আফ্রিকান ঐক্য সংস্থা (OAU) কী? এর ব্যর্থতা আলোচনা কর।

উত্তরঃ ভূমিকা : স্বাধীনতা পরবর্তী আফ্রিকায় রাজনৈতিক অস্থিরতা দেখা যায় এবং এ অস্থিরতা আফ্রিকার সর্বক্ষেত্রে পরিলক্ষিত হয়। এ অস্থিরতা আফ্রিকার স্বাধীনতাকে হুমকির মুখে ঠেলে দেয়। কারণ আফ্রিকান নেতৃবৃন্দ একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতায় লিপ্ত হন। ফলে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এ অবস্থার জন্য আফ্রিকান নেতৃবৃন্দ দায়ী। তাই আফ্রিকান নেতৃবৃন্দ অত্যন্ত বিচলিত হয়ে পড়েন এবং তারা বিবাদ মিটিয়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে। এ অনুভব থেকেই গঠিত হয় আফ্রিকান ঐক্য সংস্থা বা OAU। এ সংস্থা গঠনের মূল লক্ষ্য ছিল আফ্রিকান দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দূর করে শান্তি ও সমৃদ্ধি অর্জন করা। কিন্তু এখন পর্যন্ত তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারে নি। তবে কিছু ক্ষেত্রে অবশ্যই তারা সাফল্য লাভ করতে পেরেছেন।
আফ্রিকান ঐক্য সংস্থা (OAU) : OAU হচ্ছে Organization of African Unity যা স্বাধীনতা উত্তর আফ্রিকার জাতীয় সংহতি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। এক সময় আফ্রিকা মহাদেশকে বলা হতো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ এবং এ অন্ধকারাচ্ছন্ন মহাদেশটিকেই ১৮৮০ এর দশকে স্ক্র্যাম্বলের মাধ্যমে ইউরোপীয় শক্তিবর্গ দখল করে নিয়ে সেখানে তাদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। ইউরোপীয় শ্বেতাঙ্গ গোষ্ঠী নিগ্রো আফ্রিকার অন্ধকার দূর করতে আলোর বার্তা নিয়ে এসেছে এ অজুহাতে মহাদেশটি দখল করে সেখানে ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিবর্গ অত্যাচার, নির্যাতন ও শোষণ প্রক্রিয়া চালু করে। কিন্তু এ প্রক্রিয়া বেশি দিন চালাতে পারে নি। কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব প্রেক্ষাপট পরিবর্তন ও আফ্রিকানদের আন্দোলনের চাপে পড়ে ১৯৬০ এর দশকে ইউরোপীয় শক্তিবর্গ আফ্রিকানদের স্বাধীনতা দিতে বাধ্য হয়। অবশ্য আফ্রিকা ত্যাগ করার পূর্বে ইউরোপীয় শক্তিবর্গ আফ্রিকার ঐতিহ্য ভেঙে দিয়ে মহাদেশটির অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দেয়। ফলে এর প্রভাব পড়ে স্বাধীনতা উত্তর আফ্রিকার উপর এবং আফ্রিকার রাজনৈতিক পরিবেশ চরম অস্থিতিশীল হয়ে উঠে এবং রাজনৈতিক তথা জাতীয় সংহতির অভাব পরিলক্ষিত হ
আফ্রিকান কতিপয় রাষ্ট্রনায়ক আফ্রিকান জাতীয় ঐক্য গড়ার আপ্রাণ চেষ্টা চালায় SATAIN আফ্রিকানদের মধ্যে ঐক্যের দৃঢ়ভিত্তি রচনা করে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ রা
সাংস্কৃতিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সদ্য স্বাধীনতা প্রাপ্ত আফ্রিকান দেশগুলোর
সহজ করতেই ১৯৬৩ সালের ২২-২৫ মে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার আফ্রিকা
এক সম্মেলনে গঠিত হয়৷ DAU বা আফ্রিকান ঐক্য সংস্থা এবং এর সদস্য ছিল ৩২। দীর্ঘ পথ চলার পর ২০০৬
জুলাই DAU পরিবর্তন করে নাম রাখা হয় AU বা African Union এ
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এবং বর্তমান সভাপতি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
আফ্রিকান ঐক্য সংস্থা (OAU) এর ব্যর্থতা : আফ্রিকান ঐক্য সংস্থা (AU) গঠিত
এবং এ আশা আফ্রিকান মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ দরকার তারা। কিন্তু আফ্রিকান ঐক্য সংস্থার এ আশা পূরণ হয় নি। যদিও আফ্রিকান ঐক্য সংস্থা কিছু ক্ষেত্রে স
তার ব্যর্থতার পাল্লাও ভারী। অর্থাৎ আফ্রিকান ঐক্য সংস্থা কতিপয় ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে ে
প্রথমত, আফ্রিকা মহাদেশের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে কঙ্গো সমস্যা এবং কঙ্গোর কাতার সমস্যার
আজও আফ্রিকান ঐক্য সংস্থা দিতে পারে নি। যদিও ১৯৬৪ সালে কঙ্গো সমস্যা সমাধ
হয়েছিল । কিন্তু এ কমিশন তেমন সফলতা অর্জন করতে পারে নি। তাই এ ব্যর্থতা আফ্রিকান ঐক্য সংস্থা
দ্বিতীয়ত, অর্থ ব্যতীত কোন দেশই সমৃদ্ধি অর্জন করতে পারে না। অর্থাৎ কোন দেশের উন্নয়ন কে
তার অর্থনৈতিক ভিত মজবুত করতে হবে। কিন্তু আজ পর্যন্ত আফ্রিকান ঐক্য সংস্থা অর্থনৈতিক ভিত
নি। যদি অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনতে পারত, তাহলে আজ আফ্রিকা পৃথিবীর সবচেয়ে অনুন্নত মহাদেশে থাকতে পারত না এবং আফ্রিকানরা চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করতো না। যদিও আফ্রিকান ঐক্য সংস্থা অর্থনৈতিক উদে কতিপয় উদ্যোগ নিয়েছিল কিন্তু তা বাস্তবে পরিণত করতে পারে নি। অর্থাৎ অর্থনৈতিক অবনতির হাত থেে
রক্ষার জন্য কোন পদক্ষেপই সংস্থাটি কার্যকর করতে পারে নি। তাই এ অর্থনৈতিক অবনতির দায়ভার আফ্রিকা সংস্থাকেই নিতে হবে।
তৃতীয়ত, আফ্রিকার রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখার ক্ষেত্রেও আফ্রিকান ঐক্য সংস্থা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আফ্রিকা হচ্ছে গোত্র বিভাজিত সমাজব্যবস্থা এবং এখানে গোত্রীয় সংঘাত লেগেই থাকতো। ঔপনিে শাসনামলে আফ্রিকা মহাদেশের গোত্রীয় দ্বন্দ্ব থেমে যায়। কিন্তু স্বাধীনতা উত্তর আফ্রিকা মহাদেশে পুনরায় গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠে এবং এ সংঘাত নিরসনে আফ্রিকান ঐক্য সংস্থা কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে নি স্বাধীনতার পর গোত্রীয় সংঘাতের সাথে যোগ হয় জাতিগত বিরোধ, গৃহযুদ্ধ, রাজনৈতিক সংঘাত প্রকৃতি সমস্যা এবং এসব সমস্যা নিরসনের জন্য সংস্থাটি কোন কার্যকর পদক্ষেপ নিতে পারে নি।
কেননা আজও সুদানের জারফুর, জিম্বাবুয়ে, কেনিয়া, নাইজেরিয়া, গিনি, আইভরিকোস্ট, চাদ প্রভৃতি দেশে জাতিগত ও গোত্রীয় দ্বন্দ্ব বিরাজ করছে। ফলে আফ্রিকা মহাদেশকে বলা হয় পৃথিবীর সংঘাতময় অঞ্চল এবং এ অপবাসের পায়তার অবশ্যই আফ্রিকান ঐক্য সংস্থার উপর বর্তায়।
চতুর্থত, আফ্রিকান ঐক্য সংস্থা গণতন্ত্র রক্ষায়ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। কেননা ১৯৬০ এর দশকে আফ্রিকার গণতন্ত্র এসেছিল কিন্তু ধরে রাখতে পারে নি। পরবর্তীতে আফ্রিকান ঐক্য সংস্থা প্রায় দুই দশক পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনার কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে নি। ১৯৯০ এর দশকে যখন গণতন্ত্র আসে তখনও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার পশ্চাতে ষড়যন্ত্র চলছে কিন্তু এ ষড়যন্ত্র নস্যাৎ করার কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ চোখে পড়ে নি। বরঞ্চ বার বার সামরিক শাসন এসেছে এবং আফ্রিকান ঐক্য সংস্থা নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাই গণতন্ত্র রক্ষা না করতে পারার পিছনে আফ্রিকান ঐক্য সংস্থা দায়ী ছিল।
অতএব, আমরা বলতে পারি যে, আফ্রিকান ঐক্য সংস্থায় যেমন সফলতা রয়েছে, তেমনি রয়েছে ব্যর্থতা। উপসংহার: উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এটাই প্রতীয়মান হয় যে, আফ্রিকার স্বাধীনতা পরবর্তী
গঠিত হয় আফ্রিকান ঐক্য সংস্থা বা OAU এবং ২০০২ সালে তা AUতে পরিণত হয়। এ দীর্ঘপথ অতিক্রম করে চলছে আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকার উন্নয়নের লক্ষ্যে সংস্থাটি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কতিপয় সমর সম্মুখীন হচ্ছে। তথাপিও সংস্থাটি বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করতে পেরেছে। কিন্তু সংস্থার সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতাও রয়েছে। সফলতা ও ব্যর্থতা নিয়ে এগিয়ে চলছে সংস্থাটি এবং ভবিষ্যতে আফ্রিকার উন্নয়নে কাজ করে যাবে। অবশ্যই সফলতাও বয়ে নিয়ে আসবে।
Africa is World Affairs
ক-বিভাগ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
কত সালে আফ্রিকার প্রতি আমেরিকার নীতি ঘোষিত হয়?
উত্তর: ১৯৫০ সালের ৮ মে।
উত্তর :
0
স্নায়ুযুদ্ধের সময় কাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়?
আফ্রিকাকে।
স্নায়ুযুদ্ধের পর সাবেক সোভিয়েত ইউনিয়ন কী কারণে নিজেকে আফ্রিকা থেকে সরিয়ে নেয়? উত্তর : অর্থনৈতিক দুর্বলতার কারণে।
8
আফ্রিকার অনেক দেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে কে?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র।
আফ্রিকার খনিজ সম্পদের মধ্যে কোন উপাদান রয়েছে প্রচুর?
উত্তর: সমরাস্ত্র ।
আফ্রিকার অনেক দেশে এখনো কোন শাসনতন্ত্র প্রচলিত?
উত্তর: একনায়কতন্ত্র ।

আফ্রিকায় প্রায় কত ভাগ মুসলমান?
উত্তর : ৫০ভাগ ।
v.
২০০২ সালে উগান্ডার রাজধানী কাম্পালাতে কোন সম্মেলনের আয়োজন করা হয়?
উত্তর : Kampala Declaration |
আফ্রিকার আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কী গঠন করা হয়?
উত্তর: NEPAD.
১০
NEPAD কাদের উদ্যোগে গঠন করা হয়?
উত্তর : দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকি ও নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওবুসেগান ও বাসান জী ।
১১
NEPAD এর পূর্ণরূপ কী?
উত্তর : New Partnership for African Development |
১২
যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় জ্বালানি তেলের শতকরা কত ভাগ সংগৃহীত হয় আফ্রিকা মহাদেশ থেকে?
উত্তর : ১৫ ভাগ ।
২০১৫ সালের মধ্যে এ জ্বালানি তেলের শতকরা কতভাগ আসবে আফ্রিকার বাজার থেকে? উত্তর : ২৫ ভাগ ।
১৩
১৪
কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র আফ্রিকার মরক্কো সম্মেলনে অংশ নেয়?
উত্তর : ১৮৮০ সালে।
কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র আবিষ্কার আলজিয়ার্স সম্মেলনে অংশ নেয়? উত্তর : ১৯০৬ সালে।
১৫
888
কত সালে বার্লিন সম্মেলনে আমেরিকা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে? উত্তর : ১৮৮৪-৮৫ সালে।
১৬
১৭. কত সালে মরক্কো, তিউনিসিয়া ও সুদান স্বাধীনতা লাভ করে? উত্তর : ১৯৫৬ সালে।
১৮
কত সালে ঘানা স্বাধীনতা লাভ করে?
উত্তর : ১৯৫৭ সালে।
১৯
কত সালে বিভিন্ন সম্মেলনের মাধ্যমে আফ্রিকীয়রা বেশ কয়েকটি স্থায়ী অফিস তৈরি করে? উত্তর : ১৯৫৮ সালে।
২০
প্রেসিডেন্ট কেনেডি ১৯৬০'র দশকে কী বলে ঘোষণা দেন?
উত্তর : 'Decade of Development' |
২১
মার্কিন প্রশাসন কোন প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম বাড়ানোর জন্য চাপ দিয়েছে?
উত্তর : Ten Nation Development Assistance Group.
22
কিসিঞ্জার কত সালে ৬টি আফ্রিকান দেশ সফর করেন?
উত্তর : ১৯৭৭ সালে এপ্রিল-মে পর্যন্ত ।
২৩
কিসিঞ্জারের সফরকৃত দেশগুলো কী কী?
উত্তর : কেনিয়া, তাঞ্জানিয়া, জায়ারে, জাম্বিয়া, লিবিয়া ও সেনেগাল। কার্টার প্রশাসন জাতিসংঘে কাকে মার্কিন দূত নিয়োগ দেন?
28
উত্তর : এন্ড্রো ইয়াংকে।
২৫
কত সালে ইয়াং যুক্তরাষ্ট্রের সঙ্গে নিক্সন আমলের বৈরিতা কাটিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে? উত্তর : ১৯৭৭ সালে ।
২৬
আফ্রিকার সাহায্য সহযোগিতা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রে কী নামে আইন পাস করানো হয়। উত্তর : African Growth and Opportunity Act- 1.
27
জর্জ ডব্লিউ বুশ প্রসাশনের সময় AGOA-1 কে নবায়ন করে কী করা হয়?
উত্তর : AGOA-11 করা হয়।
২৮
কত সালে 'Millennium Challenge Account' এর যাত্রা শুরু হয়?
উত্তর : ২০০৪ সালে ।
২৯
এতে মোট বরাদ্দের কত ভাগ থাকবে আফ্রিকার দেশসমূহের জন্য?
উত্তর : ৫০ ভাগ ।
৩০
৩১
কোন দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে মার্কিন প্রশাসন আফ্রিকাকে সহায়তা প্রদান করে?
International Development Assistance African Development Bank. কত সালে বুশ The National Security Stnategy প্রকাশ করে?
উত্তর : ২০০২ সালের ২০ সেপ্টেম্বর।
৩২
ওবামা প্রশাসনের সদ্য ঘোষিত কত ডলারে খাদ্য নিরাপত্তা দিবে?
উত্তর : ৩.৫ বিলিয়ন ডলার।
খাদ্য নিরাপত্তার উদ্যোগ আফ্রিকার কতটি দেশকে সরাসরি সহায়তা প্রদান করবে?
উত্তর: ১২টি।
Trans-Sahara Counter-Terrorism 4 East Africa Regional Initiative 444 মাধ্যমে আমেরিকা কী করছে?
উত্তর : আফ্রিকাকে সহায়তা প্রদান করে আসছে।
পূর্ব রাশিয়া কত সালে ইথিওপিয়া ও দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
মুখর। ১৮৯৮ সালে।
আফ্রিকার সাথে রাশিয়ার সম্পর্ক কত সালের বলশোভিক বিপ্লবের পরও অব্যাহত থাকে?
উত্তর: ১৯১৭ সালে।
কখন এ সম্পর্ক আরো সক্রিয় ও জোরালো হয়?
উত্তর: ১৯৫০-র দশকের শেষের দিকে
১৯৫৭-৭৪ পর্যন্ত পুরো আফ্রিকা মহাদেশে সোভিয়েন ঋণ সহায়তার পরিমাণ ছিল কত?
উত্তর : ৭৮০ মিলিয়ন ডলার।
একই সময়ে কেবল আফগানিস্তানে সোভিয়েত ঋণ সাহায্য ছিল কত?
উত্তর: ৮৫০ মিলিয়ন ডলার।
80,
কত সালে সোভিয়েত ইউনিয়ন সোমালিয়ার বারবেরায় নৌ ও বিমান ঘাঁটি নির্মাণ করে?
উত্তর: ১৯৬৯-৭৭ সালে।
কত সালে সুয়েজ সংকটের সময়ে মিশরের প্রতি এবং আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনে সোভিয়েত ইউনিয়ন সমর্থন দিয়েছে?
উত্তর: ১৯৫৬ সালে।
কত সালে ঘোষিত হয় সমষ্টিগত নিরাপত্তা বিষয়ে ব্রেজনেভ তত্ত্ব?
উত্তর: ১৯৬৮ সালে।
কিউবা অ্যাঙ্গোলায় প্রায় কত জন সৈন্য প্রেরণ করে?
উত্তর: ৫০,০০০
88, কত সালের আগে আফ্রিকায় কমিউনিজম খুব সামান্যই প্রভাব বিস্তার করে?
উত্তর: ১৯৫৮ সালে।
80. কত সালের মধ্যে এটি আফ্রিকায় অত্যন্ত কার্যকর হয়ে উঠে?
উত্তর: ১৯৬০ সালে ।
৪৬, কত সালের পর থেকে সোভিয়েত ইউনিয়নে আফ্রিকায় বেশ অগ্রগতি লাভ করে?
উত্তর: ১৯৫৫ সালের।
89. ১৯৬১ সালে কাকে লেনিন পুরস্কার প্রদান করে?
উত্তর : মস্কো গিনির প্রেসিডেন্ট সেকুতুরেকে ।
৪৮. ১৯৬২ সালে লেনিন পুরস্কার দেয়া হয় কাকে?
উত্তর: ঘানার প্রেসিডেন্ট এক্রমাকে ।
86. ১৯৬০ সালে মস্কোতে আফ্রো-এশীয় শিক্ষার্থীদের জন্য কী প্রতিষ্ঠিত হয়? উত্তর: Friendship University.
কত সাল থেকে আফ্রিকায় সোভিয়েত সাংস্কৃতিক প্রতিনিধি দলের সফর বৃদ্ধি পায়? উত্তর : ১৯৬০ সালে।
কত সালের সফরকালে নারী ও যুব সংগঠনগুলোর পারস্পরিক সফরও বৃদ্ধি পায়?
উত্তর : ১৯৬০-৬১ সালে।
৫২
১৯৫০-এর দশকের শেষ দিক থেকে কোন কর্মসূচি ব্যাপকতা লাভ করে? উত্তর: সোভিয়েত প্রপাগান্ডা।
। সংখ্যা

৫৩
কত সালের পর থেকে বিভিন্ন আফ্রিকান ভাষায় রেডিও মস্কোর প্রচার সময়বৃদ্ধি করা হয়? উত্তর : ১৯৫৮ সালের।
৫৪
কত সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন আফ্রিকার দেশগুলোর সাথে বিভিন্ন চুক্তি সম্পাদন করেছে? উত্তর : ১৯৬০ সাল থেকে আশির দশক পর্যন্ত ।
৫৫
সোভিয়েত বিশ্ববিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠানগুলোতে কত জন আফ্রিকান জনগোষ্ঠীকে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেয়া
হয়েছে?
উত্তর : প্রায় ৫৩,০০০ আফ্রিকান।
৫৬
প্রায় ২ লক্ষ বিশেষজ্ঞকে আফ্রিকার মাটিতে কারা প্রশিক্ষণ দিয়েছিলেন? উত্তর: সোভিয়েত ইউনিয়ন।
29
২০০২ সালে আফ্রিকার সাথে রাশিয়ার কত শতাংশ বাণিজ্য হয়েছে?
উত্তর : ১৫%।
৫৮
অর্থের হিসেবে তা কত?
উত্তর : ৯০০ মিলিয়ন ডলারের কিছু বেশি।

২০০৬-এ এসে রুশ আফ্রিকা বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে কত?
উত্তর : ২ বিলিয়ন ডলার।
৬০
১৯৯৯ সালে ফরাসি আফ্রিকা বাণিজ্যের পরিমাণ ছিল কত?
উত্তর : ২৬.৬ বিলিয়ন ডলার।
৬১
১৯৯৮-২০০৫ সময়ে রাশিয়া আফ্রিকায় কত ঋণ দিয়েছে?
উত্তর : ১৪ বিলিয়ন ডলার।
৬২
কত সালের পর থেকেই চীন আফ্রিকাসহ তৃতীয় বিশ্বের প্রতি তার কূটনীতিকে জোরালোভাবে পরিচালনা করেছে?
উত্তর : ১৯৪৯ সালের।
৬৩
কত সালে অনুষ্ঠিত হয় বান্দুং সম্মেলন?
উত্তর : : ১৯৫৫ সালে।
১৯৪৯ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত কাদের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক ছিল না?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র।
৬৫
চীন কত সালে আফ্রিকার সাথে দ্বিপাক্ষিক সহযোগিতার সূচনা করে?
উত্তর : ১৯৫৬ সালে।
৬৬
১৯৫৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত আফ্রিকায় বিভিন্ন দেশে কতটি প্রকল্পে অর্থায়ন করেছে চীন? উত্তর : ৮০০টিরও বেশি।
৬৭
১৯৫৬ সাল থেকে ১৯৮৭ পর্যন্ত চীন আফ্রিকায় প্রায় কত ডলারের অর্থনৈতিক সাহায্য প্রদান করেছে? উত্তর : ৪,৭৮৩ মিলিয়ন মার্কিন ডলারের।
৬৮
তাঞ্জানিয়া ও জাম্বিয়ার মধ্যে সংযোগকারী রেলপথ কোনটি?
উত্তর : "Tanzam Freedom Railway. '
৬৯
মোজাম্বিকের কোন সংগঠনকে চীনারা অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করেছে?
উত্তর : FRELIMO গেরিলা সংগঠনকে।
१०
দক্ষিণ পশ্চিম আফ্রিকায় কোন সংগঠনকে চীনারা অস্ত্র ও অর্থ সাহায্য দিয়েছে? উত্তর : SWAPO
৭১
জিম্বাবুয়ের কোন দলকে চীনারা অস্ত্র ও অর্থ সাহায্য দিয়েছে?
উত্তর : রবার্ট মুগারের দল ZANU।

কত সালে তিয়েনআনমেন স্কোয়ারের ঘটনার পর পাশ্চাত্য বিশ্ব চীনাকে অভিযুক্ত করে?
উত্তর: ১৯৮৯ সালের জুনে।
90
১৯৮৮ সালে চীন আফ্রিকার ১৩টি দেশে কত ডলার প্রদান করে?
উত্তর : মাত্র ৬০.৪ মিলিয়ন মার্কিন ডলার।
48
১৯৯০ সালে অর্থাৎ তিয়েনআনমেন এর এক বছরে এ অঙ্ক গিয়ে দাড়ায় কত?
উত্তর : ৩৭৪.৬ মিলিয়নে।
90
কত সালের বান্দুং সম্মেলনের সময় চীনা নেতারা প্রথম আফ্রিকান নেতৃবর্গের সংস্পর্শে আসেন?
উত্তর : ১৯৫৫ সালের।
৭৬
কত সালে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল আফ্রিকা সফর করে?
উত্তর : ১৯৬৪-৬৫ সালে।
২০০৪ সালে কে আফ্রিকার তিনটি তেল সমৃদ্ধ রাষ্ট্র সফর করেন?
উত্তর : চীনা প্রেসিডেন্ট Hu Jintao.
৭৮
১৯৬০ সালে সর্বমোট কতটি বিদেশি প্রতিনিধিদল চীন সফর করে?
উত্তর : ৮০০টি।

এর মধ্যে কতটি প্রতিনিধি দলই ছিল আফ্রিকার?
উত্তর : ২০০টি।
৮০
কত সাল থেকে চীন দ্রুতগতিতে আফ্রিকার বিভিন্ন দেশে দূতাবাস খুলতে শুরু করে?
উত্তর : ১৯৫৮ সাল।
৮১
সবচেয়ে বড় দূতাবাসটি কত সালে খোলা হয়?
উত্তর : ১৯৬১ সালে।
৮২. এ দূতাবাসটি কোথায় খোলা হয়?
উত্তর : সোমালিয়ায়।
৮৩
চীনে আফ্রিকা সংক্রান্ত কোন গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়?
উত্তর : Chinese Institute of African Affairs.
৮৪. কত সাল থেকে মরক্কোর কন্নাসাবাক্কায় চীনের অংশগ্রহণ ব্যাপকভাবে প্রশংসিত হয়?
উত্তর : ১৯৫৭ সালে।
৮৫. কত সালে তিউনিসের প্রদর্শনীতে চীনের অংশগ্রহণ ব্যাপকভাবে প্রশংসিত হয়?
উত্তর : ১৯৫৮ সাল থেকে।
৮৬
কত সালে কায়রোতে The New China News Ageney তাদের প্রথম আফ্রিকান কার্যালয় খোলে?
উত্তর : ১৯৫৮ সালে।
৮৭. কত সালে দিনে দু'বার এক ঘণ্টার একটি অনুষ্ঠান প্রচার শুরু হয়?
উত্তর : ১৯৫৯ সালে।
tu.
কত সালের দিকে চীন-মিশর সম্পর্কে কিছুটা অবনতি ঘটে?
উত্তর : ১৯৫৭ সালে।

কত সালে কায়রোতে অনুষ্ঠিত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আফ্রো-এশীয় সংহতি সম্মেলন?
উত্তর : ১৯৫৭ সালে।
do.
কত সালের বসন্তে কিছু নির্বাচিত আলজেরীয় কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ দেয়া হয়? উত্তর : ১৯৫৯ সালে।
889
৪৪৮
৯১

১৯৬৩ চীন আলজেরিয়াতে কত ডলারের একটি কারিগরি সহায়তা প্রদান করে?
উত্তর : আঠারো মিলিয়ন ডলারের।
১২
কত সালে দক্ষিণ আফ্রিকা ও হংকং এর বাণিজ্যিক মূল্যমানের একটি হিসেবে লক্ষ্য করা যায়? উত্তর : ১৯৭৩-৮০ সালে।
১৩
১৯৭৩ সালে এটি ছিল কত ডলার?
উত্তর : ১০৮ মিলিয়ন ডলার।

১৯৮০ সালে এটি বেড়ে হয় কত ডলার?
উত্তর : ৩৪০ মিলিয়ন ডলার।
৫. চীনা কোম্পানিগুলো আফ্রিকায় কতটি কোম্পনি প্রতিষ্ঠা করেছে?
উত্তর : ৪৯৯ টি
৯৬
চীন কত সালে একটি তেল আমদানিকারক রাষ্ট্রে পরিণত হয়? উত্তর : ১৯৯৩ সালে।

কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্কের সূচনা হয়? উত্তর : ১৯৭১ সালে।
১৮
কত সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন সোমালিয়ায় একটি বড় নৌঘাঁটি স্থাপন করে? উত্তর : ১৯৬৯ সালে।
কত সালে একটি চীনা সাংস্কৃতিক প্রতিনিধিদল পূর্ব আফ্রিকা সফর করে? উত্তর : ১৯৬২ সালের শেষ দিকে।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]