ভূমিরূপ প্রক্রিয়া বলতে কি বুঝায়? বিভিন্ন ভূমিরূপ প্রক্রিয়া
নগ্নীভবন, ক্ষয়ীভবন ও অবক্ষেপন এর সংজ্ঞা


ভ‚রূপ প্রক্রিয়া
পৃথিবীর স্থলভাগ এবং সমুদ্রের তলদেশের ভ‚প্রকৃতি বৈচিত্রময়। সময়ের সাথে স্থলভাগ ও
জলভাগের সকল ভ‚মিরূপের পরিবর্তন হচ্ছে। আজকের সমভ‚মি হয়ত অতীতে জলাভ‚মি,
সাগরের অংশ বা পাহাড়-পর্বত ছিল। সে জন্যই হিমালয়, রকি ও আন্দিজ পর্বতমালার শৃঙ্গেও
সামুদ্রিক জীব-জন্তুর দেহাবশেষ বা জীবাশ্ম পরিলক্ষিত হয়। তাছাড়া, এ সকল পর্বতের শিলা
মাটি বিশ্লেষন করে বিজ্ঞানীরা দেখেছেন যে পর্বতগুলো সামুদ্রিক তলানি দ্বারা গঠিত। অর্থাৎ
যুগ যুগ ধরে সমুদ্রের তলদেশে জমা হয়ে গিরিজনি বা পর্বত গঠনকারী আলোড়নের (
ঙৎড়মবহরপ সড়াবসবহঃ) প্রভাবে পবর্তরূপে উত্থিত হয়েছে। সুতরাং বলা যায় যে, পর্বত
পাললিক শিলায় গঠিত।
ওপরের আলোচনা থেকে লক্ষণীয় যে, পৃথিবীর পৃষ্ঠদেশে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে।
পরিবর্তনের কারণ কি? ভ‚-পৃষ্ঠের পরিবর্তনের জন্য যে শক্তির প্রয়োজন সেগুলো কি কি? ধীর
গতিতে এবং আকস্মিকভাবে অথবা উভয় ভাবেই কি পরিবর্তন সংঘটিত হয়? পরিবর্তনের
শক্তিসমূহ বা মাধ্যমসমূহ এবং প্রক্রিয়াসমূহ কিভাবে কাজ করে? শক্তিসমূহের ক্রিয়ার প্রেক্ষিতে
কি কি ভ‚-প্রাকৃতিক রূপের সৃষ্টি হয়, এ সবই এ ইউনিটের আলোচনার বিষয়।
ডেভিস ভূমিরূপ
উদ্ভবের নিয়ন্ত্রক
হিসেব তিনটি
মৌলিক উপাদান
চিহ্নিত করেছিল।
ডেভিস ভৌগুলিক
চক্রের ধারণা নদী
ছাড়াও অন্যান্য
ক্ষেত্রে যেমন, শুল্ক
ভ‚-রূপ প্রক্রিয়াসমূহ
ভ‚পৃষ্ঠ সর্বদাই পরিবর্তনশীল। যে সমস্ত ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া ভ‚-পৃষ্ঠের ভ‚মিরূপে সদা
পরিবর্তন হয়ে তাদের ভ‚রূপ প্রক্রিয়া বলে। ভ‚মিরূপ প্রক্রিয়াকে প্রধান দুটো শ্রেণীতে ভাগ করা
যেতে পারে। বহিস্থ ভ‚পৃষ্ঠের এই পরিবর্তন (ক) আকস্মিক (ঝঁফফবহ) ও (খ) ধীর (ঝষড়)ি
এই দুইভাবে ঘটে থাকে। যেমন: আলোড়ন, অগ্নুৎপাত, ভ‚মিকম্প ইত্যাদি শক্তিগুলো ভ‚পৃষ্ঠ ও
অভ্যন্তর ভাগে আকস্মিক পরিবর্তন ঘটায়। আবার তাপমাত্রা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, তুষার
ইত্যাদি বাহ্যিক প্রাকৃতিক শক্তিও মানব সৃষ্ট কারণে ভ‚পৃষ্ঠে ধীরে ধীরে ব্যাপক পরিবর্তন ঘটে।
যেমন : শিলাতে ফাটল, কঙ্কল মোচন ইত্যাদি। প্রাকৃতিক শক্তি দ্বারা ভ‚মিরূপের এই পরিবর্তন
ভ‚পৃষ্ঠে ও এর অভ্যন্তরে সংঘটিত হয়ে থাকে। যে প্রক্রিয়ায় এইরূপ পরিবর্তন ঘটে, তাদের
দুইভাগে ভাগ করা যায়। যেমন: (র) বহিঃস্থ ভ‚রূপ প্রক্রিয়া (ঊীড়মবহবঃরপ চৎড়পংং) : ও অন্তঃস্থ
ভ‚রূপ প্রক্রিয়া (ঊহফড়মবহবঃরপ চৎড়পবংব) : বহিঃস্থ ভ‚রূপ প্রক্রিয়ায় ভ‚-পৃষ্ঠের উপর
পরিবর্তনকারী শক্তি ক্রিয়া করে ও অন্তঃস্থ প্রক্রিয়ায় শক্তির উদ্ভব ঘটে ভ‚-অভ্যন্তরে।
ভ‚রূপ প্রক্রিয়ার মাধ্যম হলো, যে কোনো প্রাকৃতিক শক্তি, যার দ্বারা পৃথিবীর প্রাকৃতিক নানা
উপাদানকে স্থানান্তর করতে সক্ষম। উদাহরণ স্বরূপ বলা যায়, নদী, ভ‚গর্ভস্থ পানি, ঢেউ,
স্রোত, জোয়ার-ভাটা, বায়ু, হিমবাহ প্রভ‚তি ভ‚রূপ গঠনের মাধ্যম (ধমবহঃ)।
চিত্র : ৫.১.১ : ভূমিরূপ প্রক্রিয়া (কাজী, পৃ.: ১২০)
পাঠ-৫.১
১৯৫০ সালের পরে
ভূমিরূপ বিদ্যায়
সমীক্ষার পদ্ধতি ও
ধরনের বিরাট
পরিবর্তন সাধিত
হয়।
পৃকৃতপক্ষে ভূমিরূপ
পদ্ধতি একটি
আন্তঃপ্রক্রিয়ার
গাঠনিক রূপ যার
কার্যকারিতা
স্বতন্ত্রভাবে ও
যৌথভাবে
সম্পাদনের মাধ্যমে
্কটি যৌগক
ভূমিরূপ গঠন
করে।
বহিস্থ ভ‚রূপ প্রক্রিয়াকে তিনটি স্বতন্ত্র অংশে ভাগ করা যায়। যথা- (ক) অবনমন
(উবহঁফধঃরড়হ), (খ) সঞ্চয়ন বা অবক্ষেপন (উবঢ়ড়ংরঃরড়হধষ) ও (গ) জৈব প্রক্রিয়া
(ইরড়ষড়মরপধষ চৎড়পবংং)
প্রথম দুটো প্রক্রিয়াকে এক সাথে পর্যায়ন প্রক্রিয়া (এৎধফধঃরড়হধষ চৎড়পবংং) বলে। এবনমন বা
প্রক্রিয়া (উবমৎধফধঃরড়হ) বলতে সাধারণত সেই সব প্রক্রিয়াকে বোঝায় যা ভ‚-পৃষ্ঠের উচ্চতা
কমায়। একে নগ্নীভবন প্রক্রিয়াও বলা হয়। সঞ্চায়ন বা অবক্ষেপন প্রক্রিয়া (ধমমৎধফধঃরড়হ)
বলতে সেই সমস্ত প্রক্রিয়াকে বোঝায় যা অবক্ষেপন ক্রিয়ার মাধ্যমে ভ‚-পৃষ্ঠের উচ্চতা বাড়ায়।
ক) অবনমন প্রক্রিয়া বা নগ্নীভবন প্রক্রিয়া (উবহঁফধঃরড়হ চৎড়পবংং) :
অবনমন প্রক্রিয়া তিন ভাগে সম্পন্ন হয়ে থাকে। যথা : (র) বিচ‚র্ণীভবন (ডধঃযবৎরহম), (রর)
ক্ষয়ীভবন (ঊৎড়ংরড়হ) এবং (ররর) অপসারণ (ঞৎধহংঢ়ড়ৎঃধঃরড়হ). বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায়
স্বস্থানে থেকে শিলার খন্ড-বিখন্ড হওয়াকে বিচ‚র্ণীভবন বলা হয়। এই প্রক্রিয়ায় শুধুমাত্র শিলা
খন্ডিত হয়; অপসারিত হয় না। বিচ‚র্ণীত শিলার অপসারণ ঘটলে তাকে ক্ষয়ী ভবনের অন্তর্গত
করা হয়। বিচ‚র্ণীভবন ক্ষয়ীভবন প্রক্রিয়া থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হলেও এটা ভ‚-পৃষ্ঠের আলগা
শিলা খন্ডের সৃষ্টি করে। এতে ক্ষয়কার্যের সুবিধা হয়। মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে ক্ষয়িত
শিলাখন্ড পানি বা বায়ুপ্রবাহের সাহায্যে একস্থান থেকে অন্যস্থানে অপসারিত হয় এভাবে ভ‚মির
ঢাল বেয়ে যখন অনেক পরিমাণে ক্ষয়িত পদার্থের ব্যাপক অপসারণ হয়, তখন তাকে (ইঁষশ
ঞৎধহংভবৎ) স্তুপ ক্ষয় বলে বা অপসারণ (ঞৎধহংঢ়ড়ৎঃধঃরড়হ) অপসারণের ক্ষেত্রে একটি
গতিশীল মাধ্যম থাকে যা প্রবাহ পথের ওপর বা তার বাইরের নূড়ি পাথর (উবনৎরং)
সংগ্রহ,পরিবহন ও স্থানান্তরিত করে। সমুদ্র তরঙ্গ ঢেউ, স্রোত, জোয়ার-ভাটা, নদীর পানি,
হিমবাহের এবং বায়ুপ্রবাহ ডেবরিস অপসারণ করে। সাধারণভাবে বলা যায় যে, পরিবহন
প্রক্রিয়ায় পরিবহন মাধ্যমের পরিমাণের তুলনায় পরিবাহিত পদার্থের পরিমাণ আনুপাতিকভাবে
কম থাকে।
পরিবহন প্রক্রিয়ায় মাধ্যমগুলো কিভাবে পরিবহন করে তা সবক্ষেত্রে এক রকম হয় না। তবে
যে ভাবেই হোক পরিবহন প্রক্রিয়া নিম্নলিখিত কাজগুলো সম্পন্ন করে:
১. বিচ্ছিন্ন শিলা রাশি (উবনৎরং) সংগ্রহ,
২. বিভিন্ন প্রক্রিয়ায় প্রবাহ পথের ওপর শিলার ভাঙ্গন ও তা সংগ্রহ এবং
৩. উপরোক্ত দুই উপায়ে অপসারণের মাধ্যম বিচ্ছিন্ন শিলারাশি সংগ্রহ করে এবং তার
অপসারণ ঘটায়।
এখানে উল্লেখ্য যে, বিচ‚র্ণীত হবার পর ভাঙ্গা শিলা অপসারণ নাও হতে পারে। আবার
বিচ‚র্ণীভ‚ত না হয়ে, ক্ষয়ীভবন প্রক্রিয়ায় ক্ষয়কারী মাধ্যম নিজেই শিলা ভেঙ্গে ও তার অপসারণ
ঘটিয়ে নগ্নীভবন ঘটাতে পারে। অবনমন বা নগ্নীভবন প্রক্রিয়ার প্রতিটি ধাপ, অর্থাৎ বিচ‚র্ণভবন,
ক্ষয়ীভবন ও অপসারণ ভ‚মিরূপ পরিবর্তনের ক্ষেত্রে প্রধান ভ‚মিকা পালন করে।
খ) সঞ্চায়ন বা প্রক্রিয়া অবক্ষেপন (উবঢ়ড়ংরঃরড়হধষ চৎড়পবংং) :
ক্ষয়প্রাপ্ত পদার্থ বিভিন্নভাবে বাহিত ও অপসারিত হয়ে এক সময় কোনো এক স্থানে জমা
হয়। কাজেই সঞ্চয় ক্ষয়ের পরিপূরক। ক্ষয় ও সঞ্চয় একসাথে কাজ করে ভ‚-পৃষ্ঠের
সমতলীকরণ প্রক্রিয়াকে অব্যাহত রাখে। প্লাবন ভ‚মিতে নদীর পলল সঞ্চয়, ব-দ্বীপ গঠন,
হিমবাহ সঞ্চিত গ্রাবরেখা, সমূদ্র সঞ্চিত পলি, বায়ু সঞ্চিত বালি, ভ‚গর্ভে সঞ্চিত
স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট প্রভৃতি সঞ্চয় কাজের কয়েকটি উদাহরণ।
পাঠসংক্ষেপ :
যে সকল ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া ভ‚-পৃষ্ঠের রূপকে পরিবর্তন করে তাদেরকে
ভ‚মিরূপ প্রক্রিয়া বলে। ভ‚মিরূপ প্রক্রিয়াকে প্রধান দুটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে।
যেমন-বহিস্থ ভ‚মিরূপ প্রক্রিয়ায় ভ‚-পৃষ্ঠের বাইরের পরিবর্তনকারী শক্তি কাজ করে ও
অন্তঃজ প্রক্রিয়ায় শক্তির উদ্ভব ঘটে ভ‚-অভ্যন্তরে। সামগ্রিক ভাবে অন্তঃজ প্রক্রিয়ার কাজ
গঠনমূলক ও বহিজ প্রক্রিয়ার কাজ বিনাশমূলক। বহিজ প্রক্রিয়া ভ‚পৃষ্ঠের প্রাকৃতিক শক্তির
দ্বারা ধীরে ধীরে ভ‚মিরূপের পরিবর্তন সাধন করে। অন্তঃজ প্রক্রিয়া ভ‚-ভাগের অভ্যন্তরে
সংঘটিত হয়। ভ‚-অভ্যন্তরের প্রবল শক্তি ভ‚-ত্বকের ধীরে ও আকস্মিক উভয় প্রকার
পরিবর্তন সাধন করে। আগ্নেয়গিরি অগ্ন্যৎপাত, ভ‚মিকম্প পৃথিবীর ভ‚-পৃষ্ঠের হঠাৎ যে
পরিবর্তন সাধন করে তাকে আকস্মিক পরিবর্তন বলে। বহির্বিশ্ব থেকে আগত
উল্কাপাতের মাধ্যমে ভ‚-পৃষ্ঠের পরিবর্তন সাধনকেই অপার্থিব প্রক্রিয়া বলে।
পাঠোত্তর মূল্যায়ন : ৫.১
নৈব্যক্তিক প্রশ্ন :
১. সঠিক উত্তরে টিক () চিহ্ন দিন:
১.১ পৃথিবী পৃষ্ঠের ধীর পরিবর্তনের সঙ্গে কোন প্রক্রিয়া জড়িত?
(ক) অন্তঃজ প্রক্রিয়া (খ) বহিজ প্রক্রিয়া
(গ) অপার্থিব প্রক্রিয়া (গ) কোনটিই নয়
১.২. ক্ষয়ীভবন বলতে বোঝায়-
(ক) ভ‚মির উচ্চতা হ্রাস পাওয়া (খ) উচ্চতা বৃদ্ধি পাওয়া
(খ) উচ্চতা অপরিবর্তিত থাকা (গ) কোনটিই নয়
১.৩. ভ‚-আলোড়নের সঙ্গে কোনটির সম্পর্ক নেই?
(ক) আগ্নেয়গিরি (খ) ভ‚মিকম্প
(গ) জলপ্রপাত (ঘ) পৃথিবীর অভ্যন্তরের সংকোচন
২. শূণ্যস্থান পূরন করুন :
২.১. বহিজ ভ‚রূপ প্রক্রিয়ায় ভ‚-পৃষ্ঠের বাইরের ....... করে ও অন্তঃজ প্রক্রিয়ায় শক্তির .......
ঘটে ভ‚-অভ্যন্তরে।
২.২. আকষ্মিক পরিবর্তন প্রক্রিয়াকে ....... ভাগে ভাগ করা যায়।
২.৩. সরাসরি মাধ্যাকর্ষণের প্রভাবে ভ‚মির ঢাল বেয়ে এক সঙ্গে পদার্থের ব্যাপক অপসারণকে
....... বলে।
২.৪. সঞ্চয় ....... পরিপুরক
২.৫. ক্ষয়প্রাপ্ত শিলাচ‚র্ণ বিভিন্ন উপায়ে ....... ও অপসারিত হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন :
১. ভ‚মিরূপ প্রক্রিয়া বলতে কি বুঝায়? বিভিন্ন ভ‚মিরূপ প্রক্রিয়া আলোচনা করুন।
২. নগ্নীভবন, ক্ষয়ীভবন ও অবক্ষেপন এর সংজ্ঞা দিন। নগ্নীভবন প্রক্রিয়ার সম্পর্কে সংক্ষেপে
বর্ণনা করুন।
রচনামূলক প্রশ্ন :
১. ভ‚মিরূপ পরিবর্তনকারী প্রক্রিয়াসমূহ সম্পর্কে বর্ণনা করুন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]