ভূ-প্রাকৃতিক অঞ্চল সমূহের বর্ণনা দিন।


এই পাঠে পৃথিবীর প্রধান প্রাকৃতিক অঞ্চলসমূহের একটি সামগ্রিক ধারণা প্রদান করা হয়েছে। নিন্মে
বিভিন্ন প্রাকৃতিক অঞ্চল সম্পর্কে বর্ণনা করা হলোভ‚-প্রাকৃতিক অঞ্চল
আলোচ্য কোর্সের একটি ইউনিটে (৪৩০৩) দেখা গেছে যে ভ‚-পৃষ্ঠ বিশ্বের সর্বত্র সমরূপ নয়।
প্রকৃতপক্ষে বিশ্বের সর্বত্র ভ‚মিরূপের বিভিন্নতা দেখা যায়। তবে এই বিভিন্নতার একটি ধারাক্রম রয়েছে।
ভ‚মিরূপের এই ধারাক্রমের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিশ্বকে চারটি প্রধান অঞ্চলে ভাগ করা যায় :
- সমভ‚মি অঞ্চল;
- মালভ‚মি অঞ্চল;
- পার্বত্য অঞ্চল; এবং
- পাহাড়িয়া অঞ্চল।
সমভ‚মি অঞ্চল
সমভ‚মি সমুদ্রপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত স্বল্প উচ্চতা বিশিষ্ট এলাকা। সমভ‚মি অঞ্চলে অবশ্য মৃদু ঢাল ও
স্বল্প উচ্চতা বিশিষ্ট স্থানীয় ভ‚মিরূপ থাকতে পারে। সাধারণভাবে, স্থানীয় ভ‚মিরূপের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ
থেকে প্রায় ১৬০ মিটারের এবং প্রায়শ ১৭ মিটারের অধিক হয় না। স্বল্প উচ্চতা সম্পন্ন বৈশিষ্ট্য কৃষি
কর্মকান্ড, যাতায়াত ব্যবস্থা এবং জন বসতি বিকাশের জন্য বিশেষ উপযোগী। যেখানে জলবায়ু ও
মৃত্তিকা অবস্থা অনুক‚ল সেখানে ৯০ শতাংশেরও বেশী ভ‚মিতে চাষাবাদ সম্ভব। বিশ্বের সমভ‚মি অঞ্চল যে
কোন প্রাকৃতিক অঞ্চল অপেক্ষা অধিকতর জনবহুল - বিশ্বের প্রায় ৯৫ শতাংশ জনসংখ্যা সমভ‚মি অঞ্চলে
বাস করে।
বিশ্বের প্রায় ৪৭ শতাংশ ভ‚মি সমভ‚মি অঞ্চলের অন্তর্ভুক্ত। এর মধ্যে নদী অববাহিকা বা নদী বিধৌত
প্লাবন ও ব-দ্বীপ সমভ‚মি কৃষি ও জনবসতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এরূপ কয়েকটি সমভ‚মির উদাহরণ
হলো: গঙ্গাঁ-ব্র²পুত্র-মেঘনা প্লাবন সমভ‚মি, নীল নদ অববাহিকা,ইউফ্রেতিস-তাইগ্রীস অববাহিকা,
মিসৌরী-মিসিসিপি প্লাবন সমভ‚মি ইত্যাদি। নদী সঞ্চয়ন প্রক্রিয়ায় সমভ‚মি ছাড়া অন্যান্য প্রাকৃতিক
উপায়ে সমভ‚মি সৃষ্টি হতে পারে। এর মধ্যে হিমবাহ বিধৌত সমভ‚মি বা টিলা, প্রাচীন হ্রদের তলদেশ
পানিশূন্যতার কারণে উদ্ভূত সমভ‚মি, ভ‚মি উত্থানের ফলে সমভ‚মি, নদী প্রবাহ ক্ষয়জাত সম প্রায় ভ‚মি
এবং চুনাপথর এলাকার সমভ‚মি, কোর্স্ট সমভ‚মি। বিশ্বের বিশাল সমভ‚মিসমূহ পূর্ব-উত্তর আমেরিকা;
পশ্চিম আমেরিকার আমাজন, ওরিনকো, পারানা-প্যারাগুয়ে অঞ্চল; মধ্য ও পশ্চিম ইউরেশিয়া; পশ্চিম
আফ্রিকা ও কঙ্গোঁ অববাহিকা এবং পূর্ব অস্ট্রেলিয়ায় দেখা যায় (চিত্র ২.২.১)।
মালভ‚মি অঞ্চল
মালভ‚মি সমভ‚মির চাইতে বিস্তীর্ণ উচ্চ সমতলভ‚মি। স্থানীয় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০ মিটার থেকে
কয়েক হাজার মিটার হতে পারে। সমভ‚মির মতই মালভ‚মিতে বিস্তীর্ণ সমতল বা ঈষৎ ঢালযুক্ত ভ‚মি
রয়েছে। প্রায়শই মালভ‚মিতে গভীর নদীখাত বা কয়েক হাজার মিটার গভীর গিরিখাত থাকতে পারে।
অবস্থান ও ভ‚মিরূপের বৈশিষ্ট্য অনুযায়ী মালভ‚মিকে তিন শ্রেনীতে ভাগ করা হয়ে থাকে ; যেমন
মহাদেশীয়, পাদদেশীয় এবং আন্ত:পার্বত্য (চিত্র ৪.২.২)।
মহাদেশীয় মালভ‚মি পাদদেশীয় মালভ‚মি আন্ত:পার্বত্য মালভ‚মি
চিত্র ২.২.২: মালভ‚মির প্রকারভেদ।
মেরুদেশীয় এলাকার বাহিরে মালভ‚মি বিশ্বের ৫ শতাংশ এলাকা জুড়ে রয়েছে। এ্যান্টার্কটিকা এবং
গ্রীনল্যান্ডের হিম-মালভ‚মি বিশ্বের আরও ১১ শতাংশ স্থান জুড়ে রয়েছে। মালভ‚মি আঞ্চলিক ভ‚মি
উত্থানের ফলে ঘটেছে। মালভ‚মি নদীর ক্ষয়কার্য বা প্রাচীন অববাহিকা, শুষ্ক বা শুষ্কপ্রায় জলবায়ু এলাকায়
অথবা পানি প্রবেশ্যধর্মী এবং গভীর অরণ্যভ‚মিযুক্ত বৈচিত্রময়তার অধিকারী (চিত্র ২.২.১)। মধ্য
অক্ষাংশের মালভ‚মিসমূহ উচ্চতার কারণে নি¤œ তাপমাত্রা ও স্বল্প বৃষ্টিপাতের কারণে কৃষি কাজের জন্য
উপযোগী নয়। প্রায় মালভ‚মি অঞ্চলে গভীর নদীখাত থাকাতে যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থা উন্নত না
হওয়ার কারণে বিচ্ছিন্নভাবে জনবসতি গড়ে ওঠার প্রবণতা দেখা যায়। তবে নিরক্ষীয় অঞ্চলের
মালভ‚মিগুলি প্রায়শই ঘনবসতিপূর্ণ, কেননা নিরক্ষীয় জলবায়ুর উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতা প্রশমনে
মালভ‚মির উচ্চতা সহায়ক। উত্তর অক্ষাংশের মালভ‚মিসমূহ যেমন, গ্রীনল্যান্ড বা এ্যান্টার্কটিকা অত্যন্ত
শীতল, ফলে এ ধরনের অঞ্চলে জনবসতির বিকাশ তেমন উল্লেখযোগ্য নয়।
উত্তর আমেরিকার প্রধান মালভ‚মি অঞ্চলগুলো হলো কলরাডো মালভ‚মি, রকি পর্বতমালা এবং সিয়েরাকাসকেডের পাদদেশীয় মালভ‚মি, উত্তর-পশ্চিম যুক্তরাষ্ট্রের কলম্বিয়া মালভ‚মি এবং উত্তর ও মধ্য
মেক্সিকোর ‘মেসো' নামে পরিচিত আন্ত:পার্বত্য মালভ‚মি। দক্ষিণ আমেরিকার ব্রাজিলীয় উচ্চভ‚মি,
পাতাগনিয়া এবং আন্ডিজের উচ্চ আল্টিপ্লানো মালভ‚মি বিশেষ উল্লেখযোগ্য। আফ্রিকার প্রায় অর্ধেক
অংশকে মহাদেশীয় মালভ‚মির অন্তর্ভুক্ত করা চলে। এছাড়া আইবেরিয় মালভ‚মি (স্পেন), ইরানীয়
(ইরান), তিব্বতীয় (চীন), আরব (সৌদি আরব), আনাতোলিয়া মালভ‚মি (তুরস্ক) মাসিফ-সেন্ট্রাল
(ফ্রান্স) প্রধান মালভ‚মি অঞ্চল। অপরদিকে, অস্ট্রেলিয়ার পশ্চিমাংশ একটি নি¤œ উচ্চতা বিশিষ্ট মালভ‚মি
(চিত্র ২.২.১)।
পার্বত্য অঞ্চল
পার্বত্য এলাকা বৈশিষ্ট্যগতভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে যথেষ্ট উচ্চতা সম্পন্ন, বন্ধুর এবং অতি স্বল্প পরিমানের
সমতল অথবা নি¤œ ঢাল বিশিষ্ট হয়ে থাকে। স্থানীয় বন্ধুরতা প্রায় ৬৫০ মিটার পর্যন্ত হয়ে থাকে।
সাধারণভাবে, বিশ্বের প্রায় এক শতাংশ এলাকা নি¤œ- ঢাল বিশিষ্ট পার্বত্য অঞ্চল এবং প্রায় ২৭ শতাংশ
এলাকা পর্বতময়। বিশ্বের এক শতাংশেরও কম জনসংখ্যা পার্বত্য অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করে। এই
অঞ্চলের খাড়া ঢাল এবং নি¤œ তাপমাত্রার কারণে কৃষি কর্মকান্ডের তেমন বিকাশ ঘটে নাই। এই অঞ্চলে
অতি বন্ধুরতার কারণে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার বিকাশ এবং সাংস্কৃতিক কার্যাদি বাধাগ্রস্ত
হয়েছে।
ভ‚মির ঊর্ধ্বভাঁজ, চ্যুতি এবং অগ্ন্যুৎপাতগত কারণে পার্বত্য অঞ্চল গড়ে উঠেছে। এই অঞ্চলে সাধারণত:
আবহাওয়া ও জলবায়ু চরমভাবাপন্ন। বিশ্বের প্রধান পার্বত্য অঞ্চল দুইটি প্রধান বলয়ে দেখা যায়। একটি
প্রশান্ত মহাসাগর ঘিরে রয়েছে। এর মধ্যে উত্তর আমেরিকার পর্বতমালা; মধ্য আমেরিকার উচ্চ ভ‚মি,
দক্ষিণ আমেরিকার এ্যান্ডিজ পর্বতমালা এবং অপরদিকে, পূর্ব অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া-নিউগিনি
এবং জাপানের পর্বতমালা। অপরটি হলো - দক্ষিণ ইউরেশিয়ার পামীর উচ্চ মালভ‚মি থেকে শুরু করে
কয়েক সারি পর্বতমালা, যেমন একটি হলো পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত। এর
মধ্যে হিন্দুকুশ, এলব্রæজ, ককেশাস, আল্পস এবং এ্যাটলাস পর্বতমালা উল্লেখযোগ্য। দ্বিতীয়টি হলো -
উত্তর-পূর্বে প্রসারিত তিয়েনশান, আলতাই, সিয়ান, ইয়াবলোনভি এবং স্টানোভয় পর্বতমালা। তৃতীয়
একটি ধারা পূর্বে প্রসারিত হয়ে দক্ষিণ-পূর্বে ঘুরে গেছে। এর মধ্যে কারাকোরাম, কুনলুন, অষ্টিন,
হিমালয় এবং আরাকান ইয়োমা উল্লেখযোগ্য (চিত্র ২.২.১)।
পাহাড়িয়া অঞ্চল
পাহাড়িয়া অঞ্চলের ভ‚মির বন্ধুরতা মধ্যম উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। স্থানীয় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭০
থেকে ৬৫০ মিটার পর্যন্ত হয়ে থাকে। সাধারণভাবে এরূপ অঞ্চলের ৫ থেকে ১০ শতাংশ ভ‚মি অঞ্চলের
উদ্ভব পার্বত্য অঞ্চলের সৃষ্টির কারণের অনুরূপ। তবে কিছু পাহাড়িয়া অঞ্চল নদীর দীর্ঘদিনের ক্ষয়কার্যের
ফলে মালভ‚মি বা উচ্চ সমভ‚মি থেকে সৃষ্ট অথবা হিমবাহ অবক্ষেপন জনিত বা বায়ু তাড়িত বালুর স্তূপ
থেকে হতে পারে।
পাহাড়িয়া অঞ্চলে বিশ্বের প্রায় ১০ শতাংশ ভ‚-অংশ জুড়ে আছে। এর বিন্যাস প্রায় সব মহাদেশে দেখা
যায়। বিস্তীর্ণ পাহাড়িয়া অঞ্চল উত্তর আমেরিকার নিউ ইংল্যান্ড, ল্যুরেশিয় উচ্চ ভ‚মি, অ্যাপেলেশিয়ান
অঞ্চল, ওমার্ক উচ্চভ‚মি, রকি পর্বতমালার পাদদেশীয় এলাকা, পশ্চিম উপক‚লের পাহাড় ও উচ্চভ‚মি
সারি উল্লেখযোগ্য। প্রকৃতপক্ষে, উত্তর আমেরিকার ১৫ শতাংশ এলাকা পাহাড়িয়া অঞ্চলের অন্তর্ভুক্ত।
অন্য কোন মহাদেশে পাহাড়িয়া অঞ্চলের হার এত উচ্চ নয় ।
(চিত্র ২.২.১)।
দক্ষিণ আমেরিকার ব্রাজিলের বিচ্ছিন্ন উচ্চভূমি এবং এ্যান্ডিজ পর্বতমালার পাদদেশীয় এলাকাকে
পাহাড়িয়া অঞ্চলভুক্ত। ইউরোপে বলকান, স্ক্যান্ডেনেভিয় উচ্চভ‚মি, উরাল এলাকা, স্কটল্যান্ডের প্রায় সমগ্র
অংশ, ওয়েলস্, মধ্য ইংল্যান্ড এবং ইটালী ও পর্তুগালের অধিকাংশ এলাকা পাহাড়িয়া অঞ্চলভুক্ত।
এশিয়া মহাদেশে উত্তর চীন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহ এবং ওশানিয়ার মধ্য নিউজিল্যান্ড, পূর্ব
অস্ট্রেলিয়া এবং মধ্য পাপুয়া-নিউগিনি উল্লেখযোগ্য পাহাড়িয়া অঞ্চল। এশিয়া মহাদেশের পাহাড়িয়া
অঞ্চলে জলবায়ু, জনমিতিক ও অর্থনৈতিক কারণে জনবসতির আধিক্য দেখা যায় (চিত্র ২.২.১)।
পাঠসংক্ষেপ:
এই পাঠে পৃথিবীর প্রধান প্রাকৃতিক অঞ্চলসমূহের একটি সামগ্রিক ধারণা প্রদান করা হয়েছে। আপনি
এই কোর্স পাঠকালে মহাদেশসমূহের পৃথক মানচিত্র পর্যালোচনা করে প্রতিটি অঞ্চলের আরও বিশদ
বিবরণ সংগ্রহ করতে পারবেন। একই সাথে সংশ্লিষ্ট অঞ্চলের অন্তর্ভুক্ত দেশসমূহও সনাক্ত করতে
পারবেন।
পাঠোত্তর মূল্যায়ন: ২.২
নৈর্ব্যক্তিক প্রশ্ন:
১. শূন্যস্থান পূরণ করুন:
১.১. বিশ্বকে চারটি প্রধান অঞ্চলে ভাগ করা যায়: সমভ‚মি অঞ্চল, -----, পার্বত্য অঞ্চল, এবং
পাহাড়িয়া অঞ্চল।
১.২. সমভ‚মি সমুদ্রপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত ----- উচ্চতা বিশিষ্ট এলাকা।
১.৩. স্থানীয় ভ‚মিরূপের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ----- মিটারের এবং প্রায়শ ১৭ মিটারের অধিক
হয় না।
১.৪. বিশ্বের প্রায় ---- শতাংশ ভ‚মি সমভ‚মি অঞ্চলের অন্তর্ভুক্ত।
১.৫. মালভ‚মি ----- চাইতে বিস্তীর্ণ উচ্চ সমতলভ‚মি।
১.৬. অবস্থান ও ভ‚মিরূপের বৈশিষ্ট্য অনুযায়ী মালভ‚মিকে তিন শ্রেনীতে ভাগ করা হয়ে থাকে; যেমন
মহাদেশীয়, ----- এবং আন্ত:পার্বত্য।
২. সত্য হলে ‘স' মিথ্যা হলে ‘মি' লিখুন:
২.১. মেরুদেশীয় এলাকার বাহিরে মালভ‚মি বিশ্বের ৬ শতাংশ এলাকা জুড়ে রয়েছে।
২.২. মধ্য অক্ষাংশের মালভ‚মিসমূহ উচ্চতার কারণে নি¤œ তাপমাত্রা ও স্বল্প বৃষ্টিপাতের কারণে কৃষি
কাজের জন্য উপযোগী নয়।
২.৩. পার্বত্য এলাকা বৈশিষ্ট্যগতভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে যথেষ্ট উচ্চতা সম্পন্ন, বন্ধুর এবং অতি স্বল্প
পরিমানের সমতল অথবা নি¤œ ঢাল বিশিষ্ট হয়ে থাকে।
২.৪. ভ‚মির ঊর্ধ্বভাঁজ, চ্যুতি এবং অগ্ন্যুৎপাতগত কারণে পার্বত্য অঞ্চল গড়ে উঠেছে।
২.৫. সমভূমি অঞ্চলের ভ‚মির বন্ধুরতা মধ্যম উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে।
সংক্ষিপ্ত প্রশ্ন:
১. পৃথিবীকে প্রধান প্রাকৃতিক অঞ্চলে শ্রেণীবিভাগ করুন।
২. পৃথিবীর প্রধান প্রাকৃতিক অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দিন।
৩. পৃথিবীর প্রধান প্রাকৃতিক অঞ্চল নির্ধারণের ভিত্তিসমূহ সনাক্ত করুন।
রচনামূলক প্রশ্ন:
১. ভ‚-প্রাকৃতিক অঞ্চল সমূহের বর্ণনা দিন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]