মরুভ‚মির প্রধান ভ‚মিরূপ
মরুভ‚মির প্রধান ভ‚মিরূপ : মরুভ‚মির ভ‚-প্রকৃতি বলে কোনো সুনির্দিষ্ট রূপ খুঁজে পাওয়া যায়
না। বৈশিষ্ট্য ও বিবর্তন উভয় দিক থেকেই কোনো দুই মরুভ‚মি এক প্রকারের নয়। মরুভ‚মির
খুব সামান্য অংশই বালিয়াড়ি অধিকার করে থাকে। অবশ্য প্রত্যেক মরুভ‚মিতেই বালিয়াড়ি
স্থানীয় ভাবে বৈশিষ্ট্যমূলক ভ‚মিরূপের সৃষ্টি করে।
বø্যাকওয়েল্ডার (ইষধপশবিষফবৎ) মতে সমভ‚মি হলো মরুভ‚মির প্রধান ভ‚মিরূপ। মরুভ‚মি
অঞ্চলে পাঁচ প্রকারের সমভ‚মি সনাক্ত করা যায়। যথাঃ (১) প্লাবন সমভ‚মি, (২) ভ‚-গঠনকারী
সমভ‚মি, (৩) বাজাদা, (৪) প্লায়া, ও (৫) পেডিমেন্ট।
(১) প্লাবন সমভ‚মি (ঋষড়ড়ফ চষধরহ) : মরুভ‚মি অঞ্চলে কোনো স্থায়ী নদী সৃষ্টি হতে পারে না,
কিন্তু বৃষ্টি বহুল স্থানে উৎপন্ন কিছু নদী পানি সংগ্রহ করে মরুভ‚মি অতিক্রম করতে পারে
বা সা¤প্রতিক কালে করতো। যেমন: বর্তমানে আফ্রিকার নীল নদ স্বাভাবিক প্রক্রিয়ায়
সমভ‚মির সৃষ্টি করে। এইরূপ সমভ‚মির পরিমাণ মরুভ‚মিতে অতি নগণ্য।
(২) ভূ-গঠনকারী সমভ‚মি (ঝঃৎঁপঃঁৎধষ চষধরহ) : অনেক সময় ভ‚-আন্দোলনের ফলে সৃষ্ট
অবনত ভ‚মিতে পলি সঞ্চিত হয়ে বা অনুভ‚মিক স্তরের ওপর ভ‚-গঠনকারী সমভ‚মির সৃষ্টি
হয়। ক্যালিফোর্ণিয়ার মোজেভ বা মোহেভ মরুভ‚মি প্রথম প্রকারের ও কলরাডো মালভ‚মি
দ্বিতীয় প্রকারের উদাহরণ।
বাজাদা, প্লায়া, ও পেডিমেন্ট
: বাজাদা, প্লায়া ও পেডিমেন্ট
দক্ষিণ-পূর্ব আমেরিকা,
যুক্তরাষ্ট্রের মরুভ‚মি অঞ্চলে
চ‚্যতির ফলে অনেকগুলো
পর্বত বেষ্টিত পর্যাঙ্কের সৃষ্টি
হয়েছে। এদেরকে বোল্সন
(ইড়ষংড়হ) বলে। এতে
কেন্দ্রাভিমুখী পানি নির্গমন প্রণালী সৃষ্টি হয়েছে এবং কেন্দ্রস্থল একটি সমতল ভ‚মির সৃষ্টি হয়।
এর ওপর বর্তমান বা অতীত হ্রদের নিদর্শন পাওয়া যায়, এদেরকে প্লায়া বলে। কদাচিৎ যখন
প্রবল বৃষ্টিপাত হয় সেই সময় ছাড়া অন্য সময় এরা শুষ্ক থাকে। এই ক্ষণস্থায়ী হ্রদের পানি
থেকে অধঃক্ষিপ্ত অ্যালকালির আবরণের জন্য এদের উপরিভাগকে শুষ্ক সময়ে চকচকে দেখায়।
এগুলোকে অ্যালকালি ফ্ল্যাট (অষশধষর ঋষধঃং) বলে। যদি এইরূপ স্থানে লবনের আধিক্য ঘটে
তাহলে একে স্যালিনা (ঝধষরহধ) বলে। মধ্য এশিয়ার মরুভ‚মিতেও এরকম অনেক ভ‚মিরূপ
লক্ষ্য করা যায়।
মরুভ‚মি অঞ্চলের পর্বতগুলোকে বেষ্টন করে এক পর্বত পাদদেশীয় মৃদু ঢালযুক্ত সমভ‚মির সৃষ্টি
হয়। এরা বিস্তৃত হয়ে প্লায়া সমভ‚মিতে মিশে যায়। পর্বত পাদদেশীয় এ ঢালকে দুটি অংশে
ভাগ করা হয়। নিম্নাংশের সঞ্চয়ের ফলে সৃষ্ট বাজাদা এর উর্ধ্বাংশে নগ্নভ‚মি শিলা বা এর ওপর
সংকীর্ণ পলির আবরণ সমম্বিত পেডিমেন্ট। পেডিমেন্ট ও বাজাদার ঢাল বেশ মৃদু থাকে
সাধারণত ১০
/২ থেকে ৭০ এর মধ্যে (চিত্র-৫.১৯.১)। পর্বত থেকে বহির্গত নদীগুলো বাজাদা
পাদদেশীয় ঢালে পলি সঞ্চিত করে বাজাদা সমভ‚মির সৃষ্টি করে। বাজাদার সঞ্চিত পদার্থ
সাধারণত গ্রাভেল জাতীয় শিলাখন্ড দ্বারা গঠিত হয়। তবে কখনো কখনো কাদার সাথে মিশ্রিত
অবস্থায় শিলাখন্ডও লক্ষ্য করা যায়।
মরুভ‚মি অঞ্চলে পানি দ্বারা সৃষ্ট ভ‚মিরূপ (খধহফ ঋড়ৎসং চৎড়ফঁপবফ নু ডধঃবৎ রহ
উবংবৎঃ): মরুভ‚মি অঞ্চলে ভ‚মিরূপ গঠনে যদিও বায়ু প্রধান ভ‚মিকা পালন করে তবুও পানি এ
কার্যে কিছু কিছু সহায়তা করে থাকে। প্রকৃত উষ্ণ মরুভ‚মিতে বৃষ্টিপাত হয় না বললেই চলে।
কিন্তু মরুপ্রায় অঞ্চলে যে সকল স্থানে বার্ষিক বৃষ্টিপাত ২৫-৩৮ সে.মি. সে সকল স্থানে পানি
ধারার কার্য দেখতে পাওয়া যায়। এর সকল অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হলেও যখনই বৃষ্টিপাত
হয়, তখন তা প্রবলভাবে হয়। এ বৃষ্টিপাত খুব কম সময়ের মধ্যেই হয়ে থাকে। এ সকল
স্রোত ধারার সঙ্গে মরুভ‚মির মধ্যস্থিত শিলাচ‚র্ণ, নুড়ি, কাঁকর, বালি, কাঁদা ইত্যাদি বের হতে
থাকে। ক্রমশ এসব ক্ষয়জাত পদার্থসমূহ বৃদ্ধি পেয়ে একটি কর্দম ধারায় (গঁফ ঋষড়)ি
পরিণত হয়। অবশেষে কর্দম ধারার প্রবাহ বন্ধ হয়ে বিস্তৃত প্রবাহে (ঝযববঃ ঋষড়)ি পরিণত
হয়। এভাবে মরুভ‚মির মাঝে জলস্রোতের মাধ্যমে যে নদী খাতের সৃষ্টি হয়, তাকে ওয়াদি
(ডধফর) বলা হয়। ওয়াদিগুলো অধিকাংশ সময়ই মরুভ‚মি অঞ্চলে শুষ্ক নদী উপত্যকা হিসেবে
অবস্থান করে। ওয়াদি ছাড়া মরু অঞ্চলে জলস্রোতের দ্বারা নিম্নলিখিত ভ‚মিরূপগুলোও সৃষ্টি
হয়।
পেডিমেন্ট (চবফরসবহঃ) : মরু অঞ্চলে বায়ু প্রবাহ ও জলধারা মিলিতভাবে পর্বতের পাদদেশে
যে সমতল ভ‚মি গঠন করে তাই পেডিমেন্ট বা পাদদেশীয় সমভ‚মি (চিত্র-৫.১৯.২)। এখানে
পেডি (চবফর) অর্থ পাদদেশ এবং মন্ট (গড়হঃসধহঃ) অর্থ পর্বত। মরুভ‚মির মধ্যস্থিত পর্বতের
পাদদেশে বায়ু প্রবাহের ক্ষয় ক্রিয়ার দরুন এক প্রকার প্রায় সমতল প্রস্তর ভ‚মির সৃষ্টি হয়।
এরূপ প্রায় সমতল ভ‚মির ওপরের অংশ বেশ ঢালু হলেও এর নিচের অংশ অনেকটা সমতল
বলে সেখানে ছোট ছোট জলধারা বাহিত বালি, কাদা, নুড়ি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে
সমভ‚মি গঠন করে। এরূপে বায়ুর ক্ষয়ক্রিয়া এবং জলধারার সঞ্চয় ক্রিয়ার মিলিত প্রভাবে
মরুভ‚মির মধ্যস্থিত পার্বত্য অঞ্চলের পাদদেশে পেডিমেন্ট সমতল ভ‚মি গঠিত হয়। আফ্রিকার
সাহারা মরুভ‚মির উত্তর-পশ্চিম প্রান্তে পেডিমেন্ট দৃষ্ট হয়।
বাজাদা (ইধলধফধ) :
পাদদেশীয় সমভ‚মির
নিচের অবনমিত অংশে
জলধারা বাহিত দীর্ঘদিন
ধরে স্তরে স্তরে সঞ্চিত হয়ে
যে সমভ‚মি গঠন করে
তাকে বাজাদা বলে। এটি
কেবল মরু অঞ্চলে
জলধারা সঞ্চয় ক্রিয়ার
ফলেই গঠিত হয়ে থাকে।
জলধারা বা নদীবাহিত পলি জমা হয়ে পাখার ন্যায় সৃষ্ট কতকগুলো পলল ভ‚মি একত্র হয়ে
প্রকৃত বাজাদা গঠিত হয়। বাজাদার ওপরিভাগ অসমান হয়ে থাকে। অপরদিকে পেডিমেন্টের
উপরিভাগ প্রায় সমতল বা সমান্য অবতল (ঈড়হপধাব) হয়।
প্লায়া (চষধুধ) : মরু অঞ্চলে মাঝে মাঝে হঠাৎ অল্প সময়ের মধ্যে বৃষ্টিপাত সংঘটিত হয়ে
থাকে। এরূপ হঠাৎ বৃষ্টিপাতের দরুন মরুভ‚মির মধ্যস্থিত ক্ষয়জাত দ্রব্যসমূহ জলধারার সাথে
বাহিত হয়ে কর্দম প্রবাহরূপে পাদদেশীয় সমভ‚মি ও বাজাদা অতিক্রম করে নিচু ভ‚মিতে গিয়ে
সঞ্চিত হয়ে থাকে। ঐ পানি মরু অঞ্চলের মধ্যস্থিত নিচু ভ‚মিতে সঞ্চিত হয়ে ছোট ছোট লবন
হ্রদের সৃষ্টি করে। মরু অঞ্চলের মধ্যস্থিত এ জাতীয় ছোট ছোট লোনা পানির হ্রদকে প্লায়া
চিত্র-৫.১৯.২ : পার্বত্য মরুভূমিতে ভূ-প্রাকৃতিক রূপ: পর্বত সম্মুখ,
পেডিমেন্ট, বাজাদা, বলসন ও প্লেরা
বলে। আফ্রিকায় এ জাতীয় হ্রদকে শটস (ঝযড়ঃঃং) এবং মেক্সিকো ও অ্যারিজোনাতে বোলসন
(ইড়ষংড়হ) বলা হয়ে থাকে।
মন্দ ভ‚মি (ইধফ খধহফ) : শুষ্ক অঞ্চলের মালভ‚মিতে অসংখ্য দাগাকাটা নদী উপত্যকার ন্যায়
ভ‚মি দৃষ্ট হয়। এদের কতকগুলো আবার শৈল শ্রেণীর মধ্য হতে উদগত পরস্পর আবদ্ধ পর্বত
রূপে অবস্থান করে। এরূপ খন্ডে খন্ডে কাটা ভ‚পৃষ্ঠকে মন্দ ভ‚মি বলা হয়। উত্তর ও দক্ষিণ
ডাকোটা, কলোরাডো, নিউমেক্সিকো প্রভৃতি অঞ্চলে এরূপ মন্দ ভ‚মি বদ ভ‚মি দেখতে পাওয়া
যায়।
পাঠসংক্ষেপ :
মরুভ‚মির ভ‚-প্রকৃতি বলে কোনো সুনির্দিষ্ট রূপ খুঁজে পাওয়া যায় না। বৈশিষ্ট্য ও বিবর্তন
উভয় দিক থেকেই কোনো দুই মরুভ‚মি এক প্রকারের নয়। মরুভ‚মির খুব সামান্য অংশই
বালিয়াড়ি অধিকার করে থাকে। অবশ্য প্রত্যেক মরুভ‚মিতেই বালিয়াড়ি স্থানীয় ভাবে
বৈশিষ্ট্যমূলক ভ‚মিরূপের সৃষ্টি করে। বø্যাকওয়েল্ডারের ((ইষধপশবিষফবৎ) মতে সমভ‚মি
হলো মরুভ‚মির প্রধান ভ‚মিরূপ। মরুভ‚মি অঞ্চলে পাঁচ প্রকারের সমভ‚মি সনাক্ত করা
যায়। যথাঃ (১) প্লাবন সমভ‚মি, (২) ভ‚-গঠনকারী সমভ‚মি, (৩) বাজাদা, (৪) প্লায়া, ও
(৫) পেডিমেন্ট।
পাঠোত্তর মূল্যায়ন ৫.১৯
১. শূন্যস্থানপূরণ করুন :
১.১. মরুভ‚মি অঞ্চলে ............... প্রকারের সমভ‚মি সনাক্ত করা যায়।
১.২. পেডিমেন্ট ও বাজাদার ঢাল বেশ মৃদু থাকে সাধারণত ১০
/২ থেকে .........এর মধ্যে।
১.৩. মরুভ‚মির মাঝে জলস্রোতের মাধ্যমে যে নদী খাতের সৃষ্টি হয়, তাকে ..... বলা হয়।
১.৪. মরু অঞ্চলের মধ্যস্থিত এ জাতীয় ছোট ছোট লোনা পানির হ্রদকে ....... বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন :
ক. প্লাবন সমভ‚মি, (খ). ভ‚-গঠনকারী সমভ‚মি, (গ) বাজাদা, (ঘ) পেডিমেন্ট
রচনামূলক প্রশ্ন :
১. মরুভ‚মি প্রধান ভ‚মিরূপসমূহের বর্ণনা দিন।
২. মরুভ‚মি অঞ্চলে পানি দ্বারা সৃষ্ট ভ‚মিরূপ-এর বর্ণনা দিন।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ