বাংলায় কতসালে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? অমৃতকাণ্ড কোন ধরনের গ্রন্থ?

কখন বাংলায় শিক্ষা ও জ্ঞানের ব্যাপক উন্নতি সাধিত হয়? উত্তর : সুলতানি ও মুঘল আমলে ।
A
2
:
সুলতানি ও মুঘল আমলের শিক্ষা অন্য কী নামে বহুল প্রচলিত?
উত্তর : মধ্যযুগের শিক্ষা অথবা মুসলিম আমলের শিক্ষা ।
0
বাংলায় কতসালে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১২০৪ সালে।
8
২৭৩
বাংলার মুসলিম সমাজে কীভাবে জ্ঞানার্জনের স্পৃহা জাগ্রত হয়? উত্তর : মুসলিম পণ্ডিতগণ ও তাদের রচিত গ্রন্থাবলি জ্ঞানার্জনের স্পৃহা জাগ্রত করে।
সুলতানি ও মুঘল আমলে বাংলার শিক্ষাকেন্দ্রগুলো কী কী?
t.
উত্তর : লক্ষ্মণাবতী (গৌড়), মহিসুন, সোনারগাঁও, সাতগাঁও, নগোর, মান্দারন, পাণ্ডুয়া,
বাঘা, রংপুর ও চট্টগ্রাম ইত্যাদি ।
.
সুলতানি ও মুঘল আমলে বাংলার হিন্দু শিক্ষার প্রাণকেন্দ্র কোথায় ছিল? উত্তর : নবদ্বীপ।
কোন ধর্ম শিক্ষা ও জ্ঞান আহরণের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে? উত্তর : ইসলাম ধর্ম।
মানুষের দেহ ও মন উভয়ের উন্নতি, আধ্যাত্মিক ও পার্থিব অগ্রগতি এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের ওপর কোন ধর্ম জোর তাগিদ দিয়েছে?
উত্তর : ইসলাম ধর্ম ।
যাদের জ্ঞান আছে তারা কি যাদের জ্ঞান নেই তাদের সমান, এটি কোন গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে?
উত্তর : পবিত্র কুরআনে ।
১০
“জ্ঞান অন্বেষণ কর, যদি সেজন্য এমনকি চীনেও যেতে হয়।” এটি কার বাণী?
উত্তর : মহানবী হযরত মুহাম্মদ (স) এর বাণী।
১১
কারা বাংলার অধিবাসীদের মধ্যে শিক্ষার উন্নতি বিধান করেন?
উত্তর : উলেমা ও সুফি-দরবেশগণ ।
১২
অমৃতকাণ্ড কোন ধরনের গ্রন্থ?
উত্তর : হিন্দু মরমীবাদ ও দর্শন গ্রন্থ।
ইতিহাস মাস্টার্স ফাইনাল টেক্সট (৩১১৫০৭)-১৮
২৭৪
১৩
বাংলায় শিক্ষা : সুলতানি ও মুঘল আমল
ইসলামি মরমীবাদের মূল্যবান গ্রন্থ 'মাকামাত' কে রচনা করেন?
উত্তর : মাওলানা শরফউদ্দিন আবু তাওয়ামা।
১৪
উত্তর : শাহ মুহাম্মদ সগীর।
১৫
‘ইউসুফ জুলেখা' কে রচনা করেন?
'নসিহত' নামা কে রচনা করেন?
'গাজী বিজয়' কে রচনা করেন?
উত্তর : কবি আফজল আলী ।
১৬
উত্তর : ফয়জুল্লাহ ।
১৭
‘লায়লী মজনু' কে রচনা করেন?
উত্তর : দৌলত উজীর বাহরাম খান ।
১৮. সুলতানি ও মুঘল আমলে শিক্ষা কী বিষয়রূপে পরিগণিত হতো? উত্তর : ধর্মীয় কর্তব্য ও সামাজিক সম্মানের বিষয়রূপে পরিগণিত হতো। ১৯. ছেলেমেয়েরা কোথায় প্রাথমিক শিক্ষা লাভ করতো?
উত্তর : মসজিদ ও মাদ্রাসার মক্তবে।
২০
মক্তব অন্য কী নামে অভিহিত হতো?
উত্তর : পাঠশালা।
২১
মুসলিম বালক বালিকাদের মধ্যে কিরূপ শিক্ষার প্রচলন ছিল?
উত্তর : সহ শিক্ষার প্রচলন ছিল ।
২২. কত বছর বয়সে মুসলমান বালক-বালিকাদের শিক্ষা শুরু হতো? উত্তর : পাঁচ বছর।
২৩. শিক্ষা ক্ষেত্রে শিশুদের আনুষ্ঠানিক প্রবেশ কী অনুষ্ঠান নামে পরিচিত ছিল? উত্তর : বিসমিল্লাহ খানি ।
২৪
ছেলে মেয়েদের শিক্ষাদানের জন্য মুসলমান পিতা-মাতা যে বিরাট গুরুত্ব আরোপ করতেন তা কোন অনুষ্ঠানে প্রতিফলিত হয়েছে?
উত্তর : বিসমিল্লাহ খানি ।
২৫
প্রাথমিক শিক্ষা বিস্তারে কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো?
উত্তর : মসজিদ।
২৬. কে প্রাথমিক শিক্ষা দান করতেন?
উত্তর : ইমাম।
২৭. প্রাথমিক শিক্ষার বিষয় কী ছিল?
উত্তর : কুরআন পাঠ ও ধর্মের মূলনীতি।
২৮
কোন ভাষায় শিক্ষা দান করা হতো?
উত্তর : আরবি, ফার্সি ও বাংলা ।
বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস প্রাথমিক শিক্ষার ভিত্তি কী ছিল?
উত্তর : ধর্মীয় শিক্ষা ।
প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের কোন তিনটি ভাষা শিক্ষা আবশ্যক ছিল? উত্তর : আরবি, ফার্সি ও বাংলা ।
৩০
২৭৫
সমগ্র মুসলমান শাসনামলে রাজদরবারের ভাষা ও শিক্ষার বাহন কী ছিল? উত্তর : ফারসি ।
৩১
৩২
মুসলমান শাসনামলে চাকরি বাকরির জন্য কোন ভাষা ও সাহিত্য অনুশীলন অত্যাবশ্যক ছিল?
উত্তর : ফারসি ভাষা ও সাহিত্য অনুশীলন।
৩৩
কোন শাসকগণ বাংলা সাহিত্যের উন্নতির পৃষ্ঠপোষকতা করেন?
উত্তর : মুসলমান শাসকগণ ।
৩৪. সুলতানি ও মুঘল আমলে সাধারণ অধিবাসীদের মাতৃভাষা ভাষা কী ছিল?
উত্তর : বাংলা।
৩৫
প্রাথমিক বিদ্যালয়ে কোন ভাষা বহুল প্রচলিত ছিল?
উত্তর : বাংলা।
৩৬
ধর্মীয় শিক্ষার বাইরে প্রাথমিক শিক্ষার অত্যাবশ্যকীয় বিষয় কী ছিল? উত্তর : অংক শাস্ত্ৰ ।
৩৭. অংকের মৌলিক উপাদানগুলো কী ছিল?
উত্তর : যোগ, বিয়োগ, গুণ ও ভাগ এবং কাঠাকিয়া, গণ্ডাকিয়া ও বিঘাকিয়া ।
৩৮. রাজ সরকারের চাকরিতে নিয়োগ লাভের আশায় হিন্দু ছেলে মেয়েরা কোন
ভাষা শিখত?
উত্তর : ফারসি।
৩৯. হিন্দু বালকরা কার নিকট সংস্কৃত ও ফারসি ভাষা শিক্ষা লাভ করতো?
উত্তর : একজন ব্রাহ্মণ পণ্ডিতের নিকট সংস্কৃত এবং মৌলবীর নিকট ফারসি শিক্ষা
লাভ করতো।
80
কোথায় মাধ্যমিক শিক্ষা দান করা হতো?
উত্তর : মাদ্রাসাসমূহে ।
৪১
কার বর্ণনা থেকে মুসলমান যুগে ভারতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উন্নতি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়?
উত্তর : আবুল ফজলের বর্ণনা থেকে।
৪২
বাঘার মাদ্রাসার জন্য কতটি গ্রাম দান করা হয়েছিল?
উত্তর : ৪২টি।
৪৩
মাধ্যমিক পাঠ্য তালিকায় ইসলামি বিষয়াদি কী ছিল?
উত্তর : কুরআন, হাদিস, ধর্মতত্ত্ব।
২৭৬
88
বাংলায় শিক্ষা : সুলতানি ও মুঘল আমল
লোকায়ত সাধারণ বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়াদি কী ছিল?
উত্তর : যুক্তিবিদ্যা, অংকশাস্ত্র, চিকিৎসাবিদ্যা, রসায়ন, জ্যোতিবিদ্যা, চিকিল,
৪৫
জ্যামিতি, ইতিহাস ইত্যাদি।
মুসলমান শাসকগণ কোন বিষয়ে অধ্যয়নের প্রতি গুরুত্বারোপ করেন।
উত্তর : ইতিহাস ও রাজনীতি।
৪৬
মুসলিম শাসনামলে এ প্রদেশে পীর-দরবেশ, উলেমা ও শিক্ষকদের অধিকার
কোথায় থেকে এসেছিলেন?
উত্তর : আরব ও পারস্য থেকে।
89
বিদ্যালয় কী নামে পরিচিত ছিল?
উত্তর : টোল।
৪৮
মুসলমান পিতামাতা কন্যাদের শিক্ষিত করে তোলা কিরূপ কর্তব্য বলে মনে
করতেন?
উত্তর : ধর্মীয় কর্তব্য।
৪৯. মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সীমাবদ্ধ ছিল কেন?
উত্তর : সমাজে পর্দা প্রথার ফলে।
50
ফতেহপুর সিক্রিতে রাজপরিবার ও অভিজাত মেয়েদের জন্য কে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর : মুঘল সম্রাট আকবর।
৫১
মুঘল আমলের উচ্চ শিক্ষিত কয়েকজন নারীর নাম লিখ ।
উত্তর : বাবুরের কন্যা, গুলবদন বেগম, হুমায়ুনের ভাগ্নি সেলিমা সুলতানা, আকবরের
দুধ মা মহাম আনাগা ।
৫২
বাংলার মুসলিম বিজয়ের শুরু থেকে কোন স্থানটি শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়?
উত্তর : লক্ষ্মণাবতী (গৌড়)।
৫৩
মহিসুন কেন বিখ্যাত?
উত্তর : বর্তমানে মহিসনতোষ নামে পরিচিত রাজশাহী জেলার অন্তর্গত মহিসুন ছিল
৫৪
মুসলমানদের প্রথম যুগের অন্যতম জ্ঞানকেন্দ্র।
মাওলানা শরফউদ্দিন আবু তাওয়ামার অধীনে বাংলার কোন স্থানটি ইসলামি শিক্ষার পাদপীঠরূপে গড়ে উঠে?
উত্তর : সোনারগাঁও ।
৫৫
সাতগাঁও কেন বিখ্যাত?
উত্তর : মুসলিম বিজয়ের সময় থেকে সাতগাঁও শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক জীবনের কেন্দ্রে
উন্নীত হয় ।
@
৫৬
বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস
নগোর কেন বিখ্যাত?
३११
উত্তর : বীরভূম জেলার অন্তর্গত নগোর ছিল পশ্চিম বাংলার একটি বিখ্যাত শিক্ষা
59
কেন্দ্ৰ ।
সুলতান হোসেন শাহের আমলের বিখ্যাত শিক্ষা কেন্দ্রটির নাম কী?
উত্তর : মান্দারন (বাঁকুড়া-বিষ্ণুপুর)।
৫৮
শেখ জালাল উদ্দিন তাবরিজী সহ বহু সুফি পণ্ডিত, উলেমা ও শিক্ষকদের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কার্যাবলির কেন্দ্র কোথায় ছিল?
উত্তর : পাণ্ডুয়া ।
৫৯
বাঘা কেন বিখ্যাত?
উত্তর : রাজশাহী জেলার অন্তর্গত চিলমারিয়া থানার বাঘা গ্রাম বাংলার মুসলিম
শাসনের প্রাক্কালে শিক্ষার একটি প্রাণবন্ত কেন্দ্র ছিল।
৬০
হিন্দু বালক-বালিকারা কোথায় প্রাথমিক শিক্ষা লাভ করতো? উত্তর : পাঠশালায় ।
৬১
প্রাথমিক শিক্ষার মেয়াদকাল কত ছিল?
উত্তর : ৬ বছর।
৬২
হিন্দু বালকরা উচ্চ শিক্ষার জন্য কোথায় প্রবেশ করতো?
উত্তর : টোলে প্রবেশ করতো।
৬৩. মুসলমান শাসনামলে বাংলায় হিন্দু শিক্ষার প্রাণকেন্দ্র কোনটি ছিল? উত্তর : নবদ্বীপ।
৬৪
শিক্ষকদের অবস্থান কী ছিল?
উত্তর : শিক্ষকরা সমাজে সম্মানজনক আসনে অধিষ্ঠিত ছিলেন।
খ-বিভাগ (B-Part)
সংক্ষিপ্ত প্রশ্নাবলি
(Short Questions )
সুলতানি ও মুঘল আমলে বাংলায় শিক্ষার প্রসার সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
মুসলমান পণ্ডিতগণ কীভাবে বাংলায় শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করে তা সংক্ষেপে আলোচনা কর।
মক্তবের শিক্ষা সম্পর্কে আলোকপাত কর।
8. মুসলমান শাসনামলে হিন্দু শিক্ষার প্রাণকেন্দ্র নবদ্বীপ সম্পর্কে টীকা লিখ ।
বাংলার মুসলিম শিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে পাণ্ডুয়ার গুরুত্ব নিরূপণ কর। ৬. মুসলমান শাসনামলে নারী শিক্ষার বর্ণনা দাও।
সুলতানি ও মুঘল আমলে বাংলার শিক্ষাক্ষেত্রে মুসলমানদের অবদান নিরূপণ কর। ল
গ-বিভাগ
(C-Part)
রচনামূলক প্রশ্নাবধি (Broad Questions)
সুলতানি ও মুঘল আমলে বাংলায় মুসলিম শিক্ষার প্রসার সম্পর্কে আলোচন
কর।
মুসলমান পণ্ডিতগণ ও তাদের রচিত গ্রন্থাবলির বিবরণ দাও।
৩. সুলতানি ও মুঘল আমলে বাংলায় মুসলিম শিক্ষার স্তরসমূহ আলোচনা কর।
৪. সুলতানি ও মুঘল আমলে মুসলিম নারী-শিক্ষা সম্পর্কে আলোকপাত কর।
৫. মুসলিম শিক্ষাকেন্দ্র হিসেবে লক্ষ্মণাবতী (গৌড়), সোনারগাঁও ও সাতগাঁও এর
গুরুত্ব নিরূপণ কর।
৬. সুলতানি ও মুঘল আমলে বাংলার শিক্ষাকেন্দ্রসমূহের বর্ণনা দাও।
৭. সুলতানি ও মুঘল আমলে বাংলায় হিন্দু শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা কর।
৮. সুলতানি ও মুঘল আমলে বাংলায় হিন্দু শিক্ষার স্তরসমূহের বর্ণনা দাও।
৯. সুলতানি ও মুঘল আমলে বাংলার শিক্ষকদের অবস্থা সম্পর্কে আলোচনা কর।
১০. সুলতানি ও মুঘল আমলে বাংলার শিক্ষাক্ষেত্রে মুসলমানদের অবদান নিরূপণ
কর ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]