লাল ফৌজ কোন দেশের? কাদের মধ্যে ‘রিগা শান্তিচুক্তি' স্বাক্ষরিত হয়?


85
কমিনটার্নের সভাপতি কে ছিলেন?
উত্তর : জি, ওয়াই, জিনোভিয়েত ।
৪২
শ্বেত বাহিনী কী?
উত্তর : রাশিয়ার বিপ্লব বিরোধী শক্তি।
৪৩
ফ্রান্স কত সালে পোল্যান্ডকে রাশিয়া আক্রমণে উৎসাহিত করে? উত্তর : ১৯২০ সালে।
৪৪. রাশিয়ার ইউক্রেনে কত সালে গণঅভ্যুত্থান হয়?
উত্তর : ১৯২০ সালে।
80
লাল ফৌজ কোন দেশের?
উত্তর : রাশিয়ার সমাজতান্ত্রিক সরকার বাহিনী।
৪৬. ইউক্রেনের অভ্যুত্থান দমন করে কে?
উত্তর : দুর্ধর্ষ লাল ফৌজ ।
89
পোল্যান্ড কত সালে রাশিয়ার লাল ফৌজের কাছে পরাজিত হ উত্তর : ১৯২১ সালে ।
৪৮
কাদের মধ্যে ‘রিগা শান্তিচুক্তি' স্বাক্ষরিত হয়?
উত্তর : রাশিয়া ও পোল্যান্ডের মধ্যে।
৪৯. ‘রিগা শান্তিচুক্তি' স্বাক্ষরিত হয় কবে?
50
উত্তর : ১৯২১ সালের মার্চ মাসে।
১৯১৯ সালের প্যারিস সম্মেলনে কোন প্রধান দেশ আমন্ত্রিত হয়নি? উত্তর : রাশিয়া।
৫১
কোথায় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : প্যারিস সম্মেলনে ।
৫২
ভার্সাই চুক্তি কত সালে করা হয়?
উত্তর : ১৯১৯ সালে ।
৫৩. ভার্সাই চুক্তি অনুযায়ী রাশিয়া তার কোন কোন অঞ্চল হারায়?
উত্তর : লাটভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া ও ফিনল্যান্ড ।
৫৪. ভার্সাই চুক্তিতে রাশিয়ার কোন কোন অঞ্চলকে স্বাধীন ঘোষণা করা হয়? উত্তর : লাটভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া ও ফিনল্যান্ড।
৫৫. ভার্সাই সন্ধিতে রাশিয়া ও পোল্যান্ডের সীমা নির্ধারণ করা হয় কিসের মাধ্যমে?
উত্তর : কার্জন লাইনের মাধ্যমে।
৫৬. ভার্সাই সন্ধি রাশিয়ার কোন অঞ্চল থেকে তাকে বিচ্ছিন্ন করে?
উত্তর : পশ্চিম অঞ্চল থেকে।
5
র প্রতি কোন নীতি গ্রহণ করে?
চার অঞ্চলসমূহ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ
গন অর্থনৈতিক নীতি গ্রহণ করে?
কানার পাশাপাশি বৈদেশিক সাহায্যে
চুক্তি করে?
চুক্তি করে?
বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়?
স্পর্ক উন্নয়নে এগিয়ে আসে?
য়ড জর্জ কী উদ্যোগ নেয়?
ত একটি অর্থনৈতিক সম্মেলন করে।
'স্বাক্ষর করে?
রি কোথায় প্রশিক্ষণ দেওয়া হয়?
রুশ সম্পর্কের ভিত্তি কী ছিল?
१২. রাশিয়াকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন রাষ্ট্র? <
উত্তর: ব্রিটেন।
সোভিয়েত সরকার রাশিয়াকে প্রথম স্বীকৃতি প্রদানকারী রাষ্ট্রকে কী দেও
ঘোষণা করে?
উত্তর : বাণিজ্যিক বিশেষ সুবিধা
কত সালে ব্রিটেন সোভিয়েত সরকারকে স্বীকৃতি দেন?
উত্তর : ১৯২৪ সালে।
৭৫. ব্রিটেনের কোন দল ক্ষমতাসীন হয়ে রাশিয়াকে স্বীকৃতি দেয়? উত্তর : লেবার পার্টি
৭৬. রাশিয়াকে আমেরিকা কত সালে স্বীকৃতি দেয়?
১৭
উত্তর : ১৯৩৩ সালে।
কত সালে ভি. আই. লেনিন মৃত্যুবরণ করেন? উত্তর : ১৯২৪ সালে।
৭৮. লেনিনের পর সোভিয়েত নেতা কে হন?
উত্তর : জোসেফ স্টালিন
স্টালিনের সাথে কোন মন্ত্রীর মতানৈক্য দেখা দেয়?
উত্তর : ট্রটস্কির ।
১৯২৮ সালে রাশিয়া কোন গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর প্রদান করে? উত্তর : কেলগ-ব্রিয়া।
৮১. জার্মানিতে হিটলারের উত্থান হয় কত সালে?
উত্তর : ১৯৩৩ সালে ।
হিটলারের জীবনী গ্রন্থের নাম কী?
উত্তর : Mein Kampf.
৮৩. সোভিয়েত ইউনিয়ন কবে ভার্সাই চুক্তি মেনে নেয়? উত্তর : ১৯৩৩ সালে হিটলারের উত্থানের পর।
৮৪. হিটলার তাঁর গ্রন্থে আর কোন নীতির ঘোষণা করেন? উত্তর : পূর্বমুখী সম্প্রসারণ নীতি ।
৮৫. হিটলার কোন আদর্শের জন্মদাতা? উত্তর : নাৎসিবাদ।
৮৬. হিটলার কোন আদর্শকে ঘৃণা করতেন? উত্তর : সমাজতান্ত্রিক আদর্শ।
৮৭. জার্মানি কত সালে জাতিপুঞ্জ ত্যাগ করে? উত্তর : ১৯৩৩ সালে।
১০৩. তোষণনীতির প্রবক্তা কে?
উত্তর : ব্রিটেনের প্রধানমন্ত্রী চেম্বারনেইন।
১০৪. কোন চুক্তির মাধ্যমে হিটলারকে চেকোস্লোভাকিয়ার সুদেতান দেওয়া হয়?
উত্তর : মিউনিখ চুক্তি।
১০৫. কত সালে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৩৮ সালে।
১০৬. হিটলার কবে চেকোস্লোভাকিয়া দখল করে?
উত্তর : ১৯৩৯ সালে।
১০৭. হিটলারের আগ্রাসী নীতির বিরুদ্ধে কোন রাষ্ট্র ত্রি-পক্ষীয় জোট তৈরির প্র দেয়?
উত্তর : রাশিয়া।
১০৮. রাশিয়া কবে ত্রি-পক্ষীয় চুক্তির প্রস্তাব দেয়?
উত্তর : ১৯৩৯ সালের ১৭ এপ্রিল ।
১০৯. রাশিয়া তার নিরাপত্তার জন্য শেষ পর্যন্ত কার দ্বারস্থ হয়?
উত্তর : জার্মানির ।
১১০. রাশিয়া কত সালে জার্মানির সাথে অনাক্রমণ চুক্তি করে?
উত্তর : ১৯৩৯ সালের ২৩ আগস্ট।
১১১. রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির স্থায়িত্ব কত ছিল? উত্তর : ১০ বছর ।
১১২. হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করে ? উত্তর : ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে ।
১১৩. ফ্রান্স ও ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে কবে যুদ্ধে যায়? উত্তর : ১৯৩৯ সালের ৩ সেপ্টেম্বর।
১১৪. রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি ভঙ্গ করে কে?
উত্তর : হিটলার।
১১৫. কত সালে হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে? উত্তর : ১৯৪১ সালের ২২ জুন ।
১১৬. Grand Alliance কাদের নিয়ে গঠিত?
উত্তর : UK, ফ্রান্স, রাশিয়া, USA, পোল্যান্ড ।
১১৭. দুই বিশ্বযুদ্ধোত্তর সোভিয়েত পররাষ্ট্রনীতির প্রধান সফলতা কী ছিল? উত্তর : অভ্যন্তরীণ ও বৈদেশিক শত্রুকে নির্মূল করে সমাজতান্ত্রিক অতি বিপ্লব রক্ষা।
য়েত পররাষ্ট্রনীতি কী ছিল?
পুনর্মিলন (১৯২১-৩৪) কী ?
এর কী প্রভাব ছিল?
টলার কে কেন প্রাধান্য দেওয়া
চর্ন এসেছিল?
দ্বপাক্ষিক ও বহুপাক্ষিক নীতি গ্রহণ
গীতি কী ছিল?
চুক্তির গুরুত্ব কী ছিল?
{ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল?
8
820
রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস ১৯৪৫ খ্রি. পর্যন্ত
১৬. সোভিয়েত ইউনিয়নের এশীয় পররাষ্ট্রনীতি কী ছিল?
উত্তর : ১০.২ (2)।
১৭. পশ্চিমা পুঁজিবাদী দেশগুলোর সঙ্গে সোভিয়েত পররাষ্ট্রনীতি কী ছিল? উত্তর : ১০.২ (৩)।
১৮. ত্রিশের দশকে সোভিয়েত পররাষ্ট্রনীতি সংক্ষেপে লিখ ।
উত্তর : ১০.২ (৪)।
১৯. পূর্ব ইউরোপে সোভিয়েত পররাষ্ট্রনীতি কী ছিল?
উত্তর : ১০.২ (৬)।
২০. পশ্চিম ইউরোপে সোভিয়েত পররাষ্ট্রনীতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর : ১০.২ (৭)।
২১. সোভিয়েত বৈদেশিক নীতির উদ্দেশ্যাবলি সংক্ষেপে লিখ।
উত্তর : ১০.৩ ।
২২. সোভিয়েত বৈদেশিক নীতির সফলতা সম্পর্কে লিখ
উত্তর : ১০.৪ ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]