মানবিক ভূগোলের সংজ্ঞা ও পরিধি আলোচনা করুন।


◆ মানবিক ভ‚গোলের সংজ্ঞা ও পরিধি; এবং
◆ মানবিক ভ‚গোলের প্রধান শাখাসমূহ সম্পর্কে ধারণা লাভ করবেন।
মানবিক ভূগোল, ভূগোল শাস্ত্রের গুরুত্বপূর্ণ শাখা। সংজ্ঞাগত ভাবে আমরা বলতে পারি ভ‚গোলের যে
শাখায় মানব গোষ্ঠি বা সম্প্রদায়ের অবস্থান, বৈশিষ্ট্য, বিন্যাস, বিবর্তন, চলাচল ও অভিগমন, বসত,
জীবিকা, ব্যবসা-বাণিজ্য প্রভৃতি কর্মকান্ড সম্পর্কে রীতিবদ্ধ পর্যালোচনা করা হয় তাকে মানবিক বা মানব
বিষয়ক ভ‚গোল (ঐঁসধহ এবড়মৎধঢ়যু) বলা হয়।
ভ‚গোলের অন্তর্নিহিত দার্শনিক যুক্তি বিষয়টিকে প্রধান তিনটি ভাগে ভাগ করেছে:
ক) প্রাকৃতিক ভ‚গোল;
খ) মানবিক ভ‚গোল; এবং
গ) পদ্ধতিগত ভ‚গোল।
কিন্তু এই বিভাগগুলির মধ্যে গভীর অন্ত:সম্পর্ক রয়েছে যা পরিবেশে'র এক সম্পর্ক দ্বারা আবদ্ধ। এই
কারণে ফরাসী ভ‚গোলবিদ ফ্যাসিল ভ্যাল্লোঁ (১৯৩২) মানবিক ভ‚গোলকে ভ‚-পৃষ্ঠের সাথে মানব সমাজের
সম্পর্কের একটি সমনি¦ত পঠন হিসাবে সঞ্চায়িত করেছেন। প্রাকৃতিক ভ‚গোলের মত মানব বা মানবিক
ভ‚গোলের সূত্রপাত ঘটেছিল ১৯ শতকে প্রধানত: জার্মানী ও ফ্রান্সে। ফ্রেডারিক র‌্যাটজেল (১৮৪৪-
১৯০৪) ১৮৮২ সালে তাঁর এ্যানথ্রোপজিওগ্রাফী গ্রন্থের প্রথম খন্ড এবং ১৮৯১ সালে দ্বিতীয় খন্ড প্রকাশ
করেন। এই সময়কালের মধ্যে তিনি ‘মানব জাতির ইতিহাস' রচনা করেন। এই দুইটি গ্রন্থ প্রকান্তরে
মানবিক ভ‚গোলের ভিত্তি হিসাবে পরবর্তীতে গ্রহণ করা হয়। জার্মান ভ‚গোলবিদ আলফ্রেড হেটনার
(১৮৫৯-১৯৪১) ভ‚গোলকে পৃথিবী পৃষ্ঠের এলাকাগত তারতম্য ব্যাখ্যাকারী হিসাবে প্রতিষ্ঠিত করেন
এবং এ সম্পর্কে মানব সম্প্রদায়ের বিভিন্নতা চিহ্নিত করতে ১৯০৫ সালে ভ‚গোলে ‘পদ্ধতিগত'
উপস্থাপনের প্রয়োজনীয়তা নির্দেশ করেন। এতে ভ‚গোলে পদ্ধতিগত ব্যাখ্যার বিকাশ ঘটতে থাকে।
র‌্যাটজেল ও হেটনার উভয়ই প্রাকৃতিক নিয়তিবাদ (চযুংরপধষ উবঃবৎসরহরংস) মতে বিশ্বাস ছিলেন। এই
মতবাদের ভিত্তি ছিল যে প্রকৃতি মানুষের কর্মকান্ড, আচরণ ইত্যাদি নির্ধারণে ভ‚মিকা পালন করে থাকে।
ফরাসী ভ‚গোলবিদ ভিদাল-দ্য-লা-বøাশ (১৮৪৫-১৯১৮) ভ‚গোলে আঞ্চলিক দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব
আরোপ করেন। তিনি এ ধারণাও পোষণ করেন যে, প্রকৃতি মানুষের কর্মকান্ড নিরূপণে সম্ভাবনা তুলে
ধরে। মানুষ নির্দিষ্ট প্রযুক্তিগত প্রস্তুতি বা অবস্থানের আওতায় সর্বোত্তম সম্ভাবনাময় কর্মকান্ডটি গ্রহণ
করে। এই দৃষ্টিভঙ্গিকে সম্ভাব্যতাবাদ (চড়ংংরনরষরংস) মতবাদ বলে। ইউরোপে মানবিক ভ‚গোলের
আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয় জ্যাঁ ব্রæনে'র ১৯১২ সালে প্রকাশিত ‘মানব ভ‚গোল' গ্রন্থের মাধ্যমে। ব্রæনের মতে
ভ‚গোলবিদগণ প্রাকৃতিক পরিবেশের ভ‚মিকাকে অতিরঞ্জিত করে দেখেছেন। ভ‚গোলের দৃষ্টিভঙ্গিতে
উপাদান হিসাবে মানুষের ভ‚মিকা কখনই স্থির বা স্থৈতিক (ঝঃধঃরপ) ছিল না। লক্ষণীয় যে পরবর্তিতে
হেটনার এবং ব্রæনে আমেরিকান ভ‚গোলবিদদের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করেছিলেন।
ফলে এই প্রভাব এলেন সেস্পল, হান্টিংটন প্রমুখ ভ‚গোলবিদদের মানিবিক ভ‚গোল সংক্রান্ত চর্চায় যথেষ্ট
প্রকাশ পায়। ১৯৮০'র দশকে মানবিক ভ‚গোলের বৈশিষ্ট্যের বিকাশ ঘটে যেখানে এই শাখা বলতে
প্রাকৃতিক ভ‚গোল বা প্রাকৃতিক পরিবেশ এবং পদ্ধতিগত ভ‚গোল (যেমন, মানচিত্রাঙ্কন পদ্ধতি,
পরিসংখ্যান পদ্ধতির প্রয়োগ ইত্যাদি) ব্যতীত সকল বিষয় অন্তর্ভুক্ত হয়। এই বিশেষিকরণ দৃষ্টিভঙ্গিতে
মানবিক ভ‚গোলের প্রধান প্রশাখা হিসাবে সাংস্কৃতিক ভ‚গোল, সামাজিক ভ‚গোল, জনসংখ্যা ভ‚গোল,
জনপদ বা বসত ভ‚গোল, নগর ও গ্রামীন ভ‚গোল ইত্যাদি পরিচিত লাভ করে। ভ‚গোল শাস্ত্রের সামগ্রীক
বিকাশের সাথে সাথে মানবগোষ্ঠীর বন্টন পঠনে মানবিক ভ‚গোলেরও ত্রিমুখী পারিসরিক (ঝঢ়ধঃরধষ)
বিশ্লেষণের বিকাশ ঘটে, অর্থাৎ:
ক) মানবগোষ্টির বা জনসংখ্যার আয়তন/ সংখ্যা, ইহার বৈশিষ্ট্য এবং কর্মকান্ড (ঝঢ়ধঃরধষ);
খ) জনসংখ্যা-পরিবেশ সম্পর্ক বিশ্লেষণে বাস্তব (ঊপড়ষড়মরপধষ) দৃষ্টিভঙ্গির প্রয়োগ, অর্থাৎ মানুষজীবজগৎ সম্পর্ক; এবং
গ) আঞ্চলিক (জবমরড়হধষ) বিশ্লেষণ যা নাকি পূর্বোক্ত দুইটি দৃষ্টিভঙ্গির সমম্বয় ঘটায়-অর্থাৎ এলাকাগত
পার্থক্য (অৎবধষ উরভভবৎবহঃরধঃরড়হ) নির্দেশ করে।
বিষয় পরিধি:
সংজ্ঞা আলোচনাকালে দেখা গেছে যে মানবিক ভ‚গোল, আঞ্চলিক প্রেক্ষাপটে ভ‚-পৃষ্ঠে মানুষ ও
তদসংক্রান্ত বিষয়াদির রীতিবদ্ধ পর্যালোচনা করে থাকে। মানবিক ভ‚গোলের আলোচ্য বিষয়বস্তু
জনগোষ্ঠী ও তাদের কর্মকান্ড/কর্ম পরিমন্ডলের বিস্তৃত ক্ষেত্র জুড়ে পরিব্যাপ্ত। এগুলোর প্রাসঙ্গিক বিষয়
সমূহ হচ্ছে:
১। জনগোষ্ঠীর অবস্থান ও বন্টন ধারা;
২। জনগোষ্ঠীর কাঠামো, বিন্যাস বিবর্তন/হ্রাস-বৃদ্ধি এবং স্থান সংকুলান;
৩। জনগোষ্ঠীর চলাচল এবং অভিগমন;
৪। জনবসত, গৃহায়ন, বসত-অবকাঠামো, শ্রেণী বিন্যাস, বন্টন এবং পরিকল্পনা;
৫। মানব সমাজ ও সংস্কৃতি, সংস্কৃতি বিস্তার এবং অঞ্চলগত পার্থক্য;
৬। জন প্রশাসন, রাজনীতি, রাষ্ট্রব্যবস্থা এবং ভ‚-রাজনীতি;
৭। পরিবহন ব্যবস্থা, যাতায়ত এবং ব্যবসা-বাণিজ্য;
৮। উৎপাদন ও উপজীবিকা এবং
৯। আর্থ-সামাজিক উন্নয়ন অবকাঠামো এবং পরিকল্পনা।
এ সমস্ত মূল বিষয়বস্তুর উপর নির্ভর করে মানবিক ভ‚গোলের বিভিন্ন শাখা- প্রশাখার বিকাশ ঘটেছে।
লক্ষণীয় যে প্রতিটি শাখা-প্রশাখা সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিভাগের সাথে যেমন, অর্থনীতি,
সমাজতত্ত¡, জনমিতি রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত। এ কারণে স্বাভাবিকভাবেই মানবিক
ভ‚গোলের বিকাশে সমাজ বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের বিশেষ প্রভাব রয়েছে।
মানবিক ভ‚গোলের প্রধান শাখাসমূহ
সাংস্কৃতিক বা নৃভ‚গোল
ঐতিহাসিক ভ‚গোল
আঞ্চলিক ভ‚গোল
জনসংখ্যা ভ‚গোল
নগর ভ‚গোল
গ্রামীন ভ‚গোল
প্রতœ ভ‚গোল
অর্থনীতিক ভ‚গোল
রাজনৈতিক ভ‚গোল/ ভ‚-রাজনীতি
সামাজিক ভ‚গোল
জনপদ/বসত ভ‚গোল
পরিবহন ভ‚গোল
চিকিৎসা ভ‚গোল
কৃষি ভ‚গোল
বর্তমান বিশ্বে অতি দ্রæত পরিবর্তনশীল আর্থ-সামাজিক পরিস্থিতির প্রেক্ষাপটে মানবিক ভ‚গোলের বিষয়
পরিধির বিশেষ গুরুত্ব রয়েছে কেননা, মানব বিষয়ক পারিসরিক, বাস্তব এবং আঞ্চলিক তাৎপর্য
উদঘাটনে মানবগোষ্ঠী ও তাদের কর্মকান্ড সম্পর্কে সম্যক ধারনা লাভ করা যাবে সাথে সাথে এদের
বন্টন ধারা পরিবর্তন বা বিবর্তন এবং ভবিষ্যৎ ধারা সম্পর্কেও অবহিত হওয়া যায়। উপরোক্ত তিনটি
পর্যায়ে জনগোষ্ঠীর অবস্থান বিন্যাস বন্টন চিহ্নিত করণ এবং পর্যালোচনা মানবিক ভ‚গোল অধ্যায়ণের
মূল বিষয়।
পাঠসংক্ষেপ:
এই পাঠে আমরা প্রধানত মানবিক ভ‚গোলের সংজ্ঞা এবং বিষয় পরিধি সম্পর্কে পর্যালোচনা করেছি। এই
পর্যালোচনায় ভ‚গোলের প্রধান শ্রেনীভাগ প্রাসঙ্গিকভাবে চলে এসেছে। কেননা এর সাথে মানবিক
ভ‚গোলের বিকাশ ধারা সংশ্লিষ্ট। আবার মানবিক ভ‚গোলের বিকাশ ধারা আলোচনায় বিভিন্ন দৃষ্টিভঙ্গি
এবং এই সমৃদ্ধ দৃষ্টিভঙ্গি নির্মানে বেশ কিছু পাশ্চাত্য ভ‚গোলবিদদের নাম ও সময়কাল চলে এসেছে।
সমসাময়িককালে মানবিক ভ‚গোলের বিষয়বস্তু পঠন-পাঠনে তিনটি বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি অনুসৃত হয়।
এগুলি হলো: পারিসরিক, বাস্তব্য এবং আঞ্চলিক। এই ত্রিমুখী দৃষ্টিভঙ্গির আওতায় মানবিক ভ‚গোলের
বিষয় পরিধির বিকাশ ঘটেছে। এরই ফলশ্রæতিতে মানবিক ভ‚গোলের বেশ কিছু নির্দিষ্ট শাখারও বিকাশ
ঘটেছে।
নৈর্ব্যক্তিক প্রশ্ন:
১. শূন্যস্থান পূরণ করুন:
১.১. ফরাসী ভ‚গোলবিদ ফ্যাসিল ভ্যাল্লোঁ (১৯৩২) মানবিক ভ‚গোলকে ভ‚-পৃষ্ঠের সাথে ---- সমাজের
সম্পর্কের একটি সমনি¦ত পঠন হিসাবে সঞ্চায়িত করেছেন।
১.২. মানব বা মানবিক ভ‚গোলের সূত্রপাত ঘটেছিল ---- শতকে প্রধানত: জার্মানী ও ফ্রান্সে।
১.৩. ফ্রেডারিক র‌্যাটজেল (১৮৪৪-১৯০৪) ---- সালে তাঁর ‘এ্যানথ্রোপজিওগ্রাফী' গ্রন্থের প্রথম খন্ড
এবং ---- সালে দ্বিতীয় খন্ড প্রকাশ করেন।
১.৪. র‌্যাটজেল ও ---- উভয়ই প্রাকৃতিক নিয়তিবাদ (চযুংরপধষ উবঃবৎসরহরংস) মতে বিশ্বাস ছিলেন।
২. সত্য হলে ‘স' মিথ্যা হলে ‘মি' লিখুন:
২.১. মানুষ নির্দিষ্ট প্রযুক্তিগত প্রস্তুতি বা অবস্থানের আওতায় সর্বোত্তম সম্ভাবনাময় কর্মকান্ডটি গ্রহণ
করে। এই দৃষ্টিভঙ্গিকে সম্ভাব্যতাবাদ (চড়ংংরনরষরংস) মতবাদ বলে।
২.২. ১৯৮০'র দশকে মানবিক ভ‚গোলের বৈশিষ্ট্যের বিকাশ ঘটে।
২.৩. মানবিক ভ‚গোলের বিকাশে সমাজ বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের তেমন কোন প্রভাব নেই।
সংক্ষিপ্ত প্রশ্ন:
১. মানবিক ভ‚গোলের সংজ্ঞা দিন।
২. মানবিক ভ‚গোলের ভিত্তি হিসাবে কি কি গ্রন্থ রচিত হয়?
৩. মানবিক ভ‚গোলের বিকাশ ধারা আলোচনা করুন।
৪. সমসাময়িককালে মানবিক ভ‚গোলের ধারা নির্দেশ করুন।
৫. মানবিক ভ‚গোলের বিকাশের সাথে সাথে কি কি শাখা/ বিষয়ের উৎপত্তি ঘটেছে?
রচনামূলক প্রশ্ন:
১. মানবিক ভ‚গোলের সংজ্ঞা ও পরিধি আলোচনা করুন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]