Mein Kempf এর ইংরেজি অর্থ কি?


মহান দেশপ্রেমিক যুদ্ধ কী?
উত্তর : নাজি জার্মানি ও তার বিভিন্ন মিত্র রাষ্ট্রের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন ফ্রন্টে সোভিয়েত লাল ফৌজ, কমিউনিস্ট পার্টির অগণিত নেতা ও দেশপ্রেমিক জনতা যে প্রতিরোধ যুদ্ধ পরিচালনা করে তাকে মহান দেশপ্রেমিক যুদ্ধ বলা হয়।
মহান দেশপ্রেমিক যুদ্ধের সময়কাল লিখ ।
উত্তর : ১৯৪১ সালের ২২ জুন থেকে ১৯৪৫ সালের ৯ মে পর্যন্ত ।
অপারেশন বারবারোসা কী?
উত্তর : হিটলারের রাশিয়ায় সামরিক অপারেশনের নাম অপারেশন বারবারোসা। মহামৈত্রী জোট কী?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সোভিয়েত রাশিয়া অক্ষশক্তি বিরোধী যে জোট গড়ে তোলে তাকে মহামৈত্রী জোট বলা হয় ।
মহান দেশপ্রেমিক যুদ্ধসমূহের নাম লিখ ।
উত্তর : মস্কোর যুদ্ধ, স্টালিনগ্রাদের যুদ্ধ, কুর্সকের যুদ্ধ ও বার্লিনের চূড়ান্ত যুদ্ধ । জার্মানি কত তারিখে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে?
উত্তর : ২২ জুন ১৯৪১ সালে জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে। সোভিয়েত ইউনিয়নের সাথে জার্মানির ২য় বিশ্বযুদ্ধকালের যুদ্ধের ব্যাপ্তিকাল কত ছিল?
উত্তর : ১৯৪১ সালের ২২ জুন থেকে ১৯৪৫ সালের ৯ মে পর্যন্ত
কত তারিখে জার্মানি আত্মসমর্পণ করে?
উত্তর : ৯ মে ১৯৪৫ সালে।
রুশজার্মান অনাক্রমণ চুক্তি ভঙ্গ করে কে?
উত্তর : হিটলারের নেতৃত্বে থাকা জার্মানি ।
১০. দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন কোন পক্ষে যুদ্ধ করে?
উত্তর : মিত্রবাহিনীর পক্ষে।
১১. জার্মান দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন পক্ষে ছিল?
১২
১৩
উত্তর : অক্ষশক্তির পক্ষে ছিল।
The Great Patriotic War অর্থ কি? উত্তর : দেশপ্রেমিক মহাযুদ্ধ ।
দেশপ্রেমিক মহাযুদ্ধ শব্দটি কাদের সাথে যুক্ত?
উত্তর : সোভিয়েত ইউনিয়নের সাথে ।
38
মহা দেশপ্রেমিক যুদ্ধ
জার্মানির সাথে যুদ্ধের সময় সোভিয়েত সরকার বীরত্বপূর্ণ কাজের জন্য কোন
পুরস্কার প্রচলন করে?
উত্তর : Orders of the patriotic War পুরস্কার চালু করে।
১৫. সোভিয়েত ইউনিয়নের জনগণ জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করে কোন রাজনৈতিক দলের নেতৃত্বে?
উত্তর : কমিউনিস্ট পার্টির নেতৃত্বে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কখন?
উত্তর : সেপ্টেম্বর ১৯৩৯ সাল ।
১৭. সেপ্টেম্বর ১৯৩৯ ভোরবেলা জার্মান বাহিনী কোন দেশ আক্রমণ করে?
উত্তর : পোল্যান্ড ।
১৮. ভার্সাই সন্ধি কত তারিখে স্বাক্ষরিত হয়?
উত্তর : ২৮ জুন, ১৯১৯ সাল ।
১৯. ভার্সাই সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর : প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানি ও বিজিত রাষ্ট্রসমূহের মধ্যে।
২০. ভার্সাই সন্ধি কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর : ফ্রান্সের রাজধানী প্যারিসের ভার্সাই রাজপ্রসাদে । কোন সন্ধির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? উত্তর : ভার্সাই সন্ধির মাধ্যমে ।
ভার্সাই সন্ধিতে মোট কতটি রাষ্ট্র অংশগ্রহণ করেছিল? উত্তর : ৩২টি।
২৩. ভার্সাই সন্ধিতে কোন দেশ সবচেয়ে প্রভাব বিস্তার করে?
উত্তর : জার্মানিকে সন্ধি দ্বারা এমনভাবে দুর্বল করা যেন ভবিষ্যতে জার্মানি ইউরোপের সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হতে না পারে ।
২৪. ভার্সাই সন্ধিতে কোন দেশ সবচেয়ে প্রভাব বিস্তার করে?
উত্তর : আমেরিকা, ব্রিটেন, ইতালি ও ফ্রান্স ।
২৫
পরোক্ষভাবে ভার্সাই সন্ধি জার্মানির জন্য কেমন ছিল? উত্তর : চরম অপমানজনক ।
২৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ পরোক্ষভাবে বপন করা হয়-
২৭
উত্তর : ভার্সাই চুক্তির মাধ্যমে।
এডলফ হিটলার কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন।
২৮. হিটলার কত সালে জন্মগ্রহণ করেন?
২৯
উত্তর : ১৮৮৯ সালে।
জার্মানির নাৎসি পার্টির নেতা কে ছিলেন?
উত্তর : এডলফ হিটলার।
8to
রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস ১৯৪৫ খ্রি. পর্যন্ত ৩০. নাৎসি পার্টির পুরো নাম কী?
উত্তর : National Socialist German Workers Party. ৩১. হিটলার কোন প্রকৃতির লোক ছিলেন?
উত্তর : হিটলার স্বভাবে রূঢ় ও নিষ্ঠুর প্রকৃতির লোক ছিলেন। ৩২. হিটলারের বিখ্যাত গ্রন্থের নাম?
৩৩
উত্তর : Mein Kempf.
33. Mein Kempf এর ইংরেজি অর্থ কি?
উত্তর : My struggle.
৩৪. হিটলারের My struggle কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯২৫ সালে ।
৩৫. হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন?
উত্তর : ১৯৩২ সালের নির্বাচনে।
১৯৩২ সালে নির্বাচনে জার্মানির প্রেসিডেন্ট হন কে? উত্তর : হিন্ডেনবুর্গ ।
কত সালে প্রেসিডেন্ট হিন্ডেনবুর্গ মৃত্যুমুখে পতিত হন? উত্তর : ১৯৩৪ সালে ।
৩৮. হিটলার কত সালে জার্মানির প্রেসিডেন্ট নির্বাচিত হন?
৩৯
উত্তর : ১৯৩৪ সালে।
কত সালে নির্বাচনের পর হিটলার জার্মানির প্রেসিডেন্ট ও চ্যান্সেলর উভয় পদ দখল করেন?
উত্তর : ১৯৩৪ সালের নির্বাচনের পর ।
৪০. হিটলারের আত্মচরিত গ্রন্থের নাম?
৪১
উত্তর : My struggle.
কত সালে হিটলার বলপূর্বক জার্মানির ক্ষমতা দখলের চেষ্টা করেন?
উত্তর : ১৯২৩ সালে ।
৪২. জার্মানির কোন দল সমাজতন্ত্র বিরোধী ছিল?
উত্তর : নাৎসি দল ।
৪৩. কার সহযোগিতায় হিটলার ১৯২৩ সালে বলপূর্বক জার্মানির ক্ষমতা দখলের
চেষ্টা করেন?
উত্তর : জেনারেল লুডেনডফের সহযোগিতায় ।
৪৪. হিটলারের পররাষ্ট্রনীতির অন্যতম কৌশল কী ছিল?
উত্তর : কোনো মিথ্যাকে পর পর তিনবার বললে তা সত্যে পরিণত হয়।
৪৫. হিটলার কত সালে চতুর্থ বার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে?
উত্তর : ১৯৩৬ সালে ।
হিটলার কার কার সাথে Anti communism pact গঠন করে? উত্তর : ১৯৩৬ সালে জাপানের এবং ১৯৩৭ সালে ইতালির সাথে । গ্যাদারিং স্ট্রম গ্রন্থের লেখক কে?
উত্তর : উইনস্টন চার্চিল ।
৪৮. কত সালে জেনেভার নিরস্ত্রীকরণ সম্মেলন শুরু হয়?
88
50
উত্তর : ১৯৩২ সালের ২ ফেব্রুয়ারি।
কত সালে হিটলার নিরস্ত্রীকরণ সম্মেলন ত্যাগ করেন?
উত্তর : ১৪ অক্টোবর ১৯৩৩ সালে ।
হিটলার কত সালে পোল্যান্ড আক্রমণ করে?
উত্তর : ১৯৩৯ সালে।
৫১. হিটলারের কূটনীতি কি নামে পরিচিত?
উত্তর : Brutal Diplomacy.
৪৮১
৫২. পোল্যান্ডের সাথে কত সালে হিটলার পোল জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে?
উত্তর : ১৯৩৪ সালে।
৫৩. পোল্যান্ডের সাথে ফ্রান্সের মিত্রতা নষ্ট করেন কোন চুক্তির মাধ্যমে?
উত্তর : ১৯৩৪ সালের পোল-জার্মান অনাক্রমণ চুক্তির মাধ্যমে। ৫৪. কত সালে হিটলার রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি সম্পাদন করেন?
উত্তর : ১৯৩৯ সালে ।
৫৫. জার্মানিতে সামরিক বৃত্তি গ্রহণ বাধ্যতামূলক করেন কে?
৫৬
উত্তর : এডলফ হিটলার।
কত সালে হিটলার রাইন অঞ্চল দখল করেন?
উত্তর : ৭ মার্চ ১৯৩৬ সালে ।
৫৭. হিটলারের আনপুস নীতি কী?
উত্তর : অস্ট্রিয়াকে জার্মানির সাথে একত্রীকরণের নীতি ।
৫৮. অস্ট্রিয়ায় কত সালে অভ্যুত্থান ঘটে?
উত্তর : ১৯৩৮ সালে ।
৫৯. অস্ট্রিয়াকে কীভাবে জার্মানির সাথে একত্রিত করা হয়?
উত্তর : গণভোটের মাধ্যমে।
৬০. হিটলার কত সালে চেকোস্লোভাকিয়া দখল করেন?
৬১
62
উত্তর : ১৯৩৯ সালে।
কত সালে জাপান মাঞ্চুরিয়া দখল করে?
উত্তর : ১৯৩১ সালে জাপান মাঞ্চুরিয়া দখল করে ।
কত সালে ইতালি আবিসিনিয়া আক্রমণ করে এবং দখল করে?
উত্তর : ১৯৩৫ সালে ইতালি আবিসিনিয়া আক্রমণ করে অধিকার করে নেয় ।
৬৩. জাপান কত সালে চূড়ান্তভাবে চীনে আক্রমণ করে?
উত্তর : ১৯৩৭ সালে।
৬৪. ইতালি কত সালে ইথিওপিয়া আক্রমণ করে?
উত্তর : ১৯৩৪ সালে।
৬৫. কত সালে প্রথম যুক্তরাষ্ট্র সিনেটে নিরপেক্ষ আইন পাস করে?
উত্তর : ১৯৩৫ সালে।
৬৬
কত সালে দ্বিতীয়বারের মতো আমেরিকার সিনেটে নিরপেক্ষতা আইন পাস করে? উত্তর : ১৯৩৫ সালে।
৬৭. ফ্রান্স ও গ্রেট ব্রিটেন জার্মানির বিরুদ্ধে কত সালে যুদ্ধ ঘোষণা করে?
উত্তর : ১৯৩৯ সালের সেপ্টেম্বর মাসে ফ্রান্স ও ব্রিটেন জার্মানির বিরুদ্ধে ঘোষণা করে।
৬৮. কত সালে হিটলার ফ্রান্স দখল করে?
উত্তর : ১৯৪০ সালের জুন মাসে।
৬৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : উইনস্টন চার্চিল ।
৭০
জাপান কত সালে পার্ল হারবার আক্রমণ করে?
উত্তর : ১৯৪১ সালে ৭ ডিসেম্বর।
৭১. জাপান যে দিনটিতে পার্ল হারবার আক্রমণ করে সে দিনটি কী ছিল?
উত্তর : রবিবার ৭:৫৫ মিনিটে জাপান পার্ল হারবার আক্রমণ করে।
৭২
কত সালে মালয়েশিয়ায় ব্রিটেনের সুবিখ্যাত রক্ষাব্যূহ হিসেবে খ্যাত সিঙ্গাপুরের পতন ঘটে?
উত্তর : ১৯৪২ সালের ফেব্রুয়ারি মাসে ।
৭৩. জাপানিরা কত সালে ডাচ ইন্ডিজ দখল করেন?
উত্তর : ১৯৪২ সালের মার্চ মাসে ।
৭৪. বার্মাকে কত তারিখে জাপানিরা পদানত করে?
উত্তর : ১৯৪২ সালের এপ্রিল মাসে জাপানিরা বার্মা পদানত করে।
৭৫. গাভুতু, তুলাগি ও ওয়াফালকালান কী?
উত্তর : সলোমান দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপ
৭৬. মিত্রবাহিনীর কাছে রোম কত তারিখে পদানত হয়?
উত্তর : ১৯৪৪ সালের ৪ জুন রোম মিত্রবাহিনীর কাছে পদানত হয়।
৭৭. হলোকাস্ট কি?
৭৮
উত্তর : হিটলারের ইহুদি নিধনযজ্ঞ হলোকাস্ট নামে পরিচিত। ১৯৩৯ সালে ফেডারেল বাজেটের পরিমাণ কত ছিল?
উত্তর : ৯০০ কোটি ডলার ।
যুদ্ধ
রর
৭৯. OPA কী?
উত্তর : পণ্যমূল্য প্রশাসন কার্যালয় হলো OPA.
১৯৪৫ সালে ফেডারেল বাজেটের পরিমাণ কততে এসে দাঁড়ায়?
৪৮৩
উত্তর : ১০০০ কোটি ডলার। উল্লেখ্য, ১৯৩৯ সালে ফেডারেল বাজেটের পরিমাণ ছিল ৯০০ কোটি ডলার ।
৮১. কংগ্রেসে কত সালে প্রেসিডেন্টের অনুরোধে মূল্যস্ফীতি বিরোধী আইন পাস হয়?
উত্তর : ১৯২৪ সালের অক্টোবরে ।
৮২. ১৯৪১-১৯৪৫ সালের মধ্যে ফেডারেল সরকারের ব্যয়ের পরিমাণ ছিল কত?
উত্তর : মোট ৩২,১০০ কোটি ডলার।
৮৩. ব্রাদারহুড অব স্লিপিংকার পোটার্স কী?
৮৪
উত্তর : গুরুত্বপূর্ণ কৃষ্ণকায় শ্রমিক ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল কত?
উত্তর : ১ সেপ্টেম্বর ১৯৩৯-২ সেপ্টেম্বর ১৯৪৫ পর্যন্ত।
৮৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ছিল কোন কোন দেশ?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স, চীন ও পোল্যান্ড ।
৮৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তিতে কোন দেশ ছিল?
উত্তর : জার্মানি, জাপান ও ইতালি ।
৮৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত তারিখে?
উত্তর : ১ সেপ্টেম্বর ১৯৩৯ সালের জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে
৮৮. D-Day বলা হয় কোন তারিখকে?
উত্তর : ৬ জুন ১৯৪৪ সালের দিনটিকে।
bd. VE Day ?
৯০
১১
উত্তর : Victory over Europe Day. কত তারিখকে VE Day বলা হয়? উত্তর : ৮ মে।
৮ মে V. E Day কেন উদযাপিত হয়?
উত্তর : ১৯৪৫ সালের ৮ মে জার্মান বাহিনী মিত্রবাহিনী কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে। তাই এ দিনটি V-E Day হিসেবে উদযাপন করে ।
৯২. জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্র কত তারিখে পারমাণবিক বোমা নিক্ষেপ করে?
উত্তর : ৬ আগস্ট ১৯৪৫ সালে।
৯৩
8
যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় যে পারমাণবিক বোমা নিক্ষেপ করে তার নাম কী?
উত্তর : লিটল বয়।
কত তারিখে জাপানের নাগাসাকিতে যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা নিক্ষেপ করে? উত্তর : ৯ আগস্ট ১৯৪৫ সালে।
৪৮৪
রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস ১৯৪৫ খ্রি. পর্যন্ত
৯৫. যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকিতে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করে তার নাম কী?
উত্তর : ফ্যাটম্যান।
৯৬. জাপানে এ পারমাণবিক বোমা নিক্ষেপের নির্দেশ কে দেন?
উত্তর : যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান ।
৯৭. VJ Day কী?
উত্তর : Victory over Japan Day.
৯৮. কত তারিখে জাপান যুদ্ধ বিরোধী ঘোষণা করে?
উত্তর : ১৪ আগস্ট ১৯৪৫ সালে।
৯৯
কত তারিখে VJ Day হিসেবে পালন করা হয়?
উত্তর : ১৪ আগস্ট V J Day হিসেবে পালন করা হয় ।
১০০. ১৪ আগস্টকে কেন VJ Day হিসেবে পালন করা হয়?
উত্তর : ১৪ আগস্ট ১৯৪৫ সালে জাপান যুদ্ধ বিরোধী ঘোষণা করে। তাই এ দিনটি V J Day হিসেবে উদযাপিত হয়।
১০১. জাপান আনুষ্ঠানিকভাবে কত তারিখে আত্মসমর্পণ করে?
উত্তর : ২ সেপ্টেম্বর ১৯৪৫ সালে ।
১০২. যুদ্ধ পরবর্তী বিচার কোথায় হয়?
উত্তর : জার্মানির ন্যুরেমাবার্গে ।
১০৩. যুদ্ধকালে রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর : যোসেফ স্টালিন।
১০৪. যুদ্ধকালে ইতালির প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর : বেনিতো মুসোলিনি ।
১০৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের সম্রাট কে ছিলেন?
উত্তর : হিরোহিতো ।
১০৬. যুদ্ধকালে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : উইনস্টন চার্চিল।
১০৭. Blitzkriek অর্থ কি?
উত্তর : বিদ্যুৎগতি ।
১০৮. সোভিয়েত ইউনিয়ন তার সীমান্ত রক্ষার জন্য পোল্যান্ড আক্রমণ করে কবে?
উত্তর : ১৭ সেপ্টেম্বর ১৯৩৯ সালে।
১০৯. সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ড আক্রমণ করে কোন অংশ দখল করে?
উত্তর : পূর্ব পোল্যান্ড দখল করে।
১১০. সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করে কবে?
উত্তর : ৩০ নভেম্বর ১৯৩৯ সালে ।
১১১. কত সালে সোভিয়েত বাহিনী পূর্ব ইউরোপে প্রবেশ করে?
উত্তর : ১৯৪০ সালের গ্রীষ্মে।
ান কোথায় বাফার জোন গড়ে তোলে?
থকে কৃষ্ণসাগর পর্যন্ত এলাকায় সোভিয়েত ইউনিয়ন বাফার
মধ্যকার সীমানা লাইনের নাম কী?
লাইন ।
নির্মাণ করে কোন দেশ?
র নির্মাণকাল কত?
১৯৩৪ সাল পর্যন্ত ।
বাধ্য হয়ে হিটলারের নিকট আত্মসমর্পণ চুক্তিতে স্বাক্ষর করতে
সালের ২১ জুলাই।
রিখে ইংল্যান্ডে হাজার হাজার বোমারু বিমান নিয়ে হামলা করে? গস্ট ১৯৪০ সালে ।
শ সোমালিল্যান্ড দখল করে নেয় কে?
ইনি ।
ফ্রিকাতে ইতালির বাহিনী পরাজিত হয়?
জ সেনাপতি ওয়াভেলের হাতে ইতালি পরাজিত হয় ।
x হিসেবে খ্যাত কোন সেনাপতি?
পতি মার্শাল রোমেল ৷
ঠানিকভাবে কত তারিখে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে
সেম্বর ১৯৪১ সালে।
যুদ্ধকালীন সময়ে মিত্রবাহিনীর সাহায্যার্থে আমেরিকা কোন নীতি
nd Lease বা লেন্ডলিজ ।
ইউনিয়ন জাপানের সাথে কবে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে?
৪১ সালে ।
ফার্ড ক্রিপস কে ছিলেন?
টিশ রাজনীতিবিদ
ফোর্ড ক্রিপস কত সালে মস্কো সফর করেন?
৯৪০ সালের শেষের দিকে তিনি মস্কোর সফর করেন।
ন বারবারোসা কোড' নামে সোভিয়েত ইউনিয়ন আক্রমণের সিদ্ধান্তে র করে?
এডলফ হিটলার।
রখে হিটলার অপারেশন বারবারোসা কোড এ স্বাক্ষর করেন? ১৮ ডিসেম্বর ১৯৪০ সালে। ১২৮. অপারেশন বারবারোসা কী?
উত্তর : হিটলার কর্তৃক সোভিয়েত ইউনিয়ন আক্রমণের অভিযানের নাম। ১২৯. কোন অপারেশনের মাধ্যমে বিশ্ব ইতিহাসের সর্ববৃহৎ স্থলযুদ্ধের সূচনা হয়।
উত্তর : অপারেশন বারবারোসার মাধ্যমে।
১৩০. লাল ফৌজ বাহিনী কোন দেশের ছিল?
উত্তর : সোভিয়েত ইউনিয়নের
1
১৩১. সোভিয়েত ইউনিয়নের দেশপ্রেমিক যুদ্ধের প্রথম পর্যায় ছিল কোনটি?
উত্তর : ২২ জুন ১৯৪১-১৮ নভেম্বর ১৯৪২ সাল পর্যন্ত।
১৩২. সোভিয়েত ইউনিয়নের দেশপ্রেমিক মহাযুদ্ধের দ্বিতীয় পর্যায় ধরা হয় কোনটিকে?
উত্তর : ১৯ নভেম্বর ১৯৪২ সালের ৩১ ডিসেম্বর ১৯৪৩ সাল পর্যন্ত সময়কালকে। ১৩৩. সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধের তৃতীয় পর্যায়ের সময়কাল
কত ছিল?
উত্তর : ১ জানুয়ারি ১৯৪৪-৯ মে ১৯৪৫ সাল পর্যন্ত ।
১৩৪. কত তারিখে হিটলার সোভিয়েতের স্লোলেনস্কে শহরে পৌঁছায়?
উত্তর : ১৭ জুলাই ১৯৪১ সাল ।
১৩৫. মস্কো যুদ্ধে জার্মান বাহিনীর পরাজয়ের প্রধান কারণ কী ছিল?
উত্তর : শীত বা ঠাণ্ডা আবহাওয়া ।
১৩৬. জার্মানিরা দক্ষিণ ফ্রন্টে স্টালিনগ্রাদ দখলের জন্য আক্রমণ শুরু করে কবে?
উত্তর : নভেম্বর ১৯৪২ সালে।
১৩৭. জার্মান দখলদার বাহিনীকে পোল্যান্ড থেকে বিতাড়িত করে কারা?
উত্তর : সোভিয়েত ফৌজ ও পোল্যান্ডের ফৌজ মিলে জার্মান দখলদার বাহিনীকে পোল্যান্ড থেকে বিতাড়িত করে।
১৩৮. কত তারিখে জার্মান বাহিনীকে পোল্যান্ডের মাটি থেকে বিতাড়িত করা হয়?
উত্তর : আগস্ট, ১৯৪৪ সাল ।
১৩৯. জার্মান বাহিনী যুগোস্লাভিয়া দখল করে কবে?
উত্তর : ১৯৪১ সালের বসন্তকালে।
১৪০. সোভিয়েত ইউনিয়ন জার্মান বাহিনীকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে
কবে বিতাড়িত করে?
উত্তর : ১৭ জানুয়ারি ১৯৪৫ সালে।
১৪১. সোভিয়েত বাহিনী অস্ট্রিয়ায় প্রবেশ করে কবে?
উত্তর : ৩০ মার্চ, ১৯৪৫ সালে।
১৪২. কত তারিখে সোভিয়েত বাহিনী অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা দখল করে?
উত্তর : ১৩ এপ্রিল, ১৯৪৫ সাল।
১৪৩, সোভিয়েত ইউনিয়ন বার্লিন আক্রমণ করে কবে?
উত্তর : ১৬ এপ্রিল, ১৯৪৫ সাল।
মহা দেশপ্রেমিক যুদ্ধ
১৪৪. হিটলার ইভা ব্রাউনকে বিয়ে করে কবে ?
উত্তর : ৩০
এপ্রিল, ১৯৪৫ সাল।
১৪৫. জেনারেল জবকভ কে ছিলেন? উত্তর : সোভিয়েত সেনাপতি ।
18. Grand Alliance?
উত্তর : মহা মৈত্রীজোট
1
১৪৭. Big Three নামে পরিচিত কারা?
পরিচিত ।
উত্তর : সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন ও আমেরিকা একত্রে Big Three নামে ১৪৮. ভি. এম মলোটভ কে ছিলেন?
উত্তর : সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী।
14. Operation over load কী?
উত্তর : ফ্রান্সের ভূখণ্ডে জার্মান বিরোধী মিত্রপক্ষীয় সমরাভিযান যা Operation over load নামে পরিচিত।
১৫০. রোমানিয়ায় সোভিয়েত আধিপত্য স্থাপিত হয় কত সালে?
উত্তর : ১৯৪৪ সালের অক্টোবরে।
১৫১. মস্কো সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৪১ সালের শেষের দিকে মস্কো সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৫২. তেহরান সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ২৮ নভেম্বর, ১৯৪৩ সাল থেকে ১ ডিসেম্বর, ১৯৪৩ সাল পর্যন্ত তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৫৩. বার্লিন সংসদ ভবনের উপর সোভিয়েত ইউনিয়নের পতাকা তুলে ধরা হয় কবে?
উত্তর : ১ মে, ১৯৪৫ সাল ।
১৫৪. ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৫ সালের ফেব্রুয়ারি মাসে।
১৫৫. 'History of Second World War' গ্রন্থের লেখক কে?
উত্তর : উইনস্টন চার্চিল।
১৫৬. পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৭ জুলাই থেকে ২ আগস্ট ১৯৪৫ পর্যন্ত পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় । ১৫৭. কোন চুক্তি/সম্মেলনের মধ্য দিয়ে সোভিয়েত ও আমেরিকার মধ্যকার Cold
War প্রকাশ্যে চলে আসে?
উত্তর : পটসডাম সম্মেলন ।
১৫৮. জীবন সরণি কোথায় অবস্থিত?
উত্তর : লেলিনগ্রাদে ।
১৫৯. কখন জার্মানির চূড়ান্ত পতন ঘটে?
উত্তর : ৯ মে, ১৯৪৫ সাল।
খ-বিভাগ | সংক্ষিপ্ত প্রশ্নাবলি (B-Part) (Short Questions )
মহান দেশপ্রেমিক যুদ্ধ সম্পর্কে একটি টীকা লিখ ।
উত্তর : ১২.১ ।
মহান দেশপ্রেমিক যুদ্ধের কারণগুলো লিখ।
উত্তর : ১২.২।
অপারেশন বারবারোসা সম্পর্কে টীকা লিখ ।
উত্তর : ১২.৩ ।
8
মহান মৈত্রীজোট কি?
উত্তর : ১২.৪ ।

মস্কোর যুদ্ধের বর্ণনা দাও ।
উত্তর : ১২.৫ এর (১)।

স্টালিনগ্রাদের যুদ্ধের বিবরণ দাও ।
উত্তর : ১২.৫ এর (২) ।

কুর্সকের যুদ্ধ সম্পর্কে টীকা লিখ ।


উত্তর : ১২.৫ এর (৩)।
বার্লিনের চূড়ান্ত যুদ্ধের বর্ণনা দাও ।
উত্তর : ১২.৫ এর (৪) ।
মহা দেশপ্রেমিক যুদ্ধের সুদূরপ্রসারী ফলাফল লিখ ।
উত্তর : ১২.৬ এর সুদূরপ্রসারী ফলাফল ।
১০. মহা দেশপ্রেমিক যুদ্ধের ফলে রাশিয়ার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধর।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]