লেনিনের পার্টি নেতাদের কাছে পেশকৃত কর্মপরিকল্পনা কী নামে পরিচিত?

১৯১৭ সালের অক্টোবর রাশিয়ার মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কখন সংঘটিত হয়?
উত্তর :
নয়া ক্যালেন্ডার অনুযায়ী ১৯১৭ সালের
অনুযায়ী ১৯১৭ সালের ৭ নভেম্বর (পুরানো বর্ষপঞ্জি/দিনপঞ্জি অনুসারে ২৫ অক্টোবর)।
রাশিয়ায় সকল বিপ্লবের জন্য কী দায়ী ছিল?
উত্তর : রাশিয়ার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অবস্থা । প্রথম বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় কখন?
উত্তর : ১৯০৫ সালে ।
দ্বিতীয় বুর্জোয়া সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় কখন?
উত্তর : ১৯১৭ সালে ।
১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের সফলতার পেছনে প্রধান ভূমিকা কী ছিল? উত্তর : পেত্রোগ্রাদের শ্রমিক ও সৈনিকদের সমবেত আক্রমণ ।
১০. জারতন্ত্রের উৎখাত হয় কখন?
উত্তর : ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসে ।
১১. জার নিকোলাস পদত্যাগ করেন কখন?
উত্তর : ১৯১৭ সালের মার্চ মাসে।
১২. প্রজাতন্ত্রী সরকার নিজেদের প্রকৃত বৈধ সরকার হিসেবে দাবি করে কেন?
উত্তর : সংবিধান অনুযায়ী গঠিত বলে ।
১৩. কোন আইনানুযায়ী প্রজাতন্ত্রী সরকার বৈধ সাংবিধানিক সরকার ছিল?
উত্তর : উত্তরাধিকারী আইন (Law of Devolution)।
১৪. পেত্রোগ্রাদে শ্রমিক ধর্মঘট হয়েছিল কবে?
উত্তর : ২৫ ফেব্রুয়ারি।
১৫. শ্রমিক ধর্মঘট কাদের দ্বারা সংঘটিত হয়?
উত্তর : রুশ সোশ্যাল ডেমোক্র্যাটদের প্রভাবে।
১৬. বলশেভিক পার্টি গুপ্ত অবস্থা থেকে প্রকাশ্যে আসে কখন ?
উত্তর : ফেব্রুয়ারি বিপ্লবের পর।
১৭. বলশেভিক নেতারা জেলখানা ও নির্বাসন থেকে ফিরে আসে কখন?
উত্তর : ফেব্রুয়ারি বিপ্লবের পর।
১৮. লেনিন কোন দেশে নির্বাসিত ছিলেন?
উত্তর : সুইজারল্যান্ড ।
১৯. লেনিন জুরিখ থেকে পেত্রোগ্রাদে পৌঁছেন কবে?
উত্তর : ১৯১৭ সালের ৩ এপ্রিল ।
২০৪ রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস ১৯৪৫ খ্রি. পর্যন্ত
২০. “সমাজতান্ত্রিক বিপ্লব দীর্ঘজীবী হোক।” - কার বক্তব্যের শেষ লাইন?
উত্তর : লেনিন এর।
২১. ৪ এপ্রিল ১৯১৭ পেত্রোগ্রাদের কোন প্রাসাদে পার্টির কর্মপরিকল্পনা পেশ করেন?
উত্তর : তোরিদা।
২২. লেনিনের পার্টি নেতাদের কাছে পেশকৃত কর্মপরিকল্পনা কী নামে পরিচিত?
উত্তর : এপ্রিল থিসিস ।
২৩. এপ্রিল থিসিসের প্রধান প্রধান বিষয় কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : 'প্রভেদা' পত্রিকায়।
২৪. জার সরকারের পতনের পর নেতৃত্বে আসে কে?
উত্তর : জর্জলুভভ ও কেরেনস্কি।
২৫. এপ্রিল থিসিসে কী ছিল না?
উত্তর : সমাজতন্ত্র প্রতিষ্ঠার কর্মসূচি।
২৬. লেনিন থিসিস উপস্থাপন করেন কোথায়?
উত্তর : RSDLP - এর সভায়।
২৭. লেনিনকে টিটকারি করেছিল কারা?
উত্তর : মেনশেভিকরা।
২৮. পাগলের প্রলাপ কে বলেছিল?
উত্তর : বরিস বগদানভ ৷
২৯. বলশেভিকদের সমাজতন্ত্রের প্রতি কী মনোভাব ছিল?
উত্তর : আস্থা ছিল না ।
৩০. প্রথম এপ্রিল থিসিস বিশ্বাস করেন কে?
উত্তর : কলোনতাই ।
৩১. এপ্রিল থিসিস কবে অনুমোদন পায়?
উত্তর : ২৪ এপ্রিল, ১৯১৭ সালে।
৩২. এপ্রিল থিসিস বলশেভিক পার্টির কততম সম্মেলনে অনুমোদন পায়?
উত্তর : সপ্তম ।
৩৩. এ সিদ্ধান্তের পর পার্টি কী করে?
উত্তর : ঐক্যবদ্ধ হয়।
৩৪. এ সিদ্ধান্তের পর পার্টি কোথায় যায়?
উত্তর : জনগণের কাছে ।
১৯১৭ সালের অক্টোবর
৩৫
এপ্রিল থিসিস প্রচারে কারা নামে? উত্তর : বলশেভিকরা।
৩৬. কত সাল পর্যন্ত সোভিয়েতগুলোতে মেনশেভিকদের প্রভাব ছিল?
উত্তর : ১৯১৭ – এর জুনের প্রথম ভাগ ।
৩৭. এপ্রিল থিসিসের পর লেনিনের প্রতিনিধির সংখ্যা কী হয়?
উত্তর : বেড়ে যায় ।
৩৮. বলশেভিকরা কবে রাষ্ট্রক্ষমতা দাবি করে?
উত্তর : ৩ জুন, ১৯১৭ সাল ।
৩৯. অস্থায়ী বুর্জোয়া সরকারের কী অবস্থা হয়েছিল?
উত্তর : ভীত হয়ে পড়েছিল। ৪০. বুর্জোয়া সরকার কী শুরু করে?
উত্তর : লেনিনের বিরুদ্ধে অপপ্রচার।
৪১. গ্যালাশিয়া উদ্ধারের জন্য কবে অভিযান চলে?
উত্তর : ১৮ জুন, ১৯১৭ সালে ।
৪২. রাশিয়ায় গ্যালাশিয়া অভিযান কী হয়েছিল?
উত্তর : ব্যর্থ হয়েছিল।
৪৩. গ্যালাশিয়া অভিযানে কতজন লোক হতাহত হয়?
উত্তর : প্রায় ৬০,০০০ লোক ।
৪৪. সরকারের প্রতি জনগণের কী মনোভাব হয়?
উত্তর : আস্থা নষ্ট হয়ে যায় ।
৪৫. সরকার গ্যালাশিয়া অভিযানে ব্যর্থতার দায় কার উপর চাপায়?
উত্তর : লেনিনের উপর।
৪৬. বুর্জোয়া সরকারের এ প্রচারণায় লোকে কী করেছিল?
উত্তর : অবিশ্বাস।
৪৭. বুর্জোয়া সরকারের অপপ্রচারের ফলে রাশিয়ায় কী শুরু হয়?
উত্তর : বিক্ষোভ ।
৪৮. সৈনিকরা কোথায় মিলিত হয়?
উত্তর : পেত্রোগ্রাদে ।
৪৯. পেত্রোগ্রাদে কারা মিলিত হয়?
উত্তর : মেশিনগান রেজিমেন্টের সৈনিকরা।
৫০. সৈনিকরা কবে মিলিত হয়েছিল?
উত্তর : ২ জুলাই ।
রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস ১৯৪৫ খ্রি. পর্যন্ত ৫১. সৈনিকরা একত্রিত হয়েছিল কেন?
উত্তর : সরকারের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট করার জন্য একত্রিত হয়েছিল ৫২. সৈনিকদের পরিকল্পনা কী ছিল?
উত্তর : সশস্ত্র বিক্ষোভ ।
৫৩. বলশেভিকরা কী মনে করেছিল?
উত্তর : বিপ্লবের সময় এখনো আসেনি।
৫৪. ৫ লক্ষ লোক পেত্রোগ্রাদ শহরে কবে একত্রিত হয়েছিল?
উত্তর : ৪ জুলাই।
৫৫. ৪ জুলাই কোথায় লোকজন একত্রিত হয়েছিল?
উত্তর : পেত্রোগ্রাদে ।
৫৬. পেত্রোগ্রাদে কত লোক একত্রিত হয়েছিল?
উত্তর : প্রায় ৫ লক্ষ ।
৫৭. সাধারণ মানুষের কী স্লোগান ছিল?
উত্তর : সোভিয়েতের হাতে ক্ষমতা চাই ।
৫৮. সরকার কী সিদ্ধান্ত নেয়?
উত্তর : অভ্যুত্থান দমনের।
৫৯. কোন সেনাপতি বিদ্রোহ দমনে অগ্রসর হয়?
উত্তর : কর্নিলভ।
৬০. সরকারের আসল উদ্দেশ্য কী ছিল?
উত্তর : বলশেভিকদের দমন ৷
৬১. সরকার বাহিনী কী করে?
উত্তর : প্রভেদার অফিস ভাঙচুর করে।
৬২. বলশেভিক পার্টিকে সরকার কী করে?
উত্তর : বেআইনি ঘোষণা করে ।
৬৩. সরকার লেনিনকে কী বলেছিল?
উত্তর : জার্মান চর।
৬৪. লেনিনকে হত্যার জন্য কী করা হয়?
উত্তর : গুপ্তচর নিয়োগ করা হয় ।
৬৫. এ অবস্থায় লেনিন কী করেন?
উত্তর : আত্মগোপন ।
১৯১৭ সালের অক্টোবর
৬৬. লেনিন কোথায় গমন করেন?
উত্তর : ফিনল্যান্ড ।
৬৭. লেলিন নির্বাসনকালীন সময়ে কোথায় অবস্থান করেন?
উত্তর : রাজলিভ হ্রদের কাছে ।
৬৮. বৈপ্লবিক মনোভাবাপন্ন সেনাদের কোথায় পাঠানো হয়?
৬৯
উত্তর : যুদ্ধের ফ্রন্টে ।
রাশিয়ায় শান্তিপূর্ণ বিপ্লবের সমাপ্তি ঘটে কোন সালে?
উত্তর : ১৯১৭ সালের জুলাই মাসে।
৭০. এ সময় লেনিন কী প্রকাশ করেন?
উত্তর : রাষ্ট্র ও বিপ্লব ।
৭১. লেনিন কী প্রস্তাব করেছিলেন?
উত্তর : সোভিয়েতদের সরকার গঠনের
৭২. বলশেভিক পার্টির ষষ্ঠ কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯১৭ এর আগস্টে।
৭৩. ষষ্ঠ কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : পেত্রোগ্রাদে ।
৭৪. কংগ্রেসের উদ্দেশ্য কী ছিল?
উত্তর : সমাজতন্ত্র প্রতিষ্ঠা ।
৭৫. সেনাবাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তর : লেভর কর্নিলভ।
৭৬. একনায়ক হিসেবে মনোনীত হয় কে?
উত্তর : লেভর কর্নিলভ ।
৭৭. ক্ষমতা দখলের জন্য কর্নিলভ কবে হামলা করে?
উত্তর : ১৯১৭ সালের আগস্টে।
৭৮. কর্নিলভের সাথে কী ছিল?
উত্তর : অশ্বারোহী বাহিনী ও সামরিক ইউনিট ।
৭৯. অস্থায়ী সরকারের দায়িত্বে কে ছিল?
উত্তর : কেরেনস্কি ।
৮০. সামরিক ক্যু এর জন্য দায়ী ছিল কে?
উত্তর : কর্নিলভ ।
১৯১৭ সালের অক্টোবর
৯৬, বলশেভিকরা পার্লামেন্টে যোগদান না করার কারণ কী?
উত্তর : লেনিনের নির্দেশ।
৯৭. লেনিন কবে পেত্রোগ্রাদে ফিরে আসেন?
উত্তর : ৭ অক্টোবর, ১৯১৭ সালে।
৯৮. বলশেভিক পার্টির গোপন বৈঠক হয় কবে?
উত্তর : ১০ অক্টোবর ।
৯৯. বৈঠকে লেনিন কী বলেন?
উত্তর : জনগণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত। ১০০. অভ্যুত্থানের ঘাঁটি ছিল কোনটি?
উত্তর : পেত্রোগ্রাদ ।
১০১. বৈপ্লবিক সামরিক কমিটি কেন গঠন হয়?
উত্তর : অভ্যুত্থান পরিচালনার জন্য ।
২০৯
১০২. বৈপ্লবিক সামরিক কমিটির কার্যাবলি সম্পাদনের জন্য কাকে নিয়োগ দেওয়া হয়?
উত্তর : স্টালিন, কুবনভ, সার্দুলভ প্রমুখ ব্যক্তিদের ।
১০৩. পার্টির বর্ধিত সভা কবে হয়?
উত্তর : ১৬ অক্টোবর ।
১০৪. কতজন সদস্য বিরোধিতা করে?
উত্তর : ২ জন ।
১০৫. সমাজতান্ত্রিক রাশিয়ার নির্মাতা কাকে বলা হয়?
উত্তর : লেনিনকে ।
খ-বিভাগ
সংক্ষিপ্ত প্রশ্নাবলি
(B-Part)
( Short Questions )

১৯১৭ সালের অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লব সম্পর্কে টীকা লিখ ।
উত্তর : ৫.১ ।
১৯১৭ সালের অক্টোবর বিপ্লবের (বলশেভিক) কারণ কী ছিল? সংক্ষেপে লিখ । উত্তর : ৫.২ ।
১৯১৭ সালের মহান অক্টোবর সমাজতান্ত্রিক (বলশেভিক) বিপ্লবে বলশেভিক পার্টির ভূমিকা নিরূপণ কর।
উত্তর : ৫.৩ ।
রাশিয়া ও সোভিয়েত ইউনিয়ানের ইতিহাস (৪র্থ বর্ষ টেক্সট)-১৪ .
রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস ১৯৪৫ খ্রি. পর্যন্ত ১৯১৭ সালের অক্টোবর (বলশেভিক) বিপ্লবের ঘটনাপ্রবাহ লিখ।
উত্তর : ৫.৪ ।
১৯১৭ সালের অক্টোবর (বলশেভিক) বিপ্লবের প্রকৃতি কী ছিল? উত্তর : ৫.৫ এর ১ম ২য় অনুচ্ছেদ।
১৯১৭ সালের মহান অক্টোবর (বলশেভিক) বিপ্লবের গুরুত্ব সংক্ষেপে লিখ। উত্তর : ৫.৬ ।
১৯১৭ সালের অক্টোবর (বলশেভিক) বিপ্লবে লেনিনের ভূমিকা নিরূপণ কর। উত্তর : ৫.৭ ।
১৯১৭ সালের অক্টোবর (বলশেভিক বিপ্লবের সাফল্যের কারণগুলো লিখ ।
উত্তর : ৫.৮ ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]