জৈবিক বিচূর্ণীভবন কি?
উদ্ভিদ কিভাবে বিচূর্ণীভবন
প্রাণীর বিচূর্ণীভবন প্রক্রিয়া
মানুষ কিভাবে জৈবিক বিচূর্ণীভবনে
শিলার উপাদান ও বুনট কিভাবে বিচূর্ণীভবনে
ভেদময় বিচূর্ণন


বিচ‚র্ণীভবন : জৈবিক-প্রক্রিয়া
যান্ত্রিক রাসায়নিক প্রক্রিয়া ব্যতীত উদ্ভিদ ও প্রাণীমন্ডল এবং মানুষের নানা প্রকার কর্মকান্ড ভ‚-পৃষ্ঠের শিলাকে সর্বদা চ‚র্ণবিচ‚র্ণ করছে, একে জৈবিক বিচ‚র্ণীভবন বলে। মানুষের দ্বারা শিলার
বিচ‚র্ণীভবন সহজে দৃষ্টিগোচর হয়। কিন্তু জীবজন্তু ও বৃক্ষলতাদি দ্বারা শিলা চ‚র্ণ-বিচ‚র্ণ হলে
সহজে বোঝা যায় না।
জৈবিক বিচ‚র্ণীভবনকে প্রধানত নিম্নোক্ত তিন ভাগে বিভক্ত করা যায় :
১। উদ্ভিদের কার্য (ডড়ৎশ ড়ভ চষধহঃং) :
শিলার খন্ড বিখন্ড হওয়ার কাজে গাছের শিকড় উল্লেখযোগ্য ভ‚মিকা রাখে। শিলার
সংযোগস্থলে বা ফাটল খন্ড বিখন্ড হওয়ার কাজে গাছের শিকড়ের আয়তন বৃদ্ধির সঙ্গে
সঙ্গে ফাটলে চাপ বাড়তে থাকে। ফলে এক সময় শিলা বরাবর ভেঙ্গে যায়। ক্রমে মাটি
আলগা হয়ে পড়ে। এতে বৃষ্টির পানি মাটির ভেতর প্রবেশ বরাবর ভেঙ্গে যায়। ক্রমে
মাটি আলগা হয়ে পড়ে। এতে বৃষ্টির পানি মাটির ভেতর প্রবেশ করার সুযোগ পায়।
এছাড়া মস, শৈবাল ¯øাইকেল প্রভৃতি নানা প্রকার উদ্ভিদের দ্বারা শিলার ওপরিভাগে পানি
আটকে থাকে। এ হিউমাস বৃষ্টির পানির সংস্পর্শে আসলে জৈব এসিড (ঙৎমধহরপ অপরফ)
উৎপন্ন করে। এ এসিড বিক্রিয়ার দ্বারা শিলাকে ক্ষয় করে। আবার বিভিন্ন প্রকারের
জীবানু ও কীট তাদের দেহ নিঃসৃত রস দ্বারা জৈবিক বিচ‚র্ণীভবন ঘটায়।
তবে মনে রাখা প্রয়োজন যে উদ্ভিদ মন্ডল তাদের শিকড় দ্বারা ভ‚-পৃষ্ঠের উপরিভাগে
মৃত্তিকা ও শিলা চ‚র্ণকে আটকিয়ে রাখে। এর ফলে উপরিভাগের মৃত্তিকা ও শিলাচ‚র্ণ
সহজে অন্যত্র অপসারিত হতে পারে না। এজন্য অধিক বৃক্ষচ্ছেদনে অতি দ্রæত ভ‚মি ও
মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়।
২। জীবজন্তুর কার্য (ডড়ৎশ ড়ভ অহরসধষং) :
জীবজন্তু সর্বদা শিলাকে চ‚র্ণবিচ‚র্ণ করছে। নানা প্রকার জীবজন্তুর মধ্যে কেঁচো, ছুঁচো,
পিঁপড়া, প্রেইরী, কুকুর প্রভৃতি মাটি খুঁড়ে সর্বদা ওলট-পালট করে। তাছাড়া, উঁইপোকা,
ইঁদুর, সাজারু, খরগোস, বেজী, শিয়াল প্রভৃতি জন্তু গর্ত করে অভ্যন্তরে থেকে পৃথিবীর
উপর মাটি তোলে। স্যাঁতসেতে, উষ্ণ আবহাওয়ায় কেঁচের গর্ত ও উইপোকার ঢিবি
সহজেই চোখে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে মৃত্তিকার অনুজীব ( ইধপঃবৎরধ) সমূহ শিলার
প্রাকৃতিক ও রাসায়নিক বিচ‚র্ণীভবনে যথেষ্ট সক্রিয় হয়। জীবজন্তু ও কীটপতঙ্গের দ্বারা
ভ‚ত্বক যেভাবে চ‚র্ণবিচ‚র্ণ হচ্ছে এটা বেশ সূ² বলে এরূপ পরিবর্তন তেমন বোঝা যায়
না।
৩। মানুষের কার্য (ডড়ৎশ ড়ভ গধহ) :
বর্তমানকালে মানুষ নিজেদের সুবিধার জন্য নানা ভাবে ভ‚ত্বকের পরিবর্তন সাধন করছে।
যেমন, রাস্তাঘাট, খাল, গৃহ, শহর প্রভৃতি নির্মাণ করার জন্য মানুষ সর্বদা ভ‚-ত্বককে
খন্ড-বিখন্ড করছে। মানুষ উঁচু স্থান ও পাহাড় কেটে সেই মাটি দিয়ে নিচু স্থান ভরাট
করছে। এভাবে মানুষ জৈবিক বিচ‚র্ণীভবনে সহায়তা করে থাকে।
শিলা বিচ‚র্ণীভবনের তারতম্যের কারণ (ঈধঁংবং ড়ভ উরভভবৎবহঃরধষ ডবধঃযবৎরহম ড়ভ
জড়পশং): শিলার বিচ‚র্ণন প্রক্রিয়া বেশ জটিল এবং অনেকগুলো নিয়ামক দ্বারা নিয়ন্ত্রিত। শিলার
খনিজ উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, কোনো কোনো খনিজ যেমন, কোয়ার্টজ মোটেও
ক্ষয় হয় না। অত্যন্ত দৃঢ় এবং দীর্ঘ সময় প্রায় অপরিবর্তিত থাকে। অপরদিকে, অলভিন এবং
ফেল্ডসপার অত্যন্ত ক্ষয়প্রবণ সহজেই ভাঙতে শুরু করে।
শিলার বুনট এ ব্যাপারে বেশ গুরুত্বপূর্ণ। কারণ শিলার ভেতর পানি প্রবেশ ক্ষমতা বা
প্রবেশ্যতা (চবৎসবধনরষরঃু) ও সছিদ্রতা (চড়ৎড়ংরঃু) মাত্রা নিয়ন্ত্রণ করে। শিলার প্রবেশ্যতা ও
সছিদ্রতা বেশী হলে বিভিন্ন খনিজ উপাদান অতি সহজে বিচ‚র্ণন প্রক্রিয়া দ্বারা আক্রান্ত হয়।
তাছাড়া বৃষ্টিপাত এবং উষ্ণতাও শিলার বিচ‚র্ণনে কাজ করে। বিশেষ করে, এক্ষেত্রে মোট
বৃষ্টিপাতের পরিমাণ ছাড়াও সারা বছরে বৃষ্টির বন্টন, মাটির ওপর কি পরিমাণ পানি প্রবাহিত
হয় (পৃষ্ঠ প্রবাহ হিসেবে) এবং পানির বাষ্পায়নের পরিমানও গুরুত্বপূর্ণ।
উপরোক্ত বিচ‚র্ণন নিয়ামকসমূহের তারতম্যের কারণে শিলার বিচ‚র্ণন হারে পার্থক্য দেখা যায়।
নিম্নে প্রধান শিলাসমূহের বিচ‚র্ণন প্রকৃতি তুলে ধরা হলো :
গ্রানাইট : এটি প্রধানত ফেল্ডসপার, কোয়ার্টজ ও মাইকা খনিজের সংমিশ্রনে গঠিত।
ফেল্ডসপার পানির উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ায় দ্রæত বিশ্লেষিত হয়। এটি (ঈষবাধমব) তল
বরাবর পানি দ্বারা আক্রান্ত হয় এবং ক্লোরাইড ও খনিজ গঠন করে। কোয়ার্টজ প্রাকৃতিক ও
রাসায়নিক খনিজ গঠন করে। কোয়ার্টজ প্রাকৃতিক ও রাসায়নিক উভয় বিচ‚র্ণন প্রক্রিয়ায় সহজে
ভাঙ্গে না। ফলে গ্রানাইট বিচ‚র্ণনের ফলে কোয়ার্টজ অবশিষ্ট হিসেবে থেকে যায়।
ব্যাসল্ট : মিহি দানা বিশিষ্ট ব্যাসল্ট প্রধানত ফেল্ডসপার, অলভিন ও পাইরোক্সিন খনিজে
গঠিত। এটি অত্যন্ত ভেদ্য এবং সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। শিলার সব খনিজই ভেঙ্গে কর্দম ও
আয়রন অক্সাইডে পরিণত হয়, যা লাল বা বাদামী রঙের মৃত্তিকায় রূপ নেয়।
বেলেপাথর : এটি প্রধানত কোয়ার্টজ দানা ও স্বল্প মাত্রার ফেল্ডসপার ও কর্দম খনিজে গঠিত।
কোয়ার্টজ ক্ষয়রোধী হওয়ায় বেলেপাথরের সিমেন্ট জাতীয় পদার্থসমূহ রাসায়নিকভাবে আক্রান্ত
হয়।
বেলে পাথরে প্রধান সিমেন্ট জাতীয় পদার্থের মধ্যে ক্যালসাইট, আয়রণ অক্সাইড এবং
কোয়ার্টজ অন্যতম।
চুনাপাথর : চুনাপাথর প্রধানত ক্যালসাইট জাতীয় খনিজ দ্বারা গঠিত। এটি অন্যান্য খনিজের
চেয়ে অনেক বেশী ক্ষয় প্রবণ। দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয় হয়। আর্দ্র জলবায়ু সম্পন্ন এলাকায়
চুনাপাথর ক্ষয় হয়ে গুহা জাতীয় ভ‚মিরূপের সৃষ্টি হয়। শুষ্ক এলাকায় খাড়া ভৃগু বা ক্লিফ (ঈষরভভ)
তৈরী করে।
শেল : শেল মিহিকণা বিশিষ্ট ও নরম হওয়ায় দ্রæত ক্ষয় হয়।
প্রধান শিলা গঠনকারী খনিজ উপাদানসমূহের বিভিন্ন ধর্মী ক্ষয় প্রবণতার কারণে একই শিলা
বিভিন্ন মাত্রায় ক্ষয় হয়। একে ভেদময় বিচূর্ণন (উরভভবৎবহঃরধষ বিধঃযবৎরহম) বলে। ভেদময়
বিচ‚র্ণন বড় বা ছোট জায়গা ব্যাপী সংঘটিত হতে পারে। যেমন-বিস্তৃত উঁচু পাহাড়ের গাত্র
থেকে শুরু করে দ্রতায়তনের একটি পাললিক শিলাস্তরে ভেদময় বিচ‚র্ণন সংঘটিত হতে পারে।
ভ‚মিরূপের ক্ষয়রোধী শিলাসমূহ অক্ষত থাকায় উঁচু শিলার সৃষ্টি করে এবং বাকী অংশ ক্ষয় হয়ে
উপত্যকায় পরিণত হয়।
পাঠসংক্ষেপ :
উদ্ভিদ ও প্রাণীমন্ডল এবং মানুষ কর্তৃক শিলার চ‚র্ণবিচ‚র্ণ হওয়াকে জৈবিক বিচ‚র্ণীভবন বল্
েগাছের শিকড় শিলার খন্ড-বিখন্ড হওয়ার কাজের গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। শিলার ফাটল
বরাবর গাছের শিকড়ের আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফাটলে চাপ বাড়তে থাকে। ফলে এক
সময়ে শিলা ফাটল বরাবর ভেঙ্গে যায়। জীবজন্তু সর্বদা শিলাকে চ‚র্ণবিচ‚র্ণ করছে। নানা
প্রকার জীবজন্তুর মধ্যে কেঁচো, পিঁপড়া, প্রেইরী কুকুর প্রভৃতি মাটি খুড়েঁ সর্বদা ওলটপালট করে। কোনো কোনো ক্ষেত্রে মৃত্তিকার অনুজীবসমূহ শিলার প্রাকৃতিক রাসায়নিক
বিচ‚র্ণীভবনে যথেষ্ট সক্রিয় হয়। মানুষ তার কর্মকান্ডের মাধ্যমে নানা ভাবে ভ‚ত্বকের
পরিবর্তন সাধন করছে। রাস্তাঘাট, বাড়িঘর, শহর প্রভৃতি নির্মাণের জন্য প্রতিনিয়ত মানুষ
ভ‚ত্বককে খন্ড-বিখন্ড করছে। শিলার বিচ‚র্ণীভবন অনেকগুলো নিয়ামক দ্বারা নিয়ন্ত্রিত।
এগুলোর মধ্যে শিলার খনিজ উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিলার বুনট, কোনো স্থানের
বৃষ্টিপাত, উষ্ণতা প্রভৃতি বিচ‚র্ণীভবনে উল্লেখযোগ্য ভ‚মিকা পালন করে।
নৈর্ব্যক্তিক প্রশ্ন :
১. সঠিক উত্তরের পার্শ্বে টিক () চিহ্ন দিন:
১.১. জৈবিক বিচ‚র্ণীভবন ঘটায়-
(ক) উদ্ভিদ, প্রাণী ও মানুষ (খ) খনিজ পদার্থ
(গ) আবহাওয়া ও জলবায়ু (ঘ) ওপরের কোনটিই নয়।
১.২. অধিক বৃক্ষচ্ছেদনে ভ‚পৃষ্ঠের কি ধরনের প্রতিক্রিয়া হয়?
(ক) ভ‚মির উর্বরতা বৃদ্ধি পায় (খ) উর্বরতা হ্রাস পায়
(গ) ভ‚মি অতি দ্রæত ক্ষয়প্রাপ্ত হয় (ঘ) দ্রবণ ক্ষমতা কম হয়।
১.৩. শেল মিহিকণা বিশিষ্ট ও নরম হওয়ায়-
(ক) দ্রæত ক্ষয় হয় না (খ) দ্রæত ক্ষয় হয়
(গ) শক্ত বাঁধন বিশিষ্ট (ঘ) দ্রবণ ক্ষমতা কম হয়।
২. শূণ্যস্থান পূরণ করুন:
২.১. শিলার বিচ‚র্ণীভবন অনেকগুলো ...................দ্বারা নিয়ন্ত্রিত।
২.২. ............ প্রধানত ফেল্ডসপার, কোয়ার্টজ ও মাইকা খনিজের সংমিশ্রনে গঠিত।
২.৩. চুনাপাথর প্রধানত ................ জাতীয় খনিজ দ্বারা গঠিত।
২.৪. শেল মিহিকণা বিশিষ্ট ও নরম হওয়ায় দ্রæত ........ হয়।
২.৫. শিলার বিচ‚র্ণীভবন অনেকগুলো ............ দ্বারা নিয়ন্ত্রিত।
সংক্ষিপ্ত উত্তর দিন:
১. জৈবিক বিচ‚র্ণীভবন কি?
২. উদ্ভিদ কিভাবে বিচ‚র্ণীভবন প্রক্রিয়া আলোচনা করুন?
৩. প্রাণীর বিচ‚র্ণীভবন প্রক্রিয়া আলোচনা করুন?
৪. মানুষ কিভাবে জৈবিক বিচ‚র্ণীভবনে সাহায্য করে তা আলোচনা করুন।
৫. শিলার উপাদান ও বুনট কিভাবে বিচ‚র্ণীভবনে ভ‚মিকা রাখে সে বিষয়ে আলোচনা
করুন।
৬. ভেদময় বিচ‚র্ণন বলতে কি বোঝায়?
রচনামূলক প্রশ্ন :
১. জৈবিক বিচ‚র্ণীভবন বলতে কি বোঝায়? জৈবিক বিচ‚র্ণীভবন প্রক্রিয়াসমূহ বিস্তারিতভাবে
আলোচনা করুন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]