ইংরেজদের দিওয়ানী লাভ ও দ্বৈত শাসন


উপমহাদেশে ইংরেজ শাসনের সূচনা
বাংলা তথা ভারতে ইংরেজ শাসন একদিনে প্রতিষ্ঠিত হয়নি। বিলীয়মান মুঘল সাম্রাজ্যের পূর্বাঞ্চল সুবা
বাংলায় ব্রিটিশ আধিপত্য বিস্তারের প্রক্রিয়া শুরু হয় সতর শতকের শেষদিকে।এর আগে ইউরোপীয়রা যেমন
পর্তুগিজ, স্পেনীয়, ডাচ ও ফরাসিরা এদেশে এসেছে বাণিজ্য করে মুনাফা অর্জনের জন্যে। সবশেষে
এদেশে এসেছে ইংরেজ বণিকরাÑ শক্তি ও সামর্থে যারা ছিল তাদের ইউরোপীয় প্রতিদ্বন্দ¡ীদের তুলনায়
শ্রেষ্ঠ। ফলে দেখা যায়, ধাপে ধাপে প্রসারিত হয় ইংরেজদের আধিপত্য। এটা মনে করা ভুল যে, পলাশীর
যুদ্ধ শুধুমাত্র বিশ্বাসঘাতার ফল। কারণ পলাশীর পটভ‚মি তৈরি হয়েছিল অনেক আগে। এদেশের সঙ্গে
ইংরেজ বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা, সমকালীন ইউরোপে ভৌগোলিক আবিষ্কার ও বাণিজ্যিক বিপ্লবের ওপর
ভিত্তি করে যে শিল্প বিপ্লব সংঘটিত হয় এবং উপনিবেশে বিস্তারে উম্মাদনা তৈরি হয়েছিল তারই পরিণতি
পলাশী। ১৬৯৮ সালে কলিকাতা, সুতানটি ও গোবিন্দপুর এই তিনটি গ্রামকে কেন্দ্র করে ইংরেজ আধিপত্য
প্রসারিত হতে থাকে। ১৬৯৮ থেকে ১৭৫৬ সময়কাল ছিল প্রকৃতপক্ষে ঔপনিবেশিক রাষ্ট্র প্রতিষ্ঠার
প্রস্তুতিকাল। পলাশীর যুদ্ধের পরবর্তী ঘটনাপ্রবাহ কোম্পানিকে উদ্বুদ্ধ করে প্রকৃত ক্ষমতা দখলের জন্যে।
দেশীয় নরপতিদের মধ্যে মীর কাসিম শেষ চেষ্টা করেছিলেন বিদেশী শাসন থেকে মুক্ত হতে। কিন্তু বক্সারের
যুদ্ধে তিনি পরাজিত হন। এরপর ১৭৬৫ সালে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানী লাভ করে।
আলোচ্য ইউনিটের বিভিন্ন পাঠে এই বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে।
এস এস এইচ এল
ইউনিট--- পৃষ্ঠা  ১৩৮
ইউরোপীয়দের আগমন
উদ্দেশ্য
এই পাঠ পড়ে আপনিÑ
ক্স বাংলা তথা ভারতে ইউরোপীয়দের আগমনের পটভ‚মি ও কারণ জানতে পারবেন;
ক্স পর্তুগিজ ও স্পেনীয়দের আগমনের বিষয়টি জানতে পারবেন;
ক্স ফরাসি শক্তির আগমন, তাদের বাণিজ্য এবং আধিপত্য প্রতিষ্ঠায় ইংরেজদের সাথে দ্বন্দে¡র বিষয়টি
জানতে পারবেন;
ক্স বাংলা এবং ভারতে ইংরেজদের আগমন ও আধিপত্য প্রতিষ্ঠার বিষয়টি জানতে পারবেন।
পটভ‚মি
বাংলা তথা ভারতীয় উপমহাদেশের সাথে প্রথম পরিচয়ে ইউরোপীয় বণিক, সৈনিক, ঐতিহাসিক, দার্শনিক
এবং রাজদূতগণ বিস্ময়ে মুগ্ধ এবং হতবাক হয়েছিলেন।প্রাচীনকালে স্ট্রাবো, হেরোডটাস এবং
মেগাস্থিনিসের বিবরণী থেকে জানা যায় যে, এই অঞ্চলটি বিত্তবৈভব এবং অতুল ঐশ্বর্যের পীঠস্থান ছিল।
মধ্যযুগে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য এবং ভারত হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যে বাণিজ্যপথ ছিল তা ইউরোপীয়



এবং আরব বণিকদের মূল ক্ষেত্র ছিল। স্বর্ণ, হীরা-মানিক, দারুচিনি, এলাচ ইত্যাদি ভোগ্যপণ্য প্রাচ্য দেশ
থেকে ইউরোপ যেত এবং বাংলা থেকে যেত জগদ্বিখ্যাত মসলিন। অর্থাৎ কল্পনা রঙিন, ঐশ্বর্যবান বাংলার
একটি চিত্র বিদেশীদের মনে মুদ্রিত হয়েছিল। ১৪৫৩ খ্রি. তুর্কি শাসকরা কনস্টান্টিনোপল (ইস্তাম্বুল) দখল
করার পর থেকে তারা ভ‚মধ্যসাগর এলাকায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে। তখন প্রতীচ্যের দেশগুলো
একটি বিকল্প বাণিজ্যপথের সন্ধান করেছিল। আর এই মরিয়া প্রচেষ্টা থেকে পনের শতকে শুরু হয়
ভৌগোলিক আবিষ্কার এবং নৌপথে আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রাম। এজন্যে যে নৌ-দক্ষতা প্রয়োজন তা
ইউরোপীয়দের ছিল। তারা উন্নতমানের জাহাজ তৈরি এবং নৌ-বিদ্যায় যথেষ্ট পারদর্শিতা অর্জন করে।
একই সময় ইউরোপে যে রেনেসাঁ বা নবজাগরণ সৃষ্টি হয়, তাতে গোটা পশ্চিম ইউরোপ জুড়ে নতুন যুগের
সূচনা করে। মানুষের মনে দুঃসাহস এবং অজানাকে জানার দুর্নিবার কৌত‚হল তৈরি হয়।
ভারতে আসার প্রথম প্রচেষ্টা চালায় পর্তুগাল ও স্পেনের নাবিকরা। কলম্বাস ভারতে আসার জন্যে যাত্রা
করেছিলেন কিন্তু তিনি গিয়ে পৌঁছেন আমেরিকা মহাদেশে। ১৪৯৮ খ্রি. ভাস্কো-দা-গামা ভারতের কালিকট
বন্দরে পৌঁছেন। এভাবে ইউরোপীয়দের সাথে প্রত্যক্ষ এবং ব্যাপক সম্পর্ক স্থাপিত হয়।
পর্তুগিজ বণিকদের আগমন
পর্তুগিজরা যে কালিকট বন্দরে প্রথম অবতরণ করেছিল, তার সমৃদ্ধি হয়েছিল আরব বণিকদের হাতে। কিন্তু
ভাস্কো-দা-গামার পরবর্তী পর্তুগিজ বণিক আলভারেজ কাব্রাল (অষাবৎবু ঈধনৎধষ) আরব বণিকদের কালিকট
বন্দর থেকে বিতাড়নের উদ্যোগ গ্রহণ করেন। ফলে কালিকটের জামারিন (রাজা) স্থানীয় মুসলমান, আরব
বণিক এবং গুজরাটের রাজার সাহায্যে পর্তুগিজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধে তাঁর পরাজয় হয়।
কোচিনের রাজা পর্তুগিজদের সহায়তা করেন। এরপর পর্তুগিজরা বহু আরব বণিক এবং নাবিকদের
নৃশংসভাবে হত্যা করে।
১৫১০ খ্রি. আলবুকার্ক ভারতের গোয়ায় পর্তুগিজ রাজার প্রতিনিধি হিসেবে আসেন। তার সময়েই এশিয়ার
চারিদিকের নৌপথে পর্তুগিজ আধিপত্য প্রতিষ্ঠা হয়।পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে মালয়েশিয়ার
মালাক্কা এবং ইন্দোনেশিয়ার মশলার দ্বীপগুলোতে তাদের আধিপত্য বিস্তৃত হয়েছিল। ভারত মহাসাগর এবং
প্রশান্ত মহাসাগরের উপক‚লভাগে নতুন রাজ্য গ্রাস করার জন্যে তারা অবিরত যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকতো।
পাশাপাশি তারা চাইতো যে, ইউরোপের অন্যান্য দেশ থেকে আগত বণিকদলকে পরাজিত করে একচেটিয়া
অধিকার প্রতিষ্ঠা করতে। অন্যদিকে স্থল ও নৌপথে দস্যুবৃত্তি চালাতে পর্তুগিজগণ কোন দ্বিধা করতো না।
উনিশ শতকের খ্যাতিমান ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল মন্তব্য করেছিলেন, “পর্তুগিজরা প্রধানত ব্যবসাবাণিজ্য করার জন্যে বিদেশে যেত। কিন্তু ঐ সময়ের ডাচ এবং ইংরেজদের মতোই সুযোগ পাওয়া মাত্রই
লুণ্ঠন করতো।” ধর্ম বিষয়ে তারা অসহিষ্ণু ছিল এবং অধিকৃত অঞ্চলে তারা যে নীতি গ্রহণ করে তা হলো,
“হয় খ্রিস্ট ধর্ম গ্রহণ কর অথবা মৃত্যুবরণ কর।”
আলবুকার্কের পরবর্তী পর্তুগিজ সেনাপতিরা দিউ, দমন, সলসেট, ব্যাসিল, চৌল, বোম্বাই, সাল্টাম, হুগলী
অধিকার করে নেয়। এভাবে ভারতে দীর্ঘদিন ধরে ব্যবসায় নিয়োজিত আরবিয় বণিকদের হটিয়ে দেয়
পর্তুগিজরা। কিন্তু উপমহাদেশে তারা দীর্ঘদিন ব্যবসা করতে পারেনি কিংবা বিজিত অঞ্চলও ধরে রাখতে
পারেনি।


অন্যদিকে পর্তুগিজদের সমসাময়িক আরেক সাম্রাজ্যবাদী শক্তি স্পেন ক্রমশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে।
ষোল শতকের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড, হল্যান্ড ও ফ্রান্সের ক্রমবর্ধমান বাণিজ্যিক সমৃদ্ধি ও নৌশক্তি বিশ্ব বাণিজ্যে
পর্তুগিজ ও স্পেনের আধিপত্যকে বিনষ্ট করে দেয়।
ডাচ বা ওলন্দাজদের আগমন
দীর্ঘকাল থেকেই ডাচ বণিকরা প্রাচ্যদেশের সাথে ব্যবসা ও বাণিজ্য করতো। ১৫৯৫ খ্রি. চারটি ডাচ জাহাজ
উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে। ১৬০২ খ্রি. অসংখ্য ডাচ কোম্পানি মিলে গঠিত হয়
ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নেদারল্যান্ডের পার্লামেন্ট এক চার্টার বা অনুমতিপত্রে এই কোম্পানিকে ডাচ
জাতির পক্ষে যুদ্ধ বা সন্ধি, রাজ্য জয় ও দুর্গ নির্মাণের অধিকার প্রদান করেছিল।
ডাচদের প্রধান আকর্ষণের ক্ষেত্র ছিল ইন্দোনেশিয়ার জাভা, সুমাত্রা এবং অন্যান্য মসলা সমৃদ্ধ দ্বীপগুলো,
বাংলা কিংবা ভারতবর্ষ নয়। তবে তারা ইন্দোনেশিয়া অঞ্চলে প্রভুত্ব স্থাপন করতে গিয়ে ভারতের ব্যবসাবাণিজ্য থেকেও সরে আসেনি। গুজরাট, সুরাট, ব্রোচ, ক্যাম্বে, আগ্রা, আহমেদাবাদ, কোচিন, বাংলার চূঁচূঁড়া
ইত্যাদি স্থানে তাদের ব্যবসায়িক ঘাঁটি বা কুঠি স্থাপন করে। ১৬৫৮ খ্রি. ডাচরা পর্তুগিজদের পরাজিত করে
শ্রীলংকা দখল করে নেয়।
ডাচরা ভারত থেকে নীল, রেশম, তুলা, আলকম আমদানি করতো। ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যবসাবাণিজ্য নিয়ে আঠার শতকের মাঝামাঝি পর্যন্ত ডাচ ও ইংরেজদের মধ্যে বাণিজ্যিক প্রতিযোগিতা এবং দ্বন্দ¡-
সংঘাত অব্যাহত ছিল। কিন্তু ১৭৫৯ খ্রিস্টাব্দের পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়া অঞ্চলে
ডাচদের আধিপত্য ইংরেজরা স্বীকার করে নিলে তারা ভারতের পরিবর্তে সেখানেই মনোযোগী হয়ে
উপনিবেশ স্থাপন করে।
ফরাসিদের আগমন
সমসাময়িক অন্যান্য ইউরোপীয় দেশের মতো ফরাসি বণিকগণ ভারত এবং বাংলায় বাণিজ্য করতে আসে।
১৬৬৪ খ্রি. চতুর্দশ লুই এর অর্থমন্ত্রী কলভেয়রের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি'।
সম্রাট লুই ব্যবসায়ের জন্যে এই কোম্পানিকে ৩০ লক্ষ টাকা ঋণ হিসেবে প্রদান করেন। ১৬৬৮ খ্রি.
ফ্রাঁসোয়া ফ্যারোঁ সুরাটে প্রথম ফরাসি বাণিজ্য কুঠি স্থাপন করেন। এরপর ফরাসিরা ১৬৬৯ খ্রি. মুসলিপট্টমে
আরেকটি বাণিজ্য কুঠি স্থাপন এবং ১৬৭২ খ্রি. ওলন্দাজদের কাছ থেকে সানটুম বাণিজ্য কুঠি দখল করে
নেয়। ১৬৭৩ খ্রি. ফরাসিরা পন্ডিচেরীতে তাদের সর্ববৃহৎ বাণিজ্য কুঠি স্থাপন করে। ফ্রাঁসোয়া মার্টিন, দুমা
এবং দুপে র চেষ্টায় পন্ডিচেরী সর্বাধিক সমৃদ্ধ ও শক্তিশালী বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। ১৬৭৪ খ্রি. -
ফরাসিরা বাংলার সুবাদার শায়েস্তা খানের কাছ থেকে চন্দননগরের অধিকার লাভ করে। তবে ভারতে
আধিপত্য প্রতিষ্ঠায় ফরাসিরা ইংরেজদের সাথে প্রতিযোগিতায় শেষ পর্যন্ত হেরে যায়।
ইংরেজদের আগমন
ইংরেজরা হচ্ছে বণিকের জাত। ১৫৯৯ খ্রি. ইংরেজ বণিকরা প্রাচ্যের বিভিন্ন দেশে বাণিজ্য করার জন্যে
গঠন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ১৬০০ খ্রি. রাণী এলিজাবেথ এই কোম্পানিকে রাজকীয় সনদ বা চার্টার


প্রদান করেন এবং তিনি স্বয়ং এই কোম্পানির একজন অংশীদার ছিলেন। সতের শতকের প্রথম দশকেই
ইংরেজরা ভারতে বাণিজ্যের জন্যে পৌঁছে যায়। রাজকীয় অনুগ্রহের আশায় ক্যাপ্টেন হকিন্স নামে এক
ব্যক্তিকে আগ্রায় মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছে পাঠানো হয়। প্রথমদিকে তাঁর প্রতি সৌজন্য ও সম্মান
প্রদর্শন করা হলেও পরবর্তীকালে পর্তুগিজদের ষড়যন্ত্রে তিনি আগ্রার রাজদরবার থেকে বিতাড়িত হন। ফলে
তাদের সাথে পর্তুগিজদের সংঘাত অনিবার্য ছিল এবং ১৬১২ খ্রি. সুরাটের সোয়ালী নামক স্থানে ইংরেজরা
পর্তুগিজদের পরাজিত করে। ১৬১৪ খ্রিস্টাব্দে আবারও পর্তুগিজরা পরাজিত হয়। পর্তুগিজ-ইংরেজ সংঘর্ষে
ইংরেজদের বিজয়ে মুঘলরা বুঝে গিয়েছিল যে, ইংরেজদের সাহায্য নিয়ে নৌপথে পর্তুগিজদের আধিপত্য
খর্ব করা যাবে। তদুপরি দেশীয় বণিকরা একাধিক বিদেশী ক্রেতা পাবে এবং পণ্যদ্রব্যেরও চড়ামূল্য পাবেÑ
এই ধারণা মুঘলদের হয়েছিল। এই চিন্তাধারা থেকে মুঘল শাসকরা এক ফরমানের মাধ্যমে ইংরেজ ইস্ট
ইন্ডিয়া কোম্পানিকে ভারতে কিছু বাণিজ্য কুঠি বা ফ্যাক্টরি স্থাপনের অনুমতি প্রদান করে।
ইংরেজরা কিছুদিন পরে মুঘলদের কাছ থেকে আরো অনেক সুবিধা পেয়েছিল। ইংল্যান্ড থেকে রাজদূত
টমাস রো মুঘল রাজদরবারে উপস্থিত হয়ে ভারতের সর্বত্র বাণিজ্য কুঠি স্থাপন এবং অবাধ যাতায়তের
অধিকার আদায় করে নেন। এতে পর্তুগিজরা প্রচন্ড ক্ষিপ্ত হয়। ফলে তারা ইংরেজদের সাথে যুদ্ধে লিপ্ত হয়
এবং ১৬২০ খ্রি. এক ভয়ঙ্কর নৌযুদ্ধে পর্তুগিজরা পরাজিত হয়। ১৬৩০ খ্রি. পর্তুগিজ-ইংরেজ বৈরিতার
অবসান হয় এবং ১৬৩২ খ্রি. বিবাহের যৌতুক হিসেবে পর্তুগিজরা বোম্বাই দ্বীপটি ইংরেজদের প্রদান করে।
উল্লেখ্য সে সময়ে ইংল্যান্ডের রাজা ২য় চার্লস পর্তুগিজ রানীকে বিবাহ করেছিলেন।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধনীতি
বাণিজ্য বৃদ্ধির পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬৮৬ খ্রি. থেকে রাজ্য স্থাপন ও রাজ্য শাসনের স্বপ্ন দেখতে শুরু
করল। ফলে ঐ বৎসর বাংলায় ইঙ্গ-মুঘল সংঘর্ষ হয় এবং ইংরেজরা বাংলা থেকে বিতাড়িত হয়। কিন্তু জব
চার্নক নামক একজন দূরদর্শী ইংরেজ কর্মকর্তা আপোষের প্রচেষ্টা চালান। ১৬৯০ খ্রি. তিনি কলিকাতার
সুতানটিতে ফিরে আসেন। মূলত তাঁর সময়ই (১৬৯০ খ্রি.) কলিকাতা নগরীর পত্তন হয়। ১৬৯৮ খ্রি.
কলিকাতা, সুতানটি, গোবিন্দপুরÑ এই তিনটি গ্রামের জমিদারী লাভ করে কোম্পানি। ১৭০০ খ্রি. বাংলায়
ইংরেজ বাণিজ্য কুঠিগুলো একত্রিত করে একটি কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়। ঐ বছরই একটি সুরক্ষিত দুর্গ
স্থাপন করা হয় এবং ইংল্যান্ডের রাজা ৩য় উইলিয়ামের নামানুসারে নাম রাখা হয় ফোর্ট উইলিয়াম।
নবগঠিত কাউন্সিলের সদর দপ্তর স্থাপিত হয় ফোর্ট উইলিয়ামে এবং এর প্রথম প্রেসিডেন্ট বা গভর্নর নিযুক্ত
হন চার্লস আয়ার।
ইতোমধ্যে বাংলা এবং ভারতের বিভিন্ন অঞ্চলে ইংরেজরা অন্যান্য ইউরোপীয় জাতিকে বাণিজ্যিক
প্রতিদ্বন্দি¡তায় হারিয়ে দেয়। শুধুমাত্র ফরাসিরা বিভিন্ন অঞ্চলে ইংরেজদের সাথে প্রতিদ্বন্দি¡তায় লিপ্ত ছিল।
ইংরেজরা বাণিজ্যিক সুবিধা আদায়ের জন্যে বিভিন্ন ক‚টনৈতিক উদ্যোগ গ্রহণ করে এবং মুঘল রাজদরবারে
দূত প্রেরণ অব্যাহত রাখে। এই নিরন্তর প্রচেষ্টার ফলও তারা পায়। ১৭১৭ খ্রি. মুঘল সম্রাট ফররুখশিয়ার
এক ফরমানে বাংলা, বোম্বাই এবং মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার
প্রদান করেন। একই সময় ইংরেজরা নিজেদের মুদ্রা প্রচলনের অধিকার লাভ করে। অনেক ঐতিহাসিক এই
ফরমানকে বাংলা তথা ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার জন্যে দায়ী করেছেন। বস্তুত, বাংলা তথা
দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক যুগসন্ধিক্ষণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকরা বাংলা, মাদ্রাজ ও বোম্বাই-এ
তাদের ভবিষ্যত সাম্রাজ্যের ভিত্তি নিপুণভাবে স্থাপন করে।


সারসংক্ষেপ
বাংলা তথা ভারতীয় উপমহাদেশের সমৃদ্ধি ইউরোপীয়দের এদেশে আগমনে উৎসাহী করে তোলে।
ইউরোপীয়দের মধ্যে পর্তুগীজরা প্রথম ভারতে আসে। ক্রমে ডাচ (ওলন্দাজ), ফরাসি, ইংরেজদের
আগমন ঘটে। তারা বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।বাণিজ্যিক প্রতিযোগিতা ও দ্বন্দ¡-সংঘাতে শেষ পর্যন্ত
এগিয়ে যায় ইংরেজরা।
সহায়ক গ্রন্থপঞ্জী ঃ
১। আবদুল করিম, বাংলার ইতিহাস (১২০০-১৮৫৭ খ্রি.)।
২। ড. মুহম্মদ আবদুর রহিম ও অন্যান্য, বাংলাদেশের ইতিহাস।
৩। গঁযধসসবফ গড়যধৎ অষর, ঐরংঃড়ৎু ড়ভ ঃযব গঁংষরসং ড়ভ ইবহমধষ, ঠড়ষ. ১(অ).
৪। ঔ.ঘ. ঝধৎশধৎ, ঐরংঃড়ৎু ড়ভ ইবহমধষ, ঠড়ষ. ওও.
পাঠোত্তর মূল্যায়নÑ
নৈর্ব্যক্তিক প্রশ্ন ঃ
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন।
১। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলÑ
(ক) ইংরেজরা (খ) পর্তুগিজরা
(গ) ফরাসিরা (ঘ) দিনেমাররা।
২। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়Ñ
(ক) ১৬০০ খ্রি. (খ) ১৬০১ খ্রি.
(গ) ১৬০২ খ্রি. (ঘ) ১৬০৩ খ্রি.।
৩। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কার উদ্যোগে?
(ক) কলভেয়র (খ) চতুর্দশ লুই
(গ) জ্যাক শিরাক (ঘ) দ্য গল।
৪। কলিকাতা মহানগরীর প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে?
(ক) ১৬০০ খ্রি. (খ) ১৬৩০ খ্রি.
(গ) ১৬৬০ খ্রি. (ঘ) ১৬৯০ খ্রি.।
সংক্ষিপ্ত প্রশ্ন ঃ
১। ইউরোপীয়রা ভারতে আসার বাণিজ্য পথ কেন সন্ধান করছিল?
২। আলবুকার্ক কে ছিলেন?
৩। ডাচদের তৎপরতার সংক্ষিপ্ত বিবরণ দিন।
৪। কিভাবে কলিকাতা মহানগরীর পত্তন হয়?


রচনামূলক প্রশ্ন ঃ
১। কেন ও কিভাবে ইউরোপীয়রা বাংলা এবং ভারতে আগমন করে? পর্তুগিজ ও ওলন্দাজদের এ অঞ্চলে
আগমন এবং তাদের তৎপরতা সম্পর্কে বিবরণ দিন।
২। কেন ইংরেজরা বাংলা ও ভারতে এসেছিল? কিভাবে তারা তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল?
সিরাজ উদ্দৌলা ও পলাশীর যুদ্ধ
উদ্দেশ্য
এই পাঠ পড়ে আপনিÑ
ক্স নবাব সিরাজ উদ্দৌলার প্রাথমিক অসুবিধাসমূহ এবং কিভাবে তিনি সেগুলো অতিক্রম করেন সে বিষয়ে
জানবেন;
ক্স ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের বিরোধের কারণসমূহ ব্যাখ্যা করতে পারবেন;
ক্স ১৭৫৭ খ্রিস্টাব্দে সংঘটিত পলাশীর যুদ্ধের পটভ‚মি ও যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দিতে পারবেন;
ক্স পলাশীর যুদ্ধের ফলাফল ও সিরাজ উদ্দৌলার পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে সক্ষম হবেন।
বাংলার মসনদে সিরাজের আরোহণ ও তাঁর প্রাথমিক অসুবিধাসমূহ
১৭৫৬ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তাঁর দৌহিত্র সিরাজ উদ্দৌলা
মুর্শিদাবাদের মসনদে বসেন। আলিবর্দী খান মৃত্যুর পূর্বেই সিরাজকে তাঁর উত্তরাধিকারী মনোনীত করেন।
সিরাজ উদ্দৌলার জন্ম হয়েছিল ১৭৩৩ খ্রিস্টাব্দে এবং মুর্শিদাবাদের মসনদে বসার সময় তাঁর বয়স ছিল ২৩
বছর। ইতোপূর্বে মাতামহের সান্নিধ্যে থেকে তিনি সমরনীতি ও শাসন বিষয়ে দীক্ষা লাভ করেন। আলিবর্দী
খান তাঁকে বিহারের নায়েব নাযিম নিযুক্ত করেন। তিনি মাতামহের সঙ্গে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধেও অংশ
নেন। এসব অভিজ্ঞতা থাকা সত্তে¡ও মসনদে আসীন হয়ে তিনি অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হন।
সিরাজের প্রতি বিরূপ থাকায় তাঁর খালা ঘসেটি বেগম সিরাজের এক খালাতো ভাই শওকত জঙ্গকে মসনদে
বসানোর জন্য ষড়যন্ত্র করেন। তিনি তাঁর বিপুল সম্পদ ও প্রতিপত্তি নতুন নবাবের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা
করেন। অন্যদিকে নবাবের প্রধান সেনাপতি ও বখশী মীর জাফরের ভ‚মিকাও ছিল কুচক্রীর। এদের
প্ররোচনা ও সমর্থনে উৎসাহিত হয়ে পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জঙ্গ সিরাজের প্রতি অবাধ্য হন এবং তাঁর
আনুগত্য মেনে নিতে অস্বীকার করেন।
মসনদে আরোহণের পর সিরাজ উদ্দৌলা যথেষ্ট সাহস ও দৃঢ় সংকল্পের পরিচয় দেন। তিনি উপলব্ধি করেন
যে, ঘরের শত্রুকে দমন করতে না পারলে তাঁর মসনদ নিষ্কণ্টক হবে না। তিনি প্রথমে প্রশাসনে কতিপয়

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]