কত সালে ‘রয়্যাল নাইজার কোম্পানি প্রতিষ্ঠিত হয়?


কত সালের মধ্যে আফ্রিকায় ইউরোপীয় স্ক্র্যাম্বল সমাপ্ত হয়?
উত্তর : ১৯১২ সালের মধ্যে আফ্রিকায় ইউরোপীয় অ্যাম্বল সমাপ্ত হয়।
আফ্রিকায় ইউরোপীয়রা কয় ধরনের শাসন নীতি অনুসরণ করে?
উত্তর : পাঁচ ধরনের শাসন নীতি অনুসরণ করে।
0
কত সালে ‘রয়্যাল নাইজার কোম্পানি প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৯৯ সালে ‘রয়্যাল নাইজার কোম্পানি' প্রতিষ্ঠিত হয়।
8
'রয়্যাল নাইজার কোম্পানি' প্রতিষ্ঠার পেছনে কার অবদান উল্লেখযোগ্য?
উত্তর : স্যার জর্জ টোবম্যান গোল্ডির অবদান উল্লেখযোগ্য।

স্যার জর্জ টোবম্যান গোল্ডির ১৮৮১ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম ইওয়ার্ট গ্লাডস্টোন সরকারের কাছে কী চেয়ে ব্যর্থ হন?
উত্তর : রাজকীয় সনদ বা চার্টার চেয়ে। .

শুরুতে রয়্যাল নাইজার কোম্পানির গভর্নর ছিলেন কে?
উত্তর : হেনরি অস্টিন ব্রুস ।
রয়্যাল নাইজার কোম্পানি ফ্রান্স ও জার্মানির সাথে টিকতে না পেরে কত সালে ব্রিটিশ সরকারের কাছে বিক্রি হয়? উত্তর : ১৯০০ সালের ১ জানুয়ারি।

রোডস্ কত সালে ব্রিটিশ সরকারের সনদ লাভ করে?
উত্তর : রোডস্ ১৮৮৯ সালে ব্রিটিশ সরকারের সনদ লাভ করে।
d.
ব্রিটিশ কোন কোম্পানির মডেলে ব্রিটিশ দক্ষিণ আফ্রিকা কোম্পানি প্রতিষ্ঠা করে?
উত্তর : ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির।
১০
কত সাল পর্যন্ত ব্রিটিশ দক্ষিণ আফ্রিকা কোম্পানি শাসন বলবৎ রাখে?
উত্তর : ১৯২৩ সাল পর্যন্ত ।
১১
পূর্ব আফ্রিকায় বিশেষ করে বর্তমান কেনিয়ায় কোন কোম্পানি কর্তৃত্ব স্থাপন করেছিল? উত্তর : রাজকীয় ব্রিটিশ পূর্ব আফ্রিকা কোম্পানি।
১২
রাজকীয় ব্রিটিশ পূর্ব আফ্ৰিকা কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।
১৩
রাজকীয় ব্রিটিশ পূর্ব আফ্রিকা কোম্পানি ব্রিটিশ সরকারের উৎসাহে কার কর্তৃক প্রতিষ্ঠিত হয়?
উত্তর : উইলিয়াম ম্যারকিনন ।
১৪
রাজকীয় ব্রিটিশ পূর্ব আফ্ৰিকা কোম্পানি কত সালে ব্রিটিশ রাণী ভিক্টোরিয়ার রাজকীয় সনদ লাভ করে?
উত্তর : ১৮৮৮ সালে।
১৫. কে জার্মান পূর্ব আফ্রিকা কোম্পানি প্রতিষ্ঠিত করেন?
উত্তর : কার্ল পিটার্স।
১৬
কার্ল পিটার্স কত সালে পূর্ব আফ্রিকা কোম্পানি প্রতিষ্ঠা করেন?
উত্তর : ১৮৮৫ সালের ২ এপ্রিল।
১৭
কি জন্য জার্মান পূর্ব আফ্রিকা কোম্পানি গঠিত হয়?
উত্তর : তাঞ্জানিয়াকে শাসন করার জন্য ।
১৮
কত সালে ৫০ বছরের জন্য পূর্ব আফ্রিকা কোম্পানি জাঞ্জিবার এর সুলতানের কাছ থেকে সমুদ্র উপকূল লিজ নেয়
উত্তর : ১৮৮৮ সালে।
১৯. সমন্বয়মূলক শাসন ব্যবস্থা নীতি প্রধানত কারা গ্রহণ করে?
উত্তর : ফ্রান্স ও পর্তুগাল।
২০
কখন থেকে সমন্বয়মূলক শাসনব্যবস্থার উৎপত্তি?
উত্তর : ফরাসি বিপ্লব (১৭৮৯) সাল থেকে।
২১
সমন্বয় নীতিকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : ২ ভাগে।
২২
সমন্বয় নীতির ভাগগুলো কী কী?
উত্তর : ব্যক্তিক সমন্বয় এবং সার্বিক সমন্বয়।
২৩
ঔপনিবেশিক জনগণের সাথে মিল রেখে শাসন ব্যবস্থা প্রণয়ন করাই কোন নীতির মূল কথা?
উত্তর : সমন্বয় নীতির মূল কথা।
২৪
সার্বিক সমন্বয় নীতিকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : তিন ভাগে ।
২৫
সার্বিক সমন্বয় নীতির ভাগগুলো কী কী?
উত্তর : প্রশাসনিক সমন্বয়, রাজনৈতিক সমন্বয় ও অর্থনৈতিক সমন্বয় ৷
২৬
শাসক ও প্রজার মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা যাতে উভয়ই উপকৃত হয় এটি কোন নীতির মূলকথা? উত্তর : সহযোগিতামূলক নীতির মূল কথা।
২৭
উত্তর :
২৮
সহযোগিতামূলক নীতি প্রতিষ্ঠায় যাকে বেশি কৃতিত্ব দেয়া হয় তিনি কে?
: জুল হারমান্ড (Jules Harmand) ।
ফ্রান্স কত সালে আলজেরিয়ায় কর্তৃত্ব স্থাপন করে?
উত্তর : ১৮৩০ সালে।
২৯
ফ্রান্সের রাজা লুই ফিলিপ কত সালে ‘দারু দ্য রোভিগো'কে সামরিক প্রধান করে আলজেরিয়া পাঠান? উত্তর : ১৮৩০ সালে।
৩০
কত সালে জার্মানি তাঞ্জানিয়ায় সরাসরি শাসন প্রতিষ্ঠা করে?
উত্তর : ১৮৯১ সালে।
৩১
দুগার্ড ১৮৮৯ সালে কোন কোম্পানিতে যোগদান করেন? উত্তর : রাজকীয় ব্রিটিশ পূর্ব আফ্রিকা কোম্পানিতে।

২. সুগত উপাত্তা সামরিক প্রশাসক হিসেবে কত সাল পর্যন্ত অভিজ্ঞতা অর্জন করেন? উত্তর : ১৮৯০ সাল থেকে ১৮৯২ সাল পর্যন্ত।
১৮৯৭ সালে সুগার্ড পশ্চিম আফ্রিকায় কি গঠন করেন?
৩৩
উত্তর : ফ্রন্টিয়ার ফোর্স।
৩৪. সুগার্ড কত সময় পর্যন্ত পুরো নাইজেরিয়ার গভর্নর জেনারেল পদে আসীন ছিলেন? উত্তর : ১৯১৪ থেকে ১৯১৯ সাল পর্যন্ত।
৩৫. সুগার্ড তাঁর বিখ্যাত কোন গ্রন্থে পরোক্ষ শাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন? উত্তর : The Dual Mandate in British Tropical Africa গ্রন্থে।
৩৬. আফ্রিকায় কোন শাসনের পূর্বে ব্যাপকভাবে গোত্রীয় দ্বন্দ্ব বিরাজমান ছিল?
উত্তর : ইউরোপীয়।
৩৭. আফ্রিকা মহাদেশে শত শত কী রয়েছে।
উত্তর : গোত্র।
৩৮. আফ্রিকায় দখল প্রতিষ্ঠা মোটামুটিভাবে কখন সম্পন্ন হয়। উত্তর : প্রথম মহাযুদ্ধের পূর্বেই।

প্রথম মহাযুদ্ধের পর আফ্রিকায় কী প্রতিষ্ঠা হয়।
উত্তর : শান্তি প্রতিষ্ঠা হয়।
80. কত সালে সেনেগালে রেললাইন নির্মাণ শুরু হয়?
উত্তর : ১৮৮১ সালে।
83
কত সালের মধ্যে পূর্ব আফ্রিকায় একটি পূর্ণাঙ্গ রেল যোগাযোগ স্থাপিত হয়? উত্তর : ১৮৯৫-১৯০২ সালের মধ্যে।
82
কত সালে ঘানা ছিল বিশ্বের অন্যতম কোকো উৎপাদনকারী দেশ?
উত্তর : ১৯৫০ সালে।
80
সেনেগাল ও গাম্বিয়াতে কী উৎপন্ন করা হয়?
উত্তর : চীনা বাদাম।
88
সুদানে কী উৎপন্ন করা হয়?
উত্তর : কার্পাস তুলা ।
৪৫. উগান্ডায় কি উৎপন্ন করা হয়?
উত্তর : কফি এবং তুলা।
৪৬
দক্ষিণ আফ্রিকাতে ২১% সাদা লোকের জন্য কত ভাগ জমি বরাদ্দ ছিল?
উত্তর : ৮৯% জমি ।
89
দক্ষিণ রোডেশিয়াতে ২৫% সাদা লোকের জন্য কত ভাগ জমি বরাদ্দ ছিল?
উত্তর : ৩৭% জমি ।
৪৮
কেনিয়াতে ৭% সাদা লোকের জন্য কতভাগ জমি বরাদ্দ ছিল?
উত্তর : ১০% জমি ।
86
কত সালে ব্রিটেন দাস প্রথা বিলোপ করে?
উত্তর : ১৮৩৪ সালে।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]