আঞ্চলিক যৌগ বিশ্লেষণ দৃষ্টিভঙ্গির মূল বিষয়বস্তু সংক্ষিপ্তভাবে আলোচনা করুন।


১. এলাকা বিশ্লেষণে মৌলিক বিবেচনা: এলাকা বিশ্লেষণে মৌলিক বিবেচ্য বিষয়গুলি হলক) ভৌগোলিক বৈশিষ্ট্যমন্ডিত এলাকা যেখানে যেমনটি আছে ঠিক তেমনি অবলোকন করা।
খ) একটি স্থান আর একটি স্থানের চেয়ে ভিন্ন, একটি অঞ্চল অন্য অঞ্চলের চেয়ে ভিন্ন।
গ) ভ‚গোলবিদগন শুধুমাত্র তারা নিজেদের প্রয়োজনেই অধিবাসী, ফসল, রীতিনীতি, খনিজ সম্পদ,
শহর বা অন্যান্য বিষয়সমূহ অধ্যয়ন করেন না।
ঘ) প্রাকৃতিক এলাকা বা অবস্থান সমূহের পারস্পরিক সম্পর্কযুক্ত যৌগিক অবস্থার বিশ্লেষণাতœক
দিক উপলদ্ধিই ভ‚গোল।
এলাকা বিশ্লেষনে মৌলিক বিবেচ্য বিষয়গুলি কি কি?
২. প্রাকৃতিক অঞ্চলের ধারণা: বিংশশতকের প্রথম ভাগে ভিডাল ডি লা বøাসের লেখায় “প্রাকৃতিক
অঞ্চল” ধারণার পরিচয় মেলে। তিনি পেইজ (চধুং) ধারণার অনুসারী ছিলেন। এই ধারণা মতে“গ্রামীণ সমাজের অধিবাসীদের আচার, আচরণ, কর্মকান্ড ও বিচরণ সবই পারিপার্শ্বিক অবস্থার দ্বারা
বিকশিত।
পেইজ (চধুং)
২.১. হারবার্টসনের প্রাকৃতিক অঞ্চল ধারণা: হারবার্টসন (ঐবৎনবৎঃংড়হ, ১৯০৩) ভ‚পৃষ্ঠের
শ্রেনীবিভাজনকে ভৌগোলিক অঞ্চল অথবা বিকল্প প্রাকৃতিক অঞ্চলরূপে অবিহিত করেছেন। তিনি
প্রকৃতপক্ষে প্রাকৃতিক উপাদানের গুরুত্ব, বিশেষ করে জলবায়ুর উপর জোর দিয়েছেন। প্রাকৃতিক
অঞ্চল ধারণায় ভ‚পৃষ্ঠের কোন একটি নির্দিষ্ট এলাকার জলবায়ু, ভ‚প্রকৃতি, মৃত্তিকা প্রভৃতি ভৌগোলিক
উপাদানের নানাবিধ প্রক্রিয়ার ফলাফলকে বিবেচনা করা হয়।
প্রাকৃতিক অঞ্চল ধারণা কি?
২.২. আঞ্চলিক বিভিন্নতা পৃথকীকরণ: রিচার্ড হার্টশোর্ন-আমেরিকার ভ‚গোলবিদ। রিচার্ড হার্টশোর্নই
সর্বপ্রথম আঞ্চলিক গঠনের (আঞ্চলিক ভ‚গোল) পক্ষে সবচাইতে সহজবোধ্য দার্শনিক যুক্তি এবং
বৈশিষ্ট্যমন্ডিত স্থান, ভিন্ন,
প্রয়োজন, প্রাকৃতিক এলাকা।
ভৈৗগোলিক অঞ্চল বা বিকল্প
প্রাকৃতিক অঞ্চল।
আঞ্চলিক গঠন।

সুস্পষ্ট বক্তব্য উপস্থাপন করেন। তিনি জোরালো যুক্তি উপস্থাপন করে বলেন-“আঞ্চলিক বিভিন্নতা
পৃথকীকরণই হচ্ছে ভ‚গোলের কেন্দ্রবিন্দুঅথবা মুল বিষয় যা ভ‚দৃশ্য থেকে উৎসরিত।” তিনি আরও
বলেন-“সঠিক যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বর্ণনা এবং ভ‚-পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের ব্যাখ্যা দানই
ভ‚গোলের উদ্দেশ্য” (এবড়মৎধঢ়যু রং পড়হপবৎহবফ ঃড় ঢ়ৎড়ারফব ধপপঁৎধঃব, ড়ৎফবৎষু ধহফ ৎধঃরড়হধষ
ফবংপৎরঢ়ঃরড়হ ধহফ রহঃবৎঢ়ৎবঃধঃরড়হ ড়ভ ঃযব াধৎরধনষব পযধৎধপঃবৎ ড়ভ ঃযব বধৎঃয'ং ংঁৎভধপব."
ঐধৎঃংযড়ৎহব, ১৯৬০, পয.২. ঢ়.২১)
আঞ্চলিক বিভিন্নতা মতবাদটির বিষয়বস্তু কি?
২.২.১. হার্টশোর্ন ভ‚-পৃষ্ঠের সুবিন্যস্ত বর্ননা দেয়ার নিমিত্তে এই সমন¦য়কারী শাস্ত্রের জন্য কার্যকরী
পদ্ধতিরও নির্দেশনা দান করেছেন। তাঁর মতে, ভ‚গোলের পরম উদ্দেশ্য অর্থাৎ পৃথিবীর আঞ্চলিক
পৃথকীকরণ অধ্যয়ন অত্যন্ত স্পষ্টভাবে আঞ্চলিক ভ‚গোলেও প্রকাশ করা হয়েছে। এই অঞ্চলকে,
উদাহরণস্বরূপ পৃথিবীপৃষ্ঠের যে কোন আয়তনের একটি অংশ হিসাবে চিহ্নিত করা সম্ভব যা
কতিপিয় ভিত্তি অনুসারে সমপ্রকৃতির। অঞ্চলকে সমরূপ বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমন্ডিত না হলেও চলবে।
মূল কথা হল মিথষ্ক্রিয়ার ঐক্যের ধারণা ভৌগোলিক অঞ্চল নির্মাণে থাকা প্রয়োজন।
উপরোক্ত ধারণার আলোকে আমরা দু'ধরনের অঞ্চলকে চিহ্নিত হতে দেখি; প্রথমত: আকারিক বা
সমরূপি, যেখানে পর্যালোচিত বৈশিষ্ট্য অনুসারে সমগ্র এলাকাটি সমপ্রকৃতির। দ্বিতীয়ত: গ্রহ্নি বা
ব্যবহারিক, যেখানে একটি সার্বজনীন গ্রহ্নিকে ঘিরে সংগঠনের দ্বারা ঐক্য প্রদান করা হয় যা কোন
রাষ্ট্রের অন্তর কেন্দ্র এলাকা অথবা কোন বাণিজ্য এলাকার কেন্দ্রে অবস্থিত শহর হতে পারে।
সমরূপী এবং ব্যবহারিক অঞ্চল কাকে বলে?
এখন বিভিন্ন প্রকার অঞ্চলের একটি শ্রেণী বিন্যাস দেখানো হলসূত্র: (যিরঃঃষবংবু, ১৯৫৪).
বিভিন্ন শ্রেণীর অঞ্চলসমূহের সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেয়া হলক. সমরূপ অঞ্চল সমূহ : সমরূপ বা আকারিক অঞ্চলসমূহ একরূপ বিশিষ্ট এলাকা যা প্রাকৃতিক বা
সাংস্কৃতিক প্রকৃতির হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় যে, বাংলাদেশের বিভিন্ন জেলা এক
একটি আকারিক রাজনৈতিক অঞ্চল, যার অভ্যন্তরে আইন এবং প্রশাসনের একরূপতা অথবা সঙ্গতি
ভ‚গোলের উদ্দেশ্য।
সুবিন্যস্ত বর্ণনা দেয়ার
নিমিত্তে।
সমপ্রকৃতির।
আকারিক বা সমরূপিত গ্রহ্নি
বা ব্যবহারিক।

রয়েছে। একই পদ্ধতি অনুসারে পার্বত্য চট্টগ্রাম এলাকা অথবা সিলেট অঞ্চল প্রাকৃতিক বৈশিষ্ট্যের
একরূপতা প্রকাশ করে, যা আকারিক প্রাকৃতিক অঞ্চল হিসাবে বিবেচিত হতে পারে।
সমরূপ অঞ্চল বলতে কি বুঝেন?
খ. গ্রহ্নি বিশিষ্ট অঞ্চল: এই বিশেষ ধরনের অঞ্চল সাম্প্রতিককালে ভ‚গোলবিদদের কাছে অত্যন্ত
তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এটি এক প্রকারের অঞ্চল যেখানে অভ্যন্তরীন কাঠামো অথবা ব্যবহারিক
সংগঠনের একরূপতার উপর জোর দেয়া হয়। যেমন, একটি শহরের বাণিজ্যিক এলাকা। গ্রহ্নি
অঞ্চল বলা হয় এ কারণে যে, এই অঞ্চলের একটি কেন্দ্র বা গ্রহ্নি রয়েছে যার সঙ্গে অভ্যন্তরীণ
সঞ্চালন রেখাপথ দ্বারা অঞ্চলটি নিবিড়ভাবেযুক্ত। এই প্রসঙ্গে একটি বাইসাইকেলের চাঁকার কথা
বিবেচনা করা যেতে পারে। যার কেন্দ্রীয় অংশ বা গ্রহ্নি অনেকগুলো অর বা তার (ংঢ়ড়শব) দ্বারা
সংযুক্ত। এখানে কেন্দ্রকে গ্রহ্নি বিবেচনা করে চাকার সমস্তটাই একটি অঞ্চল এবং অর বা তার
সমূহ যা গ্রহ্নির সাথে সংযুক্ত সেগুলোকে সঞ্চালন রেখাপথ হিসাবে বিবেচনা করা যায়।
গ্রহ্নি অঞ্চলের বৈশিষ্ট্য কি?
গ. সামগ্রিক অঞ্চল: যেহেতুঅঞ্চলসমূহ প্রত্যক্ষনের ফলাফল, সেহেতুউদ্দেশ্য অনুসারে তাদের
স্কেল, শ্রেণী ও সাধারণীকরণের মাত্রা ভিন্নতর হয়ে থাকে। অন্যভাবে বলা যায়, অঞ্চলসমূহ কোন
নির্দিষ্ট আয়তন বা আকৃতি বিশিষ্ট নয়।
সাধারণীকরণের লক্ষ্যমাত্রা অনুসারে অঞ্চলসমূহ বৃহৎ অথবা ক্ষুদ্র হতে পারে। উদাহরণস্বরূপ,
মানুষের ভোগদখলে কোন এলাকার সঙ্গে সম্পর্কযুক্ত সকল প্রকার প্রাকৃতিক ও সাংস্কৃতিক অথবা
মানব-সৃষ্ট উপাদানের যোগফল অনুসারে অনুরূপ সমরূপীয় অঞ্চলকে কমপেজ নামে আখ্যা দেয়া
যায়।
সামগ্রিক অঞ্চল বলতে আপনি কি বুঝলেন?
পাঠ সংক্ষেপ
সমকালীন ইতিহাসে ভ‚গোলবিদগণ কোন এলাকা বা অঞ্চল সম্পর্কে যতটা জানা সম্ভব তা
জানতে সচেষ্ট হয়েছেন এবং ঐরূপ এলাকার বৈশিষ্ট্য সংজ্ঞায়িত করার উপযোগী বিশিষ্টতম
বিষয়গুলিকে ভিত্তি হিসাবে বাছাই করার চেষ্টা করেছেন। একজন ভ‚গোলবিদ সেগুলো শুধু
তাঁদের নিমিত্তে বিশ্লেষণ করেন না, বরঞ্চ সেগুলোকে একটি স্থান বা অঞ্চলের বৈশিষ্ট্য
প্রদানকারী পরস্পর সম্পর্কযুক্ত একটি যৌগের অংশ হিসাবে বিবেচনা করেন। প্রাকৃতিক
অঞ্চলের ধারণা এমন একটি বিষয় যা ভ‚-পৃষ্ঠের কোন একটি বিশেষ এলাকাকে জলবায়ু, ভ‚-
প্রকৃতি, মৃত্তিকা, উদ্ভিজ্জ প্রভৃতি নানাবিধ প্রাকৃতিক উপাদানসমূহের ক্রিয়া অনুসারে সমরূপীয়
অথবা সর্বত্র একই মাত্রার বৈশিষ্টে মন্ডিত বলে গন্য করে। অঞ্চলের ধারণা শুধুমাত্র বড়
আকারের বিভাজনের মধ্যেই সীমাবদ্ধ নয়, অধিকতর ক্ষুদ্র স্কেলেও অঞ্চলকে চিহ্নিত বা
সংজ্ঞায়িত করা যায়।
প্রাকৃতিক বৈশিষ্ট্যের
একরূপতা।
একটি কেন্দ্র বা গ্রহ্নি রয়েছে
যেমন: বাইসাইকেলের চাঁকা
স্কেল, শ্রেনী ও সাধারণীকরণ।
মানব সৃষ্ট প্রপঞ্চ, কমপেজ।

নৈর্ব্যক্তিক প্রশ্ন ঃ
১. সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন (√) দিন (সময়- ৫ মিনিট) ঃ
১.১ ভ‚গোলবিদগন ভ‚গোল অধ্যয়ন করেনক) নিজের জন্য খ) দেশের জন্য
গ) বিশ্ববিদ্যালয়ের জন্য ঘ) সারা বিশ্বের জন্য
১.২ ‘প্রাকৃতিক অঞ্চল' ধারণা পাওয়া যায়ক) অষ্টাদশ শতাব্দীতে খ) উনবিংশ শতাব্দীতে
গ) বিংশ শতাব্দীতে ঘ) দ্বাদশ শতাব্দীতে
১.৩ কে প্রাকৃতিক অঞ্চল ধারণার প্রবর্তক?
ক) বারোজ খ) রিটার
গ) ভিডাল-ডা-লা-বøাসে ঘ) ডারউইন
১.৪ প্রাকৃতিক অঞ্চল ধারণায় প্রাকৃতিক উপাদান যেমন জলবায়ু, ভ‚-প্রকৃতি প্রভৃতির উপর গুরুত্ব
দেনক) হারবার্টসন খ) হার্টশোর্ন
গ) বারোজ ঘ) রিটার
১.৫ সমরূপ অঞ্চল জড়িতক) প্রাকৃতিক অঞ্চলের সাথে খ) সাংস্কৃতিক অঞ্চলের সাথে
গ) সমপ্রকৃতির সাংস্কৃতিক অঞ্চলের সাথে ঘ) পলিবাহিত অঞ্চলের সাথে
সংক্ষিপ্ত উত্তর দিন (সময় ৩ঢ৫=১৫ মিনিট) ঃ
১. প্রাকৃতিক অঞ্চল ধারণাটি কি?
২. এলাকা বিশ্লেষনে বিবেচ্য বিষয়গুলি কি কি?
৩. আঞ্চলিক বিভিন্নতা মতবাদের বিষয়বস্তু কি?
৪. বিভিন্ন প্রকার অঞ্চলের শ্রেনীবিন্যাসটি দেখান।
৫. গ্রহ্নি অঞ্চলের বৈশিষ্ট্য কি?
রচনামূলক প্রশ্ন ঃ
১. আঞ্চলিক যৌগ বিশ্লেষণ দৃষ্টিভঙ্গির মূল বিষয়বস্তু সংক্ষিপ্তভাবে আলোচনা করুন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]