বায়ু কার্য
নদী ও হিমবাহের ন্যায় বায়ুর কার্যকেও তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন-
(১) ক্ষয়কার্য, (২) বহন কার্য এবং (৩) সঞ্চয় কার্য।
বায়ুর ক্ষয়কার্য (ডরহফ ঊৎড়ংরড়হ) :
বায়ু যান্ত্রিক ও রাসায়নিক উভয প্রকারেই ভ‚-পৃষ্ঠের ক্ষয়সাধন করে। বায়ুর মধ্যে যে অক্সিজেন
(ঙ২) ও কার্বন-ডাই-অক্সাইড (ঈঙ২) গ্যাস আছে তার সাথে রাসয়নিক ক্রিয়ার ফলে শিলা
ক্ষয়প্রাপ্ত ও পরিবর্তিত হয়ে ধুলিকণায় পরিণত হয়। আবার কঠিন পদার্থসমূহ প্রবল বায়ু প্রবাহ
দ্বারা প্রবাহিত হয়ে শিলায় ঘর্ষণ ও আঘাত করে। ফলে শিলাস্তর ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়। বায়ুর
ক্ষয়ক্রিয়া ভ‚-পৃষ্ঠের সন্নিকটেই সর্বাপেক্ষা বেশী কিন্তু ওপরদিকে ক্রমেই কম। বায়ুর ক্ষয়সাধন
নিম্নের তিনটি প্রক্রিয়ায় সম্পন্ন হয়। যথা১) ঘর্ষণ (অনৎধংরড়হ) : শুষ্ক অঞ্চলে প্রবল বায়ু প্রবাহের সাথে অনেক সময় কঠিন
বালুকণাসূমহ প্রবাহিত হয়। ফলে এদের ঘর্ষণে শিলারাশি ক্ষয় হতে থাকে। বায়ু প্রবাহের
এরূপ ঘর্ষণ কার্যের দরুন ভ‚-পৃষ্ঠের ওপর বহু গর্তের সৃষ্টি হয় বলে একে বায়ুর ভ‚-ক্ষয়
(অঃঃৎরঃরড়হ) বলা হয়।
২) অবঘর্ষ (ঈড়ৎৎধংরড়হ) : প্রবল বায়ু প্রবাহের সাথে কর্কশ বালুকণা থাকলে ভ‚-পৃষ্ঠে
সবচেয়ে বেশী ক্ষয় হয়। এইরূপ ক্ষয়ক্রিয়াকে অবঘর্ষ বলে। কর্ষণের দ্বারা শিলা ধীরে
ধীরে এবং কোমল শিলা দ্রæত ক্ষয় হয়।
৩) অবনমন (উবভষধঃরড়হ) : অনেক সময় বায়ু ভারী পদার্থ ত্যাগ করে কেবল হালকা ধুলা ও
বালি বহন করে। বায়ু প্রবাহের এ প্রকার ক্রিয়াকে অবনমন বলে। এরূপ ক্রমাগত
অবনমনের ফলে মরু অঞ্চলের নিম্নভ‚মি ও গর্তের সৃষ্টি হয়।
বায়ুর বহন কার্য (ঞৎধহংঢ়ড়ৎঃধঃরড়হ নু রিহফ) :
বায়ু প্রধানতঃ সূ² বালু ও ধুলিকণাকে দূর দেশে বহন করে থাকে। ভ‚মি থেকে সম্ভবতঃ ২
মিটার উচ্চতার মধ্যেই অধিকাংশ বালু ও ধুলিকণা বাহিত হয়ে থাকে। ব্যাগনল্ড-এর মতে
বায়ুর এই বননকার্য তিনটি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। যেমন-(ক) ভাসমান অবস্থায় বহন
(ঝঁংঢ়বহংরড়হ), (খ) লম্ফ প্রক্রিয়ায় বহন (ঝধষঃধুরড়হ), এবং (গ) ভ‚মির ওপর দিয়ে ধীর
গতিতে পতন (ঝঁৎভধপব ঈৎববঢ়)।
(ক) ভাসমান অবস্থায় বহন (ঝঁংঢ়বহংরড়হ) -: বাতাসে ভাসমান অবস্থায় অধিক বালু বাহিত
হতে পারে না। কারণ বালুকণাকে ওপরে ওঠার গতিবেগ বা শক্তি (ঠবৎঃরপধষ ঠবষড়পরঃু)
বাতাসের বেশি থাকে না। তাছাড়া বাতাসের গতিও (ডরহফ ঠবষড়পরঃু), সব সময় একই
রকম থাকে না। বাতাস অতি সূ² ধুলিকণাকে দূর দেশে বহন করলেও বালু কণাকে
অধিক দূরে বহন করতে পারে না।
পাঠ-৫.১৬
বায়ুর কার্য তিনটি
যেমন-ক্ষয়কার্য,
বহনকার্য ও সঞ্চয়
কার্য।
(খ) লম্ফ প্রক্রিয়ায় বহন (ঝধষঃধঃরড়হ) : লম্ফদান প্রক্রিয়ায় বাতাসে বাহিত বালু কণা
প্রস্তরখন্ডে ধাক্কা খেয়ে পুনরায় পিছনে কিছুটা ফিরে আসে (জবনড়ঁহফ ড়ভ ডরহফ-উৎরাবহ
ঝধহফ) এবং পুনরায় বাতাসের গতিতে কিছুটা সম্মুখে এগিয়ে যায়। এ প্রক্রিয়ায় বাতাস
অধিকাংশ বালু বহন করে থাকে এবং এ প্রক্রিয়া বালু কণার ওপর বায়ু চাপের (ডরহফ
চৎবংংঁৎব) পরিমাণের ওপর নির্ভর করে।
(গ) ধীর গতিতে পতন (ঝঁৎভধপব ঈৎববঢ়) : বায়ুর দ্বারা বাহিত বালুকণা সম্মুখে অবস্থিত
প্রস্তরখন্ডে বাঁধা প্রাপ্ত হয়ে লম্ফদান প্রক্রিয়ায় সামান্য পিছনের দিকে ফিরে আসে বটে,
কিন্তু তার মধ্যে কিছু পরিমাণে শক্তি থেকে যায়, যা বালুকণাকে ভ‚মির ওপর দিয়ে অতি
ধীর গতিতে সম্মুখে এগিয়ে যেতে সাহায্য করে (ঝঁৎভধপব ঈৎববঢ়) ।
পাঠসংক্ষেপ :
নদী ও হিমবাহের ন্যায় বায়ুর কার্যকেও তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন- (১)
ক্ষয়কার্য, (২) বহন কার্য এবং (৩) সঞ্চয় কায। বায়ু যান্ত্রিক ও রাসায়নিক উভয়
প্রকারেই ভ‚-পৃষ্ঠের ক্ষয়সাধন করে বায়ুর ক্ষয়সাধন নিম্নের তিনটি প্রক্রিয়ায় সম্পন্ন হয়।
যথা-ঘর্ষণ, অবঘর্ষ ও অবনমন। বায়ু প্রধানতঃ সূ² বালু ও ধুলিকণাকে দূর দেশে বহন
করে থাকে। ব্যাগনল্ড-এর মতে বায়ুর এই বহনকার্য তিনটি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে
থাকে। যেমন- (ক) ভাসমান অবস্থায় বহন (ঝঁংঢ়বহংরড়হ), (খ) লম্ফ প্রক্রিয়ায় বহন
(ঝধষঃধঃরড়হ), এবং (গ) ভ‚মির ওপর দিয়ে ধীর গতিতে পতন (ঝঁৎভধপব ঈৎববঢ়)।
পাঠোত্তরমূল্যায়ন ৫.১৬
নৈর্ব্যক্তিক প্রশ্ন :
১. শূণ্যস্থান পূরন করুন :
১.১. বাতাসে ভাসমান অবস্থায় অধিক বালু ...... হতে পারে না।
১.২. ......... অঞ্চলে প্রবল বায়ু প্রবাহের সাথে অনেক সময় কঠিন বালুকনাসমূহ প্রবাহিত
হয়।
১.৩. প্রবল বায়ু প্রবাহের সাথে কর্কশ বালুকণা থাকলে ভ‚-পৃষ্ঠে সবচেয়ে বেশী ...... হয়।
১.৪. ক্রমাগত অবনমনের ফলে মরু অঞ্চলের নিম্নভ‚মিও .........সৃষ্টি হয়।
১.৫. ভ‚মি থেকে সম্ভবতঃ .......মিটার উচ্চতার মধ্যেই অধিকাংশ বালু ও ধুলিকণা বাহিত হয়ে
থাকে।
১.৬. বাতাসে ভাসমান অবস্থায় অধিক বালু....হতে পারে না।
১.৭. বায়ু যান্ত্রিক ও .....উভয় প্রকারেই ভ‚-পৃষ্ঠের ক্ষয়সাধন করে।
সংক্ষিপ্ত প্রশ্ন :
১. বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলো কি কি?
২. বায়ুর বহন কার্যের প্রক্রিয়াগুলো ও কি কি?
রচনামূলক প্রশ্ন :
১. বায়ুর কার্য কত প্রকার? বায়ুর ক্ষয় ও বহন কার্যের বর্ণনা দিন।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ