কে ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো' রচনা করেন? রাশিয়ায় মার্কসবাদ প্রসারে কার ভূমিকা সবচেয়ে বেশি?

উত্তর : কার্ল মার্কস
‘কমিউনিস্ট ম্যানিফেস্টো' কবে ও কোথায় প্রকাশিত হয়? উত্তর : ১৮৪৮ সালে লন্ডনে।
মার্কসবাদের সর্বাধিক সফল প্রয়োগ ঘটে কোন বিপ্লবে? উত্তর : ১৯১৭ সালে রুশ বিপ্লবে।
সোভিয়েত ইউনিয়নে মার্কসবাদ প্রচারে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? উত্তর : পি. বি. এক্সেলরড, প্লেখানভ, জাসুলিচ ও ভি. আই. লেনিন প্রমুখ । আধুনিক সমাজতন্ত্রবাদের জনক কে?
উত্তর : কার্ল মার্কস।
কার্ল মার্কস কবে ও কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮১৮ সালে জার্মানির রাইন অঞ্চলের ট্রিয়ার (Trier) নামক স্থানে ।
কার্ল মার্কস বন ও বার্লিন বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয়ে শিক্ষা লাভ করেন? উত্তর : আইন, ইতিহাস ও দর্শন শাস্ত্র ।
৮. কার্ল মার্কসের প্রকাশিত পত্রিকাটির নাম কী?
উত্তর : রেনিশ গেজেট (Rhenish Gazette)।
কার্ল মার্কসের ঘনিষ্ঠ বন্ধু কে ছিলেন?
উত্তর : ফ্রেডারিখ এঙ্গেলস ।
১০. লেনিন ও বলশেভিকগণ কোন আদর্শে রুশ বিপ্লবকে পরিচালিত করেন?
উত্তর : মার্কসবাদের আদর্শে।
১১. কারখানা ভিত্তিক শিল্পের প্রসারের কারণ কী?
উত্তর : শিল্পবিপ্লব।
১২. শ্রমিকদের কেমন মজুরি দেওয়া হতো?
উত্তর : স্বল্প।
১৩. রুশো কোন দেশের দার্শনিক?
উত্তর : ফরাসি।
১৪. রুশো কত শতকে রাষ্ট্রের উৎপত্তি তত্ত্ব দেন?
উত্তর : অষ্টাদশ শতকে ।
১৫. রুশোর তত্ত্বের মাধ্যমে কিসের উৎপত্তি ঘটে?
উত্তর : সমাজতন্ত্রবাদ ।
১৬. কোন ধর্মগ্রন্থে সমাজতন্ত্রের কথা বলা আছে বলে অনেকে বিশ্বাস করে?
উত্তর : বাইবেলে ।
১৭. অ্যানা ব্যাপিস্ট আন্দোলন কখন ঘটে?
উত্তর : ষোড়শ শতকে ।
১৮. ওরিজিন অব ইনউকোয়্যালিটি কোন যুগের গ্রন্থ?
উত্তর : ফরাসি বিপ্লব যুগের ।
১৯. ফরাসি বিপ্লবের সময় সমাজতন্ত্রের কথা কে বলেন?
উত্তর : হার্বার্ট ও ব্রিসো ।
২০. ডাইরেক্টরির শাসনকালে সমাজতন্ত্রের চেষ্টা করেন কে?
উত্তর : ব্যবেউফ।
২১. এ সমাজতন্ত্র কোন যুগের ছিল?
উত্তর : প্রাক শিল্পবিপ্লবের যুগের।
২২. এ সমাজতন্ত্রে কিসের অভাব ছিল?
উত্তর : যুক্তিবাদের।
২৩. সমাজতন্ত্রের কয়টি পর্যায়?
উত্তর : দুইটি ।
২৪. আধুনিক সমাজতন্ত্রীরা কোন নীতিতে বিশ্বাসী?
উত্তর : ইউটোপীয় ও মার্কসবাদ ।
২৫. সমাজতন্ত্রের মূল নীতি কয়টি?
উত্তর : ৫টি।
২৬. প্রাকৃতিক সম্পদে সকলের অধিকার কেমন?
উত্তর : সমান।
২৭. প্রতিটি নাগরিকের কিসের অধিকার আছে?
উত্তর : জীবিকার।
২৮. রাষ্ট্রের কর্তব্য কী?
উত্তর : বেকারদের কর্মসংস্থান করা।
মার্কসবাদের প্রসার ও ভি. আই. লেনিনের উত্থান
২৯. সমাজতন্ত্রে উৎপাদনের উপর কর্তৃত্ব কার থাকে?
উত্তর : রাষ্ট্রের।
৩০. সমাজতান্ত্রিক রাষ্ট্র কী?
উত্তর : শ্রমিকের রাষ্ট্র।
৩১. রাষ্ট্রের মৌলিক লক্ষ্য কী?
উত্তর : শ্রমিকের স্বার্থরক্ষা।
9
৩২. কার্ল মার্কসের পূর্ববর্তী সমাজতান্ত্রিকদের কী বলে?
উত্তর : আদি সমাজতন্ত্রবাদী ।
৩৩. সমাজতন্ত্রের আদি প্রবক্তা কে?
উত্তর : সেন্ট সাইমন।
৩৪. সেন্ট সাইমন কোন দেশের নাগরিক?
উত্তর : ফ্রান্স ।
৩৫. সেন্ট সাইমন কে ছিলেন?
উত্তর : প্রকৃত মানবপ্রেমিক ।
৩৬. সেন্ট সাইমন কিসের উপর গুরুত্ব দেন?
উত্তর : মালিক-শ্রমিক সহযোগিতা।
৩৭. সেন্ট সাইমন কী আশা করেছিলেন?
উত্তর : রাষ্ট্র মানবতাবাদীদের দ্বারা পরিচালিত হবে।
৩৮. মার্কসের ন্যায় তিনি কী ভাবেননি?
উত্তর : শ্রেণিসংগ্রাম ।
৩৯. শিল্পের প্রশাসনের দায়িত্ব কাকে নিতে বলেন?
উত্তর : মানবিক জোট সম্পন্ন ব্যক্তিদের।
৪০. সাইমনের মতে কোন ধর্ম সামাজিক অসাম্য দূর করতে পারে?
উত্তর : খ্রিষ্টধর্ম ।
৪১. রবার্ট ওয়েন কোন দেশের নাগরিক?
উত্তর : ইংল্যান্ড।
৪২. রবার্ট ওয়েন কবে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৭১১ সালে।
৪৩. ইংল্যান্ডে শ্রমিক আন্দোলন জোরদার হয় কখন?
উত্তর : ঊনবিংশ শতকের গোড়ার দিকে

৪৪. রবার্ট ওয়েন কী ছিলেন?
উত্তর : সমাজসংস্কারক।
৪৫. রবার্ট ওয়েন কোন কেন্দ্ৰীয় ট্রেড ইউনিয়ন গঠন করেন?
উত্তর : গ্রান্ড ন্যাশনাল কনসলিডেটেড ট্রেড ইউনিয়ন । ৪৬. রবার্ট ওয়েনকে কী বলা যায়?
উত্তর : সমাজসংস্কারক।
৪৭. ইংল্যান্ডের শ্রমিকরা কী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে?
উত্তর : চার্টিস্ট আন্দোলনে।
৪৮. শ্রমিকরা কী আবশ্যক মনে করেছিল?
উত্তর : ভোটাধিকার লাভ।
৪৯. চার্লস ফুরিয়ের কোন দেশের নাগরিক?
উত্তর : ফ্রান্স ।
৫০. চার্লস ফুরিয়েরের জন্ম কত সালে?
উত্তর : ১৭৭২ সালে ।
৫১. চার্লস ফুরিয়ের কার শিষ্য ছিল?
উত্তর : সেন্ট সাইমনের ।
৫২. তিনি কী স্থাপনের কথা বলেন?
উত্তর : ফ্যালানস্টারি ।
৫৩. ফ্যালানস্টারি গঠনের জন্য কত লোকের কথা বলে?
উত্তর : ১৫০০ লোকের।
৫৪. ফ্যালানস্টরিগুলো কোন ধরনের সংগঠন?
উত্তর : নিম্নতম লোকের।
৫৫. ফুরিয়েরের মতে জাতীয় আয়ের কত ভাগ মালিক পাবে?
উত্তর :
8
ভাগ ।
৫৬. ফুরিয়েরের মতে কত ভাগ শ্রমিক পাবে?
উত্তর : -
১২
ভাগ ।
৫৭. ফুরিয়েরের মতে বিজ্ঞানী, কলাকুশলীরা কত ভাগ পাবে?
উত্তর : অংশ।
৫৮
মার্কসবাদের প্রসার ও ভি. আই. লেনিনের উত্থান
. ফুরিয়েরকে কী বলা হয়?
উত্তর : সমবায়পন্থি সংগঠনের ব্যাখ্যাকারক।
৫৯. এছাড়া আর কোন লেখক সমাজতান্ত্রিক ভাবধারা প্রচার করেন?
৬০
উত্তর : ফিলিপ বুডনারোটি এবং আগস্ট ব্লাঙ্ক ।
আগস্ট ব্লাঙ্কের জন্ম কত সালে?
উত্তর : ১৮০৫ সালে।
৬১. বুর্জোয়া শ্রেণি তাদের মুনাফা বৃত্তি ত্যাগ করবে না- কে বলেন?
উত্তর : আগস্ট ব্লাঙ্ক ।
৬২. ব্লাঙ্ককে কী বলা হয়?
উত্তর : নৈরাজ্যবাদী।
৬৩. ব্লাঙ্ক কোন কোন দেশের বিপ্লব দেখে আশঙ্কিত হন?
উত্তর : ইংল্যান্ড ও ফ্রান্স ।
৬৪. লুই ব্লাঙ্কের মতে শ্রমিককে কিসের অধিকার পেতে হবে?
উত্তর : ভোটের
৬৫. ব্লাঙ্ক কিসের বিরোধী ছিলেন?
উত্তর : ব্যক্তিগত উদ্যোগে শিল্প স্থাপনের ।
৬৬. ব্যক্তিগত উদ্যোগের অর্থ কী?
উত্তর : মুনাফা ভোগ ৷ ৬৭. লুই ব্লাঙ্ক কী চেয়েছিলেন?
উত্তর : রাষ্ট্রের উদ্যোগে শিল্প ।
৬৮. লুই রাঙ্কের উল্লেখযোগ্য চিন্তা কী ছিল?
উত্তর : জাতীয় কারখানা স্থাপন ।
৬৯. সমাজতন্ত্রের গুরু বলা হয় কাকে?
উত্তর : লুই ব্লাঙ্ককে ।
৭০. ফার্দিনান্দ নাসাল কোন দেশের লেখক?
উত্তর : জার্মান ।
৭১. ফার্দিনান্দ নাসাল কী মনে করতেন?
উত্তর : রাষ্ট্রের দ্বারা আইন করা।
৭২. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্রষ্টা কে?
উত্তর : কার্ল মার্কস ।
৭৩. ঐতিহাসিক বস্তুবাদী দর্শনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : কার্ল মার্কস ।
৭৪. কার্ল মার্কসের জন্ম সাল কত?
উত্তর : ১৮১৮ সালের ৫ মে।
৭৫. কার্ল মার্কসের জন্ম কোথায়?
উত্তর : জার্মানিতে।
৭৬. কার্ল মার্কসের পরিবার কী ছিল?
উত্তর : ইহুদি।
৭৭. কার্ল মার্কসের পিতার নাম কী ছিল?
উত্তর : মার্কস লোভ ।
৭৮. কার্ল মার্কসের মাতার নাম কী ছিল?
উত্তর : হেরিয়েটা।
৭৯. কোন বিশ্ববিদ্যালয়ে মার্কস পড়া শেষ করেন?
উত্তর : ট্রিয়ার শহরের বিশ্ববিদ্যালয়ে ।
৮০. মার্কস কার জন্য দর্শন শাস্ত্রে আকৃষ্ট হয়?
উত্তর : হেগেল ।
৮১. দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্ব কার রচনা?
উত্তর : মার্কস ।
৮২. কার্ল মার্কস কত বছরে ডক্টরেট ডিগ্রি পান?
উত্তর : ২৩ বছরে ।
৮৩. কার্ল মার্কস কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর : রেইনিশ জেইটুং।
৮৪. রেইনিশ জেইটুং পত্রিকায় কোন রচনাগুলো প্রকাশ হয়?
উত্তর : প্রথম দিকের রচনাগুলো ।
৮৫. কোন সরকার কার্ল মার্কসকে দেশত্যাগের নির্দেশ দেয়?
উত্তর : প্রাশিয়া সরকার ।
৮৬. ফ্রেডরিক এঙ্গেলস মার্কসের কে ছিলেন?
উত্তর : বন্ধু ।
৮৭. মার্কস কত সালে কমিউনিস্ট লিগ গঠন করে?
উত্তর : ১৮৪৭ সালে।
মার্কসবাদের প্রসার ও ভি. আই. লেনিনের উত্থান
৮৮. কোন লাইব্রেরিতে মার্কস অধ্যয়ন করতেন ?
উত্তর : মাঞ্চেটার লাইব্রেরি ।
৮৯. মার্কসের প্রথম জনপ্রিয় গ্রন্থ কী? উত্তর : কমিউনিস্ট ম্যানিফেস্টো। ৯০. মার্কসের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কী?
উত্তর : ডাস ক্যাপিটাল।
৯১. ডাস ক্যাপিটাল প্রকাশিত হয় কবে?
উত্তর : ১৮৬৭ সালে।
৮২. কার্ল মার্কসের মৃত্যু হয় কবে?
উত্তর : ১৮৮৩ সালে ।
৯৩. সমাজতন্ত্রী দর্শনের বাইবেল কী?
উত্তর : কমিউনিস্ট ম্যানিফেস্টো ।
৯৪. কমিউনিস্ট ম্যানিফেস্টোর খণ্ড কয়টি?
উত্তর : ৪টি।
৯৫. মার্কসের তত্ত্ব কী নামে পরিচিত?
উত্তর : দ্বন্দ্বমূলক বস্তুবাদ।
৯৬. মার্কসের মতে সমাজে কয়টি শ্রেণি?
উত্তর : দুটি।
৯৭. একটি ব্যবস্থা কিছু দিন চলতে থাকলে তাকে কী বলে?
উত্তর : থিসিস।
৯৮. প্রকৃত পণ্য উৎপাদনকারী কারা?
উত্তর : শ্রমিকরা।
১৯. মার্কস আদি সমাজতন্ত্রীদের কী বলেছেন?
উত্তর : কল্পনাবিলাসী ।
১০০. মার্কস তার মতবাদের কী নাম দিয়েছেন?
উত্তর : সাধারণতন্ত্র ।
১০১. ধনতন্ত্রকে ধ্বংসের জন্য কী প্রয়োজন?
উত্তর : শ্রমিক বিপ্লব।
১০২. মার্কসের মতে শিল্পের দ্বারা যা আয় হয় তা কার প্রাপ্য?
উত্তর : শ্রমিকের।
১০৩. উৎসের ভিত্তিতে সমাজে কয়টি শ্রেণি?
উত্তর : তিনটি।
১০৪. মার্কস কাদের প্রকৃত শ্রেণি বলেননি?
উত্তর : কৃষকদের।
১০৫. মার্কসের মতে ধনতন্ত্রের প্রধান ত্রুটি কী?
উত্তর : অসাম্যের উপর প্রতিষ্ঠিত।
১০৬. মার্কসের মতে নগরগুলো কীভাবে স্ফীতকায় হয়?
উত্তর : গ্রামকে শোষণ করে ।
১০৭. মার্কসের মতে ব্যক্তিগত সম্পদ লোপ হলে কী প্রতিষ্ঠিত হবে?
উত্তর : শ্রেণিহীন সমাজ ।
১০৮. মার্কসীয় শ্রেণি বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য কী?
উত্তর : শ্রেণিহীন সমাজ ।
১০৯. পরিমাণগত পরিবর্তনের শেষে গুণগত পরিবর্তন আসবে এটা কার উক্তি?
উত্তর : কার্ল মার্কসের।
১১০. কাকে রুশ বিপ্লবের প্রাণপুরুষ বলা হয়?
উত্তর : ভি. আই. লেনিনকে
১১১. রাশিয়ার ভোলগা নদীর তীরের সিমবিরস্ক শহরটি কেন বিখ্যাত?
উত্তর : ভি. আই. লেনিনের জন্মস্থান।
১১২. লেনিনের প্রকাশিত পত্রিকাটির নাম কী?
উত্তর : ইসক্রা ।
১১৩. 'State and Revolution' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : লেনিন।
১১৪. রাশিয়ায় মার্কসবাদ প্রসারে কার ভূমিকা সবচেয়ে বেশি?
উত্তর : লেনিনের।
১১৫, সাম্যবাদী রাষ্ট্রের জনক লেনিন কবে দেহত্যাগ করেন?
উত্তর : ১৯২৪ সালের ২১ জানুয়ারি।
১১৬. মার্কসবাদের আধুনিক প্রয়োগ কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায়? উত্তর : লেনিন ও বলশেভিক দলের জারতন্ত্র দমনে।
মার্কসবাদের প্রসার ও ভি. আই. লেনিনের উত্থান

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]