চণ্ডীমঙ্গলের আদি কবি কে? শ্রীকৃষ্ণকীর্তন এর রচয়িতা কে?


১০১. চণ্ডীমঙ্গলের আদি কবি কে?
উত্তর : মানিক দত্ত।
১০২. চণ্ডীমঙ্গলের মানিক দত্ত কত শতকের কবি?
উত্তর : ১৪ শতকের।
১০৩. চণ্ডীমঙ্গলের প্রধান কবি কে?
উত্তর : মুকুন্দরাম চক্রবর্তী।
১০৪. মুকুন্দরাম কত শতকের কবি?
উত্তর : ১৬ শতকের।
১০৫. মধ্যযুগে রচিত প্রথম বাংলা নিদর্শন কী?
উত্তর : শ্রীকৃষ্ণকীর্তন।
১০৬. বাংলা ভাষায় কোন লেখকের একগ্রন্থ কোনটি?
উত্তর : শ্রীকৃষ্ণকীর্তন।
১০৭. শ্রীকৃষ্ণকীর্তন এর রচয়িতা কে?
উত্তর : বড়ু চণ্ডীদাস।
১০৮. শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কার হয় কত সালে?
উত্তর : ১৯০৯ সালে।
১০৯. শ্রীকৃষ্ণকীর্তনের আবিষ্কারক কে?
উত্তর : বসন্তরঞ্জন রায়।
১১০. শ্রীকৃষ্ণকীর্তনের প্রধান চরিত্র কয়টি ও কী কী?
উত্তর : ৩টি। কৃষ্ণ, রাধা, বড়ায়ি ।
১১১. বাংলা সাহিত্যে চণ্ডীদাস নিয়ে সমস্যা কী?
উত্তর : চণ্ডীদাস নামক লেখকের সংখ্যা নিয়ে সমস্যা।
৩০৯
১১২. 'চণ্ডীদাস' নামক কয়জন কবির নাম পাওয়া যায়?
বীর
45.2
উত্তর : ৩ জন।
১১৩. আবিষ্কৃত ৩ জন চণ্ডীদাস এর নাম কী?
উত্তর : বড়ুচণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস ১১৪. বড়ু চণ্ডীদাস এর প্রকৃত নাম কী?
উত্তর : অনন্ত।
১১৫. শ্রীকৃষ্ণকীর্তন এর চণ্ডীদাসের উপাধি কী? উত্তর : বড়।
COL
৩১০
বাংলা ভাষা ও সাহিত্য : এর উদ্ভব ও বিকাশ
১১৬. কার আজ্ঞায় চণ্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন রচনা করেন? উত্তর : বাশুলী দেবীর আজ্ঞায়।
১১৭. চণ্ডীদাস সমস্যার উদ্ভব হয় কখন?
উত্তর : ১৯১৬ সালে শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশের পর ।
১১৮. দীন চণ্ডীদাস কত শতকের কবি?
উত্তর : সপ্তম শতকের।
১১৯. বড়ু চণ্ডীদাস কোন দেবীর উপাসক ছিলেন?
উত্তর : বাশুলী দেবীর।
১২০. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কত খণ্ড রয়েছে?
উত্তর : ১৩ খণ্ড ।
১২১. মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : ধর্মকেন্দ্রিকতা ।
১২২. আধুনিকতার প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : মানবতা।
১২৩. এই যুগের সাহিত্য ধারা ভিন্ন কেন?
উত্তর : কারণ এই যুগে মানুষ প্রধান, দেবতা নয় ৷
১২৪. 'কানু ছাড়া গীত নাই'- কোন যুগের সত্য? উত্তর : মধ্যযুগের।
১২৫. মধ্যযুগের বাংলার প্রধান সাহিত্য ধারা কী?
উত্তর : বৈষ্ণব সাহিত্য, মঙ্গলকাব্য, শান্তপদ, অনুবাদ সাহিত্য, লোক সাহিত্য
ইত্যাদি ।
১২৬. মঙ্গলকাব্যের কতজন কবির সন্ধান পাওয়া যায়?
উত্তর : ৬২ জন ।
১২৭. 'মৈথিল কোকিল' কাকে বলা হয়?
উত্তর : কবি বিদ্যাপতিকে ।
১২৮. পৃথিবীতে কয়টি জাত মহাকাব্য আছে?
উত্তর : ৪টি।
১২৯. চারটি মহাকাব্যের নাম কী কী?
উত্তর : রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডেসি।
১৩০. মহাভারত কোন ভাষায় লেখা?
উত্তর : সংস্কৃত ভাষায় ৷
১৩১. মহাভারত এর সংস্কৃত লেখক কে ?
উত্তর : দ্বৈপায়ন ভাষায় ।
বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস
১৩২. মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করে কে? উত্তর : কবীন্দ্র পরমেশ্বর।
১৩৩. প্রথম অনুবাদকৃত মহাভারত এর নাম? উত্তর : পরাগলী মহাভারত ।
১৩৪. প্রথম মহাভারত কার পৃষ্ঠপোষকতায় অনূদিত হয়?
উত্তর : পরাগল খাঁ।
১৩৫. রামায়ণ কার লেখা?
উত্তর : বাল্মীকি ।
১৩৬. রামায়ণ কোন ভাষায় লেখা?
উত্তর : সংস্কৃত।
১৩৭. বাল্মীকির পূর্ব নাম কী ছিল?
উত্তর : রত্নাকর।
১৩৮. রামায়ণ এর প্রথম বাংলা অনুবাদ করে কে?
উত্তর : কৃত্তিবাস ওঝা ।
১৩৯. একজন মহিলা কবি রামায়ণ রচনা করে তার নাম কী?
উত্তর : চন্দ্রাবতী।
১৪০. মধ্যযুগের অনুবাদ সাহিত্য বেশি চর্চা হয় কাকে কেন্দ্র করে?
উত্তর : রামায়ণ ও মহাভারত কেন্দ্র করে।
১৪১. অনুবাদ সাহিত্য কোন যুগের নিদর্শন?
উত্তর : মধ্যযুগের
১৪২. মধ্যযুগে কয়টি অনুবাদ সাহিত্য পাওয়া যায়?
উত্তর : ৪টি ভাষার। যথা : সংস্কৃত, আরবি, ফারসি এবং হিন্দি ।
১৪৩. বাংলা সাহিত্যের প্রথম অনূদিত গ্রন্থ কোনটি?
উত্তর : ইউসুফ-জোলেখা ।
১৪৪. ইউসুফ-জোলেকার অনুবাদক কে?
উত্তর : কবি শাহ মুহম্মদ সগীর।
১৪৫. রোমান্টিক প্রণয়োপাখ্যান কাদের হাত ধরে আসে?
উত্তর : মুসলিম কবিদের।
১৪৬. মর্সিয়া সাহিত্য কী?
উত্তর : কারবালা ও ইসলামি বিয়োগাত্মক কাহিনী।
১৪৭, মর্সিয়া সাহিত্যের একজন হিন্দু কবি কে?
উত্তর : রাধারমণ গোপ ।
৩১১
৩১২
বাংলা ভাষা ও সাহিত্য : এর উদ্ভব ও বিকাশ
১৪৮. বাংলাদেশে গীতিকা সাহিত্যে কয় ধরনের গীতিকা প্রচলিত? উত্তর : ৩ ধরনের। নাথ গীতিকা, মৈমনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা । ১৪৯. মৈমনসিংহ গীতিকা কোন অঞ্চলের?
উত্তর : ময়মনসিংহ জেলার নেত্রকোণা ও কিশোরগঞ্জের নিম্নাঞ্চলের
১৫০. মৈমনসিংহ গীতিকা বিশ্বের কয়টি ভাষায় মুদ্রিত ?
উত্তর : ২৩টি ভাষায় ৷
১৫১. দোভাষী পুঁথি সাহিত্যের অপর নাম?
উত্তর : মুসলমান সাহিত্য/ মিশ্রভাষারীতির সাহিত্য।
১৫২. দোভাষী পুঁথি কোন সময়ের?
উত্তর : মধ্যযুগের শেষ ও আধুনিক যুগের শুরু (১৭৬১-১৮৬০০ ।
১৫৩. দোভাষী সাহিত্যের শ্রেষ্ঠ লেখক কে?
উত্তর : ফকির গরীবুল্লাহ।
১৫৪. দোভাষী পুঁথি সাহিত্যের কয়টি ধারা আছে?
উত্তর : ৪টি।
১৫৫. জঙ্গনামা কী?
উত্তর : যুদ্ধকাব্য।
১৫৬. বৈষ্ণব পদাবলির মূল বিষয় কী?
উত্তর : রাধা-কৃষ্ণের প্রেমলীলা।
১৫৭. বৈষ্ণবধর্ম কে প্রচার করেন?
উত্তর : শ্রীচৈতন্যদেব ।
১৫৮. পদাবলির আদি পদকর্তা কে?
উত্তর : জয়দেব।
১৫৯. চৈতন্যপূর্ব পদাবলির পদকর্তা কারা?
উত্তর : বিদ্যাপতি, চণ্ডীদাস প্রভৃতি ।
১৬০. চৈতন্য পরবর্তী পদাবলির পদকর্তা কারা?
উত্তর : গোবিন্দদাস, বলরামদাস ।
১৬১. কোন কবি বাঙালি নয়?
উত্তর : বিদ্যাপতি
I
১৬২. বাংলায় একটি পদও রচনা না করে বাংলা সাহিত্যে জনপ্রিয়তা পায় কে?
উত্তর : শ্রীচৈতন্যদেব।
১৬৩ বৈষ্ণব পদাবলিতে শ্রীকৃষ্ণ কিসের প্রতীক?
উত্তর : পরমাত্মা বা ভগবান ৷
১৬৪. বৈষ্ণব পদাবলিতে রাধা কিসের প্রতীক?
' উত্তর : জীবাত্মা বা ভক্ত ।
বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস
১৬৫, বৈষ্ণব সাহিত্য কত প্রকার?
উত্তর : ৩ প্রকার ।
১৬৬. বৈষ্ণব সাহিত্যের ৩টি ধারার নাম কী?
উত্তর : জীবনীকাব্য, বৈষ্ণবশাস্ত্র এবং বৈষ্ণব পদাবলি ।
১৬৭. বাংলা সাহিত্যে কার জীবনী রচানার মাধ্যমে জীবনী রচনা শুরু হয়?
উত্তর : শ্রীচৈতন্যদেবের।
১৬৮. বাংলায় চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থের নাম?
উত্তর : “চৈতন্য-ভাগবত”।
১৬৯. ‘চৈতন্য-ভাগবত' কার রচনা?
উত্তর : বৃন্দাবন দাস এর ।
১৭০. শ্রীচৈতন্যের প্রকৃত নাম কী?
উত্তর : বিশ্বম্ভর।
১৭১. শ্রীচৈতন্যের জন্ম ও মৃত্যু কত সালে?
উত্তর : ১৪৮৬ জন্ম, ১৫৩৩ মৃত্যু।
১৭২. বাংলায় সর্বপ্রথম রোমান্টিক প্রেম উপখ্যান রচনা করে কারা?
উত্তর : মুসলমানরা।
১৭৩. প্রথম রোমান্টিক প্রেম উপাখ্যান কোনটি?
উত্তর : ইউসুফ-জোলেখা ।
১৭৪. “ইউসুফ-জোলেখার' লেখক কে?
উত্তর : শাহ মুহাম্মদ সগীর।
৩১৩
১৭৫. বাংলা সাহিত্যে রোমান্টিক প্রেম উপাখ্যান এর কতসাল পর্যন্ত ইতিহাস পাওয়া
যায়?
উত্তর : ৫০০ বছর।
১৭৬. যুগসন্ধিকাল এর সময়কাল কত ? ....
উত্তর : ১৭৬০-১৮৬০।
১৭৭. যুগসন্ধিকাল এর কবি কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত ।
১৭৮. ঈশ্বরচন্দ্র মূলত কী ছিলেন?
উত্তর : সাংবাদিক।
১৭৯. বাংলায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
উত্তর : দৈনিক সংবাদ প্রভাকর (১৮৩৯)।
১৮০, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত ।
১৮১. লোক সাহিত্য বলতে কী বুঝ?
উত্তর : লোকমুখে প্রচারিত গল্প, কাহিনী, ছড়া, প্রবাদ ।
১৮২. বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি কে ছিলেন?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত ।
১৮৩. বাংলা সনেট প্রবর্তন করেন কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
১৮৪. প্রথম সার্থক নাটক কোনটি?
উত্তর : ‘শর্মিষ্ঠা’ মাইকেল মধুসূদন দত্তের।
১৮৫. প্রথম প্রহসন রচয়িতা কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত ।
১৮৬. মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দের প্রবর্তন করেন? উত্তর : অমিত্রাক্ষর ।
১৮৭. বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য কোনটি?
উত্তর : মেঘনাধ বধ ।
১৮৮. বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয় কাকে? উত্তর : মাইকেল মধুসূধন দত্তকে ৷
১৮৯
রামায়ণ কার রচনা?
উত্তর : বাল্মীকির।
১৯০. মহাভারত কার রচনা?
উত্তর : কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব এর।
১৯১. মহাভারত মূলত কোন ভাষায় রচিত?
উত্তর : সংস্কৃত ।
১৯২. মহাভারত ১ম বাংলায় অনুবাদ করেন কে?
উত্তর : কবীন্দ্র পরমেশ্বর ।
১৯৩. কবীন্দ্র পরমেশ্বর এর মহাভারত এর নাম কী?
উত্তর : পরাগলী মহাভারত ।
১৯৪. কার অনুপ্রেরণায় প্রথম মহাভারত বাংলায় অনুবাদ হয়?
উত্তর : পরাগল খাঁ ।
১৯৫. মহাভারত এর শ্রেষ্ঠ অনুবাদক কে?
উত্তর : কাশীরাম দাস ।
১৯৬. কাশীরাম দাস এর মহাভারত এর নাম কী?
উত্তর : ‘ভারত পাচালী'।
১৯৭. 'কথা' সাহিত্যকে কয়ভাগে ভাগ করা হয়েছে? উত্তর : ৩ ভাগে।
বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস ৩১৫ ৩ প্রকার কথা সাহিত্যগুলো কী কী?
১৯৮
উত্তর : রূপকথা, উপকথা, ব্রতকথা।
১৯৯. সুফি সাহিত্য কী?
উত্তর : সুফিকে কেন্দ্র করে যে সাহিত্য রচিত হয়।
২০০. সুফি সাহিত্য কয় প্রকার ও কী কী?
উত্তর : ৩ প্রকার। যথা : জীবনী, দরবারী, চিঠিপত্র সংকলন । ২০১. বাংলা নাটক এর প্রবর্তন করেন কে?
উত্তর : একজন বিদেশি । নাম- হেরাসিম লেবেডফ।
২০২. বাংলায় প্রথম কত সালে এবং কোথায় প্রথম নাটক মঞ্চায়ন হয়?
উত্তর : কলকাতায় ১৭৯৫ সালে ।
২০৩, নাটকের কয়টি শ্রেণি রয়েছে এবং কী কী? উত্তর : ৩টি। সামাজিক, পৌরাণিক, ঐতিহাসিক। ২০৪. রসের দিক থেকে নাটক কয় প্রকার?
উত্তর : ৩ প্রকার । সমাজ সংস্কার, হাস্য বিদ্রূপাত্মক, বুদ্ধিবৃত্তিমূলক । ২০৫. অভিনয় এর দিক থেকে নাটক কয় প্রকার?
উত্তর : দুই প্রকার । নাটক ও যাত্রা ৷
২০৬. প্রথম মৌলিক নাটক রচনা হয় কত সালে?
উত্তর : ১৮৫২ সালে।
২০৭. বাংলার প্রথম মৌলিক নাটক কী?
উত্তর : কীর্তিবিলাস ।
সংক্ষিপ্ত প্রশ্নাবলি
(Short Questions )
১. বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে সংক্ষেপে লিখ ।
২. বাংলা ভাষার রূপতত্ত্ব সম্পর্কে আলোচনা কর ।
বাংলা ভাষার লিপি ও ধ্বনিবিন্যাস পদ্ধতি আলোচনা কর।
৪. বাংলা লিপির উদ্ভব সম্পর্কে আলোচনা কর।

বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগ সম্পর্কে আলোচনা কর । ৬. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগ সম্পর্কে আলোচনা কর । ৭. বাংলা সাহিত্যের পদাবলি সম্পর্কে আলোচনা কর।
b.
বাংলা অনুবাদ সাহিত্য সম্পর্কে লিখ।
মঙ্গলকাব্যের বর্ণনা দাও।
১০. মুসলমানদের বাংলা সাহিত্য চর্চা সম্পর্কে সংক্ষেপে লিখ । ১১. আরাকানে বাংলা সাহিত্য চর্চা সম্পর্কে আলোকপাত কর। ১২. বাংলা সাহিত্যের আধুনিক যুগ সম্পর্কে সংক্ষেপে লিখ ।
বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্বন্ধে আলোচনা কর। উত্তর : ১২.১ ।
বাংলা ভাষার লিপি ও ধ্বনিবিন্যাস পদ্ধতি আলোচনা কর ।
উত্তর : ১২.২।
বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্বন্ধে আলোচনা কর।
উত্তর : ১২.৩।
৪. প্রাচীন যুগে বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভব ও বিকাশ সম্পর্কে সম্বন্ধে আলোচন
মধ্য-মধ্যযুগে বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশ সম্বন্ধে আলোচনা কর। উত্তর : ১২.৫ এর ২ ।
অন্ত্য-মধ্যযুগে বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশ সম্বন্ধে আলোচনা কর। উত্তর : ১২.৫ এর ৩।
মধ্যযুগে বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশ সম্বন্ধে আলোচনা কর। উত্তর : ১২.৫।
মঙ্গলকাব্য কী? মধ্য-মধ্যযুগে বাংলার মঙ্গলকাব্য সম্বন্ধে আলোচনা কর। উত্তর : ১২.৫ এর ২(গ)।
১০. মধ্যযুগে মুসলমানদের বাংলা সাহিত্য চর্চা সম্বন্ধে আলোকপাত কর।
১১. মধ্যযুগে বাংলা সাহিত্যের ইতিহাসে আরাকান এতো বিখ্যাত কেন?- আলোচনা কর।
১২. অন্ত্য-মধ্যযুগের মঙ্গলকাব্যের বর্ণনা দাও।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]