আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভ‚মিরূপ বর্ণনা করুন।


আগ্নেয়জাত ভ‚মিরূপ কে আমরা দুই ভাবে দেখতে পারি। একটি ভ‚-অভ্যন্তরে ম্যাগমা ঠান্ডা
হয়ে কি ধরণের ভ‚মিরূপ সৃষ্টি করে এবং আগ্নেয়গিরির ক্রিয়াকলাপে ভ‚-পৃষ্ঠে কি ধরনের
ভ‚মিরূপের সৃষ্টি হয়। প্রথমত : ভ‚-অভ্যন্তরে ম্যাগমা ঠান্ডা হয়ে কিছু বৈশিষ্ট্যপূর্ণ শিলাস্তপ
তৈরি করে; যেমন-ব্যাথোলিথ, ল্যাকোলিথ, সিল ও ডাইক।
ব্যাথোলিথ : এটি কমপক্ষে ১০০ বর্গ কিলোমিটার
আয়তন বিশিষ্ট ম্যাগমা স্তুপ। কোন কোন ক্ষেত্রে
এটি কয়েক হাজার বর্গ কিলোমিটার জুড়ে থাকে।
যেমন : আমেরিকা যুক্তরাষ্ট্রের আইডাহো (ওফধযড়)
ব্যাথোলিথ ৪০ হাজার বর্গ কিলোমিটার আয়তন
জুড়ে রয়েছে। ব্যাথোলিথের চেয়ে ছোট আকৃতির স্তুপ ‘স্টক’ নামে পরিচিত। এগুলোকে
ব্যাথোলিথের একটি স¤প্রসারিত অংশ হিসাবে ধরা হয়। ব্যাথোলিথ গ্রানাইট শিলার খনিজ
উপাদানে গঠিত। তবে এ শিলায় অন্য ধরনের উপাদানও থাকে। ব্যাথোলিথের গুরুত্বপূর্ণ দিক
হল এটি পর্বতের ভিত্তি তৈরি করে। ভু-অভ্যন্তরের অনেক অভ্যন্তরে হওয়ায় উপরের শিলা
ক্ষয় হার পর ব্যাথোলিথ দেখা যায়।
ল্যাকোলিথ : এটি সিলের ভ‚-পৃষ্ঠের কাছাকাছি পাললিক শিলা স্তরের মধ্যে অবস্থান করে।
তবে এটি সিলের চাইতে ভিসকাস (ঠরংপড়ঁং) পদার্থ দ্বারা গঠিত। এটি অনেক ভ‚-অভ্যন্তরে
থাকায় ওপরের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত গম্বুজাকৃতির (উড়সব) ভুমিরূপ সৃষ্টি করে।
সিল : পাললিক শিলান্তরের মধ্যে
ম্যাগমা অনুপ্রবেশ করে সিল তৈরি
করে। এগুলো উপরিতল অনেকটা
সমতল হয়ে থাকে। এগুলো সাধারণত
অনুভ‚মিকভাবে থাকে। তবে ভ‚-
আলোড়নের কারণে খাড়া বা হেলানো
আকৃতিরও হতে পারে। এ প্রকৃতিতে
‘প্রণব ভ‚মি’ বা এর্স্কারপমেন্ট
(ঊংপধৎঢ়সবহঃ) তৈরি করে। এগুলোও
উপরের শিলা ক্ষয়প্রাপ্ত হওয়ার পর
দেখা যায় (চিত্র ৩.৪.২)উত্তর ইংল্যান্ডের গ্রেট হুইল সিল এর উদাহরণ। সিল আড়াআড়িভাবে
কোন নদী অতিক্রম করলে তা জলপ্রপাতের সৃষ্টি হয়।
ডাইক : ম্যাগমা পাললিক
শিলান্তরে আড়াআড়িভাবে
অনেকটা দেয়ালের ন্যায় যে
বৈশিষ্ট্যপূর্ণ ভ‚মিরূপ গঠন করে
তাকে ডাইক বলে। এ শিলা
ক্ষয়রোধী। তাই ওপরের
শিলাক্ষয় প্রাপ্ত হলে এ শিলা
উঁচু শিরার ন্যায় দান্ডায়মান
থাকে (চিত্র নং ৩.৪.৪)।
অনেক সময় অগভীর নিম্নভ‚মি
তৈরি করে। ডাইক খাড়া বা
হেলানো হতে পারে।
ভ‚-পৃষ্ঠের উপরিভাগের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভার ফলে সৃষ্ট ভ‚মিরূপ :
১. আগ্নেয় মালভ‚মি : অনেক সময় আগ্নেয়গিরি হতে নির্গত পদার্থের পরিমাণ এত বেশি হয়
যে তা বহুদূর পর্য়ন্ত বিস্তৃত হয়ে মালভ‚মির সৃষ্টি করে। আবার কখনো নিম্নভ‚মিতে লাভা
সঞ্চিত হয়ে মালভ‚মির সৃষ্ট হয়।
২. আগ্নেয় দ্বীপ : সমুদ্রের তলদেশও বহু আগ্নেয়গিরি আছে। এদের লাভা সঞ্চিত হয়ে
দ্বীপের সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ এর উদাহরণ।
৩. আগ্নেয় গহŸর : আগ্নেয়গিরির ফলে ভ‚-পৃষ্ঠের কোন অংশ ধসে গভীর গহŸবরের সৃষ্টি
করে। ১৮৮৩ খ্রীষ্টাব্দে সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যবর্তী একটি দ্বীপে ক্রাকাতোয়া
আগ্নেয়গিরি অগ্নুৎপাতে একদিনের মধ্যে দ্বীপটির প্রায় অর্ধেক অংশ বিলুপ্ত হয়ে যায় এবং
বাকি অংশে এক বিরাট গহŸর দেখা যায়।
৪. আগ্নেয় হ্রদ : মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে পানি জমে অনেক সময় হ্রদের সৃষ্টি হয়।
নিকারাগুয়ার কোসেগায়না (ঈড়ংবমঁরহধ) এবং আলাস্কার মাউন্ট কাটমাই আগ্নেয় হ্রদ
বিশেষ উল্লেখযোগ্য।
৫. আগ্নেয় পর্বত : আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে অনেক সময় ভ‚-গর্ভ হতে নির্গত লাভা,
সিলদ্রব্য পর্বতের সৃষ্টি করতে পারে। এ জাতীয় পর্বতকে আগ্নেয় পর্বত বলে। ইতালীয়
বিসুভিয়াস এই শ্রেণীর আগ্নেয় পর্বত।
৬. আগ্নেয় সমভ‚মি : অনেক সময় আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে নিচু সমভ‚মির সৃষ্টি হয়।
বৃহত্তর আমেরিকার ¯েøক নদীর লাভা সমভ‚মি এ জাতীয় সমভ‚মি।
পাঠসংক্ষেপ :
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের প্রভাবে নানারূপ শিলাস্তুপ তৈরি করে এগুলো নানারূপ
আকৃতি হয়। সাধারণত এ ভ‚মিরূপ দুই ধরনের হয়। একটি ভ‚-অভ্যন্তরে ম্যাগমা ঠান্ডা
হয়ে নানা ধরনের ভ‚মিরূপ সৃষ্টি করে যেমন: ব্যাথোলিথ, ল্যাকোলিথ, সিল এবং
ডাইক। আবার ভ‚-পৃষ্ঠের উপরিভাগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কিছু ভ‚মিরূপের
সৃষ্টি হয়, যেমন-আগ্নেয় মালভ‚মি, আগ্নেয় দ্বীপ, আগ্নেয় পর্বত, আগ্নেয় হ্রদ প্রভৃতি।
পাঠোত্তর মূল্যায়ন ৩.৪ :
নৈর্ব্যক্তিক প্রশ্ন :
১. ‘হ্যাঁ’ অথবা ‘না’ লিখুন :
১.১. আগ্নেয়জাত ভ‚মিরূপকে দুই ভাবে দেখতে পারি।
হ্যাঁ। না।
১.২. ব্যাথোলিথ কমপক্ষে ১ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ম্যাগমা স্তুপ।
হ্যাঁ। না।
১.৩. সিল আড়াআড়িভাবে কোন নদী অতিক্রম করলে তাতে পানি জমে আগ্নেয় হ্রদ গঠন
করে।
হ্যাঁ। না।
১.৪. মৃত আগ্নেয়গিরির জ্বালাময় ভূ-অভ্যন্তরের পানি জমে আগ্নেয় হ্রদ গঠন করে।
হ্যাঁ। না।
১.৫. আগ্নেয় মালভ‚মি ভূ-অভ্যন্তরে আগ্নেয়গিরি সৃষ্ট ভ‚মিরূপ।
হ্যাঁ। না।
২. শূন্যস্থান পুরণ করুন :
২.১. .......কমপক্ষে ১০০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ম্যাগমা স্তুুপ।
২.২. পাললিক শিলান্তরের মধ্যে ম্যাগমা অনুপ্রবেশ করে ....... তৈরি করে।
২.৩. সমুদ্রের তলদেশেও বহু ....... আছে।
২.৪. ....... আগ্নেয়গিরির জ্বালামুখে পানি জমে অনেক সময় হ্রদের সৃষ্টি হয়।
২.৫. অনেক সময় আগ্নেয়গিরির ....... সঞ্চিত হয়ে নিচু সমভ‚মির সৃষ্টি হয়।
সংক্ষিপ্ত উত্তর দিন :
১. আগ্নেয়জাত ভ‚মিরূপ কয়ভাগে সৃষ্টি হতে পারে?
২. সিল কি?
৩. আগ্নেয় হ্রদ কি?
রচনামূলক প্রশ্ন :
১. আগ্নেয়গিরির প্রভাবে যে বৈশিষ্ট্য পূর্ণ শিলা পূর্ণ শিলা স্তুপ তৈরি হয়, তাদের সম্পর্কে
বর্ণনা করুন।
২. আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভ‚মিরূপ বর্ণনা করুন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]