কোপেন, থর্নওয়েট এবং ফ্লনের জলবায়ুর শ্রেণীবিভাজনের ভিত্তির মধ্যে পার্থক্য করুন।
পৃথিবীকে প্রধান জলবায়ু অঞ্চলে ভাগ


জলবায়ুর শ্রেণীবিভাগের যে তিনটি গোত্র রয়েছে তাতে শীত ও গ্রীষ্মের তাপমাত্রা ও বৃষ্টিপাতের হিসাবে
বিবেচনা করে; অথবা তাপমাত্রা ও বৃষ্টিপাতের ফলপ্রসূতা, সম্ভাব্য বাষ্পীয়-প্রস্বেদন জলীয় পদার্থের
জমা-খরচ (বা বাজেট) এবং উত্তাপের দক্ষতার ভিত্তিতে; অথবা উৎপত্তিগত ও বায়ু সঞ্চালনের ভিত্তিতে
জলবায়ুর শ্রেণীবিভাগ করা হয়। এ তিনটি শ্রেণীবিভাগ গোত্রের প্রতিটিরই যৌক্তিকতা এবং
প্রয়োজনীয়তা থাকলেও জলবায়ুর বিভিন্ন প্রকারের প্রভাবের ব্যাখ্যা দেখা যায় না।
ভ‚পৃষ্ঠ একই বাষ্পীয়-প্রস্বেদন দ্বারা গঠিত হলে (কেবল জল বা কেবল স্থল) এবং এর উপরিভাগ সমতল
হলে বায়ুর তাপমাত্রা নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে ক্রমশ: কমতো। তার ফলে জলবায়ুর
বৈশিষ্ট্যগুলিও একইভাবে পরিবর্তিত হতো। সে ক্ষেত্রে জলবায়ুর বিভিন্নতার নিয়ামক হতো সূর্য রশ্মির
তীর্যকতা বা নিরক্ষরেখা থেকে কোন স্থানের দূরত্ব। কিন্তু বাস্তবে পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন প্রকারের
জলবায়ু দেখা যায়, এমনকি একই অক্ষাংশের বিভিন্ন অঞ্চলে জলবায়ুর ভিন্নতা দেখা যায়। কারণ
অনুসন্ধান করতে গেলে দেখা যায় যে, কেবল অবস্থানের প্রকৃতিভেদের জন্যই জলবায়ুর বিভিন্নতা সৃষ্টি
হয়ে থাকে। “অবস্থান” শব্দটিকে এখানে ব্যাপক ভৌগোলিক অর্থে ব্যবহার করা হয়েছে। ভৌগোলিক
অবস্থানকে নি¤œলিখিত চারটি শ্রেনীতে বিভক্ত করা যায়:
১. অক্ষাংশীয় অবস্থান বা নিরক্ষরেখা থেকে দূরত্ব।
২. মহাদেশীয় বা সামুদ্রিক অবস্থান।
৩. উপক‚লীয় অবস্থায় উপক‚লীয় অবস্থানকে আবার দুটি উপশ্রেণীতে বিভক্ত করা যায়: প্রতিবাত
অবস্থান (ডরহফধিৎফ খড়পধঃরড়হ) ও অনুবাত অবস্থান (খববধিৎফ খড়পধঃরড়হ)
৪. বিভিন্ন উচ্চতায় অবস্থান, অর্থাৎ সমুদ্রতল, সমতল, পার্বত্য উপত্যকা ইত্যাদির অবস্থান। এ
ক্ষেত্রেও উচ্চ ভ‚মির প্রতিবাত এবং অনুবাত অবস্থান ভেদে জলবায়ুও ভিন্ন হয়ে থাকে।
উপরে বর্ণিত অবস্থানগুলোর প্রাধান্যের ভিত্তিতে জলবায়ুসমূহকে আহমেদ এবং ইসলাম যৌথভাবে
১৯৯৫ সালে পাঁচটি প্রধান গোত্রে ভাগ করেছেন এবং অপরাপর অবস্থানের ভিত্তিতে প্রতিটি গোত্রকে
আবার কয়েকটি শ্রেণীতে বিভক্ত করেছেন ( আহমেদ, ১৯৯৭)। এভাবে সারা পৃথিবীর জলবায়ুসমূহকে
মোট পনেরটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। (চিত্র ২.৪.১ এবং সারণী ২.৪.২)। জলবায়ুর গোত্রগুলিকে
ইংরেজী বড় হাতের অক্ষর দিয়ে এবং জলবায়ুর শ্রেণীগুলিকে ইংরেজী ছোট হাতের অক্ষর দিয়ে চিহ্নিত
করা হয়েছে। প্রতীক বা সাংকেতিক চিহ্ন হিসাবে ব্যবহ্নত প্রতিটি ইংরেজী অক্ষরের ব্যাখ্যা সারণীর
শেষে দেয়া হয়েছে।
সারণী ২.৪.২ পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ
জলবায়ুর প্রধান গোত্রসমূহ জলবায়ুর প্রধান শ্রেণীসমূহ অবস্থানের প্রকারভেদের প্রভাব
অ. নি¤œ অক্ষাংশের
জলবায়ুসমূহ (খধি
খধঃরঃঁফব ঈষরসধঃবং)
১.ক. নিরক্ষীয় জলবায়ু (অফ) আন্ত:ক্রান্তীয় অভিসরণ অঞ্চল (ওঞঈত)
বা নিরক্ষীয় শান্ত বলয়ে অবস্থিত।
১. নি¤œ অক্ষাংশের উচ্চ ভ‚মির
জলবায়ু (অয)
নি¤œ অক্ষাংশের উচ্চ ভ‚মিতে অবস্থিত।
২. ক্রান্তীয় মহাদেশের পূর্ব
প্রান্তের বা ক্রান্তীয় মৌসুমী
জলবায়ু (অব, ঊধংঃ গধৎমরহ ড়ভ
ঞৎড়ঢ়রপধষ ঈড়ঁহঃৎরবং)
শীত ও মৌসুমী গ্রীষ্মে বিপরীতমুখী বায়ু
প্রবাহ অঞ্চলে অবস্থিত। গ্রীষ্মকালীন
সামুদ্রিক বায়ু প্রবাহের প্রাবল্য বেশী।
৩. ক্রান্তীয় মহাদেশীয় জলবায়ু
(অপ, ঞৎড়ঢ়রপধষ
ঈড়হঃরহবহঃধষ); ব্যতিক্রম:
অর্ধশুষ্ক জলবায়ু (অঝ)
মহাদেশের নিরক্ষীয় জলবায়ুর উভয়
প্রান্তে অবস্থিত।
অয়ন বায়ু অঞ্চলে, উচ্চভ‚মির অনুবাত
অঞ্চলে অবস্থিত।
ই. শুষ্ক জলবায়ু-সমূহ (উৎু
ঈষরসধঃবং)
৪. ক্রান্তীয়-উপক্রান্তীয় অঞ্চলের
অর্ধশুষ্ক “স্টেপ” জলবায়ু
(ইপং)
ক্রান্তীয় উপ-ক্রান্তীয় মহাদেশের
অভ্যন্তরে (উষ্ণ মরুভ‚মির প্রান্তদেশে)।
৫. উপক্রান্তীয় শুষ্ক ও মরু
জলবায়ু (ইপধ)
উপক্রান্তীয় উচ্চ চাপ অঞ্চলে অবস্থিত।
৬. মধ্য অক্ষাংশের অর্ধ শুষ্ক
জলবায়ু (ইফং)
মধ্য অক্ষাংশ অঞ্চলের মহাদেশের
অভ্যন্তরে অবস্থিত।
৭. মধ্য অক্ষাংশের শুষ্ক ও
শীতল মরু জলবায়ু (ইফধ)
উচ্চ মধ্য-অক্ষাংশ অঞ্চলের মহাদেশের
অভ্যন্তরে অবস্থিত।
উপক্রান্তীয় মহাদেশের পশ্চিম
প্রান্তীয় বা ভ‚মধ্যসাগরীয়
জলবায়ু (ঈ,ি ঝঁন-ঃৎড়ঢ়রপধষ
ডবংঃ গধৎমরহ ঈষরসধঃব)
গ্রীষ্মকালে উপক্রান্তীয় উচ্চচাপ এবং
শীতকালে মধ্য অক্ষাংশ অঞ্চলের
চলমান নি¤œচাপ প্রবাহ অঞ্চলে অবস্থিত।
উপক্রান্তীয় উচ্চ ভ‚মির (বা
পার্বত্য) জলবায়ু ( ঈয)
উপক্রান্তীয় অঞ্চলের অতি উঁচু পাহাড়,
পর্বত ও মালভ‚মিতে অবস্থিত।
প.উপ-ক্রান্তীয় জলবায়ু
(ঝঁন-ঃৎড়ঢ়রপধষ ঈষরসধঃবং)
৮. উপ-ক্রান্তীয় মহাদেশের পূর্ব
প্রান্তের জলবায়ু (ঈব, ঝঁনঃৎড়ঢ়রপধষ ঊধংঃ গধৎমরহ
ঈষরসধঃব)
শীত ও গ্রীষ্মের বিপরীত বায়ু প্রবাহ
অঞ্চলে অবস্থিত। শীতকালীন
মহাদেশীয় বায়ু প্রবাহের প্রাবল্য বেশী।
এসএসএইচএল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
ইউনিট-১: ভ‚গোল: একটি মানবিকী দৃষ্টিভঙ্গি পৃষ্ঠা-৫৯
উ. মধ্য অক্ষাংশের
জলবায়ুসমূহ (গরফষধঃরঃঁফব ঈষরসধঃবং)
৯. মহাদেশীয় পশ্চিম প্রান্তীয়
জলবায়ু (উ,ি গরফ-ষধঃরঃঁফব
ডবংঃ গধৎমরহ ঈষরসধঃব).
নিয়ত বায়ু প্রবাহমান পশ্চিমা বায়ুর
প্রতিবাত অঞ্চলে অবস্থিত।
১০. মহাদেশের অভ্যন্তরে ও
পূর্ব প্রান্তের জলবায়ু (উপ/ব,
গরফ-ষধঃরঃঁফব ঈড়হঃরহবহঃধষ
ধহফ ঊধংঃ গধৎমরহ ঈষরসধঃব.
সমুদ্রের প্রভাব থেকে বহুদূর এবং
পশ্চিমা বায়ু প্রবাহের অনুবাত অঞ্চলে
অবস্থিত।
ঊ. উচ্চ অক্ষাংশীয় ও
মরুদেশীয় জলবায়ু (ঐরময
খধঃরঃঁফব ধহফ চড়ষধৎ
ঈষরসধঃবং)
১১. বোরিয়াল বা উপমেরু
জলবায়ু (ঊন. ইড়ৎবধষ ড়ৎ
ঝঁনধৎপঃরপ ঈষরসধঃব)
উচ্চ অক্ষাংশের মহাদেশের অভ্যন্তরে
অবস্থিত। মাটির জলীয় পদার্থ
শীতকালে জমে যায় আবার গ্রীষ্মে গলে
যায়।
১২. তুন্দ্রা জলবায়ু (ঊঃ,
(ঞঁহফৎধ পষরসধঃব)
মেরুবৃত্ত অঞ্চলে এবং উপমেরু অঞ্চলের
বিশাল স্থলভাগের প্রান্তদেশে অবস্থিত।
১৩. চিরায়িত বরফের আচ্ছাদন
(ঊর, ওপবপধঢ়)
মেরুবৃত্তের বিশাল স্থলভাগের অভ্যন্তর
দেশে অবস্থিত।
ইংরেজী প্রতীক অক্ষরসমূহের ব্যাখ্যা
অ-খড়ি খধঃরঃঁফব ঈষরসধঃবং ধ- অৎরফ ং-ঝবসর-ধৎরফ
ই- উৎু ঈষরসধঃবং ন- ইড়ৎবধষ ঃ-ঞঁহফৎধ
ঈ- ঝঁন-ঃৎড়ঢ়রপধষ ঈষরসধঃবং প- ঈড়হঃরহবহঃধষ -িডবংঃ সধৎমরহ
উ- গরফ-ষধঃরঃঁফব ঈষরসধঃবং ফ-উড়ষফৎঁস/ওঞঈত
ঊ- ঐরময ষধঃরঃঁফব ধহফ ঢ়ড়ষধৎ
ঈষরসধঃবং
ব -ঊধংঃ সধৎমরহ
য- ঐরমযষধহফ
ও- ওপবপধঢ়
পাঠসংক্ষেপ:
এই পাঠে আপনি আঞ্চলিক ভূগোলের মূল কতকগুলি বিষয় সম্পর্কে অবগত হয়েছেন। এই প্রক্রিয়ায়
বিশ্বের প্রাকৃতিক অঞ্চলসমূহ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। প্রাকৃতিক অঞ্চলের অন্তর্ভুক্ত ভ‚-
প্রাকৃতিক ও জলবায়ু অঞ্চল পঠনের সময় আপনি অবশ্যই একটি ভ‚চিত্রাবলী বা এ্যাটলাস পুস্তকের
সাহায্য গ্রহণ করবেন, কেননা এতে প্রতিটি অঞ্চলের সাথে অন্যান্য অঞ্চলের সম্পর্কে পরিবেশগত
অবস্থা প্রভৃতি সম্পর্কে অবগত হতে পারবেন। এই পাঠে বর্ণিত অঞ্চলসমূহ মানচিত্র অঙ্কন করে প্রকাশ
করলে সম্পর্কীয় বিষয়ে আপনার ধারণা আরও পরিষ্কার হবে।
নৈর্ব্যক্তিক প্রশ্ন:
১. শূন্যস্থান পূরণ করুন:
১.১. পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন প্রকারের জলবায়ু দেখা যায়, এমনকি একই ----- বিভিন্ন অঞ্চলে
জলবায়ুর ভিন্নতা দেখা যায়।
১.২. উপক‚লীয় অবস্থায় উপক‚লীয় অবস্থানকে আবার দুটি উপশ্রেণীতে বিভক্ত করা যায়: প্রতিবাত
অবস্থান ও ----- অবস্থান।
১.৩. উচ্চ ভ‚মির ----- এবং অনুবাত অবস্থান ভেদে জলবায়ুও ভিন্ন হয়ে থাকে।
১.৪. জলবায়ুসমূহকে আহমেদ এবং ইসলাম যৌথভাবে ১৯৯৫ সালে ----- প্রধান গোত্রে ভাগ
করেছেন।
১.৫. সারা পৃথিবীর জলবায়ুসমূহকে মোট ----- শ্রেণীতে বিভক্ত করা হয়েছে।
১.৬. জলবায়ুর গোত্রগুলিকে ইংরেজী ----- হাতের অক্ষর দিয়ে এবং জলবায়ুর শ্রেণীগুলিকে ইংরেজী -
---- হাতের অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়েছে।
সংক্ষিপ্ত প্রশ্ন:
১. প্রাকৃতিক অঞ্চল বলতে কি বুঝায়?
২. বিশ্ব ভ‚-প্রাকৃতিক অঞ্চলসমূহ নির্দেশ করুন।
রচনামূলক প্রশ্ন:
১. বিশ্ব ভ‚-প্রাকৃতিক অঞ্চল সমূহের বৈশিষ্ট্য আলোচনা করুন।
২. বিশ্ব জলবায়ু অঞ্চলের বিভিন্ন শ্রেণীভুক্ত গোত্রগুলি কি?
৩. কোপেন, থর্নওয়েট এবং ফ্লনের জলবায়ুর শ্রেণীবিভাজনের ভিত্তির মধ্যে পার্থক্য করুন।
৪. পৃথিবীকে প্রধান জলবায়ু অঞ্চলে ভাগ করুন এবং প্রতিটি শ্রেণীর সংক্ষিপ্ত বিবরণ দিন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]