গ্রিকবীর আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে মিশর জয় করেন? কত সালে ফরাসি সম্রাজ্ঞী ইউনেজী সুয়েজ খাল উদ্বোধন করেন?

১৮৭৯ সালের পূর্ব পর্যস্থ আফ্রিকার শতকরা কত ভাগ এলাকা আফ্রিকানদের অধীনে ছিল?
উত্তর : শতকরা ৯০ ভাগ ।
2
১৯০০ সালের মধ্যে শুধু ইথিওপিয়া ও লাইবেরিয়া ব্যতীত আফ্রিকার সকল অঞ্চল কাদের দখলে চলে যায়? উত্তর : ইউরোপীয়দের দখলে চলে যায়।
আফ্রিকা দ্রুত ইউরোপীয়দের দখলে চলে যাওয়ার পেছনে কোনটি অগ্রণী ভূমিকা পালন করে?
উত্তর : ১৮৮৪ সালের বার্লিন সম্মেলন অগ্রণী ভূমিকা পালন করে।
8
বার্লিন সম্মেলনই উপনিবেশ স্থাপনকে স্বীকৃতি দিয়ে কাকে ত্বরান্বিত করে?
উত্তর : 'স্ক্র্যাম্বল ফর আফ্রিকা'কে।

উত্তর আফ্রিকা প্রাচীনকালে কোন কোন জাতির উপনিবেশকদের শিকার হয়? উত্তর : ফিনিশিয়, গ্রিক, রোমান প্রভৃতি।

ফিনিশিয়ারা ৮০১ খ্রিস্টপূর্বাব্দে প্রথম কী নামে উপনিবেশ স্থাপন করে?
উত্তর : ‘কার্থেজ' নামে উপনিবেশ স্থাপন করে।
রোমানরা ফিনিশীয়দের কি নামে ডাকত?
উত্তর : ‘পিনি' নামে ডাকত ।
b.
গ্রিকবীর আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে মিশর জয় করেন?
উত্তর : ৩৫৬-৩২৩ খ্রিস্টপূর্বে।
8
আলেকজান্ডার ভূ-মধ্যসাগরের তীরে কী নামে একটি শহর প্রতিষ্ঠা করেন?
উত্তর : আলেকজান্দ্রিয়া নামে।
১০
সপ্তম, অষ্টম শতকে পুরো উত্তর আফ্রিকা কারা রোমানদের কাছ থেকে দখল করে নেয়?
উত্তর : আরব মুসলমানরা রোমানদের কাছ থেকে দখল করে নেয়।
১১
১৪৫৩ সালে পূর্ব রোমান সাম্রাজ্যের পতনের পর কারা ব্যাপক সমুদ্র অভিযান শুরু করে? উত্তর : ইউরোপীয়রা।
১২. ১৮৭০-৭১ সালে ইউরোপে নতুন কোন দুটি শক্তির উদ্ভব ঘটে?
উত্তর : জার্মান ও ইতালি ।
১৩. জার্মানিতে দ্রুত কিসের বিকাশ ঘটতে থাকে?
উত্তর : শিল্পের।
১৪
১৮৭০ সাল পর্যমত্ম ফ্রান্সের উল্লেখযোগ্য উপনিবেশ ছিল কোনটি?
উত্তর : সাহারার উত্তরে আলজেরিয়া।
১৫
কত সালে ফরাসি সম্রাজ্ঞী ইউনেজী সুয়েজ খাল উদ্বোধন করেন?
উত্তর : ১৮৬৯ সালে।
৯৬
১৬

কত সালে ব্রিটেন আরবি পাশাকে পরাজিত করে কায়রো ও আলেকজান্দ্রিয়া দখল করে নেয়?
উত্তর : ১৮৮২ সালে।
১৭
বেলজিয়াম রাজা ১৮৭৬ সালে কী নামে ব্রাসেলসে এক সমিতি প্রতিষ্ঠা করেন?
উত্তর : 'আন্তর্জাতিক আফ্রিকা সংঘ'।
১৮. ‘আত্মর্জাতিক আফ্রিকা সংঘ' এর প্রধান কাজ কী ছিল?
উত্তর : আফ্রিকার দুর্গম অঞ্চল সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
১৯
ব্রাজা ১৮৮২ সালে কটিকার গোত্রপতি মাকাশোর সাথে যে চুক্তি করেন তা কী নামে পরিচিত?
উত্তর : 'Makako Treaty' নামে পরিচিত।
20
কঙ্গো নদীর মোহনা অঞ্চলে দীর্ঘদিন ধরে পর্তুগালের উপর উপনিবেশ ছিল যা বর্তমানে কী নামে পরিচিত?
উত্তর : অ্যাঙ্গোলা নামে পরিচিত।
21
উত্তর : ১৮৮৪ সালের ১৩ নভেম্বর।
কখন বার্লিনে সম্মেলন শুরু হয়?
22
বার্লিন সম্মেলন কত সাল পর্যমত্ম চলে?
উত্তর : ১৮৮৫ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলে।
২৩. ব্রিটিশ অর্থনৈতিক জে. এ. হবসন তাঁর “Imperialism a study” নামক গ্রন্থে কী বলেছেন? উত্তর : অর্থনীতিকেই উপনিবেবাদের মূল কারণ বলে মত প্রকাশ করেন।
২৪
ইউরোপে কত সাল পর্যমত্ম অর্থনৈতিক মন্দা অবস্থা বিরাজমান ছিল?
উত্তর : ১৮৭৫ থেকে ১৯০০ সাল পর্যন্ত T
২৫. আফ্রিকার বাণিজ্যের ক্ষেত্রে কোন দুটি নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? উত্তর : কঙ্গো ও নাইজার নদী ।
২৬
জার্মানির নেতা বিসমার্ক তাঁর কূটনৈতিক জাল দ্বারা কাকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেন?
উত্তর : ফ্রান্সকে।
২৭. বিসমার্ক কত সাল পর্যন্ত প্রকাশ্যে বলতেন 'আমি উপনিবেশবাদী লোক নই? উত্তর : ১৮৮৪ সাল পর্যন্ত ।
২৮. ১৮৮০ এর দশকে ফ্রান্সের প্রধানমন্ত্রী জুলফেরী আইনসভায় কী বলেন?
উত্তর : ‘জাতীয় গৌরব বৃদ্ধির জন্য উপনিবেশিক কর্মকাণ্ড অপরিহার্য'।
২৯. রেনেসাঁ- রেনেসাঁ পরবর্তী বিশ্বে খ্রিস্ট ধর্মের দুটি ভাগ কী কী?
উত্তর : রোমান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট।
৩০. ডেভিড লিভিং স্টোন কেমন ব্যক্তি ছিলেন?
উত্তর : একজন দুঃসাহসিক ব্যক্তি ছিলেন।
৩১
ডেভিড লিভিং স্টোন ১৮৫৫ সালে প্রায় দুই হাজার মাইল পথ গভীর জঙ্গল ও নদী পথে অতিক্রম করে কোথায় পৌঁছান?
উত্তর : বর্তমান ভিক্টোরিয়া জলপ্রপাতের নিকট।
32
লিভিংস্টোন কত সালে ইংল্যান্ডে ফিরে যান?
উত্তর : ১৮৫৬ সালে।
৩৩. পুনরায় কত সালে ব্রিটিশ সরকারের সহযোগিতায় মধ্য আফ্রিকায় আসেন?
উত্তর : ১৮৬২ সালে।
৩৪. লিভিংস্টোন মধ্য আফ্রিকায় কী করেন?
উত্তর : খ্রিস্ট ধর্ম প্রচার চালিয়ে যান।
১৮৭১ সালে হেনরি কার নিকটে একটি গ্রামে অসুস্থ লিভিং স্টোনের সাক্ষাৎ পান? উত্তর: স্ট্যানলি তানজানিকার নিকটে।
৩৬. পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হলে কারা মুসলমানদের প্রতি ব্যাপকভাবে অসন্তুষ্ট হন?
উত্তর: ইউরোপীয়রা।
৩৭
মধ্য আফ্রিকার দক্ষিণ প্রাপ্ত ঘুরে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে? উত্তর : ভাস্কো-দা-গামা ।
৩৮
ভাস্কো-দা-গামা কত সালে জলপথ আবিষ্কার করেন?
উত্তর : ১৪৯৮ সালে।
৩৯
ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কত সালে?
উত্তর : ১৪৯২ সালে।
৪০. ম্যাঙ্গো পার্ক কে ছিলেন?
উত্তর : স্কটিশ সার্জন ও আবিষ্কারক।
83
কে প্রথম পশ্চিম আফ্রিকার নাইজার নদীর গতিপথ পর্যবেক্ষণ করেন? উত্তর : ম্যাঙ্গো পার্ক ।
82. ম্যাঙ্গো পার্ক পুনরায় কত সালে আফ্রিকায় যান?
উত্তর : ১৮০৬ সালে।
83. ম্যাঙ্গো পার্ক কিভাবে মারা যান?
উত্তর : ম্যাঙ্গো পার্ক পানিতে ডুবে মারা যান।
৪৪. রিচার্ড বার্টন কত সালে মুসলিম ছদ্মবেশে মক্কায় যান?
উত্তর : ১৮৫৩ সালে ।
৪৫. রিচার্ড বার্টন কত সালে ইথিওপিয়ার হারার নামক স্থানে গমন করেন?
উত্তর : ১৮৫৪ সালে।
৪৬
সেসিল রোডস্ কী ছিলেন?
উত্তর : হীরক খনি ব্যবসায়ী ও রাজনীতিবিদ ।
89
সেসিল রোডস্ ব্যক্তিগত উদ্যেগে কোথায় উপনিবেশ স্থাপন করেন? উত্তর : রোডেশিয়ায়।
৪৮
রোডেশিয়া মূলত কয় ভাগে বিভক্ত ছিল ও কী কী?
উত্তর : দুই ভাগে; উত্তর রোডেশিয়া এবং দক্ষিণ রোডেশিয়া।
88
রোডেশিয়া আজকের কোন অঞ্চল?
উত্তর : জাম্বিয়া।
৫০. দক্ষিণ রোডেশিয়া বর্তমান কোন অঞ্চল?
উত্তর : বর্তমান জিম্বাবুয়ে।
৫১
সেসিল রোডস কোথায় পড়ালেখা করেন?
উত্তর : অক্সফোর্ডে।
52
জার্মান কার্ল পিটারস কত সালে দু'জন সঙ্গী নিয়ে পূর্ব আফ্রিকা গঠন করেন?
উত্তর : ১৮৮৪ সালে।
জার্মান কার্ল পিটারস ১৮৮৫ সালে দেশে ফিরে কী গঠন করেন?
উত্তর : জার্মান পূর্ব আফ্রিকা কোম্পানি ।
ইতিহাস ৩য় বর্ষ (১৫৭৭)-১৩
৫৪

দো ব্রাজা কত সালে ফরাসি সরকারের সহযোগিতায় কঙ্গো গমন করেন?
উত্তর : ১৮৭৯ সালে।
৫৫
কঙ্গোর কার্টকার গোত্রপতি মাকাকোর সাথে কী চুক্তি করেন?
উত্তর : Makako Treaty চুক্তি করেন।
৫৬
কত সালে ব্ৰাজা চুক্তি অনুমোদনের জন্য ফ্রান্সে ফিরে আসেন?
উত্তর : ১৮৮২ সালে।
৫৭. জার্মানি ফ্রান্সের কোন দুটি প্রদেশ কেড়ে নেয়?
উত্তর : আলসাস ও লোরেন।
৫৮. ইউরোপের ছোটবড় কতটি দেশ বার্লিন সন্ধিতে স্বাক্ষর করে? উত্তর : ১৪টি দেশ।
৫৯
১৮৮৬ সালে আফ্রিকার কত অংশ ইউরোপীয়দের দখলে ছিল?
উত্তর : দশ ভাগের এক ভাগ ।
৬০
কত বছরে আফ্রিকার দশ ভাগের এক ভাগ ছাড়া বাকি অংশ ইউরোপীয়দের দখল হয়ে যায়? উত্তর : ২৫ বছরে।
৬১
কখন থেকে বিসমার্ক আফ্রিকাতে জার্মানির উপনিবেশের চিন্তা করেছিলেন?
উত্তর : ১৮৮৩ সাল থেকেই।
৬২. জার্মানি কত সালে পূর্ব আফ্রিকায় তার Protectorate ঘোষণা করে?
উত্তর : ১৮৮৩ সালে ।
৬৩
১৮৮৬ সালে চুক্তি অনুসারে কেনিয়া চলে যায় কার দখলে?
উত্তর : ব্রিটেনের।
৬৪
১৮৮৬ সালে চুক্তি অনুসারে তাঞ্জানিয়া চলে যায় কার দখলে?
উত্তর : জার্মানির দখলে।
৬৫
প্রথম মহাযুদ্ধের পর আফ্রিকার জার্মানির বেশির ভাগ উপনিবেশ কার দখলে চলে যায়?
উত্তর : ব্রিটেনের দখলে।
৬৬
কত সালে ফ্রান্স আলজেরিয়া উপকূলীয় অঞ্চল দখল করে?
উত্তর : ১৮৩০ সালে।
৬৭
কখন ফ্রান্স লাইবেরিয়া ও ঘানার প্রায় পুরো এলাকা দখল করে নেয়?
উত্তর : ১৮৪০ এর দশকে।
৬৮. ফরাসি বাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তর : ক্যাপ্টেন মার্চেন্ট।
৬৯
বেলজিয়ামের রাজা লিওপোল্ড কত সালে আন্তর্জাতিক আফ্রিকা সংস্থা গঠন করেন? উত্তর : ১৮৭৬ সালে।
१०
কত সালে ফরাসি স্টেনলির মাধ্যমে কঙ্গোতে স্থল ও জলপথ স্থাপন করেন? উত্তর : ১৮৮৩ সালে।
৭১
কত সালে ব্রিটেনের অধীনে দক্ষিণ আফ্রিকা নামক রাষ্ট্রের জন্ম হয়?
উত্তর : ১৯১০ সালে।
স্পেন কত সালে ফ্রান্সের সঙ্গে মিলিত হয়ে মরক্কো ভাগ করে নেয়?
উত্তর : ১৯১২ সালে।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]