‘সুফি' নামের উৎপত্তি কোন শব্দ থেকে? বাংলায় সুফিরা কোথায় থেকে আসেন?

‘সুফি' নামের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর : সুফ।
'সুফ' কী?
উত্তর : এক প্রকার রঙ্গিন মোটা পশমী কাপড়।
0
'সুফ' কারা পরিধান করতো?
উত্তর : সুফিরা।
8
সুফি নামটির কখন সাধারণ ব্যবহার শুরু হয়? উত্তর : হিজরি ২য় শতকে ।
C.
সুফিরা কোন গ্রন্থ থেকে অনুপ্রেরণা লাভ করেন?
উত্তর : পবিত্র কুরআন থেকে ।

সুফিবাদের উৎপত্তি কোথায়?
উত্তর : পারস্যে।
9. সুফিবাদ কী?
উত্তর : স্রষ্টার জন্য তীব্র ভালোবাসার মাধ্যমে আত্মার উন্নয়ন ।

মারিফত কী?
উত্তর : স্রষ্টার পূর্ণজ্ঞান ।
তরিকত কী?
উত্তর : পথ ।
১০. 'জিকর' ও 'সামা' কী?
উত্তর : আধ্যাত্ম সংগীত ।
১১
বাংলায় সুফিরা কোথায় থেকে আসেন?
উত্তর : ইসলাম অধ্যুষিত পশ্চিম ও মধ্য এশিয়া এবং উত্তর ভারত থেকে ।
১২
বাংলায় আগত সুফিরা কোন তরীকার অন্তর্ভুক্ত ছিলেন?
উত্তর : চিশতিয়া ও সোহরাবর্দীয়া তরিকা।
১৩
বিখ্যাত সুফি বাবা আদম শহীদ বাংলার কোথায় আগমন করেন? উত্তর : মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের রামপালে আগমন করেন। বাবা আদম শহীদ কোন হিন্দু রাজার সাথে যুদ্ধ করেন?
১৪
উত্তর : রাজা বল্লাল সেন ।
২১৫
২১৬
১৫
বাংলায় সুফিবাদ : সুফিদের অবদান: কয়েকজন গুরুত্বপূর্ণ সুফি
বাবা আদম শহীদের মাজার কোথায়?
উত্তর : মুন্সিগঞ্জের রামপালে ।
১৬
প্রাক মুসলমান যুগে বাংলায় ইসলাম প্রচারের জন্য কার নাম বিশেষভাবে
উল্লেখযোগ্য?
উত্তর : শাহ মুহাম্মদ সুলতান রুমী।
১৭. শাহ মুহাম্মদ সুলতান রুমীর মাজার কোথায় অবস্থিত?
উত্তর : নেত্রকোণা জেলার মদনপুরে ।
১৮
কত খ্রিস্টাব্দে শাহ মুহাম্মদ সুলতান রুমী মদনপুর আগমন করেন? উত্তর : ১৬৭১ খ্রিস্টাব্দে।
১৯
শাহ সুলতান মাহী সাওয়ার বাংলার কোন অঞ্চলে আগমন করেন? উত্তর : পুণ্ড্রনগর (মহাস্থান)।
20
শাহ সুলতান মাহীসাওয়ারের মাজার শরীফ কোথায়?
উত্তর : মহাস্থান, বগুড়া ।
২১
মাহী সওয়ার অর্থ কী?
উত্তর : মৎস্যারোহণকারী ।
22
শাহ সুলতানকে ‘মাহী সওয়ার' বলা হয় কেন?
উত্তর : মৎস্যাকৃতি নৌকাযুগে অথবা মাছের পিঠে চড়ে আগমন করেন বলে তাঁকে
মাহীসওয়ার বলা হয় ৷
২৩
শাহ সুলতান মাহী সওয়ার কার বিরুদ্ধে যুদ্ধ করেন?
উত্তর : হিন্দু রাজা বলরাম, পরশুরাম ও শীলাদেবীর বিরুদ্ধে।
২৪. সুফি মখদুম শাহদৌলাহ শহীদ এর মাজার কোথায়? উত্তর : পাবনা জেলার শাহজাদপুরে।
২৫. সুফি শাহ মাহমুদ গজনবীর দরগাহ কোথায়?
উত্তর : বর্ধমান জেলার মঙ্গলকোটে ।
২৬. সুফি বায়েজীদ বোস্তামী কত সালে বাংলায় আগমন করেন?
উত্তর : ৮৭৪ সালে ।
২৭. সুফি বায়েজীদ বোস্তামীর মাজার কোথায়?
উত্তর : চট্টগ্রামের সন্নিকটে নাসিরাবাদে।
২৮
সুফি শেখ ফরিদ কোথায় আগমন করেছিলেন?
উত্তর : চট্টগ্রাম হয়ে ফরিদপুরে।
২৯
বাংলায় আগত প্রথম দিকের সুফিদের মধ্যে কে সবচেয়ে বিখ্যাত ছিলেন?
উত্তর : সুফি শেখ জালালউদ্দিন তাবরিজী।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]