আফ্রিকার জাতীয় সংহতির পথে বাধাসমূহ উল্লেখ কর। গোত্ৰতন্ত্র বলতে কী বুঝায়?

উত্তর ভূমিকা : আফ্রিকা একটি বিশাল মহাদেশ। কিন্তু এখানে রয়েছে রাজনৈতিক সংহতি, যা আফ্রিকার জন্য বড় চ্যালেঞ্জ। আমরা জানি, রাজনৈতিক উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করার জন্য জাতীয় সংহতির প্রয়োজনীয়তা অত্যাবশ্যক। কিন্তু অফ্রিকা মহাদেশে এ জাতীয় সংহতি অর্জনের পথে কতিপয় বাধা রয়েছে ।
আফ্রিকার জাতীয় সংহতির পথে বাধাসমূহ: নিম্নে আফ্রিকার জাতীয় সংহতির পথে বাধাসমূহ উল্লেখ করা হলো :
১. ঔপনিবেশিক শাসন : ১৮৮০ এর দশকে ইউরোপীয় শক্তিবর্গ আফ্রিকায় প্রবেশ করে সমগ্র আফ্রিকা দখল করে নেয় এবং সেখানে তারা নিজস্ব ইচ্ছানুযায়ী রাষ্ট্রগঠন করে তাদের নিজস্ব শাসন পদ্ধতি চালু করে। ফলে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে এবং এর ফলে জাতীয় সংহতি রক্ষা সম্ভবপর হয়ে উঠে নি।
২. দুর্বল জাতীয়তাবাদ : আফ্রিকানদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল খুব দেরিতে। আবার যখনই আফ্রিকানদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে উঠতে শুরু করেছে, ঠিক তখনই ইউরোপীয়রা তড়িঘড়ি করে আফ্রিকানদের স্বাধীনতা প্রদান করে আফ্রিকা ত্যাগ করে। ফলে আফ্রিকানদের মধ্যে দুর্বল জাতীয়তাবাদ গড়ে উঠে, যা জাতীয় সংহতি অর্জনের জন্য যথেষ্ট নয়।
৩. রাষ্ট্রের আকার : ঔপনিবেশিক শক্তিবর্গ আফ্রিকা থেকে চলে যাওয়ার সময় আফ্রিকাকে জ্যামিতিকভাবে বিভাজন করে গেছেন। পলে এক রাষ্ট্রের সীমা অন্য রাষ্ট্রের মধ্যে এবং একজাতি অন্য জাতির মধ্যে পড়েছে। এর ফলে জনগণের মধ্যে একতাবোধ নেই, যা জাতীয় সংহতির পথে বাধা
৪. সমুদ্র বন্দরবিহীন আফ্রিকা : পৃথিবীর যে কোন দেশের জাতীয় সংহতি রক্ষা করতে হলে আগে দরকার অর্থনৈতিক সমৃদ্ধি । আর অর্থনৈতিক সমৃদ্ধির পূর্বশর্ত হচ্ছে বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য নির্ভরশীল সমুদ্র বন্দরের উপর। কিন্তু আফ্রিকাতে কোন সমুদ্র বন্দর নেই। ফলে জাতীয় সংহতি বাধাপ্রাপ্ত হচ্ছে।
৫. মূল্যবোধগত সমস্যা : জাতীয় সংহতি অর্জনের লক্ষ্যে নিজেদের ঐতিহ্যকে অনেক সময় বিসর্জন দিতে পারে না। ফলে সৃষ্টি হয় সমস্যা। নব্য আফ্রিকান রাষ্ট্রগুলোতে মূল্যবোধগত সমস্যা জাতীয় সংহতি অর্জনের পথে প্রধান সমস্যা হিসেবে দেখা দেয়।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, আফ্রিকার নব্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রগুলোতে জাতীয় সংহতির ক্ষেত্রে বহুবিধ সমস্যা রয়েছে। এ সমস্যার ফলেই দেশের জাতীয় ক্ষেত্রে অনেক সমস্যা হয়। ফলে একটা দেশের উন্নয়নের গতি হ্রাস পায়।
প্রশ্ন গোত্ৰতন্ত্র বলতে কী বুঝায়?
উত্তরা ভূমিকা : উন্নয়নশীল ও অনুন্নত জাতিগুলো সম্পর্কে প্রায়ই একথা বলা হয় যে, এদের মধ্যে সংহতির অভাব রয়েছে। সংহতি অর্জন করাই এদের মূল সমস্যা এবং এটি প্রায়ই অর্থনৈতিক উন্নয়নের সমস্যা হতেও প্রকট রূপ
ধারণ করে।
গোত্ৰতন্ত্র : গোত্র হচ্ছে একটি বৃহৎ সম্প্রদায় এবং গোত্রতন্ত্র হচ্ছে বৃহৎ সম্প্রদায় গোষ্ঠী। পৃথিবীর সূচনালগ্নে মানুষ বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়াত এবং গাছের নিচে, ডালে কিংবা গুহায় বসবাস করত। পরবর্তীতে মানুষ নিজের প্রয়োজনে একতাবদ্ধ হয়ে ঘুরে বেড়াতো এবং নিরাপত্তার স্বার্থে একত্রে বসবাস করত। ফলে শুরু হয় মানুষের ঐক্যবদ্ধভাবে বসবাস করা। এই ঐক্যবদ্ধ মানুষ একটি সমাজ গঠন করে ক্ষুদ্র পরিসরে বসতি গড়ে তোলে এবং নিজেদের জন্য গড়ে তোলে রীতিনীতি, প্রথা, আচার ব্যবহার, নিয়মকানুন, ধর্ম, সংস্কৃতি প্রভৃতি ঐতিহ্য। এসব নিয়মকানুনের বাইরে কেউ যেতে পারত না। এভাবে গড়ে উঠে ক্ষুদ্র ক্ষুদ্র জনসমষ্টি এবং এসব জনসমষ্টি গড়ে তোলে নিজস্ব সমাজ যা তাদের নিজস্ব পৃথিবী বলে মনে করা হতো। এ পৃথিবী ছেড়ে কেউ ইচ্ছা করলে অন্য পৃথিবীতে যেতে পারত না। এটাই ছিল আদিম মানুষের জীবন
প্রণালি এবং এই ঐক্যবদ্ধ সমাজ ও জীবন প্রণালিই গোত্রতন্ত্র বলে অভিহিত করা হয়। অর্থাৎ গোত্রতন্ত্র হচ্ছে সমাজভিত্তিক ক্ষুদ্র জনসমষ্টি বা সম্প্রদায় যারা গড়ে তোলে নিজস্ব আচার ব্যবহার, রীতিনীতি, প্রথা, নিয়মকানুন, ধর্ম, সংস্কৃতি প্রভৃতি বিষয় এবং এরা অন্যান্য সমাজ থেকে নিজেদের পৃথক মনে করে। তাই এক গোত্র অন্য গোত্রের সাথে প্রায়ই সংঘর্ষে লিপ্ত থাকে। ফলে রাজনৈতিক পরিবেশ হয়ে উঠে অস্থিতিশীল, যা প্রাক ঔপনিবেশিক যুগে ছিল। ঔপনিবেশিক যুগে কম থাকলেও স্বাধীনতার পর তা আবার মাথাচাড়া দিয়ে উঠে। ফলে আধুনিক পৃথিবী জাতীয় রাষ্ট্রের সংস্পর্শে এসেও আফ্রিকা
জাতীয় রাষ্ট্র গঠন করতে পারছে না যার প্রধান বাধা গোত্রতন্ত্র ।
উপসংহার : উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, আফ্রিকা মূলত গোত্র বিভাজিত সমাজ, যা সুপ্রাচীনকাল থেকে চলে আসছে। যদিও ঔপনিবেশিক শাসনামল সাময়িকভাবে স্থগিত ছিল। কিন্তু স্বাধীনতার পর তা আবার মাথাচাড়া দিয়ে উঠে।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]