লাল ফৌজ গঠন করে প্রতি বিপ্লবীদের দমন করেন কে?

২৯. আপস নীতিকে ঘৃণা করতেন কে?
উত্তর : ট্রটস্কি ।
৩০. কে লাল ফৌজ গঠন করেন?
উত্তর : ট্রটস্কি ।
৩১. লাল ফৌজ গঠন করে প্রতি বিপ্লবীদের দমন করেন কে?
উত্তর : ট্রটস্কি ।
৩২. যুদ্ধমন্ত্রী কে ছিলেন?
উত্তর : ট্রটস্কি ।
৩৩. পদাধিকার বলে ট্রটস্কি কে ছিলেন?
উত্তর : যুদ্ধমন্ত্রী ।
৩৪. পদাধিকার বলে যুদ্ধমন্ত্রী কে ছিলেন?
উত্তর : ট্রটস্কি ।
৩৫. কত সালে স্টালিন ও ট্রটস্কির বিরোধ চরমে ওঠে?
উত্তর : ১৯২৪ সালে ।
৩৬. ১৯২৪ সালে কার কার বিরোধ চরমে ওঠে?
উত্তর : স্টালিন ও ট্রটস্কির।
৩৭. স্টালিন ও ট্রটস্কির মধ্যে কীসের সংঘাত ছিল?
উত্তর : ব্যক্তিগত।
৩৮. স্টালিন ও ট্রটস্কির মধ্যে ব্যক্তিগত বিরোধের সাথে পরবর্তীতে কীসের সংখ্যা যুক্ত হয়?
উত্তর : আদর্শের সংঘাত।
৩৯. ব্যক্তিগত বিরোধের সাথে পরবর্তীতে আদর্শের সংঘাত যুক্ত হয় কাদের মধ্যে?
উত্তর : স্টালিন ও ট্রটস্কির মধ্যে।
৪০. সোভিয়েত সরকারের আসল কাজ কী?
উত্তর : পুঁজিবাদ বা ব্যক্তিগত মূলধনকে ধ্বংস করা।
৪১. কার আসল কাজ বিশ্বের অন্যান্য দেশের পুঁজিবাদ বা ব্যক্তিগত মূলধনকে করা?
উত্তর : সোভিয়েত সরকারের।
৪২. বিশ্ববিপ্লব এবং স্থায়ী বিপ্লবের কথা বলেন কে?
উত্তর : ট্রটস্কি ।
লন কাদেরকে রুশ কমিউনিস্ট দল
টালিন ট্রটস্কিপন্থিদের কোথায় থেকে হওয়ার পর কোথায় গিয়ে আশ্রয় নেন?
মৃত্যু হয়?
য়ন্ত্রণ ছিল?
ণের কারণে কে স্টালিনের সাথে পেরে উঠতে
রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস ১৯৪৫ খ্রি. পর্যন্ত
৫৬. দল ও প্রশাসন যন্ত্রের উপর কার নিয়ন্ত্রণ থাকার কারণে ট্রটস্কি পেরে উঠতে পারেনি?
উত্তর : স্টালিন।
৫৭. কাদেরকে বহিষ্কার করে স্টালিন তাঁর একনায়কতন্ত্র স্থাপন করেন?
উত্তর : পলিটব্যুরোর প্রভাবশালী সদস্যদের।
৫৮. কে পলিটব্যুরোর প্রভাবশালী সদস্যদেরকে বহিষ্কার করে তাঁর একনায়কতন্ত্র
প্রতিষ্ঠার কাজে হাত দেন?
উত্তর : স্টালিন।
৫৯. স্টালিন পলিটব্যুরোর প্রভাবশালী সদস্যদের বহিষ্কার করে কী প্রতিষ্ঠার কাজে হাত দেন?
উত্তর : একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কাজে।
৬০. স্টালিন কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৫৩ সালে ।
৬১. স্টালিন কত সময় পর্যন্ত চূড়ান্ত ক্ষমতা ভোগ করেন?
উত্তর : তাঁর মৃত্যুকাল পর্যন্ত ।
৬২. ১৯২৬ সালে কী প্রতিষ্ঠিত হয়?
উত্তর : স্টালিনীয় স্বৈরতন্ত্র ।
৬৩. স্টালিনীয় স্বৈরতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯২৬ সালে ।
৬৪. “উন্নত দেশ অপেক্ষা আমরা ৫০ বছর পিছিয়ে আছি” কার মন্তব্য?
উত্তর : স্টালিন।
৬৫. “উন্নত দেশ অপেক্ষা আমরা ৫০ বছর পিছিয়ে আছি” কত সালে মন্তব্য করেন?
উত্তর : ১৯৩১ সালে ।
৬৬. স্টালিনের মন্তব্যে উন্নত দেশ অপেক্ষা কত বছর পিছিয়ে আছে?
উত্তর : ৫০ বছর।
৬৭. কে পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে রাশিয়ার বৈষয়িক উন্নতির কাজে হাত দেন?
উত্তর : স্টালিন।
৬৮. কীভাবে স্টালিন রাশিয়ার বৈষয়িক উন্নতির কাজে হাত দেন?
উত্তর : পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে।
৬৯. পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে স্টালিন কোন দেশের বৈষয়িক উন্নতির কাজে হাত দেন?
উত্তর : রাশিয়ার
পরিবারের সকলকে তিনি হ করতেন। কিন্তু কোনো নি ছিলেন অত্যন্ত কঠোর।
৮৩. প্রধান প্রধান পশ্চিমা দেশে পুঁজিতন্ত্র উচ্ছেদ না হওয়া অবধি কোথায় সমাজত
গড়া সম্ভব নয়?
উত্তর : সোভিয়েত ইউনিয়নে।
৮৪. শ্রমিক আর কৃষকের মধ্যে মৈত্রীজোটে বিশ্বাস ছিল না কার?
উত্তর : ট্রটস্কির।
৮৫. কাদের মধ্যে মৈত্রীজোটে ট্রটস্কির বিশ্বাস ছিল না?
উত্তর : শ্রমিক আর কৃষকের।
৮৬. ট্রটস্কি কৃষকদের কী মনে করতেন?
উত্তর : প্রতিবিপ্লবিক শক্তি ।
৮৭. কার মতে কৃষকেরা একটা প্রতিবিপ্লবিক শক্তি?
উত্তর : ট্রটস্কি ।
৮৮. কারা শ্রমিক শ্রেণির সঙ্গে সংঘর্ষ লাগিয়ে প্রলেতারিয়েতের একনায়কত্বের
বিরোধিতা করবে?
উত্তর : শ্রমিক শ্রেণির সঙ্গে।
৮৯. কৃষকেরা কাদের সঙ্গে সংঘর্ষ লাগিয়ে প্রলেতারিয়েতের একনায়কত্বের বিরোধিতা
করবে?
উত্তর : শ্রমিক শ্রেণির সঙ্গে।
৯০. কৃষকেরা শ্রমিক শ্রেণির সঙ্গে সংঘর্ষ লাগিয়ে কীসের বিরোধিতা করবে?
উত্তর : প্রলেতারিয়েতের একনায়কত্বের।
৯১. কত সালে শিল্পজাত দ্রব্যসামগ্রীর বিপণনে সমস্যার দরুন জনসাধারণের কিছুটা
অসন্তোষ সৃষ্টি হয়েছিল?
উত্তর : ১৯২৩ সালে ।
৯২. কখন শিল্পজাত দ্রব্যসামগ্রীর বিপণনে সমস্যার দরুন জনসাধারণের কিছুটা
অসন্তোষ সৃষ্টি হয়েছিল?
উত্তর : ১৯২৩ সালে শরৎকালে ।
৯৩. ১৯২৩ সালে শরৎকালে কোথায় সমস্যার দরুন জনসাধারণের কিছুটা
অসন্তোষ সৃষ্টি হয়েছিল?
উত্তর : শিল্পজাত দ্রব্যসামগ্রীর বিপণনে ।
৯৪. পার্টির কেন্দ্রীয় কমিটি দেশকে নিয়ে যাচ্ছিল জাহান্নামে এ অভিযোগ কে
তুলেছিলেন?
উত্তর : ট্রটস্কি ।
১০৮, কত সালে ডিসেম্বরে ১৪শ পার্টি কংগ্রেস নয়া প্রতিপক্ষকে সজোরে নিন্দা করে?।
উত্তর : ১৯২৫ সালে।
১০৯. ১৯২৫ সালে ডিসেম্বর মাসে ১৪শ পার্টি কংগ্রেস কাকে সজোরে নিন্দা করে?
উত্তর : নয়া প্রতিপক্ষকে।
১১০. কবে ১৪শ পার্টি কংগ্রেস নয়া প্রতিপক্ষকে সজোরে নিন্দা করে?
উত্তর : ১৯২৫ সালের ডিসেম্বর মাসে।
১১১. ১৯২৬ সালে কার জোট চূড়ান্ত রূপে দানাবেঁধে উঠেছিল?
উত্তর : ট্রটস্কি জিনোভিয়েভ ।
১১২. কত সালে ট্রটস্কি জিনোভিয়েভ জোট চূড়ান্ত রূপে দানাবেঁধে উঠেছিল?
উত্তর : ১৯২৬ সালে ।
১১৩. কখন ট্রটস্কি জিনোভিয়েভ জোট চূড়ান্ত রূপে দানাবেঁধে উঠেছিল?
উত্তর : ১৯২৬ সালে বসন্তকালে ।
১১৪. কত সালে আন্তর্জাতিক পরিস্থিতি উত্তেজনায় ঠাসা হয়ে উঠেছিল?
উত্তর : ১৯১৭ সালে ।
১১৫. ১৯১৭ সালে কী উত্তেজনায় ঠাসা হয়ে উঠেছিল?
উত্তর : আন্তর্জাতিক পরিস্থিতি।
১১৬. ট্রটস্কিপন্থিরা কোথায় থেকে সোভিয়েত বিরোধী লিফলেট বের করতো?
উত্তর : গুপ্ত ছাপাখানা থেকে ।
১১৭. গুপ্ত ছাপাখানা থেকে কারা সোভিয়েত বিরোধী লিফলেট বের করতো?
উত্তর : ট্রটস্কিপন্থিরা।
১১৮. কোথায় ট্রটস্কিপন্থিরা মিছিল বের করার চেষ্টা করে?
উত্তর : মস্কোয় আর লেনিনগ্রাদে ।
১১৯. মস্কোয় আর লেনিনগ্রাদে কারা মিছিল বের করার চেষ্টা করে?
উত্তর : ট্রটস্কিপন্থিরা ।
১২০. ১৯২৭ সালের ৭ নভেম্বর অক্টোবর সমাজতান্ত্রিক মহাবিপ্লবের কত বছর হয়?
উত্তর : ১০ম বছর।
১২১. কত সালে অক্টোবর মহাবিপ্লবের ১০ম বছর হয়?
উত্তর : ৭ নভেম্বর ১৯২৭ সালে।
১২২. ট্রটস্কির স্লোগান ধরে রাস্তায় বেরবার চেষ্টা করলে কারা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছিল?
উত্তর : ক্ষুব্ধ শ্রমিকেরা।
১২৩. কত সালে ১৫শ পার্টি কংগ্রেস থেকে বলা হয় ট্রটস্কি জিনোভিয়েত প্রতিপক্ষ
লেনিনবাদ জলাঞ্জলি দিয়েছে?
! উত্তর : ১৯২৭ সালে ।
২৪. ১৯২৭ সালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত কত কংগ্রেস পার্টি থেকে বলা হয় ট্রটস্কি
জিনোভিয়েভ প্রতিপক্ষ লেনিনবাদ জলাঞ্জলি দিয়েছে?
উত্তর : ১৫শ পাটি কংগ্রেস।
১২৫. কবে ১৫শ পাটি কংগ্রেস থেকে বলা হয় ট্রটস্কি জিনোভিয়েত প্রতিপক্ষ লেনিনবাদ
জলাঞ্জলি দিয়েছে?
উত্তর : ১৯২৭ সালে ডিসেম্বর মাসে ।
১২৬. লেনিনের মৃত্যুর পর কে দেশ ও কমিউনিস্ট পার্টির হাল ধরেন?
উত্তর : স্টালিন ।
১২৭. রাশিয়ায় কে বলশেভিক শাসনকে সুসংহত করেন ?
উত্তর : স্টালিন

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]