স্ক্র্যাম্বল ফর আফ্রিকা কী? কোন সম্মেলন 'স্ক্র্যাম্বল ফর আফ্রিকাকে ত্বরান্বিত করে?

1 কোন সম্মেলন 'স্ক্র্যাম্বল ফর আফ্রিকাকে ত্বরান্বিত করে?
উত্তর: বার্লিন সম্মেলন।
2
বার্লিন সম্মেলন কবে সংঘটিত হয়?
উত্তর: ১৮৮৪ সালে।
3
Scramble এর বাংলা পরিভাষা কী?
উত্তর : Scramble এর বাংলা পরিভাষা হচ্ছে কাড়াকাড়ি বা হুড়াহুড়ি করা। তবে আর একটু উন্নত ভাষায় বলতে গেলে
প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করা।
8
বার্লিন সম্মেলনের ব্যাপ্তিকাল উল্লেখ কর।
উত্তর : ১৮৮৪ সালের ১৩ নভেম্বর বার্লিনে সম্মেলন শুরু হয় এবং চলে ১৮৮৫ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ।

আফ্রিকা নিয়ে ইউরোপীয়দের মধ্যে যে ক্র্যাম্বল বা কাড়াকাড়ি তার মূলে কি ছিল?
উত্তর : উপনিবেশবাদ ।
6
কোন সম্মেলন আফ্রিকাতে উপনিবেশ স্থাপনকে স্বীকৃতি দেয়?
উত্তর : বার্লিন সম্মেলন।
2
আফ্রিকা প্রাচীনকালে কোন কোন জাতির উপনিবেশবাদের শিকার হয়?
উত্তর • আফ্রিকা প্রাচীনকালে ফিনিশিয়, গ্রিক, রোমান প্রভৃতি জাতির উপনিবেশবাদের শিকার হয়
b.
প্রাচীনকালে কার্থেজ উপনিবেশ কোথায় অবস্থিত ছিল?
উত্তর : বর্তমানকালের আলজেরিয়া তিউনিশিয়ায় প্রাচীনকালের কার্থেজ উপনিবেশ অবস্থিত ছিল
8
'কার্থেজ' উপনিবেশ কারা স্থাপন করে?
উত্তর: ফিনিশিয়রা।
১০
রোমানরা ফিনিশিয়দের কি নামে ডাকত?
উত্তর : 'পিনি' (Poeni) বলে ডাকত।
১১
'পিউনিক যুদ্ধ' কী?
উত্তর : কার্থেজ ও রোমের মধ্যকার যুদ্ধসমূহ 'পিউনিক যুদ্ধ' নামে পরিচিত ছিল।
১২. 'আলেকজান্দ্রিয়া' শহর কোথায় অবস্থিত ছিল?
উত্তর : ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ছিল।
১৩
'আলেকজান্দ্রিয়া শহরকে প্রতিষ্ঠা করেন?
উত্তর : গ্রিক বীর আলেকজান্ডার।
মোঃ ি
৭৬
১৪
দफ़দর্শন প্রকাশনী লিমিটেড
ইউরোপীয়রা কবে ব্যাপক সমুদ্র অভিযান শুরু করে?
উত্তর : ১৪৫৩ সালে পূর্ব রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপীয়রা ব্যাপক সমুদ্র অভিযান শুরু করে।
১৫
অন্ধকার মহাদেশ নামে পরিচিত ছিল কোন মহাদেশ?
উত্তর : আফ্রিকা মহাদেশ।
১৬
'স্ক্র্যাবল ফর আফ্রিকা' কী?
উত্তর : উনিশ শতকের শেষে ইউরোপীয়দের মধ্যে আফ্রিকা মহাদেশের বিভাজন হয়ে যাওয়াকে 'ফ্র্যাম্বল ফর আফ্রিকা
নামে অভিহিত করা হয়।
১৭. কার নেতৃত্বে জার্মানির ঐক্য প্রক্রিয়া সম্পন্ন হয়?
উত্তর : প্রিন্স অটোভন বিসমার্কের নেতৃত্বে।
১৮. ১৮৭০-৭১ সালে ইউরোপে কোন দুটি নতুন শক্তির উদ্ভব ঘটে?
উত্তর : জার্মানি এবং ইটালি ।
১৯
সুয়েজ খাল কোথায় অবস্থিত?
উত্তর : মিশরে।
20
সুয়েজ খাল কে খনন করেন?
উত্তর : ফরাসি স্থপতি ফার্দিনান্দ ডি লেসেন্স।
21
সুয়েজ খাল কবে খনন করা হয়?
উত্তর : সুয়েজ খাল ২৫ এপ্রিল ১৮৫৯ সাল থেকে ১৬ ডিসেম্বর ১৮৬৯ সাল পর্যন্ত খনন করা হয়।
22
সুয়েজ খাল কোন কোন অংশকে সংযুক্ত করে?
উত্তর : সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করে।
২৩
সুয়েজ খাল কবে উদ্বোধন করা হয়?
উত্তর : ১৮৬৯ সালে।
28
সুয়েজ খাল কে উদ্বোধন করেন?
উত্তর : ফরাসি সম্রাজ্ঞী ইউজেনী।
২৫
স্ক্র্যাম্বল ফর আফ্রিকার ক্ষেত্রে বেলজিয়ামের কোন রাজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন?
8

8
উত্তর : বেলপিয়াম রাজ দ্বিতীয় লিওপোল্ড ।
২৬
‘আন্তর্জাতিক আফ্রিকা সংঘ' (International Africa Association) কে প্রতিষ্ঠা করেন?
85
উত্তর : বেলজিয়াম রাজ দ্বিতীয় লিওপোল্ড ।
27. ‘আন্তর্জাতিক আফ্রিকা সংঘ' কত সালে প্রতিষ্ঠিত হয়?
80
উত্তর : ১৮৭৬ সালে।
২৮. ‘আন্তর্জাতিক আফ্রিকা সংঘ' কোথায় স্থাপিত হয়?
88
উত্তর : বেলজিয়ামের ব্রাসেলস-এ।
২৯
'Makako Treaty' কী?
উত্তর : ফ্রান্সের পিয়ের দো ব্রাজা ১৮৮২ সালে কঙ্গোর কার্টকার গোত্রপতি মাকাকোর সাথে চুক্তি করেন যা 'Makako
Treaty' নামে পরিচিত।
80
উত্ত

30. Imperialism a Study গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : জে.এ. হবসন ।
৩১
Imperiatism 'The Highest Stage of Capitalism' গ্রন্থের রচয়িতা কে? উত্তর : লেলিন।
৩২
'Missionaries of Africa' এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ফরাসি ধর্মযাজক চার্লস মার্শাল ল্যাভিজেরি ।
৩৩
পূর্ব আফ্রিকা বা বর্তমানের তাঞ্জানিয়ার প্রতিষ্ঠাতা কে?
উত্তর : জার্মান কার্ল পিটারস।
৩৪. ‘জার্মান পূর্ব আফ্রিকা কোম্পানি' কে গঠন করেন? উত্তর : জার্মান কার্ল পিটারস ।
৩৫
জার্মানি কবে পূর্ব আফ্রিকায় তার Protectorate ঘোষণা করেন?
উত্তর : ১৮৮৩ সালে।
৩৬. ফ্রান্স কবে আলজেরিয়ার উপকূলীয় অঞ্চল দখল করে?
উত্তর : ১৮৩০ সালে।
৩৭. French Ivory Coast বলা হয় কোন অঞ্চলকে?
উত্তর : ১৮৪০ এর দশকে ফ্রান্স কর্তৃক দখলকৃত সাইবেরিয়া ও ঘানা অঞ্চলকে। ৩৮. রয়্যাল নাইজার কোম্পানির প্রধান কে ছিলেন?
উত্তর : টোবম্যান।
৩৯. ব্রিটিশ দক্ষিণ আফ্রিকা কোম্পানির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : সেসিল রোডস।
৪০. “জাতীয় গৌরব বৃদ্ধির জন্য ঔপনিবেশিক কর্মকাণ্ড অপরিহার্য।” —উক্তিটি কার?
উত্তর : ফ্রান্সের প্রধানমন্ত্রী জুলফেরী'র।
৪১
ব্রিটেন মিশরের কাছ থেকে সুয়েজ খালের কতটি শেয়ার কিনে নেয় এবং এর মূল্য কত ছিল?
উত্তর : ১,৭৬,৬০২টি শেয়ার, এর মূল্য ছিল ৪০,৮০,০০০ পাউন্ড ।
83
কত খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটেছে?
উত্তর : ১৪৫৩ খ্রিস্টাব্দে।
৪৩
উত্তর :
৪৪
ম্যাঙ্গো পার্ক কে ছিলেন?
११
: ম্যাঙ্গো পার্ক একজন স্কটিশ সার্জন ও আবিষ্কারক, অন্যতম প্রথম অভিযানকারী যিনি পশ্চিম আফ্রিকার নাইজার
নদীর গতিপথ পর্যবেক্ষণ করেন।
ইউরোপের কতগুলো দেশ বার্লিন সন্ধিতে স্বাক্ষর করেন?
উত্তর : ১৪টি দেশ ।
৪৫. ইঙ্গ-পর্তুগিজ যৌথ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৮৮৪ সালে ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]