁপপবংংরড়হ ড়ভ ঠবমবঃধঃরড়হ)
সময়ের সাথে উদ্ভিদ জগতের/সমাজের পরিবর্তন ঘটে থাকে। উদ্ভিদের এই পরিবর্তন মূলত: এর
আদি থেকে চূড়ান্ত পর্যায়ে না পৌঁছা পর্যন্ত চলতে থাকে, যা বাস্তব্যপর্যায়ক্রম নামে পরিচিত।
সাধারণত সুনির্দিষ্ট জলবায়ু, মৃত্তিকা ও পানি প্রাপ্যতার আলোকে উদ্ভিদ পরিক্রমণের মাধ্যমে কোনো
এলাকায় সম্ভাব্য একটি জীব সমাজ গড়ে উঠে। এই পরিক্রমণের প্রতিটি ধাপে যে নতুন নতুন জীব
সমাজের আগমন ঘটে থাকে তাকে একত্রে সেরি (ঝবৎরব) বলে। প্রতিটি নতুন পর্যায়ের সমাজকে
সেরাল পর্যায় (ঝবৎধষ ঝঃধমব) বলা হয়। শেষ পর্যায়ে উদ্ভিদ যখন স্থির অবস্থায় পৌঁছে তাকে চূড়ান্ত
উদ্ভিদ পরিক্রমণ বলে। উদ্ভিদ পরিক্রমণ নব গঠিত ভ‚মিরূপে শুরু হলে তাকে প্রাথমিক পরিক্রমণ
বলে। আবার ইতোপূর্বে গড়ে ওঠা উদ্ভিজ এলাকায় হলে তা দ্বিতীয় পর্যায়ের পরিক্রমণ নামে
পরিচিত।
পরিক্রমণের প্রথম ধাপকে আদি ধাপ (চরড়হববৎ ঝঃধমব) বলে। যেখানে কিছুউদ্ভিদ প্রজাতি অত্যন্ত
প্রতিকূল পরিবেশে; যেমন: দ্রæত পানি অপাসারিত হয়ে যাওয়া, মৃত্তিকা শুকিয়ে যাওয়া এবং
অতিরিক্ত সূর্যালোক, বায়ুএবং উচ্চ তাপমাত্রার ভ‚মি ও বায়ুর উষ্ণতায়ও নিজেদেরকে টিকিয়ে
রাখতে পারে। এই অবস্থায় বৃদ্ধির সাথে শিকড় মাটির তলদেশে প্রবেশ করে, যা পরে পঁচে মাটিতে
জৈব পদার্থ যোগ করে। পতিত পত্র ও কান্ড/ডালপালা পঁচে জৈবপদার্থ মাটিতে যুক্ত হয়। ক্রমান¦য়ে
অধিক সংখ্যক পরজীবি ও প্রাণী বসবাস করতে শুরু করে। তারপর স্তন্যপায়ী প্রাণী চড়ে বেড়ায়,
ডাল-পালা ও পাতার বিস্তার।
বার্ষিক ঋতুচক্র।
চওড়া, সূচালো, ছোট এবং
যৌগ/যুক্তপত্র।
জলবায়ু ও পরিবেশের
ভিত্তিতে।
বাস্তব্য পর্যায়ক্রমে, সেরি,
সেরাল পর্যায়।
আদিধাপ।

নব্য উদ্ভিদস্থলে পাখির আনাগোনাও বৃদ্ধি পায়। এর সাথে অপেক্ষাকৃত বড় উদ্ভিদের বীজও আসে।
এই অবস্থায় অন্য উচ্চতর উদ্ভিদের আগমন ঘটে থাকে এবং তা আদি উদ্ভিদকে হটিয়ে দেয়।
নবাগত উদ্ভিদ মাটির বৃহদাংশ ডালপালায় ঢেকে ফেলে। এ পরিবেশে বনের ক্ষুদ্র জলবায়ুপূর্বের
অবস্থার তুলনায় অনেকটা পরিবর্তিত হয়ে যায়। বিশেষত: চরম বায়ু ও মৃত্তিকার উষ্ণতায়
স্বাভাবিকতা আসতে থাকে এবং সে সাথে উচ্চ আর্দ্রতা ও কম তীব্র সূর্যালোকের প্রাধান্য বাড়তে
থাকে। এই পর্যায়েও নতুন প্রজাতির আগমন ঘটতে থাকে এবং শেষ পর্যায়ে চূড়ান্ত পরিক্রমণ
সম্পন্ন হয়। এই অবস্থায় উদ্ভিদ শক্তি উৎপাদন মাত্রা ও ব্যয়ে একটি সাম্যতা বা স্থিত অবস্থা বিরাজ
করে।
পাঠ সংক্ষেপ
বাস্তব্যবিদ্যা বলতে জীব ও তার চারপাশের পরিবেশের মিথষ্ক্রিয়াকে বুঝায়। উদ্ভিদ
বাস্তব্যবিদ্যা মূলত: বাস্তু পদ্ধতির একটি অংশ। উদ্ভিদ পরিবেশ একাধিক ভৌত ও জৈব
নিয়ামকের সম্মিলিত ফল। উদ্ভিদ সমাজ গড়ে উঠার পেছনে যে সব নিয়ামক কাজ করে
তম্মধ্যে পানি ও জলবায়ুঅন্যতম। জীব ভ‚গোলবিদগণ উদ্ভিদজ কাঠামো ও ধরনের ভিত্তিতে
এর শ্রেণী বিভাজন করে থাকে। উদ্ভিদ জগতের ক্রমাগত পরিবর্তন চলতে থাকে। এ
পরিবর্তন আদি থেকে চূড়ান্ত পর্যায়ে না পৌঁছা পর্যন্ত চলতে থাকে, যা বাস্তব্য পর্যায় ক্রম নামে
পরিচিত।
পাঠোত্তর মূল্যায়ন ৩.৩২
নৈর্ব্যক্তিক প্রশ্ন ঃ
১. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন (সময় ৪ মিনিট) ঃ
১.১ জীব জগতের প্রাথমিক খাদ্য উৎপাদন যোগায়ক. মাটি খ. পানি
গ. উদ্ভিদ ঘ. প্রাণী
১.২ অনাবৃষ্টিতে সবচেয়ে বেশিদিন বাঁচেক. ফেরিটোফাইটিস খ. জেরোফাইটিস
গ. হাইগ্রোফাইটিস ঘ. মেসোফাইটিস
১.৩ দিবালোকের দৈর্ঘ্যে ফুল ফুটতে প্রভাবিত হয় নাক. কলা খ. স্ট্রবেরী
উচ্চতর উদ্ভিদের আগমন।
নতুন প্রজাতির আগমন।

গ. টমেটো ঘ. মূলা
১.৪ উদ্ভিদ পরিক্রমণের প্রতিটি ধাপে যে নতুন জীব সমাজের আগমন ঘটে তাকে বলেক. কেরি খ. সেরি
গ. সেরাল ঘ. নবাগত
সংক্ষিপ্ত প্রশ্ন (সময় ২ী৫ = ১০ মিনিট) ঃ
১. ফেরিটোফাইটিস কাকে বলে?
২. পানির প্রয়োজনীয়তার মাত্রার ভিত্তিতে কয় ধরনের উদ্ভিদ দেখা যায়?
৩. আলোক পর্যাবৃত্ত বলতে কি বুঝায়?
৪. ডেনসিরাউ উদ্ভিদের কয় ধরনের কাঠামোগত বৈশিষ্ট্য উল্লেখ করুন?
৫. চূড়ান্ত উদ্ভিদ পরিক্রমণ বলতে কি বুঝায়?
রচনামূলক প্রশ্ন ঃ
১. উদ্ভিদ বিস্তরণে প্রভাব বিস্তারকারী নিয়ামকসমূহ বিস্তারিত আলোচনা করুন।
২. উদ্ভিদের কাঠামোগত বৈশিষ্ট্যাবলীর বর্ণনা দিন।
৩. উদ্ভিদ বাস্তব্যপর্যায়ক্রম ধারণার বিস্তারিত আলোচনা করুন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]