রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব কখন হয়? কাকে সোভিয়েত সংবিধান প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়?


লেনিন কোন নীতির দ্বারা বলশেভিক বিপ্লবকে সংহত করেন?
উত্তর : নয়া অর্থনৈতিক নীতির দ্বারা।
New Economic Policy কে প্রণয়ন করেন? উত্তর : লেনিন।
কত সালে New Economic Policy চালু হয়? উত্তর : ১৯২১ সালে।
১০. রাশিয়ায় গৃহযুদ্ধ ও বিপ্লব কত বছর স্থায়ী ছিল?
উত্তর : ৭ বছর।
১১. বিপ্লবীদের বিরোধী ছিল কারা?
উত্তর : প্রতিবিপ্লবী এবং শ্বেতরক্ষীরা।
১২. নয়া অর্থনীতি কেন প্রবর্তন করা হয়?
উত্তর : অর্থনৈতিক সংকট দূর করার জন্য ।
১৩. গৃহযুদ্ধে কারা জয়ী হয়?
উত্তর : সোভিয়েত বাহিনী।
১৪. গৃহযুদ্ধে কারা হেরে যায়?
উত্তর : সোভিয়েত তথা সমাজতন্ত্র বিরোধী শক্তি।
১৫. রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব কখন হয়?
উত্তর : ১৯১৭ সালে ৷
১৬. New Economic Policy মানে কী?
উত্তর : লেনিন প্রবর্তিত নব অর্থনীতি পরিকল্পনা । ১৭. রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবে কারা নেতৃত্ব দেয়?
উত্তর : সমাজতান্ত্রিক সমর্থকরা।
১৮. সমাজতন্ত্রের পক্ষে কারা যুদ্ধে অংশ নেয়?
উত্তর : কৃষক এবং শ্রমিকরা ।
১৯. গৃহযুদ্ধের সময় সেতু এবং কারখানা ধ্বংস করে কারা?
উত্তর : প্রতিবিপ্লবীরা এবং শ্বেতরক্ষীরা ।
২০. New Economic Policy কত তারিখে প্রবর্তন করা হয়?
উত্তর : ১৯২১ সালের মার্চ মাসে।
২১. New Economic Policy কমিউনিস্ট পার্টির কত তম কাউন্সিলে পাস হয়?
উত্তর : পার্টির দশম কংগ্রেসে।
ট্রেড ইউনিয়ন সম্পর্কিত বিতর্কে কে জয়ী
উত্তর : লেনিন
২৩. ট্রেড ইউনিয়ন সম্পর্কিত বিতর্কে লেনিন কাদের যার
উত্তর : ট্রটস্কি এবং বুখারিনকে।
28. War Communism ?
উত্তর : যুদ্ধকালীন সাম্যবাদ ।
২৫. শ্রমিকদের রেশন ১০০ গ্রামে নামে কখন?
২৬
২৭
উত্তর : গৃহযুদ্ধ পরবর্তী সময়ে ।
ক্রোনস্টান্ডেতে করা বিদ্রোহ করে?
উত্তর : সমাজতন্ত্র বিরোধী বুর্জোয়া সমর্থকরা।
ক্রোনস্টাডেতে কত সালে বিদ্রোহ হয়?
উত্তর : ১৯২১ সালের মার্চ মাসে।
২৮. ক্রোনস্টাডের বিদ্রোহে কে নেতৃত্ব দেন?
উত্তর : জেনারেল কোজলোভস্কির।
২৯. ক্রোনস্টাডের বিদ্রোহে জেনারেল কোজলোভস্কির সাথে কারা ছিল?
উত্তর : প্রতিবিপ্লবী এবং সামরিক বিশেষজ্ঞরা 1
30
“সোভিয়েত জয়ী হোক, কমিউনিস্টরা নিপাত যাক” কাদের স্লোগান ছিল? উত্তর : প্রতিবিপ্লবীদের।
৩১. সমাজতন্ত্র প্রতিষ্ঠায় লেনিনের কয়টি পরিকল্পনা ছিল?
উত্তর : ৩টি।
৩২. সমাজতন্ত্র প্রতিষ্ঠায় লেনিনের পরিকল্পনা ৩টি কী কী?
উত্তর : ১. শিল্পযোজন, ২. কৃষি যৌথকরণ ও ৩. সাংস্কৃতিক বিপ্লব।
৩৩. ট্রেড ইউনিয়ন নিয়ে কতদিন পার্টির মধ্যে আলোচনা হয়?
উত্তর : ১৯২০ এর শেষ থেকে ১৯২১ এর শুরু পর্যন্ত।
৩৪. ক্রোনস্টাড প্রতিবিপ্লবীদের হাতে কতদিন ছিল?
উত্তর : ১৭ দিন ।
৩৫. কত তারিখে ক্রোনস্টাডের বিদ্রোহ দমন করা হয়?
উত্তর : ১৭ মার্চ।
৩৬. কে ক্রোনস্টাডের বিদ্রোহ দমন করেন?
উত্তর : ভরোশিলভের নেতৃত্বে।
রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস ১৯৪৫ খ্রি. পর্যন্ত
৩৭. ট্রেড ইউনিয়ন সম্পর্কিত বিতর্কে লেনিন কত ভোট লাভ করেন?
উত্তর : ৩৩৬ ভোট।
৩৮. ট্রটস্কি কত ভোট লাভ করেন?
উত্তর : ৫০ ভোট।
৩৯. বুখারিন কত ভোট লাভ করেন?
উত্তর : ১৮টি ভোট।
80. New Economic Policy বিশেষত কাদের জন্য প্রণয়ন করা হয়?
উত্তর : কৃষক, শ্রমিকদের কাজে উৎসাহিত করার জন্য।
৪১. গৃহযুদ্ধের পরে ছোট কারখানাগুলো কী করা হয়?
উত্তর : ইজারা দেওয়া হয় ।
৪২. নয়া দণ্ডবিধি কখন সংকলিত হয়?
উত্তর : ১৯২১ সালের ১৫ মে।
৪৩. কখন সরকারি ঋণদান কর্মসূচি চালু হয়?
উত্তর : ১৯২২ সালে।
৪৪. কার সময় নয়া দণ্ডবিধি সংকলিত হয়?
উত্তর : লেনিনের সময় ।
৪৫. কার সময় ঋণ দান কর্মসূচি চালু করা হয়?
উত্তর : লেনিনের সময় ।
৪৬. কাকে সোভিয়েত সংবিধান প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়?
উত্তর : স্টালিনকে ।
৪৭. ১৯২১ সালে কত টন খাদ্য কর ধার্য করা হয়?
উত্তর : ৩৮,৫০,০০০ টন।
৪৮. কখন রাশিয়ায় দুর্ভিক্ষ হয়?
উত্তর : ১৯২১ সালের বসন্তকালের পর।
৪৯. “আমেরিকান রিলিফ অ্যাডমিনিস্ট্রেশনের” সাথে কার চুক্তি হয়?
উত্তর : রাশিয়ার সরকারের।
৫০. কোথায় তাদের মধ্যে চুক্তি হয়?
উত্তর : রিগায়।
৫১. কখন উভয়ের মধ্যে চুক্তি হয়?
উত্তর : ১৯২১ সালের ২০ আগস্ট।
৫২. কেন এই চুক্তি করা হয়?
উত্তর : রাশিয়াকে দুর্ভিক্ষে ত্রাণ প্রদানের জন্য।
৫৩. দুর্ভিক্ষের সময় ফিনল্যান্ড থেকে কোথায় সাহায্য পাঠানো হয়?
উত্তর : কারেলিয়ায়।
৫৪. কৃষকরা কখন নয়া উৎসাহে কাজে মন দেয়?
উত্তর : ১৯২১ সালের শরৎকালে ।
৫৫. লেনিনের পর কে ক্ষমতায় আসেন?
উত্তর : স্টালিন।
৫৬. রাশিয়ায় কখন ৫০ কোটি স্বর্ণ রুবলমূলক মাল উৎপন্ন হয়?
উত্তর : ১৯২১ সালে।
৫৭. লেনিন প্রবর্তিত নয়া অর্থনৈতিক নীতির নতুনত্ব কী?
8
উত্তর : ধনতন্ত্র ও সমাজতন্ত্রের মধ্যে সামঞ্জস্য ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]