কত সালে ঘানা স্বাধীন হয়? কত সালে জাতিসংঘ বর্ণবাদকে মানবাধিকার বলে ঘোষণা করে?


গণতন্ত্র শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
66: Democracy i
Democracy কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : গ্রিক শব্দ 'Demoes ও Kratos' থেকে এসেছে।
0
Demoes শব্দের অর্থ কী?
উত্তর : People অর্থাৎ জনগণ ।
8
Kratos শব্দের অর্থ কী?
উত্তর : Rule অর্থাৎ শাসন ।
“মানব জাতির চূড়ান্ত ভাবাদর্শই হলো গণতন্ত্র”-এই উক্তিটি কে করেছেন?
উত্তর : ঐতিহাসিক ফ্রান্সিস ফুকুইয়ামা ।
"The answer to the problem of democracy is more democracy" এই উক্তিটি কে করেছেন? উত্তর : টমাস জেফারসন।
9
ঘানার স্বাধীনতার পর পরই কে রাষ্ট্রপতি হন?
উত্তর : কাওয়ামে নক্রুমা ।
কত সালে বহু দলীয় নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৯৪ সালে।
ཐཱ
কখন আফ্রিকায় আবার গণতন্ত্র ফিরে আসতে শুরু করে?
উত্তর : ১৯৯০ এর দশকে।
১০
কখন আফ্রিকার বেশির ভাগ দেশ স্বাধীনতা লাভ করে?
উত্তর : ১৯৬০ এর দশকে।
বেশির ভাগ রাষ্ট্রই কোন শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ঘোষণা দেয়?
উত্তর : গণতান্ত্রিক শাসনব্যবস্থা।
১২
কত সালে নির্বাচনের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় সফল গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৯৪ সালে।
১৩
ইংরেজ সাংবাদিক Blair Horden আফ্রিকার কী নামে একটি গ্রন্থ রচনা করেন?
উত্তর : Africa Distpatches from a Fragile Continent নামে ।
38. Africa Distpatches from a Fragile Continent গ্রন্থটি কত সালে রচনা করেন?
উত্তর : ১৯৯১ সালে।
১৫
১৯৮৩ সালে জানা যায় আফ্রিকা প্রতি বছর দুর্নীতি খাতে কত ক্ষতির সম্মুখীন হয়?
উত্তর : ১ বিলিয়ন ডলার।
১৬. কত সালে তাঞ্জানিয়াতে একটি ভয়ংকর রকমের দুর্নীতি প্রকাশিত হয়?
উত্তর : ১৯৮৭ সালে।
১৭
কত সালে প্যান আফ্রিকান সম্মেলনে আফ্রিকান জাতীয়বাদী নেতৃবৃন্দ সমাজতান্ত্রিক আদর্শের কথা আলোচনা
করেন?
উত্তর : ১৯৪৫ সালে।
৩১০
১৮

লিওপোল্ড সেদার সেঙ্খর কত সালে 'Socialism Africaine ' শব্দটি ব্যবহার করেন? উত্তর : ১৯৫৬ সালে।
১৯. লিওপোল্ড সেদার সেঙ্খর কি নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন? উত্তর : "Union Progresiste Senegalaise"
20
"Union Progresiste Senegalaise" রাজনৈতিক দলটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৯ সালে।
২১. আফ্রিকার সমাজতন্ত্র কী?
উত্তর : পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যবর্তী তৃতীয় একটি পথ।
22
কত সাল থেকে ব্রিটিশ উপনিবেশ ঘানায় প্রচুর গুঁড়ো সোনার সন্ধান পাওয়া যায়?
উত্তর : ১৮৭৪ সাল।
২৩
কত সালে ঘানা স্বাধীন হয়?
উত্তর : ১৯৫৭ সালের ৬ মার্চ।
২৪. জর্জ প্যাডমোর ঘানার সমাজতন্ত্রের কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন?
উত্তর: ৫টি।
২৫. কত সালে নক্রুমা পার্টিতে পুঁজিবাদী ধারণা ৭ম পঞ্চম বার্ষিকীতে যোগ করেন?
উত্তর : ১৯৬১-৬২ সালে।
২৬. কত সালে গিনি স্বাধীনতা লাভ করে?
উত্তর : ১৯৫৮ সালে।
27
কার নেতৃত্বে গিনি স্বাধীনতা লাভ করে?
উত্তর : আহমেদ সেকাতুরের।
২৮
কত সালে সেকাতুর প্রেসিডেন্ট নির্বাচিত হন?
উত্তর : ১৯৬১ সালে ১৫ জানুয়ারি।
২৯
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কত দিন পরই শিল্প কারখানা জাতীয়করণ করেন?
উত্তর : ১৫ দিন পরই।
৩০
সেকাতুর গিনির জাতীয় জীবনকে বিদেশি সংস্কৃতির প্রভাব মুক্ত রাখার জন্য কী করেন?
উত্তর : মার্কিন তথ্য সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দেন।
৩১
কত সালে সরকারি খুচরো দোকান বন্ধ করে দেয়া হয়?
উত্তর : ১৯৬৩ সালে।
৩২
কত সালে কেনিয়া ব্রিটিশ শাসন মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে?
উত্তর : ১৯৬৩ সালে।
৩৩. কেনিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে হন?
উত্তর : জোমো কেনিয়াত্তা।
৩৪
কত সাল পর্যন্ত জোমো কেনিয়াত্তা আমৃত্যু ক্ষমতায় ছিলেন?
উত্তর : ১৯৭৮ সাল পর্যন্ত ।
৩৫. জোমো কেনিয়াত্তা কেনিয়া সমাজতন্ত্র সংক্রান্ত একটি শ্বেতপত্র প্রকাশ করেন যা কি নামে পরিচিত?
উত্তর : কেনিয়ার বাইবেল নামে।
৩৬. কেনিয়ার বাইবেল কত সালে প্রকাশ করা হয়?
উত্তর : ১৯৬৫ সালে।
৩৭
কত সালে সেনেগালে পূর্ণ স্বাধীনতা আসে?
উত্তর : ১৯৬০ সালে।
৩৮. সেনেগালের প্রথম প্রেসিডেন্ট কে নির্বাচিত হন?
উত্তর : কবি লিওগোল্ড সেঙ্ঘর ।
-?
কত সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন
উত্তর: ১৯৮০ সাল।
৪০. ১৯৬৮ সালের প্রথম দিকে সামরিক অভ্যুত্থানের সংখ্যা কত?
উত্তর : ১৯টি
৪১. ১৯৭০ সালের শেষ নাগাদ আফ্রিকান এ ধরণের ঘটনা ঘটে কতটি
উত্তর : প্রায় ৩০টি।
৪২. ২০০০ সাল পর্যন্ত আফ্রিকাতে কতটি সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটেে
উত্তর : ৮৫টি।
63. আফ্রিকায় প্রথম সামরিক অভ্যুত্থান ঘটে কোথায়?
উত্তর : পশ্চিম আফ্রিকান রাষ্ট্র টোগোতে।
৪৪. অধ্যাপক ওয়েল আফ্রিকার সামরিক শাসন সংক্রান্ত কোন প্রবন্ধ লেখেন? উত্তর: "Soldiers and state in Africa".
৪৫. "Soldiers and state in Africa" প্রবন্ধটি কত সালে লেখেনা উত্তর : ১৯৬৭ সালে
৪৬. ভিক্টর ডি ডুবয় সামরিক শাসন সংক্রান্ত কোন প্রবন্ধটি লেখেন?
উত্তর : Military Rule and its repercussions in west Africa".
89
কত সালে ঘানার নেতা নকুমার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান সাধারণভাবে জনগণ গ্রহণ করে?
উত্তর : ১৯৬৬ সালে।
৪৮. কারা উত্তমাশা দিয়ে ইউরোপ থেকে এশিয়া আসার জলপথ আবিষ্কার করেন?
উত্তর : পর্তুগিজরা।
৪৯. বাইবেক কত সালে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করেন?
উত্তর : ১৬৬২ সালে।
৫০
১৬৮৮-১৭০০ সালের মধ্যে কত জন ফরাসি প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী কেপে উপস্থিত হয়?
উত্তর: প্রায় ২০০ জন।
ডাচরা দক্ষিণ আফ্রিকায় কোন ভাষা ব্যবহার করত?
উত্তর : ডাচ ভাষা ।
৫২
ওলন্দাজ ঔপনিবেশিকদের বংশধররা নিজেদের কী বলে অভিহিত করত?
উত্তর : বুয়োর।
৫৩
কত সালে ফরাসি বিপ্লব এবং পরে নেপোনিয়নিক যুদ্ধ ইউরোপে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে?
উত্তর : ১৭৮৯ সালে।
৫৪
কত সালে কেপ অব গুড হোপ এলাকা দখল করে নেয়?
উত্তর : ১৮০৫ সালে।
৫৫
তারা কেপ এলাকার একটি প্রদেশ কোথায় বসতি স্থাপন করে?
উত্তর : নাটালে ।
৫৬. ব্রিটেন নিজ দেশে কত সালে দাসপ্রথা বাতিল করে?
উত্তর : ১৮৩৪।
৫৭
কত সালে হীরার খনি আবিষ্কার দক্ষিণ আফ্রিকায় বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনে?
উত্তর : ১৮৬৭ সালে।
৫৮
কত সালে স্বর্ণের খনি আবিষ্কার দক্ষিণ আফ্রিকায় বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনে?
উত্তর : ১৮৮৬ সালে।
কেপ কলোনি, নাটাল, ট্রান্সভাল ও অরেঞ্জ ফ্রিস্টেট এ চারটি ব্রিটিশ উপনিবেশ মিলে কী গঠন করা হয়? উত্তর : দক্ষিণ আফ্রিকা ইউনিয়ন।
৬০
কত সালে দক্ষিণ আফ্রিকা ইউনিয়ন গঠিত হয়?
উত্তর: ১৯১০ সালের ৩১ মে।
৬১
কত সালে ইউনিয়নটি একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়?
উত্তর : ১৯৬০ সালে।
৬২. কোন সময় বর্ণবাদের চরম রূপ লক্ষ্য করা যায়?
উত্তর : ১৯১০ থেকে ১৯৬০ সালের মধ্যেই।
৬৩
কত সালে ন্যাশনাল পার্টি দেশের ক্ষমতা গ্রহণের পর বর্ণবাদ আফ্রিকার সরকারি নীতিতে পরিণত হয়?
উত্তর : ১৯৪৮ সালে।
৬৪
কত সালে সরকার শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের পৃথক ভোটার তালিকা প্রস্তুত করে?
উত্তর : ১৯৫১ সালে।
কত সালে কৃষ্ণাঙ্গদের জন্য পৃথক বাসস্থানের আইন পাস কবে বর্ণবাদকে আইনী রূপ দেয়? উত্তর : ১৯৫৯ সালে।
৬৫
৬৬
কত সাল থেকে ভারতীয় কৃষি শ্রমিকরা নাটাল প্রদেশে আসতে শুরু করে?
উত্তর : ১৮৬০ সাল।
৬৭
কত সালে জার্মান নাগরিক মার্টিন লুথার প্রথমে ধর্ম সংস্কার আন্দোলন করেন? উত্তর : ১৫১৭ সালে ।
৬৮
হার্টজোগ (Hertgog) কী নামে একটি নতুন দল গঠন করেন?
উত্তর : Nationalist Party নামে।
৬৯
কত সালে Nationalist Party গঠন করা হয়?
উত্তর : ১৯০২ সালে ।
90
'Mines and works Act' এ আইনটি পাস করা হয় কত সালে?
উত্তর : ১৯১১ সালে ।
৭১
কত সালে Colour Bar Act গঠন করা হয়?
উত্তর : ১৯২৬ সালে।
১২
কত সালে Immorality Act আইন পাস করা হয়? উত্তর : ১৯৭২ সালে।
৭৩
Immorality Act আইনে কী নিষিদ্ধ করা হয়?
উত্তর : শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ ।
98
কত সালে Land Act আইনটি পাস করা হয়?
উত্তর : ১৯১৩ সালে ।
৭৫
কোন আইনে কৃষ্ণাঙ্গদের সংরক্ষিত এলাকা ছাড়া অন্য কোথাও জমির মালিক হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়?
উত্তর : Land Act
৭৬. কত সালে Land Act আইন পরিবর্তন করে Natives Trust and land Act পাস করা হয়?
উত্তর : ১৯৩৬ সালে।
৭৭. কত সালে ন্যাশনালিস্ট পার্টি ক্ষমতায় এসে বর্ণবৈষম্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার সব রকম ব্যবস্থা করেছিল?
উত্তর : ১৯৪৮ সালে।
৭৮. কত সালে Prohibition of Mixed Marriage Act আইন প্রণয়ন করা হয়?
উত্তর : ১৯৪৯ সালে।
৭৯. Prohibition of Mixed Marriage Act আইনে কী নিষিদ্ধ করা হয়? উত্তর : শ্বেতাঙ্গ ও অশ্বেতাঙ্গদের মধ্যে বৈবাহিক সম্পর্ক।
কত সালে Group Areas Act আইন প্রণীত হয়?
উ: ১৯৫০ সালে।
A Group Areas Act আইনে জনগোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা হয়?
তিন ভাগে।
১২. জনগোষ্ঠীর ভাগগুলো কী কী?
ই व१9)
উ: শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ এবং কালারড ।
Separate Registration of Voters Act আইন পাস করা হয়?
উত্তর: ১৯৫১ সালে ।
৮৪. কোন আইনে শ্বেতাঙ্গ ও অশ্বেতাঙ্গদের পৃথক ভোটার তালিকার ব্যবস্থা করা হয়?
: Separate Registration of Voters Act.
v. Suppression of Communism Act কত সালে পাস করা হয়? উত্তর : ১৯৫০ সালে।
yo.
Trade Union Act এ আইনটি কত সালে পাস করা হয়?
উত্তর : ১৯৫৭ সালে।
180 Pay Act কত সালে পাস করা হয়।
উত্তর : ১৯৬৫ সালে ।
. Terrorism Act কত সালে প্রণীত হয়?
উত্তর : ১৯৬৭ সালে।
10
কত সালে University Education Act পাস করা হয়?
উত্তর : ১৯৫৯ সালে।
কোন আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহে বর্ণবৈষম্য চালু করা হয়।
উত্তর: University Education Act.
১৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কতটি শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ এবং কালারড এর ছিল?
উত্তর : ১১টি শ্বেতাঙ্গের ৩টি কৃষ্ণাঙ্গের এবং ১টি কালারডের।
১২
বাকি ১টি বিশ্ববিদ্যালয় কাদের জন্য সংরক্ষিত ছিল?
উত্তর : এশীয়দের জন্য।
bo.
অশ্বেতাঙ্গদের ৪৬,০০০ জনের জন্য কত জন চিকিৎসক ছিল?
উত্তর : ১ জন।
68. শ্বেতাঙ্গদের ৭৫ জনের জন্য ছিল কতজন চিকিৎসক?
উত্তর : ১ জন।
১৫. শ্বেতাঙ্গরা ১.৭% কত শতাংশ জমির মালিক? উত্তর: ৮৭%।
১৬
কৃষ্ণাঙ্গ ৭৩% কত শতাংশ জমির মালিক?
উত্তর : ১৩%
১৯৬৯ সালে স্টিভ বিকো কি গঠন করেন? উত্তর: South African Students Union.
পি. ডব্লিউ বোথা কত সালে প্রধানমন্ত্রী হন?
উত্তর: ১৯৭৮ সালে।
কত সালে জাতিসংঘ বর্ণবাদকে মানবাধিকার বলে ঘোষণা করে? উত্তর: ১৯৬১ সালে।
১০০. কত সালে জাতিসংঘ দক্ষিণ আফ্রিকার সদস্যপদ বাতিল করে দেয়? উত্তর: ১৯৭৪ সালে।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]