পৃথিবীর গঠন : গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল
কেন্দ্র মন্ডলের বহিঃভাগ থেকে অশ্বমন্ডলের (ভ‚-ত্বকের) নিম্ন স্তর পর্যন্ত বিস্তৃত স্তরকে গুরুমন্ডল
বলে। এটি পৃথিবীর আয়তনের শতকরা ৮২ ভাগ এবং ওজনের শতকরা ৬৮ ভাগ দখল করে
আছে (চিত্র : ২.৩.১)। গুরুমন্ডলের স্তরটি প্রায় ২.৮৮৫ কি.মি. পুরু। এর ঊর্ধ্বাংশের শিলা
কঠিন ও ভঙ্গুর, যা প্রায় ১০০ কি. মি. পর্যন্ত বিস্তৃত। ভ‚-ত্বক ও গুরুমন্ডলের বহিঃসীমানা পর্যন্ত
১০০ কি.মি. পুরু স্তরকে একত্রে শিলামন্ডল বা অশ্বমন্ডল (খরঃযড়ংঢ়যবৎব) বলে। সিলিকন ও
ম্যাগনেসিয়াম প্রভৃতি ভারী ধাতুগুলোর সংমিশ্রণেই এই মন্ডলটি গঠিত। ঘনত্ব অনুসারে
ধাতুগুলোর সংবিন্যাস নিচ থেকে ওপরের দিকে ক্রমেই গুরু থেকে লঘু। এর ওপরাংশের
১৪৪৮ কি.মি. (৯০০ মাইল) ব্যাসল্ট
জাতীয় উপাদানে গঠিত। এই জন্যই এই
স্তরকে ব্যাসল্ট অঞ্চল (ইধংধষঃ তড়হব)
বলা হয়। সিলিকন (ঝর) ও ম্যাগনেসিয়াম
(গম) দ্বারা এই মন্ডলটি গঠিত বলে একে
সিমা (ঝরসধ) ও বলা হয়।
তবে, ভু-ত্বক ও গুরুমন্ডলের মাঝে একটি
পাতলা স্তর আছে যা ১৯০৯ সালে
যুগো¯øাভিয়া (বর্তমানে সার্বিয়া) ভূ-
কম্পবিদ মোহোরোভিসিক প্রথম
আবিস্কার করেন। তাঁর নামানুসারে এ
স্তরটিকে সংক্ষেপে মোহোবিচ্ছেদ
(গড়য’ং উরংপড়হঃরহঁরঃু) নামে অভিহিত
করা হয় (চিত্র-২.৩.২)।
গুরুমন্ডল ও কঠিন ঊর্ধ্বাংশের শিলা
গলানাঙ্কের কাছাকাছি হওয়ায় আংশিক
নরম অবস্থায় আছে, যা প্রায় ৩০০ কি.মি.
গভীর। এ স্তরের নাম নমনীয়মন্ডল
(অংঃযবহড়ংঢ়যবৎব)। এ কঠিন শিলামন্ডল
নমনীয় মন্ডলের ওপর ধীরে চলতে পারে।
অনুমান করা হয়, নমনীয় মন্ডলের
শিলাসমূহ আংশিক নরম অবস্থার সৃষ্টি
হয়। বিশেষত আগ্নেয়গিরির অগ্নুৎপাত
পাঠ-২.৩
চিত্র ঃ ২.২.৩ পৃথিবীর কেন্দ্রগামী প্রস্থচ্ছেদের এক অংশে ভূ-
অভ্যন্তরের গঠন দেখানো হয়েছে।
এবং ভ‚ত্বকের গঠন বিকৃতি (উবভড়ৎসধঃরড়হ) এ স্তর থেকে হয়ে থাকে। বিজ্ঞানীরা মনে করেন,
এ স্তরের উপরের ভ‚গঠন প্লেটসমূহ সঞ্চালিত হয়।
কেন্দ্রমন্ডল (ঈবহঃৎড়ংঢ়যবৎব/ঈড়ৎব) :
পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ৬,৪৩৪ কি.মি.। পৃথিবীর কেন্দ্রের চারিদিকে প্রায় ৩,৪৮৬ কি.মি.
ব্যাসার্ধের এক গোলক অবস্থিত। এই গোলকটির নাম দেয়া হয়েছে কেন্দ্রমন্ডল। অন্তঃকেন্দ্র ও
বহিঃকেন্দ্রকে একত্রে কেন্দ্রন্ডল বলে। চিত্র-২.২.১ এ লক্ষ্য করুণ, কেন্দ্রমন্ডল গুরুমন্ডলের
নিম্নভাগ থেকে কেন্দ্রভাগ পর্যন্ত বিস্তৃত। এই স্তরের ঘনত্ব প্রায় ১০.৭৮ গ্রাম/সে.মি., যা
গুরুমন্ডলের চেয়ে প্রায় দ্বিগুন। কেন্দ্রের দিকে ঘনত্ব বাড়তে থাকে। পৃথিবীর আয়তনের দিক
থেকে এ স্তর ১৬.২% হলেও এটি মোট ওজনের শতকরা প্রায় ৩২.০ ভাগ দখল করে আছে।
বৈজ্ঞানিকদের মতে, কেন্দ্রমন্ডল লৌহ, নিকেল, পারদ, সীসা প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দ্বারা
গঠিত। এই স্তরে নিকেল (ঘর) ও লৌহের (ঋব) পরিমাণ বেশি থাকায় একে নাইফ (ঘরভব)
বলা হয়। এটি পানি অপেক্ষা ১০/১২ গুণ এবং পৃথিবীর অন্যান্য অংশ অপেক্ষা দ্বিগুণের
অধিক ঘন। কিন্তু প্রচন্ড তাপ ও চাপে এটি সম্ভবত কঠিন অবস্থায় নেই। এর কাঠামো
স্থিতিস্থাপক ও চটচটে অবস্থায় আছে বলে ধারণা করা হয়। বহিঃকেন্দ্রের পুরুত্ব আনুমানিক
২,২৭০ কি.মি. এবং অন্তঃকেন্দ্রের পুরুত্ব ১,২১৬ কি.মি.। কেন্দ্রমন্ডলের বাইরের অংশ তরল
এবং ভেতরের অংশ কঠিন অবস্থায় আছে বলে অনুমান করা হয়।
চিত্র : ২.৩.২ ভূত্বক ও ঘুরুমÐলের গঠন উপাদানের তুলনামূলক চিত্র। উৎস : ঝঃৎধপযবষৎ ্ ঝঃৎধযষবৎ, ১৯৯২
সারণী ২.৩.১ ঃ ভ‚-অভ্যন্তরের স্তরসমূহের বৈশিষ্ট্য।
স্তরসমূহ গভীরতা
কি.মি.
প্রাথমিক তরঙ্গের
বেগ কি.মি./সে.
আয়তনের
শতকরা হার
ঘনত্ব ১০৩ কি.গ্রাম/
ঘনমিটার
চাপ
কিলোমিটার
ভ‚ত্বক
(সিয়াল)
ভ‚ত্বক
(সিমা)
মহাদেশীয়
গড় ৩৩
সামুদ্রিক
১১-Oct
৬.৫ ১.৫৫ ২.৭
২.৮
২.৯ ৯
ঊর্ধ্ব
গুরুমন্ডল
নিম্ন
গুরুমন্ডল
১০০০
১০.৭
২,৯০০
৮.১
৪.৩
৮২.২৫
২৭০
১১.৮ ৩,১৮০
বহিঃকেন্দ্র
অন্তঃকেন্দ্র
৫,০০০
৬,৩৭১
১০.৩
১১.২ ১৬.২০
১৪
১৬
৩,৩০০
৩,৬৮০
উৎস : ঝপরবহপব ঋড়ঁহফধঃরড়হ ঈড়ঁৎংব, টক, ১৯৭১.
কেন্দ্রমন্ডল লৌহ,
নিকেল, পারদ,
সীসা প্রভৃতি কঠিন
ও ভারী পদার্থ দ্বারা
গঠিত।
নৈর্ব্যক্তিক প্রশ্ন :
১. শূন্যস্থান পূরণ :
১.১ ভ‚-ত্বক ও গুরুমন্ডলের বহিঃসীমানা পর্যন্ত ....... কি.মি. পুরু স্তরকে একত্রে শিলামন্ডল
বা অশ্মমন্ডল (খরঃযড়ংঢ়যবৎব) বলে।
১.২. পৃথিবীর কেন্দ্রের চারিদিকে প্রায় ......... কি.মি. ব্যাসার্ধের এক গোলক অবস্থিত। এই
গোলকটির নাম দেয়া হয়েছে কেন্দ্রমন্ডল।
২. সঠিক উত্তরের পার্শ্বে টিক () চিহ্ন দিন :
২.১. কঠিন কেন্দ্রমন্ডল প্রধানত গঠিত হয়েছেক) লোহা ও ম্যাগনেসিয়াম দ্বারা খ) শুধু লোহা দ্বারা
গ) লোহা ও নিকেল দ্বারা ঘ) শুধু ম্যগনেসিয়াম দ্বারা।
২.২. কেন্দ্রমন্ডলের পুরুত্ব-
ক) ৩,৪৮৬ কি.মি. খ) ৩,০০০ কি.মি.
গ) ২,৪০০ কি.মি. ঘ) ৪,৪০০ কি.মি.।
সংক্ষিপ্ত উত্তর :
১। ভ‚-অভ্যন্তরের শিলা মন্ডল সমূহের ঘনত্বের তালিকা দিন।
২। ভ‚-অভ্যন্তরের বিভিন্ন শিলা মন্ডলের তাপমাত্রার পার্থক্য দেখান।
৩। নমনীয় মন্ডলের শিলা ও সমুদ্র তলদেশীয় শিলা স্তরের মধ্যে পার্থক্য কি?
৪। মহাদেশীয় শিলা ও সমুদ্র তলদেশীয় শিলা স্তরের মধ্যে পার্থক্য কি?
৫। কেন্দ্র ও গুরুমন্ডলের পার্থক্য কি?
৬। আয়তন অনুযায়ী প্রধান শিলা মন্ডলসমূহ সাজান।
রচনামূলক প্রশ্ন :
১। ভ‚-অভ্যন্তরের প্রধান স্তরসমূহের একটি চিত্র অঙ্কন করে এগুলোর বর্ণনা দিন।
২। ভ‚-অভ্যন্তরের নিম্নের স্তরসমূহের গঠন, উপাদান ও বৈশিষ্ট্যসমূহের বর্ণনা দিন।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ