১ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কখন গ্রহণ করা হয়?

সাবেকি ধরনের চাষাবাদ ব্যবস্থায় কী সম্ভব না?
উত্তর : উৎপাদন বৃদ্ধি ।
18
উৎপাদন বৃদ্ধির জন্য স্টালিন কী গঠনের সিদ্ধান্ত নেন?
১৫
১৬
উত্তর : যৌথ খামার গঠনের।
কী জন্য স্টালিন যৌথ খামার গঠনের সিদ্ধান্ত নেন?
উত্তর : উৎপাদন বৃদ্ধির জন্য।
রাশিয়ার কত মিলিয়ন কৃষিজমি মালিকের জমিকে স্টালিন যৌথ খামারে
পরিণত করেন?
উত্তর : ২৫ মিলিয়ন।
১৭. রাশিয়ার ২৫ মিলিয়ন ব্যক্তিমালিকানাধীন কৃষিজমিকে স্টালিন কী করেন?
উত্তর : যৌথ খামারে পরিণত করেন।
১৮
১৯
যৌথ খামারে পরিণত হওয়ার পূর্বে রাশিয়ার ২৫ মিলিয়ন কৃষিজমি কী ছিল? উত্তর : ব্যক্তিমালিকানাধীন ছিল।
যৌথ খামারে পরিণত হওয়া জমির ধরন কেমন?
উত্তর : কৃষি জমি/আবাদি জমি ।
২০. যৌথ খামারে কী দ্বারা চাষাবাদ ব্যবস্থা পরিচালিত হতো?
উত্তর : ট্রাক্টর দ্বারা চাষ, বৈজ্ঞানিক প্রথায় বীজবপন ও সার প্রদান। বৈজ্ঞানিক প্রথার মাধ্যমে স্টালিন চাষাবাদ ব্যবস্থায় কী ঘটাতে চান? উত্তর : কৃষি বিপ্লব ।
২২. কীভাবে স্টালিন কৃষি বিপ্লব ঘটাতে চান?
উত্তর : যৌথ খামারে বৈজ্ঞানিক ব্যবস্থায় চাষাবাদের মাধ্যমে।
২৩. কৃষি বিপ্লবের মাধ্যমে কী হয়?
উত্তর : খাদ্যশস্য উদ্বৃত্ত হয় ।
২৪. উদ্বৃত্ত খাদ্যশস্যকে স্টালিন কী করতে চান?
উত্তর : বিদেশে রপ্তানি করতে।
২৫. স্টালিন বিদেশে কী রপ্তানি করতে চান?
উত্তর : উদ্বৃত্ত খাদ্যশস্য।
২৬. স্টালিন বিদেশে খাদ্যশস্য রপ্তানি করতে চান কেন?
8
8
উত্তর : আধুনিক শিল্পের যন্ত্রাংশ ও কাঁচামাল যোগাড় করতে।
8
২৭. যান্ত্রিক কৃষির ফলে কী ঘটে?
উত্তর : কৃষিতে শ্রমিকের চাহিদা কমে যায় ।
১৯২৮-৩০ সাল পর্যন্ত কতটি করে ছোট খামারকে যৌথ করার চেষ্টা করা
উত্তর : ২০টি করে।
কোন সাল পর্যন্ত ২০টি করে ছোট খামারকে যৌথ করার চেষ্টা করা হয়?
উত্তর : ১৯২৮-৩০ সাল ।
৪৫. এই পরিকল্পনা সফল হলে কোন জমি ছাড়া সকল প্রকার কৃষিজমিকে
কোলখোজে পরিণত করার কাজ হাতে নেওয়া হয়?
৪৬
উত্তর : ক্ষুদ্র কৃষকের ছোট ছোট জমি ছাড়া ।
কোলখোজ জমিতে ভূতপূর্ব মালিকরা কী পায়? উত্তর : যৌথ মালিকানা পায় ।
৪৭. যৌথ খামারে শ্রমিকরা কীভাবে পারিশ্রমিক পায়?
উত্তর : কাজের সময় অনুযায়ী।
৪৮. কুলাক কাদের বলা হয়?
উত্তর : সম্পন্ন বড় কৃষকদের ।
৪৯. রাষ্ট্রীয় যৌথ খামারে নিজ নিজ ব্যক্তিগত জমি ছেড়ে দিতে কারা বাধা দেয়?
উত্তর : ছোট কৃষক ও কুলাক/সম্পন্ন কৃষকরা ।
৫০. রাষ্ট্রীয় যৌথ খামারে বাধা দেওয়ায় কে ক্রুদ্ধ হন?
উত্তর : স্টালিন ।
৫১. ক্রুদ্ধ স্টালিন কৃষকদের দমন করার জন্য কী আদেশ দেন?
উত্তর : কুলাকদের ধ্বংস করার আদেশ দেন।
৫২. কুলাকদের দমন করার জন্য স্টালিন কী নিয়োগ করেন?
৫৩
উত্তর : গুপ্ত বাহিনী ।
গুপ্ত বাহিনী কী নামে পরিচিত?
উত্তর : OGPU।
৫৪. কুলাক বিদ্রোহ দমন করার জন্য স্টালিন কী করেন?
উত্তর : কুলাকদের চাষের গরু, ঘোড়া হত্যা করে, চাষের যন্ত্রপাতি ভেঙে খেতের ফসল পুড়িয়ে দেয়।
১৯৩০ সাল নাগাদ কত % কৃষিজমি কোলখোজে পরিণত হয়?
উত্তর : ৯৯%।
কত সাল নাগাদ ৯৯% কৃষিজমি কোলখোজে পরিণত হয়?
উত্তর : ১৯৩৭ সাল নাগাদ ।
৫৭. স্টালিন কারিগরি ও সাধারণ শিক্ষাবিস্তারের উপর জোর দেন কার অঙ্গ হিসেবে?
উত্তর : শিল্প বিস্তারের।
শিল্প বিস্তারের অঙ্গ হিসেবে স্টালিন কী করেন?
উত্তর : কারিগরি
। ও সাধারণ শিক্ষাবিস্তারের উপর জোর দেন। কারিগরি ও সাধারণ শিক্ষাবিস্তারের উদ্দেশ্যে স্টালিন কী করেন? উত্তর : পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন।
পার্টি কর্মীদের স্টালিন কী করার দায়িত্ব দেন?
উত্তর : পুস্তিকা বিতরণ, জনমত গঠন ও শ্রমিকদের উৎসাহিত করার দায়িত্ব
দেন।
৬১. স্টালিন কাদের শাস্তি দেন?
উত্তর : যারা স্টালিনের পরিকল্পনার বিরোধিতা করে । কখন ১ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়?
উত্তর : ১৯২৮-৩২ সালে ।
১ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কী কী বিষয়ে জোর দেওয়া হয়?
উত্তর : কয়লা, লোহা, ইস্পাত, বিদ্যুৎ, তেল ও যন্ত্রপাতি প্রভৃতি ভারী শিল্প গঠনে জোর দেওয়া হয় ।
২য় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কখন গ্রহণ করা হয়?
উত্তর : ১৯৩২-৩৭ সালে ।
২য় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কী কী বিষয়ে জোর দেওয়া হয়?
উত্তর : কয়লা, লোহা, ইস্পাত, বিদ্যুৎ, তেল ও যন্ত্রপাতি প্রভৃতি ভারী শিল্প গঠনে জোর দেওয়া হয় অর্থাৎ একই নীতি বহাল থাকে।
৬৬. বিদেশ থেকে শিল্পের উন্নতির জন্য কী আনা হয়?
উত্তর : উন্নত কারিগরি যন্ত্র।
৩য় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কখন গ্রহণ করা হয়?
উত্তর : ১৯৩৭-৪১ সালে।
৩য় পঞ্চবার্ষিকীতে কোন বিষয়ের উপর বেশি জোর দেওয়া হয়?
উত্তর : ভোগ্যপণ্য উৎপাদনের বিষয় ।
৩য় পঞ্চবার্ষিকীতে কোন বিষয়ের উপর বেশি জোর দেওয়া হয়?
উত্তর : অস্ত্র নির্মাণ ও ভারী শিল্প ।
৩য় পঞ্চবার্ষিকীতে এরূপ নীতি প্রণীত হওয়ার পেছনে কী কারণ?
উত্তর : ২য় বিশ্বযুদ্ধ।
এ পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর কী বৈশিষ্ট্য ছিল?
উত্তর : বিশেষ পর্যালোচনা ও বিশ্লেষণ দ্বারা প্রতি শিল্পের গঠনে লক্ষ্যমাত্রা ধার্য করা।
কোনটিকে বেআইনি কাজ বলে বিবেচনা করা হতো?
উত্তর: পরিকল্পনার কোনো পরিবর্তন।
কোন কোন শিল্পের উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়?
উত্তর : কয়লা, তেল ও পরিবহণ শিল্প।
৭৪. উন্নয়ন কাজের বিষয়ে পরিকল্পনাগুলোতে কোন কাজকে অগ্রাধিকার দেওয়া হয়।
৭৫
৭৬
উত্তর : রাস্তাঘাট তৈরি, খাল খনন ইত্যাদি।
পরিকল্পনাগুলোর বাস্তবায়নের মাধ্যমে কী হয়?
উত্তর : শিল্প উৎপাদন বৃদ্ধি পায়।
কোন কোন বিষয়ে রাশিয়ার শিক্ষা ক্ষেত্রে জোর দেওয়া হয়? উত্তর : কারিগরি ও বিজ্ঞান শিক্ষা।
কোন বিষয়ে ছাত্রদের শিক্ষা দেওয়া হয়?
উত্তর : মার্কসবাদী দর্শনের মূল বিষয়।
৭৮. শিক্ষাক্ষেত্রে কোন বিষয় গ্রহণ করা হয়?
উত্তর : ধর্মনিরপেক্ষতা।
৭৯. কী উদ্দেশ্যে ছাত্রদের মার্কসবাদী দর্শন শিক্ষা দেওয়া হয়?
উত্তর : জনসাধারণের মন থেকে পুঁজিবাদী মনোবৃত্তি দূর করা। ৮০. স্টালিনের সময় ধর্মীয় ব্যাপারে গির্জার প্রভাব কেমন ছিল?
উত্তর : গির্জার প্রভাব হ্রাস করা হয় ।
৮১. গির্জার সম্পত্তিকে কী করা হয়?
উত্তর : রাষ্ট্রীয়করণ করা হয় ।
৮২. ভারী শিল্পে সোভিয়েত রাশিয়া কার সমকক্ষ হয়?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের।
৮৩. স্টালিনের সময় বিশ্বের সবচেয়ে বেশি উন্নত দেশ কোনটি?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র।
৮৪. কীভাবে ব্যক্তিমালিকানা লোপ পায়?
উত্তর : সমাজতান্ত্রিক সমাজ গঠনের মাধ্যমে ।
৮৫. কীভাবে স্টালিন তাঁর ডিক্টেটরশিপের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করেন?
৮৬
উত্তর : প্রখ্যাত নেতাদের বহিষ্কার বা মৃত্যুদণ্ড প্রদানের দ্বারা ।
স্টালিন অত্যাচারী নীতি গ্রহণ করেন?
রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস ১৯৪৫ খ্রি. পর্যন্ত
১০২. কোন কোন বিষয়ে স্টালিনের কৃতিত্ব অসামান্য?
উত্তর : রাষ্ট্র সংগঠন ও সমাজতন্ত্রের সার্থক প্রয়োগ ।
১০৩. কারা শাস্তির ভয়ে উৎপাদন সংক্রান্ত পরিসংখ্যান ফুলিয়ে ফাঁপিয়ে দেখায়?
উত্তর : ম্যানেজাররা।
১০৪. কেন কৃষকরা কৃষিকাজে উৎসাহহীন হয়ে পড়ে?
উত্তর : যেসব কৃষক জমি হারিয়ে ফেলে তারা কৃষিকাজে উৎসাহহীন হয়ে পড়ে ১০৫. রাষ্ট্র জগতে স্টালিন কিসের প্রতীক?
উত্তর : লৌহ মানব ও ইস্পাত কঠোর মানসিকতার প্রতীক
১০৬. 'Gathering Storm' কার গ্রন্থ?
উত্তর : উইনস্টন চার্চিলের।
১০৭. কোন গ্রন্থে চার্চিল স্ট্যালিনের ব্যক্তিজীবন ও তাঁর আতিথেয়তার প্রশংসা করেছেন?
উত্তর : Gathering Storm.
১০৮. লেনিন কত সালে ক্ষমতা অধিগ্রহণ করেন?
উত্তর : ১৯১৭ সালের নভেম্বর মাসে।
১০৯. কত সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯১৭ সালে।
১১০. কোন মাসে রাশিয়ায় ১৯১৭ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর : নভেম্বর মাসে।
১১১. কেন ১৯১৭ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর : সংবিধান সভা গঠনের জন্য।
১১২. ১৯১৭ সালের সাধারণ নির্বাচনে কতজন ভোটার ভোট দেয়?
উত্তর : প্রায় ৪২ মিলিয়ন ভোটার ভোট দেয় ।
১১৩. ১৯১৭ সালের নির্বাচনে মধ্যপন্থি বলশেভিকরা কত ভোট পায়?
উত্তর : প্রায় ১০ মিলিয়ন ভোট।
১১৪. ১৯১৭ সালের নির্বাচনে মধ্যপন্থি বিপ্লবীরা কত ভোট পায়?
উত্তর : প্রায় ২০ মিলিয়ন ভোট ।
১১৫. ১৯১৭ সালের নির্বাচনের ফলাফলের বৈশিষ্ট্য কী?
উত্তর : জনতার উগ্র সমাজতন্ত্রের বদলে মধ্যপন্থি সমাজতন্ত্রের প্রতি সমর্থন। ১১৬. ১৯১৭ সালে গঠিত সংবিধান সভা কার নির্দেশে ভেঙে দেওয়া হয়?
উত্তর : লেনিনের নির্দেশে।
গগ করে দেওয়া হয়? উনিয়নের কমিউনিস্ট
রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস ১৯৪৫ খ্রি. পর্যন্ত
৩৫৪
১৩১. USSR-এর শাসন ক্ষমতা কার হাতে ন্যস্ত হয়?
উত্তর : সোভিয়েতগুলোর হাতে ন্যস্ত হয় ।
১৩২. প্রতি গ্রামে কী গঠনের কথা বলা হয়?
উত্তর : গ্রামসভা ।
১৩৩. গ্রামসভা কে গঠন করে?
উত্তর : গ্রামের প্রাপ্তবয়স্ক ভোটারগণ ।
১৩৪. গ্রামসভা বা গ্রাম সোভিয়েতের পরবর্তী ধাপ কী?
উত্তর : আঞ্চলিক সোভিয়েত ।
১৩৫. আঞ্চলিক সোভিয়েতের সদস্য কারা নির্বাচন করে?
উত্তর : গ্রাম সোভিয়েতগুলো।
১৩৬. আঞ্চলিক সোভিয়েতের পরবর্তী ধাপ কী?
উত্তর : প্রাদেশিক সোভিয়েত ।
১৩৭. প্রাদেশিক সোভিয়েতের সদস্য কারা নির্বাচন করে?
উত্তর : আঞ্চলিক সোভিয়েত ।
১৩৮. প্রাদেশিক সোভিয়েত-এর পরবর্তী ধাপ কী?
উত্তর : প্রজাতন্ত্রের সোভিয়েত ।
১৩৯. প্রাদেশিক সোভিয়েত কী করে?
উত্তর : প্রজাতন্ত্রের সদস্য নির্বাচন করে ।
১৪০. ইউনিয়ন সোভিয়েত বা সুপ্রিম সোভিয়েতের সদস্য সংখ্যা কতজন?
উত্তর : ২ হাজার জন ।
১৪১. সুপ্রিম সোভিয়েতের অধিবেশন কত সময় ডাকা হয়?
উত্তর : প্রতিবছর অন্তত ১ সপ্তাহ ।
১৪২. কেন্দ্রীয় কার্য নির্বাহক সমিতির সদস্য কারা নির্বাচন করে?
উত্তর : সুপ্রিম সোভিয়েতের সদস্যগণ ।
১৪৩. কেন্দ্রীয় কার্য নির্বাহক সমিতির সদস্য সংখ্যা কতজন?
উত্তর : ৩০০ জন ।
১৪৪. কেন্দ্রীয় কার্য নির্বাহক সমিতি কী করে?
উত্তর : প্রেসিডিয়াম বা মন্ত্রিসভা গঠন করে।
১৪৫. মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত?
উত্তর : ১০ জন ।
১৪৬. মন্ত্রিসভা কী কাজ করে?
উত্তর : প্রত্যক্ষভাবে দেশের শাসন পরিচালনা করে।
torship of the দলের নেতৃত্বে?
কী আছে? ১টি সমাজতান্ত্রিক রাষ্ট্র
রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস ১৯৪৫ খ্রি. পর্যন্ত
১৬১. কার হাতে সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ ক্ষমতা?
উত্তর : জনগণের হাতে।
১৬২. সোভিয়েতগুলোর প্রতিনিধি কাদের দ্বারা নির্বাচিত?
উত্তর : জনগণের দ্বারা।
১৬৩. কোন সালের সংবিধানে সোভিয়েত ইউনিয়নের সর্বক্ষেত্রেই নারী ও
সমান অধিকারের কথা বলা হয়?
উত্তর : ১৯৩৬ সালের।
১৬৪. সোভিয়েত ইউনিয়নে শ্রমিকের মজুরি কিসের উপর নির্ভর করে?
উত্তর : কাজের পরিমাণ ও গুণের উপর।
১৬৫. সোভিয়েত ইউনিয়ন শ্রমজীবী জনগণের জন্য কোন বিষয়ে বিশেষ আগ্রহশীল।
উত্তর : অবকাশের ব্যবস্থা করার ব্যাপারে ।
১৬৬. সংবিধানে বার্ধক্য ও অসুস্থতার কারণে যেসব নাগরিক কাজ করতে পারবে
তাদের ভরণপোষণের দায়িত্ব কার বহনের কথা বলা হয়েছে?
উত্তর : রাষ্ট্রের।
১৬৭. অসুস্থদের চিকিৎসার ভার কার?
উত্তর : রাষ্ট্রের।
১৬৮. অসুস্থরা অনুদান হিসেবে রাষ্ট্রের কাছ থেকে কী পায়?
উত্তর : মজুরির ৫০-১০০ শতাংশ অবধি পায় ।
১৬৯. সোভিয়েত ইউনিয়নে সাংস্কৃতিক বিপ্লবের বিজয়ের ফলে কী ঘটে? উত্তর : সমস্ত দেশে নাগরিকের শিক্ষা পাবার অধিকার কায়েম হয় । ১৭০. সোভিয়েত ইউনিয়নের ১ম সংবিধান গৃহীত হয়েছিল কত সালে?
উত্তর : ১৯১৮ সালে।
১৭১. কমিউনিজম গড়ার সংগ্রামে শ্রমজীবী জনগণের আগুয়ান বাহিনী কোনটি?
উত্তর : কমিউনিস্ট পার্টি।
১৭২. সংবিধান জনগণের কাছে কী দাবি করে?
উত্তর : রাষ্ট্রীয় আইনকানুন আর প্রতিবিধানগুলো সমস্ত নাগরিকের মান্য কর কথা সংবিধান দাবি করে।
১৭৩. সোভিয়েত ইউনিয়নের প্রত্যেক জনগণের পবিত্র কর্তব্য কোনটি?
উত্তর : দেশরক্ষা করা।
১৭৪. সোভিয়েত ইউনিয়নের সাফল্যে কারা আনন্দিত হয়?
উত্তর : দেশের মেহনতি মানুষ ।
রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস ১৯৪৫ খ্রি. পর্যন্ত।
১৮৯. পাইকারি বাণিজ্য কে পরিচালনা করত?
উত্তর : রাষ্ট্র।
১৯০. পার্টির সাধারণ কর্মধারা কী হয়েছিল?
উত্তর : শিল্পযোজন।
১৯১. কংগ্রেস পার্টির নয়া কী নাম হয়?
উত্তর : সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি (বলশেভিক)।
১৯২. কমিউনিস্টরা কোন কাজকে নিষ্ঠার সাথে পালন করে?
উত্তর : শিল্পস্থাপনের কাজকে।
১৯৩. সোভিয়েত ইউনিয়নের প্রতিরক্ষার ক্ষমতা শক্তিশালী করার বুনিয়াদ কী?
উত্তর : ভারী শিল্প ।
১৯৪. নির্মাণের জন্য কী প্রয়োজন ছিল?
উত্তর : অর্থের প্রয়োজন ।
১৯৫. ১৯২৬ সালে সোভিয়েত সরকার শিল্পে কত বিনিয়োগ করেছিল?
উত্তর : ১০০ কোটি রুবল।
১৯৬. ১৯২৯ সাল পর্যন্ত সোভিয়েত সরকার শিল্পে কত বিনিয়োগ করেছিল?
উত্তর : ৫০০ কোটি রুবল।
১৯৭. ১ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম বাধা কোনটি?
উত্তর : গ্রামে বেকার ও চাকরির সংখ্যার অসাম্য।
১৯৮. শহরে বেকার সংখ্যা বৃদ্ধি পায় কেন?
উত্তর : গ্রামাঞ্চলের অপ্রয়োজনীয় শ্রমশক্তি শহরে ভিড় জমানোর কারণে
১৯৯. শহরে জমানো বেকারদের কীভাবে কাজে লাগানো হয়?
উত্তর : দেশের শিল্পক্ষমতার উন্নয়ন করে।
২০০. ১ম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে শিল্পোৎপাদন বার্ষিক কত ভাগ বৃদ্ধি পাবে যা
ধরা হয়?
উত্তর : সাড়ে ২০%।
২০১. ১০ বছরে শিল্পের উৎপাদন কতগুণ বৃদ্ধি পায়?
উত্তর : ১৩ গুণ ।
২০২. রোস্তম্ভ কৃষি কারখানা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৫০ সালে।
২০৩. স্টালিনগ্রাদ ট্রাক্টর কারখানা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৫০ সালে।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]