ভুমিরূপ বিদ্যা সম্পর্কে আধুনিক ধারণা বর্ণনা করুন।


ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ভ‚মিরূপদ্যিার একটি স্বাধীন বিষয় ও ভ‚তাত্তি¡ক বিজ্ঞানের একটি প্রধান শাখা হিসেবে আত্ম প্রকাশ করে। এই সময় ভ‚মিরূপ ধারণা দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়, যেমন (১) ইউরোপীয় গোষ্ঠী, ও (২) আমেরিকান গোষ্ঠী।
ইউরোপীয় গোষ্ঠী জেমস হাটনের তত্ত¡ মতবাদ ব্যাপকভাবে সমর্থন করেন স্যার চার্লস লেইন,
পেঙ্ক ও ব্রাকনার স্যার আন্ড্র রামসে, ব্যারন ফার্ডিন্যান্ড, ভন রিসথোফেন, সি, জি, গ্রীনউড
প্লাইস্টোসিন হিমবাহু এবং সমুদ্রের ক্ষয়সাধন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ইউরোপীয় গোষ্ঠী
প্লাইস্টোসিন বরফযুগ ও হিমবাহ, নদীর প্রবাহ ও ক্ষয়সাধন, শুষ্ক ও কার্ষ্ট ভ‚মিরূপ গঠন ও
চিহ্নিতকরণ সম্পর্কে ইউরোপীয় ভ‚মিরূপ বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্যার চার্লস
লেইল (ঝরৎ ঈযধৎষং খুবষষ, ১৭৯৭-১৮৭৩) জেমস হার্টনের সমরূপ তত্ত¡ মতবাদের শুধ

সমর্থনই করেননি বরং তাঁর রচিত “ভ‚তত্বের তত্ত¡” (



ৎরহপরঢ়ষবং ড়ভ এবড়ষড়মু) নামক ২ খন্ড








ছদ্মনাম
বড়ু চন্ডিদাস
নীহারিকা দেবী
-----
-----
-----
-----
-----
-----
-----
হুতোম পেঁচা
-----
-----
জরাসন্ধ
-----

আমেরিকান ভ‚মিরূপ বিজ্ঞানীদের অবদান উলেখযোগ্য। হায়াৎ মামুদ
-----
সুনন্দ
পুস্তকে এই মতবাদকে পরিচিত ও জনপ্রিয় করে তুলেছেন। প্রাণী বিজ্ঞানে তাঁর গুরুত্বপূর্ণ অবদান চার্লস মতবাদকে পরিচিত ও জনপ্রিয় করে তুলেছেন। প্রাণী বিজ্ঞানে তাঁর গুরুত্বপূর্ণ -----
অবদান চার্লস ডারউইনের “প্রজাতির উৎস” (ঙৎরমরহ ড়ভ ঝঢ়বপরবং) এর ভিত্তি হিসেবে কাজ বানভট্ট
করেছিল। মানুষের প্রাচীন নিদর্শনের ভ‚তাত্তি¡ক প্রমাণ (ঞযব এবড়ষড়মরপধষ ঊারফবহপবং ড়ভ ঃযব অহঃরয়ঁরঃু ড়ভ গধহ) পুস্তুকটি ১৮৬৩ সালে প্রকাশিত হয়েছিল যেখানে হাটনের অধিকাংশ মতবাদ অন্তভর্‚ক্ত ছিল। বরফ যুগের চিহ্নিতকরণ ও স্বীকৃতি ইউরোপীয় গোষ্ঠীর ভ‚মিরূপবিদ্যা চর্চার বিজ্ঞানীদের অবদান। প্লাইস্টোসিন যুগে উত্তর ইউরোপ সম্পূর্ণভাবে হিমবাহ আবৃত হওয়ার যথেষ্ট প্রমাণ ভ‚বিজ্ঞানীরা সংগ্রহ করেছিলেন। পেঙ্ক ও ব্রাকনার
(চবহপশ ধহফ ইৎঁপশহবৎ) আল্পস পর্বতের ওপরে পর্যবেক্ষণের পর প্লাইস্টোসিন বরফ যুগকে চারটি হিমবাহু যুগে ভাগ করেছেন, যেমন-গুন্জ (এঁহু), মিনডেল (গরহফবষ), রিস্ (জরংং) টেকচাঁদ ঠাকুর
ও উরম (ডঁৎস) যেগুলো তিনটি অহিমবাহ যুগ দ্বারা বিভক্ত। -----
সমুদ্রের ক্ষয়কার্যের ক্ষেত্রে সমুদ্র তরঙ্গের সবচেয়ে বেশী গুরুত্ব আরোপ করা হয়েছিল। স্যার ব্যারন ফার্ডিন্যান্ড ভন রিথোফেন (ইধৎড়হ ঊৎফরহধহফ ঠধহ জরপযঃযড়ভবহ, ১৯৩৩-১৯০৫), বনফুল
ও সি, জি, গ্রীণউড (ঈ.এ. এৎববহড়িড়ফ) সামুদ্রিক ক্ষয় সাধনের বিষয় গুরুত্বপূর্ণ অবদান -----
রেখেছেন। -----
ভ‚মিরূপবিদ্যায় সবচেয়ে বেশী অবদান রাখার জন্য আমেরিকান গোষ্ঠীভক্ত ভ‚মিরূপ বিজ্ঞানীদের সবচেয়ে বেশী সম্মান পাওয়ার যোগ্য। ঊনবিংশ শতাব্দীর শেষ দুই দশক ও বিংশ শতাব্দীর মৌমাছি
প্রথম দুই দশক জুড়ে (অর্থাৎ ১৮৭৫ থেকে ১৯২০ সাল পর্যন্ত) শুধ আমেরিকার ভ‚মিরূপবিদ্যারই নয় বরং সারা বিশ্বের ভ‚মিরূপ বিদ্যার স্বর্ণ যুগ বলে বিবেচনা করা হয়। এই -----
সময়ই সর্ব প্রথম ডবিøউ এম, ডেভিস (ড. গ. উধারং) ভ‚মিরূপ তত্ত¡ উপস্থাপন করেন এবং ভ‚মিরূপ বিশ্লেষণ এর চ‚ড়ান্ত রূপে পৌঁছে। পাওয়েল (চড়বিষষ, ১৮৩৪-১৯০২), গিলবার্ট -----
-----
বীরবল
-----
(এরষনবৎঃ, ১৮৪৩-১৯১৮), ডাটন (উঁঃঃড়হ, ১৮৪৩-১৯১২) ও ডেভিস (উধারং, ১৮৫০- -----
১৯৩৪) ভ‚মিরূপ বিদ্যায় উল্লেখযোগ্য অবদান এই বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। -----
পাওয়েল ভ‚মিরূপের শ্রেণীবিভাগ ভুতাত্তি¡ক গঠনের ভিত্তিকেই প্রাধান্য দিয়েছেন। তিনি নদী- উপত্যকার শ্রেণীবিভাগে উদ্ভব সম্বন্ধীয় (এবহবঃরপ) ভিত্তিতে পূর্ববর্তী নদী (অহঃরপবফবহঃ -----
উৎধরহধমব), অধ্যারোপিত নদী (ঝঁঢ়বৎরসঢ়ড়ংবফ উৎধরহধমব) ইত্যাদি শ্রেণীতে বিভক্ত -----
করেছেন। তাঁর সবচেয়ে বড় অবদান নদীর তলদেশে ক্ষয়ের (গভীর করণের) সীমা (খরসরঃ ড়ভ গধীরসঁস ঠবৎঃরপধষ ঊৎড়ংরড়হ) সম্পর্কীয়, যাকে তিনি “ভিত্তিতল” (ইধংব খবাবষ) গাজী মিয়া
হিসেবে আখ্যায়িত করেছেন, যা সমুদ্র সমতল দ্বারা নিয়ন্ত্রিত। পদ্ধতিগত ও সংখ্যাতাত্তি¡ক ভ‚মিরূপবিদ্যায় বিশেষ অবদানের জন্য গিলবার্টকে (এ.ক. এরষনবৎঃ) আমেরিকার প্রথম ভ‚মিরূপ বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়। তিনি তাঁর নিজ সময়ের তুলনায় ভ‚মিরূপবিদ্যা দৃষ্টিহীন
বিষয়ে ধারণার বেশ অগ্রগামী ছিলেন যার ফলে তাঁর বহু মতবাদ আজও স্বীকৃত। তিনিই প্রথম সত্য সুন্দর দাস
ভ‚বিজ্ঞানী যিনি নদীর ধাপের পার্শ্বচিত্র সম্পর্কে ধারণা উপস্থাপন করেন এবং নদীতে তলানি, প্রবাহ পরিমাণ ও গতিবেগের সঙ্গে নদীর প্রবাহ পথের ঢালের সম্পর্ক প্রতিষ্ঠা করেন। উল্লিখিত চলকগুলোর সংখ্যাতাত্তি¡ক বিশ্লেষণের মাধ্যমে সম্পর্ক প্রতিষ্ঠা করেন। -----
ডাটন প্রথম ভ‚বিজ্ঞানী যিনি সমস্থিতি ( ংড়ংঃধংু) অর্থ “ভারসাম্য অবস্থা” অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের ভূ-ভাগের ওপরের দিকে অবস্থান ও চের দিকের অবস্থানের ভারসাম্যের কথা বলেছেরন। -----
কালোরোডো মালভ‚মি ও কলোরোডো নদলি গ্রান্ড ক্যানিয়নে সমীক্ষা ও পর্যবেক্ষণের পর তিনি মন্তব্য করেন যে বর্তমান ক্যানিয়ন দীর্ঘ ও বিরতিহীনভাবে নদীর ক্ষয় সাধনের ফল। ভানুসিংহ
পরশুরাম
ডেভিস হারভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক ভ‚গোলের অধ্যাপক ছিলেন। ভ‚মিরূপ বিদ্যায় তাঁর -----
গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে ভ‚মিরূপ বিদ্যার পৃষ্ঠপোষক বা রক্ষক হিসেবে গণ্য করা হয়। -----
তিনি ভ‚মিরূপ বিজ্ঞানের প্রায় সকল দিকই তাঁর সমীক্ষায় অন্তভর্‚ক্ত করেছেন। এই বিজ্ঞানের -----
ডেভিসের অবদান এতই গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য যে “আমেরিকান স্কুল অব জিওমোরফোলজি” কে “ডেভিসিয়ান স্কুল অব জিওমোরফোলজি” হিসেবে স্বীকৃত প্রাপ্ত হয়েছে। শওকত ওসমান
-----
-----
কালকূট
পাঠ সংক্ষেপ -----
নীল লোহিত
ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ভ‚মিরূপবিদ্যা একটি স্বাধীন বিষয় ও ভ‚তাত্তি¡ক বিজ্ঞানের -----
একটি প্রধান শাখা হিসেবে আত্ম প্রকাশ করে। এই সময় ভ‚মিরূপ সম্পর্কে ধারণা দুটি -----
গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়, যেমন (১) ইউরোপীয় গোষ্ঠী ও (২) আমেরিকান গোষ্ঠী। ইউরোপীয় গোষ্ঠী জেমস হাটনের তত্ত¡ মতবাদ ব্যাপকভাবে সমর্থন করেন স্যার চার্লস -----
লেইন, পেঙ্ক ও ব্রাকনার, স্যার অ্যান্ড্র রামসে, ব্যারন ফার্ডিন্যান্ড, ভন রিসথোফেন সি, জি, -----
গ্রীনউড প্লাইস্টোসিন হিমবাহ এবং সমুদ্রের ক্ষয়সাধন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। -----
ভ‚মিরূপবিদ্যায় আমেরিকান ভ‚মিরূপ বিজ্ঞানীদের অবদান উল্লেখযোগ্য। ঊনবিংশ শতাব্দীর
শেষ দুই দশকও বিংশ শতাব্দীর প্রথম দুই দশক জুড়ে আমেরিকা তথা সারা বিশ্বের ভ‚মিরূপ বিদ্যার স্বর্ণযুগ বলে বিবেচনা করা হয়। এই সময়েই সর্ব প্রথম ডেভিস ভ‚মিরূপ
তত্ত¡ উপস্থাপন করেন। পাওয়েল, গিলবার্ট, ডাটন ও ডেভিস ভ‚মিরূপ বিদ্যায় উল্লেখযোগ্য অবদান এতই গুরুত্বপূর্ণ যে “আমেরিকান স্কুল অব জিওমোরফোলজি” কে “ডেভিসিয়ান
স্কুল অব জিওমোরফোলজি” হিসেবে স্বীকৃত প্রাপ্ত হয়েছে।
শেণীবিভাগ ভুতাত্তি¡ক গঠনের ভিত্তিকেই পাধান্য দিয়েছেন।



শেণীবিভাগ ভুতাত্তি¡ক গঠনের ভিত্তিকেই পাধান্য দিয়েছেন।




ডাটন ও ডেভিস ভ‚মিরূপ বিদ্যায় উলেখযোগ্য অবদান
এই বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে।




জিওমোরফোলজি” কে “ডেভিসিয়ান স্কল অব
জিওমোরফোলজি”
হিসেবে স্বীকত পাপ্ত হয়েছে।



পাঠোত্তর মূল্যায়ন ১.৩
নৈর্ব্যক্তিক প্রশ্ন

১. শূন্যস্থান পূরণ করুন :
১.১ ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ভ‚মিরূপ ধারণা দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়, যেমন
(১) ইউরোপীয় গোষ্ঠী, (২) ....... গোষ্ঠী।
১.২ সমরূপ তত্ত¡ মতবাদের উপর স্যার চার্লস লেইল .......... নামক ২ খন্ড পুস্তক রচনা
করেন।
১.৩ পাওয়েল ভ‚মিরূপের শ্রেণীবিভাগ .......... গঠনের ভিত্তিতেই প্রাধান্য দিয়েছেন।
১.৪ ডাটন প্রথম ভূবিজ্ঞানী যিনি ......... কথা বলেছেন।
১.৫ ডেভিস ........... বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক ভ‚গোলের অধ্যাপক ছিলেন।

২. সত্য হলে ‘স’ মিথ্যা হলে ‘ম’ লিখুন :
২.১ ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ভ‚মিরূপবিদ্যা একটি স্বাধীন বিষয়ও ও ভূতাত্তি¡ক
বিজ্ঞানের একটি প্রধান শাখা হিসেব আত্ম প্রকাশ করে।
২.২ ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ভ‚মিরূপবিদ্যা একটি স্বাধীন বিষয় ও ভ‚তাত্তি¡ক বিজ্ঞানের
একটি প্রধান শাখা হিসেবে আত্মপ্রকাশ করা হয়।
২.৩ “আমেরিকান স্কুল অব জিওমোরফোরলজি” “ডেভিসিয়ান স্কুল অব জিওমোরফোলজি”
হিসেবে স্বীকৃত প্রাপ্ত হয়েছে।

সংক্ষিপ্ত প্রশ্ন :
১. জেমস হাটনের মতবাদ ব্যাপকভাবে সমর্থন করেন কে কে?
২. স্যার চার্লস লেইল-এর রচিত বই-এর নাম কি?
৩. সামুদ্রিক ক্ষয় সাধনের বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান কে রাখেন?
৪. সমস্থিতির কথা কোন বিজ্ঞানী প্রথম বলেছেন?
৫. আমেরিকান স্কুল অব জিওমোরফোলজি কি হিসেবে স্বীকৃতি লাভ হয়েছে?

রচনামূলক প্রশ্ন :
১. ভ‚মিরূপ বিদ্যা সম্পর্কে আধুনিক ধারণা বর্ণনা করুন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]