মুঘল আমলে (১৫২৬-১৭৫৭ খ্রি.) বাংলার শাসন বারভূঁইয়াদের শাসন আমল


ক. পটভূমি
দিল্লির শাসন ক্ষমতায় ১৫২৬ সালে মুঘলরা অধিষ্ঠিত হলেও বাংলায় মুঘলদের শাসন ১৫৭৬ সালের আগে প্রতিষ্ঠিত হয়নি।
এখানে আফগান শূর ও কররানি বংশের শাসন অব্যাহত ছিল। ১৫৭২ সালে দাউদ খান কররানি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে
বাংলায় শক্তিশালী সেনাবাহিনী, ভারতবর্ষের পূর্বাঞ্চলে রাজ্য বিস্তার ও প্রভূত সম্পদের অধিকারী হন। নিজেকে তিনি দিল্লির
সম্রাট আকবরের সমকক্ষ ভাবতে শুরু করেন। নিজের নামে তিনি খুতবা পাঠ ও মুদ্রা চালু করেন। কররানির আচরণকে
প্রতিহত করার উদ্দেশ্যে সম্রাট আকবর বাংলা অভিযান প্রেরণের সিদ্ধান্ত নেন।
খ. আকবরের বাংলা বিজয়
সম্রাট আকবর জৌনপুরের শাসনকর্তা মুনির খানকে বাংলা আক্রমণের নির্দেশ প্রদান করেন। ১৫৭২ সালে তিনি বাংলা
আক্রমণ করেন। দাউদ খান শক্ত কোনো প্রতিরোধে না গিয়ে মুনির খানকে ধনরতœ দিয়ে তার সঙ্গে আপস করেন। এতে
আকবর তার ওপর অসন্তুষ্ট হন। আকবরের নির্দেশে ১৫৭৩ সালে আবার মুনির খান আল-বিহার অধিকারের জন্য আক্রমণ
করেন। এখানে দাউদ কররানি শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। সম্রাট আকবর স্বয়ং বিহার অভিযানে অংশ নেন। পাটনা দুর্গে
আশ্রয় নেওয়া দাউদ কররানি ও তার সৈন্যদের সরবরাহ বন্ধ করে দেওয়ায় আফগানরা বাংলায় পালিয়ে আসে। বিহার
অধিকার সম্পন্ন করে সম্রাট আগ্রায় ফিরে যান, মুনির খান কররানির রাজধানী তান্ডা আক্রমণ করেন। দাউদ খান তান্ডা
ছেড়ে হুগলির সপ্তগ্রামে আশ্রয় নেন। তান্ডা অধিকার শেষে মুঘল সৈন্যরা সপ্তগ্রাম অগ্রসর হলে দাউদ খান উড়িষ্যায় পালিয়ে
যান। মুঘল সেনাপতি টোডরমল এবং মুনির খান তাকে অনুসরণ করেন। ১৫৭৫ সালের ৩ মার্চ তুকারায় উভয় বাহিনীর


তুমুল যুদ্ধ হয়, দাউদ খান কন্টক দুর্গে আশ্রয় নেন, মুঘল সৈন্যরা সেই দুর্গ ঘিরে ফেললে দাউদ সন্ধি করতে বাধ্য হন।
কন্টকের সন্ধি মোতাবেক দাউদ খান সম্রাট আকবরের আনুগত্য মেনে নেন। ১৫৭৬ খ্রিস্টাব্দে সর্বশেষ রাজমহলের যুদ্ধে
আফগান বাহিনীকে মুঘলরা পরাজিত করেন। দাউদ খানের শোচনীয় পরাজয় ঘটলে তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়, বাংলায়
আফগান কররানিদের শাসনের অবসান ঘটে। তবে বাংলায় তখন বার ভূঁইয়াদের শক্ত প্রতিরোধের মুখে পড়েন মুঘল
বাহিনী।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]