রাশিয়ায় কে ভূমিদাস মুক্তি আইন (Emancipation Edict) পাস করে?

রাশিয়ায় কে ভূমিদাস মুক্তি আইন (Emancipation Edict) পাস করে?
উত্তর : জার দ্বিতীয় আলেকজান্ডার।
Serfdom -এর অর্থ কী?
উত্তর : ভূমিদাস প্রথা ৷
৩. সোভিয়েত ইউনিয়নের আয়তন কত ছিল?
উত্তর : ২ কোটি ২৪ লক্ষ বর্গ কিলোমিটার ।
৪. ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে কোন প্রথা রুশ সমাজের উপর এক দুর্বহ ভার স্বরূপ?
উত্তর : ভূমিদাস প্রথা (Serfdom)।
৫. রাশিয়ায় কে ভূমিদাসের বিক্রয়ের বিজ্ঞাপন নিষিদ্ধ করেন?
উত্তর : প্রথম আলেকজান্ডার (Alexander I)।
"It was batter for change to come from above than to come from below" —উক্তিটি কার?
উত্তর : জার দ্বিতীয় আলেকজান্ডারের (Alexander II)।
৭. রাশিয়া কী নির্ভর দেশ?
b.
উত্তর : কৃষি ।
কোন দেশের কৃষকদের একাধারে ভালো ও মন্দ (both better and worse ) বলা হয়?
উত্তর : রাশিয়ার কৃষকদের।
৯. রাশিয়ার সমাজ প্রধানত কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল?
উত্তর : দুইটি (অভিজাত ও কৃষক)।
১০. রাশিয়ার কৃষকদের মধ্যে কয়টি শ্রেণিবিভাগ ছিল? উত্তর : দুইটি (স্বাধীন কৃষক ও ভূমিদাস)।
১১. ঊনবিংশ শতকে রাশিয়ার জনসংখ্যার কত শতাংশ কৃষক ছিল?
উত্তর : ৯৫ শতাংশ ।
১২. রাশিয়া কী নির্ভর দেশ ছিল?
উত্তর : কৃষি ।
১৩. উনিশ শতকে রাশিয়ার সমাজে কাদের প্রাধান্য ছিল?
উত্তর : অভিজাত শ্রেণির।
১৪. তৎকালীন রাশিয়ায় কতগুলো অভিজাত পরিবার ছিল? উত্তর : ১,৫০,০০০ (প্রায়)।
১৫. রাশিয়ার সমাজে কৃষক বা সার্ফদের জীবন কিরূপ ছিল?
উত্তর : অত্যন্ত করুণ ও শোচনীয়।
১৬. রাশিয়ায় কাদের জীবনকে পশুর জীবনের সাথে তুলনা করা হতো?
উত্তর : সার্ফদের জীবনকে।
১৭. ইউরোপীয় সভ্যতার শেষ সন্তান কোন দেশকে বলা হয়?
উত্তর : রাশিয়াকে।
১৮. কোন দেশের ইউরোপীয় সভ্যতার মূল স্রোতের সাথে দীর্ঘকাল সম্পর্ক ছিল না।
উত্তর : রাশিয়ার ।
১৯. কোন দেশে রেনেসাঁর ও ঔপনিবেশিকতার ছোঁয়া লাগেনি?
উত্তর : রাশিয়ায়।
২০. ইউরোপের রাজনীতিতে রাশিয়ার প্রথম পদচারণা শুরু হয় কার শাসনামলে?
উত্তর : পিটারের শাসনামলে ।
২১. আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়?
উত্তর : পিটারকে ।
২২. কার শাসনামলে রাশিয়া ইউরোপের রাজনীতির সাথে একান্ত হয়ে
উত্তর : সম্রাজ্ঞী (জারিনা) ক্যাথারিনের শাসনামলে ।
ওঠে?
২৩. রাশিয়ার কোন শ্রেণি ব্যক্তিগত কর, এমনকি প্রাণদণ্ড থেকেও রেহাই পেত না?
উত্তর : কৃষক বা সার্ফরা।
২৪. সামাজিক স্বাধীনতা ও সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত ছিল কোন শ্রেণি?
উত্তর : কৃষক বা সার্ফরা।
২৫. সামান্য অপরাধে কঠোর শাস্তি, এমনকি সাইবেরিয়ায় নির্বাসন দেওয়া হতে
কাদের?
উত্তর : কৃষক বা সার্ফদের।
২৬. ঊনবিংশ শতকে রাশিয়া কোন ধরনের রাষ্ট্র ছিল?
উত্তর : জার (সম্রাট) শাসিত চরম স্বৈরতান্ত্রিক সামন্তবাদী সাম্রাজ্যবাদী রাষ্ট্র।
২৭. রাশিয়ায় কত সাল পর্যন্ত ভূমিদাস প্রথা (Serfdom) চালু ছিল?
উত্তর : ১৮৬১ সাল পর্যন্ত।
ঊনবিংশ শতকের রাশিয়া
২৮. রাশিয়ায় কে, কখন ভূমিদাস প্রথা বিলোপ করেন?
উত্তর : ১৮৬১ সালে জার দ্বিতীয় আলেকজান্ডার ।
২৯. রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির ঘোষণা কখন জারি করা হয়?
উত্তর : ১৮৬১ সালের ২৯ ফেব্রুয়ারি।
৩০. অত্রেৎস্কি কী?
৫১
উত্তর : কৃষক কর্তৃক ব্যবহৃত জমির ভালো অংশ যা জমিদার নিজের নামে কেটে রেখেছিল।
৩১. ইসপুল কী?
উত্তর : কৃষকের উৎপাদিত ফসলের অর্ধেক যা বাধ্যতামূলকভাবে জমিদারকে
প্রদান করতে হতো।
৩২. অবরক বা বার্শ চিনা কী?
উত্তর : কৃষকের শ্রম খাজনা, বেগার খাটুনি ।
৩৩. অবশ্চিনা কী?
উত্তর : ভূমিদাস প্রথার আমলে কৃষককে দেওয়া জমি যা গ্রাম পঞ্চায়েতের অধীনে ছিল ।
৩৪. রাশিয়ার সামাজিক সম্পর্ক' শীর্ষক প্রবন্ধটির লেখক কে?
উত্তর : বিখ্যাত ঐতিহাসিক ও দার্শনিক ফ্রেডারিখ এঙ্গেলস ।
৩৫. মর্যাদার দিক থেকে রাশিয়ার সমাজে কয়টি শ্রেণির অস্তিত্ব ছিল?
P8
উত্তর : দুইটি। যথা : প্রচুর ভূসম্পত্তির অধিকারী অভিজাত শ্রেণি এবং সংখ্যাগরিষ্ঠ সার্ফ বা ভূমিদাস শ্রেণি ।
৩৬. রাশিয়ার রেলপথ ও অস্ত্র নির্মাণ শিল্পের বিকাশে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করেন?
উত্তর : জার ২য় আলেকজান্ডার।
৩৭. রাশিয়ার কোন শাসক 'শিল্পবান্ধব' হিসেবে পরিচিত ছিলেন?
উত্তর : জার দ্বিতীয় নিকোলাস ।
৩৮. রাশিয়ায় শ্রমিকদের দৈনিক কত ঘণ্টা কাজ করতে হতো?
উত্তর : ১২-১৪ ঘণ্টা।
৩৯. তৃতীয় আলেকজান্ডার কোন প্রকৃতির শাসক ছিলেন?
উত্তর : চরম স্বৈরাচারী শাসক।
৪০. “এক জার, এক গির্জা ও এক রাশিয়া” –কে ঘোষণা করেন? উত্তর : তৃতীয় আলেকজান্ডার ।
৫২

81. Land Captain কে নিয়োগ করেন?
উত্তর : তৃতীয় আলেকজান্ডার ।
৪২. রাশিয়ার বিপ্লবের পেছনে কাদের অবদান সবচেয়ে বেশি?
উত্তর : সাহিত্যিক ও দার্শনিকদের।
৪৩. রাশিয়ার খ্যাতনামা সাহিত্যিকদের নাম লিখ ।
উত্তর : পুসকিন, ম্যাক্সিম গোর্কি, দস্তয়েভস্কি, তুর্গেনিভ ও লিউ টলস্টয় প্রমুখ। ৪৪. রুশ বিপ্লবের পশ্চাতে অবদান রয়েছে এমন কয়েকজন বিশ্বখ্যাত দার্শনিকের নাম
লিখ ।
উত্তর : বাকুলিন, কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস ।
৪৫. কাদের প্রভাবে রাশিয়ায় নিহিলিজম ও নারোদনিক মতবাদের উদ্ভব হয়?
উত্তর : দার্শনিকদের ।
৪৬. নিহিলিজম -এর অর্থ কী?
উত্তর : শূন্যবাদ ।
৪৭. ভূমিদাস প্রথার বিরুদ্ধে ১ম বিপ্লবী আন্দোলন কত সালে সংঘটিত হয়?
উত্তর : ১৬০৫ সালে ।
৪৮. রাশিয়ায় সংঘটিত ২য় কৃষক বিদ্রোহের সময়কাল কত ছিল?
উত্তর : ১৬৬৭–১৬৭১ সাল পর্যন্ত ।
৪৯. রাশিয়ায় কখন ৩য় কৃষক বিদ্রোহ ঘটে?
উত্তর : ১৭০৭-১৭০৮ সালে ।
50. Union of Salvaiton নামক গুপ্ত সমিতি কখন ও কোথায় স্থাপিত হয়?
উত্তর : ১৮৬১ সালে সেন্ট পিটার্সবার্গে ।
৫১. Anarchist Movement কী?
উত্তর : নৈরাজ্যবাদী আন্দোলন ৷
৫২. পিতা ও পুত্র (Father and Sons) উপন্যাসটি কে রচনা করেন?
উত্তর : তুর্গেনিভ।
৫৩. নিহিলিজম বা শূন্যবাদের প্রবক্তা কে ছিলেন?
উত্তর : মাইকেল বাকুনিন ।
৫৪. নারোদনিক শব্দের অর্থ কী?
উত্তর : জনবাদী।
ঊনবিংশ শতকের রাশিয়া
৫৫. জার দ্বিতীয় আলেকজান্ডার কখন এবং কাদের হাতে নিহত হন।
৫৩
উত্তর : ১৮৮১ সালে নারোদনিয়া ভলিয়ার একটি উগ্রপন্থি গোষ্ঠীর বোমার
আঘাতে।
৫৬. কে নিহিলিস্ট ও নারোদনিকদের কঠোর হস্তে দমন করেন?
উত্তর : জার তৃতীয় আলেকজান্ডার ।
৫৭. রাশিয়ার প্রাদেশিক শাসনকর্তাদের কে নিযুক্ত করতেন?
উত্তর : জার নিযুক্ত করতেন।
৫৮. মির (Mir) কী?
উত্তর : মির (Mir) ছিল রাশিয়ার গ্রামাঞ্চলের একপ্রকার সমিতি। ৫৯. রাশিয়ার উচ্চপদস্থ কর্মচারীরা কোন শ্রেণি হতে নিযুক্ত হতেন?
উত্তর : অভিজাত শ্রেণি ।
৬০. রুশ আমলাতন্ত্রের ভিত্তি কী ছিল?
উত্তর : বংশ—কৌলিন্য (অভিজাত সম্প্রদায়)
৬১. কাদের দাপটে রাশিয়ার সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল?
উত্তর : লাঠিয়াল পুলিশ বাহিনীর দাপটে
৬২. রাশিয়ায় রাষ্ট্রীয় শাসনব্যবস্থার মধ্যমণি কে ছিলেন?
উত্তর : জার (সম্রাট)।
৬৩. জার সরকারের কর্মচারী ও বিচারকেরা কেমন ছিল?
উত্তর : দুর্নীতিপরায়ণ
৬৪. রাশিয়ায় ডিসেম্ব্রিস্ট আন্দোলনকারীদের লক্ষ্য কী ছিল?
উত্তর : সাংবিধানিক শাসন ও মৌলিক স্বাধীনতা প্রতিষ্ঠা এবং ভূমিদাসত্বের
অবসান ।
৬৫. রাশিয়ায় কৃষক বিদ্রোহ সংঘটনে কোন পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তর : কলোকল (Kolokol) বিপ্লবী পত্রিকা ।
৬৬. কত সালে রাশিয়ার বিরুদ্ধে পোল্যান্ডের বিদ্রোহ সংঘটিত হয়?
উত্তর : ১৮৬৩ সালে।
৬৭. 'ঝেমল্য-ই-ভল্য' - এই রুশ শব্দের অর্থ কী?
উত্তর : ভূমি ও স্বাধীনতা।
৬৮. রাশিয়ার তীব্র শ্রমিক আন্দোলন কার শাসনামলে সংঘটিত হয়?
উত্তর : জার ৩য় আলেকজান্ডারের।
Q8

৬৯. রুশ ভাষায় শব্দ 'নারোদ' এর অর্থ কী?
উত্তর : জনসাধারণ।
৭০. জার ১ম আলেকজান্ডারের শাসনকাল লিখ।
উত্তর : ১৮০১ থেকে ১৮২৮ সাল পর্যন্ত ৭১. জার ১ম নিকোলাসের রাজত্বকাল লিখ।
উত্তর : ১৮২৮-১৮৫৫ সাল পর্যন্ত। ৭২. জার ২য় আলেকজান্ডারের রাজত্বকাল লিখ
উত্তর : ১৮৫৫-১৮৮১ সাল পর্যন্ত। ৭৩. জার ৩য় আলেকজান্ডারের রাজত্বকাল লিখ
উত্তর : ১৮৮১-১৮৯৪ সাল পর্যন্ত
৭৪. জার ২য় নিকোলাসের রাজত্বকাল লিখ
উত্তর : ১৮৯৪-১৯১৭ সাল পর্যন্ত
1
৭৫. নেপোলিয়নের গ্রান্ড আর্মি (Grand Army) কত সালে রাশিয়া আক্রমণ করে?
উত্তর : ১৮১২ সালে।
৭৬. গোঁড়ামি, স্বৈরতন্ত্র ও রুশ সাহিত্যের শ্রেষ্ঠত্ব প্রচার কোন রুশ শাসকের নীতি
ছিল?
উত্তর : জার ১ম নিকোলাসের।
৭৭. থার্ড সেকশন (Third Section) নামে গুপ্তচর বাহিনী কে গঠন করেন?
উত্তর : জার ১ম নিকোলাস ।
৭৮. কার শাসনকালকে রুশি সাহিত্যের ‘অগাস্টিয়ান যুগ' বলা হয়?
উত্তর : জার ১ম নিকোলাস ।
৭৯. ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র (১৮৬১ সাল) কয়টি নীতির উপর রচিত হয়?
উত্তর : ৪টি।
৮০. কাকে ‘মুক্তিদাতা জার' (Czar Liberator) বলা হয়?
উত্তর : জার ২য় আলেকজান্ডারকে।
৮১. জার ২য় নিকোলাস কাদের হাতে নিহত হন?
উত্তর : নিহিলিস্ট বিপ্লবীদের হাতে।
৮২. রুশীকরণ নীতি কে চালু করেন?
উত্তর : জার ৩য় আলেকজান্ডার।
৮৩. রাশিয়ায় কখন জারতন্ত্রের পতন হয়?
উত্তর : ১৯১৭ সালে।
b
৮৪. রাসপুতিন কে ছিলেন?
ঊনবিংশ শতকের রাশিয়া
উত্তর : ২য় নিকোলাসের সময় একজন ক্ষমতাবাদ যাজক ছিলেন। ৮৫. জার বলতে কী বুঝ?
উত্তর : রাশিয়ার সম্রাটদেরকে জার বলা হতো।
৮৬. রাশিয়ার সর্বশেষ জার কে ছিলেন?
উত্তর : জার দ্বিতীয় নিকোলাস ।
খ-বিভাগ | সংক্ষিপ্ত প্রশ্নাবলি
৫৫
(B-Part)
( Short Questions )
3
O.
রাশিয়ার ভূমিদাসপ্রথা সম্পর্কে সংক্ষেপে লিখ ।
উত্তর : ১.১ এর ৩ য় অনুচ্ছেদ।
উনিশ শতকে রাশিয়ার সামাজিক অবস্থা কিরূপ ছিল?
উত্তর : ১.২।
উনিশ শতকে রাশিয়ার রাজনৈতিক অবস্থা কিরূপ ছিল?
উত্তর : ১.৩ ।
৪. উনিশ শতকে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল?
উত্তর : ১.৪ ।
৫. ডিসেম্ব্রিস্ট কাদের বলা হতো? তাদের কেন ঐ নামে অভিহিত করা হয়েছিল?
উত্তর : ১.৫ এর ১ ।
৬. কৃষক
9
বিদ্রোহ ও রুশ বিপ্লবীদের কার্যকলাপ সম্পর্কে সংক্ষেপে লিখ ।
উত্তর : ১.৫ এর ২ ।
রাশিয়ার বিরুদ্ধে কেন পোল্যান্ডে বিদ্রোহ হয়েছিল?
উত্তর : ১.৫ এর ৩ ।
৮. নিহিলিস্টদের লক্ষ্য কী ছিল?

উত্তর : ১.৫ এর লক্ষ্য।
জার শাসিত রাশিয়ার শ্রমিক আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও ।
উত্তর : ১.৫ এর ৫ ।
১০. রাশিয়ার ‘নারোদনিকি (পপুলিস্ট) আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।
উত্তর : ১.৫ এর ৬।
১১. ঊনবিংশ শতকের প্রাক্কালে রাশিয়ার জাতিগোষ্ঠী ও ধর্মমতের পরিচয় দাও ।
উত্তর : ১.৬ এর ২ ।
১২. ঊনবিংশ শতকের প্রাক্কালে রাশিয়ার অভিজাত শ্রেণির অবস্থা কিরূপ ছিল?
৫৬
উত্তর : ১.৬ এর ৩।
১৩. জার প্রথম আলেকজান্ডারের উদারতান্ত্রিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে লিখ ।
উত্তর : ১.৬ এর খ এর ২।
১৪. জার প্রথম আলেকজান্ডার ভূমিদাস প্রথা (Serfdom) সংস্কারে অনাগ্রহী ছিলেন
কেন?
উত্তর : ১.৬ এর খ এর ৪ ।
১৫. জার প্রথম আলেকজান্ডার কেন সংবিধান সংস্কার করেন?
উত্তর : খ এর (ii) এর ৫।
১৬, ১৮০৭ সালের টিরজিটের সন্ধি সম্পর্কে লিখ ।
উত্তর : খ এর (i) এর ২।
(1- 8)
১৭. জার ১ম নিকোলাস কেন রক্ষণশীল নীতি গ্রহণ করেন?
উত্তর : গ এর (i) এর ১ ।
১৮. জার ১ম নিকোলাসের স্বৈরতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লিখ ।
উত্তর : গ এর (i) এর ২ ।
১৯. জার ১ম নিকোলাসের শাসনামলকে রুশ সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় কেন?
উত্তর : গ এর (i) এর ৪ ।
২০. ১৮২৩ সালের উনকিয়ার স্কেলেসির সন্ধি কেন স্বাক্ষরিত হয়?
উত্তর : গ এর (ii) এর ৩।
২১. ১৮৫৬ সালের প্যারিস সন্ধি কেন জার ১ম নিকোলাসের মধ্যে হতাশার সৃষ্টি
করেছিল?
উত্তর : গ এর (ii) এর ৫।
২২. জার ২য় আলেকজান্ডারের উদারতন্ত্রীবাদ সম্পর্কে লিখ।
উত্তর : ঘ এর (i) এর ১ ।
২৩. জার ২য় আলেকজান্ডারের ভূমিদাস মুক্তির ঘোষণাপত্রটি লিখ ৷
উত্তর : ঘ এর (i) এর ৪ ।
২৪. ভূমিদাস প্রথা উচ্ছেদ আইনের ত্রুটিসমূহ লিখ।
উত্তর : ঘ এর (i) এর ৪ ।
২৫. জার ২য় আলেকজান্ডারের শিক্ষা সংস্কার সম্পর্কে সংক্ষেপে লিখ ।
উত্তর : ঘ এর (i) এর ৯।
ঊনবিংশ শতকের রাশিয়া
২৬. জার ২য় আলেকজান্ডারকে মুক্তিদাতা আখ্যা দেওয়া কি সংগত?
উত্তর : ঘ এর (ii) ।
২৭. ১৮৭৮ সালে রাশিয়া কেন জার্মানির সাথে বার্লিন চুক্তি স্বাক্ষর করে?
উত্তর : ঘ এর (iii) এর ৩।
289
২৮. ১৮৭৮ সালে রাশিয়া কেন তুরস্কের সাথে স্যানস্টিফেনোর সন্ধি স্বাক্ষর করে?
উত্তর : ঘ এর (iii) এর ৫।
২৯. জার ৩য় আলেকজান্ডারের রুশীকরণ নীতি সংক্ষেপে লিখ।
৩০
উত্তর : ৬ এর ৩।
জার ২য় নিকোলাস কেন স্বৈরতান্ত্রিক নীতি গ্রহণ করেন?
উত্তর : চ এর ১।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]