অনুপনিবেশিকরণ কী? ঘানা কত সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে?


অনুপনিবেশিকরণ কী?
উত্তর : অনুপনিবেশিকরণ হচ্ছে ঔপনিবেশিক শক্তিবর্গের কাছ থেকে ঔপনিবেশিক রাজ্যে চলে আসা এবং শাসন ক্ষমতা
2
নেটিভদের হাতে অর্পণ করা।
ইউরোপীয় শক্তিবর্গ সর্বশেষ কোথায় উপনিবেশ স্থাপন করে?
উত্তর : ১৮৮০ এর দশকে আফ্রিকা মহাদেশে।
0
অনুপনিবেশিকরণের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : Decolonization |
8
আফ্রিকায় কোন সময়ে অনুপনিবেশিকরণ প্রক্রিয়া সংঘটিত হয়?
উত্তর : শুরু হয় ১৯৬০ এর দশকে এবং তা শেষ হয় ১৯৮০ এর দশকে ।

প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের সুলতান কে ছিলেন?
উত্তর : দ্বিতীয় আব্দুল হামিদ।

তুরস্কে দ্বিতীয় আব্দুল হামিদের পতন ঘটে কবে?
উত্তর : ১৯২৪ সালে।
9
আফ্রিকার অনুপনিবেশিকরণ প্রক্রিয়াকে প্রভাবিত করে রুশ-জাপান যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর : ১৯০৪-০৫ সালে।
b.
১৯১১ সালে চীনে কার নেতৃত্বে প্রজাতন্ত্রী বিপ্লব সংগঠিত হয়?
উত্তর : ড. সান ইয়াৎ সেনের নেতৃত্বে।
রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব কবে সংঘটিত হয়।
উত্তর : ১৯১৭ সালে।
১০
বলশেভিক বিপ্লবের স্থায়িত্ব ছিল কত দিন?
উত্তর : দশদিন।
কোন হত্যাকাণ্ডের কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়?
উত্তর : অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্ডের হত্যাকাণ্ড কেন্দ্র করে ।
১২
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উত্তর : ১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে।
১৩
জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
১৪
'Declaration of Decolonizational Rule' আইনটি কে পাস করে?
উত্তর : জাতিসংঘ ।
২৭৮

১৫. 'Declaration of Decolonization Rule কবে পাস করা হয়?
উত্তর : ১৯৪৫ সালের ১৪ ডিসেম্বর।
১৬
লিবিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর : ইতালি'র।
১৭
লিবিয়া কত সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে?
উত্তর : ১৯৫১ সালে।
১৮. মরক্কো কত সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে?
উত্তর : ১৯৫৬ সালে।
১৯
মরক্কো কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর : ফ্রান্সের।
২০
ঘানা কত সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে?
উত্তর : ১৯৫৭ সালে।
ঘানা কোন দেশের উপনিবেশ ছিল?
21
উত্তর : ব্রিটেন।
22
গিনি কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর : পর্তুগালের।
২৩. সেনেগাল ঔপনিবেশিক শাসন থেকে কবে মুক্তি লাভ করে।
উত্তর : ১৯৬০ সালে ।
28
সেনেগার কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর : ফ্রান্সের।
২৫
নাইজার কত সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে?
উত্তর : ১৯৬০ সালে।
২৬
নাইজার কোন দেশের উপনিবেশ ছিল।
উত্তর : ফ্রান্সের।
27
মালি কত সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে?
উত্তর : ১৯৬০ সালে।
২৮
মালি কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: ফ্রান্সের।
টোগো কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর : ফ্রান্সের।
৩০
টোগো কত সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে?
উত্তর : ১৯৬০ সালে।
৩১
চাঁদ কত সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে?
উত্তর : ১৯৬০ সালে।
বাগন্যালম
চাঁদ কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর : ফ্রান্সের ।
0
বেনিন, ক্যামেরুন, কঙ্গো, গ্যাবন, পশ্চিম সাহারা কত সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে?
ভর : ১৯৬০ সালে ।
6
বেনিন, ক্যামেরুন, কঙ্গো, গ্যাবন, পশ্চিম সাহারা কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: ফ্রান্সের।
সোমালিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর : ইতালির ।
সোমালিয়া কত সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে?
উত্তর : ১৯৬০ সালে।
৩৭. নাইজেরিয়া কত সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে?
উত্তর : ১৯৬০ সালে ।
৩৮. নাইজেরিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর : ব্রিটেনের।

তাঞ্জানিয়া, সিয়েরালিওন কোন দেশের উপনিবেশ ছিল? উত্তর : ব্রিটেনের ।
৪০. তাঞ্জানিয়া, সিয়েরালিওন কত সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে?
উত্তর : ১৯৬১ সালে ।
৪১. উগান্ডা, কেনিয়া, জাম্বিয়া, মালাবি কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর : ব্রিটেনের।
৪২. উগান্ডা কত সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে?
উত্তর : ১৯৬২ সালে ।
৪৩. কেনিয়া, জাম্বিয়া কত সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে?
উত্তর : ১৯৬৩ সালে।
68. মালাবি কত সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে?
উত্তর : ১৯৬৪ সালে ।
৪৫. বোতসোয়ানা, জিম্বাবুয়ে কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর : ব্রিটেনের।
৪৬. বোতসোয়ানা কত সালে ঔপনিবেশিক শক্তির শাসন থেকে মুক্তি লাভ করে?
উত্তর : ১৯৬৬ সালে।
৪৭. জিম্বাবুয়ে কত সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে?
উত্তর : ১৯৮০ সালে।
৮. এঙ্গোলা ও মোজান্তিক কোন ঔপনিবেশিক দেশের অধীনে ছিল?
উত্তর : পর্তুগালের।
৫১
উত্তর :
এगেानা ও মान
১৯৭৫ সালে।
আनজেनिया ও
ফ্রান্সের ।
আनজেविद्या
১৯৬৩ ान
নাইজেवিग़
৫৩
স্বাধীন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী মনোনীত হন কে?
উত্তর : পেট্রিক লুমুম্বা ।
৬৭
ঘানার উপকূলে ফরাসি নাবিকেরা কবে আগমন করে?
উত্তর : চতুর্দশ শতকে
৬৮. ড. কোয়ানে নকুমা কে?
উত্তর : আফ্রিকার অন্যতম বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা হচ্ছেন ঘানার ড. কোয়ামো নক্রুমা । oh. নকুমার ভক্তরা তাকে কোন কোন বিশেষণে অভিহিত করে থাকেন?
উত্তর : ঘানার বীর্য পুরুষ, ঘানার ঈগল, আফ্রিকার সিংহ প্রভৃতি বিশেষণ ।
ইতিহাস তা वর্ষ (1099)
१०
নাইজেরিয়ায় কবে লিটলটন সংবিধান চালু হয়?
উত্তর : ১৯৫৪ সালের ১ অক্টোবর
কঙ্গোতে কবে 'কিবাজু' নামক একটি ব্যক্তি গুপ্ত সমিতি গঠন করা হয়? উত্তর: ১৯২০ দশকে।
१२
'কিটওয়ালা' সোসাইটি নামক ধর্মীয় সংস্থার আন্দোলন কোথায় গড়ে উঠেছিল?
উত্তর : কঙ্গোতে।
৭৩. ঘানাতে 'সাও জর্জদেল মিনা' নামক দুর্গ কারা প্রতিষ্ঠা করেছিল?
উত্তর : পর্তুগিজরা।
৭৪. ফরাসি নাবিকেরা ঘানার উপকূলে কবে আগমন করেন?
উত্তর : চতুর্দশ শতকে।
৭৫. উনিশ শতকের প্রারমেড আশান্টি রাজ্যের সীমা কোন পর্যন্ত বিস্তৃত ছিল?
উত্তর : উনিশ শতকের প্রারমেড আশান্তি রাজ্যের সীমা বর্তমান আইভরি কোস্ট এবং টোগো, উত্তরে গোনজা ও গণ গোম্বা
৭৬
রাজ্য, উত্তর-পূর্বে গিয়ামান রাজ্য, দক্ষিণ-পশ্চিমে সেফুই, ডুংকোয়া, টুইফো, ওয়াসা, নজেমা, পূর্বে আকিয়েম আসিন, আকুয়াপেম, কোয়াহু, আক্রা ও আকুয়াম এবং আনলো পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল।
কার চক্রান্তে প্রধানমন্ত্রী লুমুম্বা নিহত হন?
উত্তর : কাতঙ্গ প্রদেশের প্রেসিডেন্ট শোম্বের চক্রান্তে ।
৭৭. ইংরেজ ও ওলন্দাজদের সহযোগিতায় আশান্টিরা কবে ফান্টিদের পরাজিত করে?
উত্তর : ১৮২৩ সালে।
৭৮. দ্বিতীয় ইংরেজ আশান্টি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৮২০ সালে।

ঘানার উত্তরাঞ্চলে কার প্রচেষ্টায় ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়?
উত্তর : জর্জ ফার্গুসন নামক জনৈক আফ্রিকানের প্রচেষ্টায়।
bo.
ড. নকুমা ক্ষমতাচ্যুত হয়ে কোথায় নির্বাসিত হন?
উত্তর : গিনি উপসাগরের একটি দ্বীপে।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]