মালভূমি কাকে বলে? মালভ‚মির শ্রেণীবিভাগ উল্লেখ করে বৈশিষ্ট্য আলোচনা করুন।


মালভ‚মি
সমুদ্র সমতল থেকে অতি উচ্চ বিস্তৃর্ণ সমভ‚মিকে মালভ‚মি বলে। সমুদ্র পৃষ্ট হতে এর উচ্চতা কয়েক শত মিটার হতে কয়েক হাজার মিটার পর্যন্ত হয়ে থাকে। ভ‚-অভ্যন্তরস্থ ও ভ‚-পৃষ্ঠস্থ বিভিন্ন প্রক্রিয়ার কারণে মালভ‚মির সৃষ্টি হতে পারে। যেমন: পাত সঞ্চালন, ভ‚-আন্দোলন, ভূ-
পৃষ্ঠের ক্ষয়সাধন, আগ্নেয় তৎপরতা ও লাভা সঞ্চয়ের মাধ্যমে মালভ‚মি গঠিত হয়ে থাকে।
পৃথিবীর মোটভ‚মির শতকরা পাঁচ ভাগ মালভ‚মি।
উদাহরণ : কানাডা ও অস্ট্রেলিয়ার শিল্ড।
(খ) চ্যুতি বিশিষ্ট
মালভ‚মি : চ্যুতির ফলে
কোন এলাকার বিরাট
অংশ অসমানভাবে ওপরে
উঠে গিয়ে এ ধরণের
মালভ‚মির সৃষ্টি করে।
উৎপত্তি : ভ‚-পৃষ্ঠের কোন
বিস্তৃত স্থান এর দুই পার্শ্বে
অপেক্ষাকৃত দুর্বল অঞ্চলে
ভ‚-অভ্যন্তরস্থ যেখানে দুটি
নাজুক অবস্থার মাঝে
অবস্থান করে এবং প্রবল চাপে ফাটল সৃষ্টি হয়। এই ফাটলগুলো পাশাপাশি আসে বরাবরবৈশিষ্ট্য :
১. চ্যুতির কারণে এ মালভ‚মির সৃষ্টি হয়।
২. বিস্তৃত এলাকা চ্যুতি বরাবর উপরে উঠে যায়।
উদাহরণ : স্পেনের মেসেটা।
গ) পর্বত মধ্যবর্তী মালভ‚মি : ভঙ্গিল পর্বত গঠিত হবার সময় পর্বত দ্বারা বেষ্টিত নিম্নস্থান
সমূহ উঁচু হয়ে যে মালভ‚মি সৃষ্টি করে তাই পর্বত মধ্যবর্তী মালভ‚মি। চিত্র নং ৪.২.২)।
পরবর্তীতে মালভ‚মির উচ্চতা সাধারণত ৩০০০-৫০০০ মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে।
উৎপত্তি : সংকোচনজনিত চাপের ফলে ভঙ্গিল পর্বতের মাঝে এ ধরণের মালভ‚মি সৃষ্টি
হয়। এছাড়া পাত সঞ্চালন এবং ভ‚-আলোড়নের সময় কখনও কখনও ভ‚-পৃষ্ঠের ভঙ্গিল
পর্বত শ্রেণী তাদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন স্থানসমূহকে ওপরে তুলে আনে এবং
পাঠ-৪.২
১৯৫০ সালের পরে
ভূমিরূপবিদ্যা একটি
বিজ্ঞান হিসেবে
পূর্বের বর্ণনামূলক
পদ্ধতির পরিবর্তে
সংখ্যাতাত্তি¡ক
পদ্ধতিরে প্রবর্তন
ঘটে।
মালভ‚মিতে পরিণত করে। এভাবে গঠিত মালভ‚মি পর্বত বেষ্টিত থাকে বলে পর্বতবেষ্টিত
মালভ‚মি বলে।
চিত্র : ৪.২.২ : তিব্বতের মালভূমি-পর্বত মধ্যবর্তী উদাহরণ। উৎস: ঝবষনু (১৯৬৭)
উদাহরণ : তিব্বত
মালভ‚মি। চিত্র ৪.২.২
লক্ষ্য করুন উত্তরে
কুনলুন ও দক্ষিণে
হিমালয় পর্বতের মধ্যবর্তী
অঞ্চল জুড়ে তিব্বত
মালভ‚মি অবস্থিত। এটি
পৃথিবীর বৃহত্তম ও
উচ্চমত মালভ‚মি।
তিব্বত মালভ‚মির গড়
উচ্চতা ৪০০০ মিটারের
বেশি। এর আয়তন ৫২
লক্ষ বর্গ কিলোমিটার।
এছাড়া এশিয়ার আল তিতাস ও তিয়েনশান পর্বতমালার মধ্যে তারিম মালভ‚মি, এলুবর্জ
ও জাগ্রোস পর্বত শ্রেণীর মধ্যে ইরানের মালভ‚মি পর্বত মধ্যবর্তী মালভ‚মির উদাহরণ।
(ঘ) ক্ষয়জাত
মালভ‚মি:
কোন পার্বত্য অঞ্চল বা
উঁচু ভ‚খন্ড নদী, হিমবাহ,
বৃষ্টিপাত, বায়ু প্রবাহ
প্রভৃতি প্রাকৃতিক শক্তির
দ্বারা ক্ষয়প্রাপ্ত হলে তার
উচ্চতা হ্রাস পায় এবং
মালভ‚মিতে পরিণত হয়।
এ ধরণের মালভ‚মিকে
ক্ষয়জাত বা অবশিষ্ট
মালভ‚মি বলে (চিত্র নং
চিত্র : ৪.২.৩ : মালভূমির উপরিভাগ খাড়াভাবে ক্ষয়প্রাপ্ত
চিত্র : ৪.২.৪ : ক্ষয় প্রক্রিয়া করণে বিচ্ছিন্ন খন্ডিত ভূমিরূপের সৃষ্টি হয় যা
মেসা ও বুটি নামে পরিচিত
রোম স¤্রাজ্যের
পতনের পর দীর্ঘ
১৪০০ বছর জ্ঞান
বিজ্ঞানের কোন
গুরুত্বপূর্ণ অগ্রগতি
হয়নি বিধায় এই
সমকে অন্ধকার যুগ
হিসেবে আখ্যায়িত
করা হয়।
৪.২.৩)। মালভ‚মি উপরিভাগ খাড়াভাবে ক্ষয়প্রাপ্ত হয়।
উৎপত্তি : এ ধরণের মালভ‚মির পুরাতন উঁচু ভ‚-ভাগ ক্ষয় প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়। এই শিলার ক্ষয়
প্রকৃতি এর বন্ধুরতা নিয়ন্ত্রণ করে। যেখানে ক্ষয়কাজ বেশী হয় সেখানে ভ‚মির বন্ধুরতা বেশী
দেখা যায়।
বৈশিষ্ট্য :
১. ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়।
২. সাধারণত এ মালভ‚মি স্বল্প উচ্চতা বিশিষ্ট হয়।
৩. সহজে ক্ষয়প্রাপ্ত শিলাসমূহ ক্ষয় হয়ে যাওয়ায় বিভিন্ন ক্ষয়জাত ভ‚মিরূপ দেখা যায়। যেমন
মেসা, পিলার, বুটি, পিনাকল। (চিত্র ৪.২.৪)
উদাহরণ : দক্ষিন ভারতের মালভ‚মি, সৌদি আরবের মালভ‚মি, সাইবেরিয়ার পূর্ব মালভ‚মি,
আফ্রিকার দক্ষিণ মালভ‚মি, সাইবেরিয়ার পূর্ব মালভ‚মি, আফ্রিকার দক্ষিণ মালভ‚মি ক্ষয়জাত
মালভ‚মি। ইউরোপের ক্যালিডোনিয়ান পর্বতশ্রেণী ক্ষয়প্রাপ্ত হয়ে ফিজেল্ড মালভ‚মির সৃষ্টি
করেছে।
(ঙ) আগ্নেয়জাত মালভ‚মি :
আগ্নেয় লাভা প্রবাহ থেকে এ ধরণের মালভ‚মির সৃষ্টি।
উৎপত্তি : ভ‚-ত্বকের কোন ফাটল বা আগ্নেয়গিরির ছিদ্র পথে ভ‚-গর্ভ হতে লাভা প্রবাহ
ভ‚-পৃষ্টে উঁচু হয়ে ছড়িয়ে পড়ে এবং ক্রমশ: ঠান্ডা ও কঠিন হয়ে মালভ‚মির সৃষ্টি করে (চিত্র
নং-৪.২.৫)।
বৈশিষ্ট্য :
১. আগ্নেয় লাভা ভিত্তিক।
২. বিস্তীর্ণ এলাকায় লাভা ছড়িয়ে পড়ে এ ধরণের মালভ‚মির সৃষ্টি হয়।
৩. এ ধরণের মালভ‚মি বন্ধুর ভ‚-প্রকৃতি সম্পন্ন।
৪. শুষ্ক জলাবায়ুর আওতাভ‚ক্ত থাকায় জনবসতি খুব কম।
৫. আগ্নেয়জাত লাভা দ্বারা গঠিত তাই ক্ষয় ক্রিয়ার মাধ্যমে উর্বর মৃত্তিকা সৃষ্টি করে।
৬. এ প্রকার মালভ‚মিতে গুরুত্বপূর্ণ খনিজ যেমন টিন, তামা পাওয়া যায়।
চিত্র : ৪.২.৫ : পৃথিবীর প্রধান লাভা গঠিত মালভূমির বন্টন
৭. মালভ‚মির খরস্রোতা নদীতে বাঁধের মাধ্যমে পানিবিদ্যুৎ উৎপন্ন হয়।
উদাহরণ : ভারতের দাক্ষিণাত্যের মালভ‚মি। উর্বর মৃত্তিকার কারণে এখানে ভারতের সবচেয়ে
বেশী তুলা উৎপাদন হয়।
পাঠসংক্ষেপ :
সমুদ্র সমতল থেকে অতি উচ্চ বিস্তৃর্ণ সমভ‚মিই মালভ‚মি। সমুদ্র পৃষ্ট হতে এর উচ্চতা
কয়েক মিটার হতে কয়েক হাজার মিটার হতে পারে কিন্তু এর উপরিভাগ প্রায় সমতল।
ভ‚-অভ্যন্তরস্থ বিভিন্ন প্রক্রিয়ার ফলে মালভ‚মির সৃষ্টি হয়। মালভ‚মিকে নানাভাবে ভাগ করা
যায়। মালভ‚মি পৃথিবীর অভ্যন্তরের ক্রিয়ার ফলে সৃষ্ট এক প্রকার ভূমিরূপ।
পাঠোত্তর মূল্যায়ন: ৪.২
নৈব্যক্তিক প্রশ্ন :
১. শূণ্যস্থান পূরণ করুন :
১.১. মহাদেশীয় শিল্ড-এর উৎপত্তি................... শিলাস্তুপ থেকে।
১.২. মালভ‚মির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ................মিটার পর্যন্ত হতে পারে।
১.৩. স্পেনের মেসেটা ............বিশিষ্ট মালভ‚মির উদাহরণ।
১.৪. ..........জনিত চাপের ফলে ভঙ্গিল পর্বতের মাঝে পর্বত মধ্যবর্তী মালভ‚মির সৃষ্টি হয়।
১.৫. পুরাতন উঁচু ভ‚-ভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে.............. মালভ‚মির সৃষ্টি হয়।
২. সঠিক উত্তরের পাশে টিক (৪) চিহ্ন দিন :
২.১ শিশু সমূহের উচ্চতা অপেক্ষাকৃত (বেশী/কম)।
২.২ চ্যুতিবিশিষ্ট মালভ‚মির উদাহরণ (পামির মালভ‚মি/স্পেনের মেসেটা) মালভ‚মি।
২.৩. পর্বত মধ্যবর্তী মালভ‚মির সাধারণ উচ্চতা (৫০-১০০ মিটার/৩০০০-৫০০০ মিটার)
২.৪. মেসা, পিলার, বুটি, পিনাকল প্রভৃতি ভ‚মিরূপ (ক্ষয়জাত/চ্যুতি) মালভ‚মির উদাহরণ।
২.৫ লাভা ছড়িয়ে সৃষ্টি হয় (আগ্নেয়জাত/শিল্ড) মালভ‚মি।
সংক্ষিপ্ত প্রশ্ন :
১. উৎপত্তির ভিত্তিতে মালভ‚মিকে কয় ভাগে ভাগ করা যায়?
২. মহাদেশীয় শিল্ডস এর উৎপত্তির কারণ কি?
৩. মহাদেশীয় শিল্ডস ক্ষয়প্রাপ্ত হয়, না সঞ্চয় প্রক্রিয়ায় হয়?
৪. চ্যুতি বিশিষ্ট মালভ‚মি সৃষ্টি হয় কোন ধরণের পর্বত সৃষ্টির সময়?
৬. ক্ষয়জাত মালভ‚মির ভ‚মিরূপের উদাহরণ কি কি?
রচনামূলক প্রশ্ন :
১. মালভ‚মি কাকে বলে? মালভ‚মির শ্রেণীবিভাগ উল্লেখ করে বৈশিষ্ট্য আলোচনা করুন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]