বাংলায় কে বৈষ্ণব ধর্ম প্রচার করেন? বৈষ্ণব আন্দোলন সম্পর্কে আলোচনা কর

বাংলায় কে বৈষ্ণব ধর্ম প্রচার করেন?
উত্তর : শ্রীচৈতন্য।
২৩১
সমগ্র ভারতে বৈষ্ণব ধর্ম প্রচার ও প্রসারে কারা অগ্রণী ভূমিকা পালন করেন? উত্তর : রামানুজ ও রামানন্দ ।
v.
কারা বৈষ্ণব নামে খ্যাত?
উত্তর : বিষ্ণু শ্রীকৃষ্ণের ভক্তরা বৈষ্ণব নামে খ্যাত।
8
কৃষ্ণের বাল্যলীলার দৃশ্যাবলি কোথায় খোদিত আছে? উত্তর : পাহাড়পুর মন্দিরে।

রাজা লক্ষণ সেন শৈবধর্ম ত্যাগ করে কোন ধর্ম গ্রহণ করেন? উত্তর : বৈষ্ণব ধর্ম।

লক্ষ্মণ সেন কোন উপাধি গ্রহণ করেন?
উত্তর : পরম বৈষ্ণব।

কাদের লেখনীতে রাধাকৃষ্ণের মরমীবাদ বাংলায় জনপ্রিয় হয়েছিল? উত্তর : জয়দেব, বিদ্যাপতি ঠাকুর ও কবি চণ্ডীদাসের লেখনীতে

কোন দুটি গ্রন্থ থেকে বাংলায় বৈষ্ণব ধর্মের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়?
উত্তর : শ্রীকৃষ্ণকীর্তন ও শ্রীকৃষ্ণবিজয় গ্রন্থ থেকে।
.
বৈষ্ণব ধর্ম ও বিকাশের অন্যতম প্রধান কারণ কী?
উত্তর : হিন্দু ধর্ম ও সমাজকে রক্ষা করা।
১০. বৈষ্ণব ধর্মের প্রধান লক্ষ্য কী ছিল?
উত্তর : হিন্দু থেকে ইসলাম ধর্মে ধর্মান্তর রোধ করা।
১১
চৈতন্যের বৈষ্ণব ধর্ম প্রধানত কিরূপ আন্দোলন ছিল?
উত্তর : হিন্দু ধর্মের প্রতিরক্ষামূলক আন্দোলন।
১২. শ্রীচৈতন্যের উপর কোন মতবাদের ব্যাপক প্রভাব ছিল?
উত্তর : মুসলিম সুফিবাদের।
১৩. শ্রীচৈতন্য কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : মুসলিম প্রভাবিত নবদ্বীপে।
১৪
ধর্মসভায় সংকীর্তন বা নাম কীর্তনের রীতি কে প্রবর্তন করেন?
উত্তর : শ্রীচৈতন্য
১৫
1
শ্রীচৈতন্য কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৪৮৬ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি নবদ্বীপের মায়াপুরী গ্রামে এক ব্রাহ্মণ
পরিবারে জন্মগ্রহণ করেন।
২৩২ ইসলামিকরণে হিন্দু সমাজের প্রতিক্রিয়া : চৈতন্য ও ভক্তি আন্দোলন
১৬
হিন্দু ধর্মে একেশ্বরবাদের প্রবক্তা কে?
উত্তর : শ্রীচৈতন্য।
১৭
কার মতে মানুষের দেহের বিলুপ্তি ঘটে, কিন্তু আত্মা বিনষ্ট হয় না?
উত্তর : শ্রীচৈতন্যের মতে।
১৮
ভক্তি আন্দোলন কী?
উত্তর : চৈতন্যদেব প্রবর্তিত ধর্মীয় ও সামাজিক আন্দোলন।
১৯
ভক্তি আন্দোলনের কেন্দ্রস্থল কোথায় ছিল?
উত্তর : চৈতন্যের জন্মস্থান নবদ্বীপে (নদীয়া)।
20
ভক্তি আন্দোলন অন্য কী নামে পরিচিত?
উত্তর : বৈষ্ণব আন্দোলন ।
খ-বিভাগ
(B-Part)
১. চৈতন্যের সংক্ষিপ্ত পরিচয় দাও।

সংক্ষিপ্ত প্রশ্নাবলি
(Short Questions )
চৈতন্যের উপর ইসলাম ধর্ম ও মুসলিম সুফিবাদের প্রভাব বর্ণনা কর। ৩. নবদ্বীপ কেন বিখ্যাত?
8
চৈতন্যের ধর্মীয় দর্শন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৫. চৈতন্য কেন হিন্দু সমাজের বর্ণপ্রথার বিরোধী ছিলেন?
৬. চৈতন্য অনুসারীদের জন্য কী কী ধর্মীয় আনুষ্ঠানিক কাজের নির্দেশ দিয়েছেন?

চৈতন্যের বৈষ্ণববাদের প্রভাব কী ছিল?
৮. চৈতন্য কিভাবে হিন্দুদের ইসলাম ধর্মে ধর্মান্তর রোধ করেন?

চৈতন্য প্রবর্তিত বৈষ্ণব ধর্মের সমালোচনা কর।
১০. ভক্তি আন্দোলন সম্পর্কে একটি টীকা লিখ ।

2
গ-বিভাগ
(C-Part)
রচনামূলক প্রশ্নাবলি ( Broad Questions )
ভক্তিবাদের প্রবক্তা চৈতন্য সম্পর্কে আলোচনা কর ।
উত্তর : ১০.১।
ভক্তি আন্দোলনের বর্ণনা দাও ।
উত্তর : ১০.২।
9. হিন্দু সমাজের উপর ইসলাম ধর্মের ক্রমবর্ধমান প্রভাব রোধে চৈতন্যের ভূমিকা
8
নিরূপণ কর ।
উত্তর : ১০.২।
বাংলায় ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে হিন্দু সমাজে কিরূপ প্রতিক্রিয়া হয়েছিল?- বর্ণনা কর ।
উত্তর : অধ্যায়- ১০।

বৈষ্ণব আন্দোলন সম্পর্কে আলোচনা কর ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]