ভূমিকম্পের তীব্রতা ও শক্তি কি? ‘মারকেলী’ ও রিষ্টার স্কেল


ভ‚মিকম্পের কারণে ভ‚-পৃষ্ঠে কম্পন বা ঝাঁকুনির সৃষ্টি হয়। এ কম্পন বা ঝাঁকুনির মাত্রাকে
ভূ-কম্পন তীব্রতা বলে। ভ‚মিকম্প যে পরিমাণ ক্ষতি করে থাকে তার উপর নির্ভর করে এ মাত্রা
গুলো ঠিক করা হয়ে থাকে। এগুলোকে প্রকাশের জন্য তাই স্কেল তৈরি করা হয়েছে।
মার্সেলির তীব্রতা স্কেল (গধৎপবষষর’ং ঝপধষব) :
ভ‚-কম্পন তীব্রতা পরিমাপের জন্য ১৯০২ সালে ইতালীয় ভ‚-কম্পবিদ জি. মারকেল্লীর প্রবর্তিত
মারকেল্লী তীব্রতা স্কেল ব্যবহার করা হয়। আমেরিকায় ব্যবহৃত মারকেল্লী তীব্রতা স্কেল সারণি
৩.৭.১- এ দেওয়া হল। ভ‚-কম্পনের তীব্রতা একটি নির্দিষ্ট স্থানের জন্য বিভিন্ন বিষয়ের উপর
নির্ভর করে।
ক) কেন্দ্র থেকে মুক্তিপ্রাপ্ত শক্তি মাত্রা;
খ) উপকেন্দ্র থেকে অবস্থানের দূরত্ব; এবং
গ) শিলার ধরণ ও দৃঢ়তা।
সাধারণত নরম ও আলগা শিলার ক্ষেত্রে ভ‚মিকম্প অনেক ভ‚মিকম্পের ক্ষয় সাধনের পরিমাণ
অনেক বেশি হয়।
রিখটার স্কেল (জরপযঃবৎ ঝপধষব) :
ভূমিকম্পবিদগণ শক্তি পরিমাপের জন্য রিখটার স্কেল ব্যবহার করেন। চার্লস এফ রিখটার
১৯৩২ সালে ভ‚মিকম্প শক্তি পরিমাপের জন্য এ স্কেল ব্যবহার করেন। ভ‚মিকম্পের শক্তির
মাত্রার মধ্যে ব্যাপক তারতম্য দেখা যায়। কাজেই এর মান প্রকাশের জন্য সাধারণ স্কেল এর
পরিবর্তে লগ বিশিষ্ট স্কেল ব্যবহার করা হয়।
এই স্কেলে তরঙ্গ বিস্তারের প্রতি ১০ গুণ বৃদ্ধির জন্য ১ মাত্রার পরবর্তী উচ্চমান ধরা হয়।
অর্থাৎ ২ মাত্রার ভ‚মিকম্প ১ মাত্রার চেয়ে ১০ গুণ বেশি তরঙ্গ বিস্তার সৃষ্টি করবে। এছাড়া
রিখটার স্কেলের মান প্রতি এক ইউনিট বৃদ্ধির জন্য প্রায় ৩০ গুণ বেশি ভ‚-কম্পন শক্তি যুক্ত
হয়। এ স্কেল অনুযায়ী ২ মাত্রার শক্তি সম্পন্ন ভ‚মি কম্পে ১ মাত্রার চেয়ে ৩০ গুণ বেশি শক্তি
মুক্তি পায়। এ পর্যন্ত সর্বোচ্চ শক্তি সম্পন্ন যে ভ‚মিকম্প হয়েছে তার মান রিখটার স্কেলে ৮.৮
ধারণা করা হয়। শিলা এর চেয়ে বেশি শক্তি ধারণ করতে পারে না। তার পূর্বেই ফেঁটে
(ঋৎধপঃঁৎব) যায়।
সারণী নং ৩.৭.১-এ রিখটার স্কেলের মাধ্যমে ভ‚মিকম্পের ধ্বংস মাত্রা এবং বিশ্ব ব্যাপী প্রতি
বছর সংঘটিত ভ‚মিকম্পের সংখ্যার চিত্র রূপ দেওয়া হল।
সারণী ৩.৭.১.: ভ‚কম্পন তীব্রতা, শক্তি ও ভ‚মিকম্পের সংখ্যা।
রিকটার মান পরিমার্জিত মারকেল্লী স্কেল বিশ্বব্যাপী সংঘটন সংখ্যা/বছর
<২.০ সাধারণভাবে অনুভব করা যায় কিন্তু রেকর্ড
হয়।
৬০০,০০০
২.০-২.৯ অনুভব করার সম্ভাবনা থাকে ৩০০,০০০
৩.০-৩.৯ কেউ কেউ অনুভব করেন। ৪৯,০০০
৪.০-৪.৯ বেশিরভাগ ক্ষেত্রে টের পাওয়া যায় ৬,২০০
৫.০-৫.৯ ক্ষতিকর অনুভ‚তি হয়, লোক আতঙ্কগ্রস্থ হয় ৮০০
৬.০-৬.৯ জনবহুল এলাকায় ক্ষতি হয়। ২৬৬
৭.০-৭.৯ বড় ধরণের ভ‚মিকম্প হয়। মারাত্মক ক্ষতি
সাধিত হয়।
১৮
>৮.০
(অর্থাৎ ৮
এর বেশি বা
এর সমান)
মহা প্রলয় জাতীয় কম্পন, উপকেন্দ্রের নিকট
এলাকা পুরোপুরি ধ্বংস হয়।
১.৪
উৎস : ঞধৎনঁপশ ্ খঁঃমবহং(১৯৯৪)
পাঠ সংক্ষেপ :
ভ‚মিকম্পের কারণে ভ‚-পৃষ্ঠের কোন জায়গায় যে মাত্রায় কম্পন বা ঝাঁকুনি হয় তাকে
ভ‚কম্পন তীব্রতা বলে। ভ‚কম্পন তীব্রতা পরিমাপের জন্য ১৯০২ সালে ইতালিয়
ভ‚কম্পবিদ জি, মার্সেলীর প্রবর্তিত মারকেল্লীর তীব্রতা স্কেল এবং ১৯৩২ সালে স্যার
চার্লস রিখটার প্রবতির্ত রিখটার স্কেল ব্যবহার করা হয়।
পাঠোত্তর মূল্যায়ন :
নৈর্ব্যক্তিক প্রশ্ন :
১. সঠিক উত্তরের পার্শ্বে টিক চিহ্ন () দিন।
১.১. জি. মার্সেলী কত সালে ভ‚-কম্পন তীব্রতা পরিমাপের স্কেল দেন :
ক) ২০০০ সালে খ) ১৯২০ সালে
গ) ১৯২১ সালে ঘ) ১৯০২ সালে।
১.২. চার্লস এফ রিখটার কত সালে ভ‚মিকম্প শক্তি পরিমাপক স্কেল দেন?
ক) ১৯৩২ খ) ১৮৩২
গ) ১৭৪২ ঘ) ১৮২৩।
১.৩. অন্যান্য প্রাকৃতিক দূর্যোগের চেয়ে ভ‚মিকম্পের প্রকৃতি আলাদা কারণক) অকস্মাৎ ক্ষণস্থায়ী ও ভ‚-অভ্যন্তরে ঘটে থাকে
খ) ধীর গতিতে হয়
গ) অনেক সময় ধরে হয়।
ঘ) উৎস পৃথিবীর বাইরের দিকে।
সংক্ষিপ্ত প্রশ্ন :
১. কিসের ওপর নির্ভর করে ভ‚মিকম্পের মাত্রা ঠিক করা হয়?
২. ভ‚-কম্পন তীব্রতা কাকে বলে?
৩. রিখটার স্কেল কি?
৪. অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ থেকে ভ‚মিকম্পের প্রকৃতি আলাদা কিভাবে?
রচনামূলক প্রশ্ন :
১. ভ‚মিকম্পের তীব্রতা ও শক্তি কি? ‘মারকেলী’ ও রিষ্টার স্কেল সম্পর্কে যা জানেন লিখুন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]