ভূ-কম্পন তরঙ্গের প্রকার ও ভিন্নতা সম্পর্কে বিস্তারিত লিখুন।


ভ‚মিকম্প পরিমাপক যন্ত্র ও ভ‚-কম্পন তরঙ্গ : ভ‚কম্পন তরঙ্গ ভ‚মিকম্প লেখ (ঝবরংসড়মৎধঢ়য)
যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা
যায়। চিত্রে যন্ত্রটি একটি
ভারি আড় দন্ডের সঙ্গে
মুক্তভাবে ওপরে ঝুলানো
থাকে এবং এর তলদেশ
ভ‚মির সঙ্গে যুক্ত থাকে।
যখন ভ‚কম্পন তরঙ্গ এ
যন্ত্রের পৌঁছে তখন ঐ ভারি
ঝুলন্ত এবং এর তলদেশ
ভ‚মির সঙ্গে যুক্ত থাকে।
যখন ভ‚কম্পন তরঙ্গ এ যন্ত্রে
পৌঁছে তখন ঐ ভারি ঝুলন্ত
বস্তুর স্থিতি জড়তা
(ওহবৎঃরধ) বস্তুটিকে স্থির
রাখে, কিন্তু ভূমি এবং
আড়কাঠি দুলতে থাকে।
ঝুলন্ত বস্তুর মাথায় সহজে
দাগ কাটা যায়, এমন একটি
কলম লাগান থাকে এবং
গ্রাফ কাগজে ভ‚মি কম্পন
অনুযায়ী দাগ কাটতে থাকে।
গ্রাফে অঙ্কিত এ দাগ থেকে
ভ‚-কম্পনবিদগণ ভ‚কম্প
শক্তি পরিমাণ করে থাকেন।
ভ‚কম্পন তরঙ্গ :
পুকুরের মাঝে পাথর চুড়লে তরঙ্গ যেমন চারদিকে ছড়িয়ে পড়ে। ঠিক একইভাবে ভ‚মিকম্পের
তরঙ্গগুলি তার মূল উৎস থেকে সবদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। ভ‚কম্পন থেকে তিন
ধরনের তরঙ্গের সৃষ্টি হয়। (চিত্র ৩.৬.২)-এর প্রতিটি তরঙ্গ বিভিন্ন গতিবেগে পৃথিবীর ভিতর
দিয়ে প্রবাহিত হয়, ফলে ভ‚মিকম্প তরঙ্গ কেন্দ্র থেকে ভিন্ন ভিন্ন সময়ে ভ‚মিকম্পলেখ যন্ত্রে
এসে পৌঁছে।
ক) ভ‚মিকম্পের পূর্বের অবস্থা
খ) প্রাথমিক তরঙ্গের মাধ্যমে ভ‚কম্পন হয়। ঢেউ বরাবর বস্তুর সংকোচন ও প্রসারণ হয়।
প্রাথমিক তরঙ্গ যে কোন স্তর অতিক্রম করতে পারে।
গ) দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ, ঝ তরঙ্গের মাধ্যমে ভ‚কম্পন হয়। তরঙ্গ ঢেউ বরাবর সমকোণে
বস্তুকে আগে পিছে আন্দোলিত করে থাকে। এ তরঙ্গ শুধুমাত্র কঠিন পদার্থ ভেদ করে
থাকে।
ঘ) পৃষ্ঠ তরঙ্গ বা খ তরঙ্গের মাধ্যমে গতি সৃষ্টি হয়। বস্তু ভূ-পৃষ্ঠের চক্রাকার আন্দোলিত হয়।
গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমুদ্র তরঙ্গের ন্যায় গতি হ্রাস পায়। এই তরঙ্গগুলি উৎপত্তি
থেকে গন্তব্য স্থানের দিকে তিনটি ভিন্ন পথে গমন করে :
এই তরঙ্গগুলি হচ্ছের) প্রাথমিক তরঙ্গ, (চৎরসধৎু ডধাব)
রর) গৌণ তরঙ্গ এবং (ঝবপড়হফধৎু ডধাব)
ররর) পৃষ্ঠ তরঙ্গ বা দীর্ঘ তরঙ্গ (ঝঁৎভধপব ডধাব)
র) প্রাথমিক তরঙ্গ (চৎরসধৎু
ডধাব) : এই তরঙ্গকে সংক্ষেপে
(চ-ডধাব) বা প্রাথমিক তরঙ্গ
বলে। চ-তরঙ্গ ভ‚মিকম্প তরঙ্গের
কেন্দ্র থেকে প্রথমেই ভ‚-কম্পনের
যন্ত্রে এসে পৌঁছে। প্রথমেই পৌঁছে
বলে একে প্রাথমিক তরঙ্গ বলে। এ
প্রকার তরঙ্গ সাধারণত ধাক্কা প্রদান
করে। এটা মাটির মধ্য দিয়ে সোজা
পথে গমন করে। এ তরঙ্গ
অনুভ‚মিক বৈশিষ্ট্য সম্পন্ন এবং
সংকোচন ও প্রসারণের মাধ্যমে
আন্দোলিত হয়, এর ফলে শিলার
সামান্য স্থান পরিবর্তন হয়।
আমরা জানি, যে কোন তরঙ্গই
হোক না তার জন্য মাধ্যমের কোন
স্থানান্তর হয় না। মাধ্যমের সাহায্যে
এরা বাহিত হয় মাত্র। ভ‚মিকম্পের
পরে যে কোন স্থানে এ তরঙ্গ আগে
পৌঁছায়। এ তরঙ্গের গতিবেগ
ঘনত্বের সাথে সমানুপাতিক। তাই
মহাদেশীয় ভ‚-ত্বকে এর গতিবেগ
উপরি ভূত্বকে
৬.১ কিলোমিটার/সেকেন্ড, নিম্ন ভুত্বকে ৬.৯ কি.মি/সেকেন্ড সামুদ্রিক
ভ‚ত্বকে ৮ কি.মি/সেকেন্ড। স্বল্প
বেগের স্তরে (খড়ি ঠবষড়পরঃু
খধুবৎ)এর গতি ৭.৮ চিত্র ঃ ৩.৬.২ : ভূকম্পনের সৃষ্টি বিভিন্ন তরঙ্গের প্রকৃতি
কি.মি./সেকেন্ড। মেন্টাল এই গতি ১১ কি.মি/সেকেন্ড।
পৃথিবীর অভ্যন্তরে ঘনত্বের তারতম্যের কারণে কতগুলো অঞ্চল (তড়হব) বা স্তরে (খধুবৎ)
সৃষ্টি হয়। চ-তরঙ্গ ঘনত্বের পার্থক্য সোজাসুজি পার হয়ে যেতে পারে না বিধায় উপকেন্দ্রের
সাথে ১৩০০-১৪২০ পর্যন্ত এই চ-ডধাব সোজাসুজি পৌঁছাতে পারে না। একে ঝযধফড়ি
তড়হব ভড়ৎ উরৎবপঃ বলে।
রর) গৌণ তরঙ্গ (ঝবপড়হফধৎু ডধাব) : এই তরঙ্গ ঝ-ধিাব বা দ্বিতীয় পর্যায়ের তরঙ্গও
বলে। প্রাথমিক তরঙ্গ চ এর পরই দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ ভ‚মিকম্প তরঙ্গ কেন্দ্র থেকে ভ‚-
কম্পলেখ যন্ত্রে এস পৌঁছে। এ তরঙ্গের বৈশিষ্ট্য চ-ধিাব এর মতই তবে প্রধান পার্থক্য
যে, এই তরঙ্গ চ-ধিাব এর তুলনায় ধীর গতি সম্পন্ন এবং এটা তরল মাধ্যমের মধ্য
দিয়ে যেতে পারে না। এ তরঙ্গ ঢেউ বরাবর বস্তুকে সমকোণে সমানে পিছনে দোলাতে
থাকে। তাছাড়া এ তরঙ্গ উত্তল পথে প্রতিফলিত এবং প্রতিসরিত হতে পারে। তরলের
মধ্য দিয়ে যেতে পারে না বিধায় উপকেন্দ্রের ১৪২০-২১৮০ পর্যন্ত সরাসরি এই তরঙ্গ
যেতে পারেনা। একে ঝযধফড়ি তড়হব ভড়ৎ উরৎবপঃ ডধাব বলে। এছাড়া চ-ডধাব এর
মত এবং একই কারণে ঝ-ধিাব (১০০-১৪২) সরাসরি যেতে পারে না। একেও সাধারণ
ঝযধফড়ি তড়হব ভড়ৎ উরৎবপঃ ঝ্চ ডধাব বলে। তবে প্রতিফলিত হয়ে ঐ জায়গায়
যেতে পারে। ভ‚কম্পলেখ যন্ত্র শক্তিশালী কম্পন চিহ্ন রেকর্ড করে। তরঙ্গ দালানের
কাঠামোর জন্য সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়।
ররর)পৃষ্ঠ তরঙ্গ বা দীর্ঘ তরঙ্গ (ঝঁৎভধপব ডধাব) ঃ সাধারণ তরঙ্গের মধ্যে এ তরঙ্গ সবচেয়ে
কম গতিবেশ সম্পন্ন। এ তরঙ্গকে দীর্ঘ তরঙ্গ (খড়হম ডধাব বা খ-ডধাব) বলে। এর
বিশেষ ধর্ম হচ্ছে যে এটা শুধুমাত্র পৃথিবীর উপরিভাগ বা বহিরাবরণ দিয়ে চলতে পারে।
তাই এ গতিবেগও অত্যন্ত কম অর্থাৎ ৪.৮-৬.২ কি.মি./সেকেন্ড। এ তরঙ্গ তরল
মাধ্যমের মধ্য দিয়ে চলতে পারে না এবং মাধ্যমের ঘনত্বের পার্থক্যের প্রতিসরিত বা
প্রতিফলিত হতে পারে না।
প্রাথমিক তরঙ্গ, গৌন তরঙ্গ এবং পৃষ্ঠ তরঙ্গ এই তিন ধরনের তরঙ্গকে একসাথে
ভ‚মিকম্প তরঙ্গ (ঊধৎঃয ছঁধশব ধিাব) বলে। এ তরঙ্গ সমূহের মাধ্যমেই পৃথিবীর
অভ্যন্তরভাগ সম্পকে নানা রকম তথ্য পাওয়া গেছে। নতুবা মানুষের প্রত্যক্ষ পর্যবেক্ষণ
অভিজ্ঞতা মাত্র ২-২.৫ কি.মি. এর মধ্যেই সীমাবদ্ধ থাকত।
পাঠসংক্ষেপ :
ভ‚মিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম ভ‚মিকম্প লেখ (ঝবংসড়ৎমধঢ়য) গ্রাফে অঙ্কিত দাগ
থেকে ভ‚-কম্পবিদগণ ভূকম্প শক্তি পরিমাপ করে থাকেন। ভ‚কম্পন থেকে তিন ধরনের
তরঙ্গ সৃষ্টি হয়। এগুলো হচ্ছে প্রাথমিক তরঙ্গ, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ।
ভ‚-অভ্যন্তরে যেখানে শক্তি মুক্ত হয় তাকে কেন্দ্র (ঋড়পঁং) বলে। কেন্দ্র থেকে
লম্বালম্বিভাবে ভ‚-পৃষ্ঠের উপরিস্থ বিন্দু উপকেন্দ্র (ঊঢ়রপবহঃৎব) বলে।
পাঠোত্তর মূল্যায়ন :
নৈর্ব্যক্তিক প্রশ্ন :
১. সঠিক উত্তরের পার্শ্বে () চিহ্ন দিন :
১.১. যখন ভ‚মিকম্প তরঙ্গ ভ‚মিকম্পলেখ যন্ত্রে পৌঁছে তখন এ ভারি ঝুলন্ত বস্তুর ......
বস্তুটিকে স্থির রাখে।
ক) স্থিতি জড়তা খ) গতি জড়তা গ) বেগ
১.২. ভু-কম্পন থেকে কয় ধরনের তরঙ্গের সৃষ্টি হয়?
ক) এক খ) দুই গ) তিন ঘ) চার।
২. শূন্যস্থান পূরণ করুন :
২.১. ভ‚মিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম .......।
২.২. প্রাথমিক তরঙ্গকে সংক্ষেপে ...... বা প্রাথমিক তরঙ্গ বলে।
২.৩. গৌণ তরঙ্গ ...... ডধাব বা দ্বিতীয় পর্যায়ের তরঙ্গও বলে।
২.৪. পৃষ্ঠ তরঙ্গকে দীর্ঘ তরঙ্গ বা ...... ডধাব বা দ্বিতীয় পর্যায়ের তরঙ্গও বলে।
৩. সংক্ষিপ্ত প্রশ্ন :
১. ভ‚মিকম্পের তরঙ্গ কিসের মাধ্যমে পরিমাপ করা যায়?
২. কিভাবে ভূমিকম্পলেখ কাজ করে?
৩. ভ‚মিকম্পের পরিমাপক যন্ত্রের নাম কি?
৪. ভ‚কম্পন থেকে কয় ধরনের তরঙ্গের সৃষ্টি হয়?
৫. ভ‚মিকম্পের তরঙ্গগুলো কি?
৬. প্রাথমিক তরঙ্গের বৈশিষ্ট্যসমূহ কি?
৭. গৌণ তরঙ্গের প্রসার কেমন?
৮. পৃষ্ঠ তরঙ্গের প্রবাহ কেমন?
৪. রচনামূলক প্রশ্ন :
১. ভ‚-কম্পন তরঙ্গের প্রকার ও ভিন্নতা সম্পর্কে বিস্তারিত লিখুন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]