নিয়ান্ডার্থাল গোত্রের সন্ধান আর কোথায় কোথায় পাওয়া যায়? পৃথিবীতে কৃষির আবিষ্কার হয়েছে কত বছর পরে?


ইউরোপীয়রা আফ্রিকাকে কী নামে অভিহিত করে?
উত্তর: ইউরোপীয়রা আফ্রিকাকে অন্ধকার মহাদেশ নামে অভিহিত করে।
কোন কোন ইউরোপীয় পর্যটক আফ্রিকা ভ্রমণ করেন।
উত্তর: মাঙ্গো পার্ক, লিভিংস্টোন।
ইউরোপীয় পর্যটকদের বর্ণনা থেকে আফ্রিকা সম্পর্কে কী জানা যায় ?
উত্তর : আফ্রিকানরা খুবই কোমল তারা স্বভাবের মানুষ।
8
"এশিয়া মানব সভ্যতার জন্মক্ষেত্র হতে পারে, কিন্তু আফ্রিকা সম্ভবত মানব জাতির স্থান এই টি
উত্তর : উক্তিটি করেছেন প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ মর্টিমার হুইলার।
আদি মানবের পূর্বসূরি কী?
উত্তর : এপংপয়েড এগ।
বৈজ্ঞানিকদের মতে মানুষের দেহের সাথে প্রাইমেটের মিল থাকায় কোথা থেকে মানুষের উ উত্তর : বৃক্ষবাসী প্রাইমেট।

নৃবিজ্ঞানীদের মতে কে ছিল আধুনিক মানুষের পূর্ব পুরুষ?
উত্তর : নৃবিজ্ঞানীদের মতে ক্রো-ম্যাগনন বা হোমো সেপিয়েন্সরা ছিল আধুনিক মানুষের পূর্ব পুরুষ ।
আফ্রিকায় কত বছর আগে মানব বসতির অস্তিত্ব অনুমান করা হয়?
উত্তর : আফ্রিকায় ১৫-২০ মিলিয়ন বছর আগে মানব বসতির অস্তিত্ব অনুমান করা হয়।
মানুষের পূর্ব পুরুষের সবচেয়ে পুরানো সাক্ষ্য পাওয়া গিয়েছে কোথায়?
উত্তর : মিশরের ফায়ুম ময়দানে।
১০
মানুষের পূর্ব পুরুষেরা লম্বায় কত খানি ছিল?
উত্তর : এক ফুটের মত।
33
মিশরের ফায়ুম ময়দানে আরো একটি চোয়াল পাওয়া যায় তার নাম কী?
উত্তর : প্রোপ্রিওপিথেকাস ।
প্রোপিওপিথেকাস লম্বায় কতখানি?
উত্তর : প্রায় তিন ফুটের মতো।
১৩
মিশর ছাড়িয়ে প্রোপ্রিওপিথেকাস কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে?
উত্তর : ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে।
38
কত সালে নৃবিজ্ঞানী ড. লুইস লিকি আফ্রিকার কেনিয়ায় এপ সদৃশ্য প্রাণীর চোয়াল এবং কয়েকটি দাঁতের সন্ধান
পান?
উত্তর : ১৯৬২ সালে।
১৯৬২ সালে নৃবিজ্ঞানী ড. লুইস লিকি আবিষ্কৃত আফ্রিকার কেনিয়ার এপ সদৃশ্য প্রাণীর এক একটি কত বছর
আগের বলে ধারণা করা হয়?
উত্তর : চল্লিশ লক্ষ বছর আগের।
ইতিহাস ৩য় বর্ষ (১৫৭৭)-১
১৬

১৯৫৯ সালে বর্তমান তাঞ্জানিয়ার ও লডুভাই নদীর তীরে ড. লুইস লিপি কী আবিষ্কার করেন?
উত্তর : জিনজানথ্রপাস নামে জীবের অস্থি।
১৭. ড. লুইস লিপি জিনজানথ্রপাসের বয়স কত বছর বলে অনুমান করেন?
উত্তর : ছয় লক্ষ বছর।
১৮. ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণায় জিনজানথ্রপাসকে কত বছরের পুরনো বলে নির্দিষ্ট করেন।
উত্তর : পনেরো লক্ষ বছরের পুরনো বলে নির্দিষ্ট করেন।
১৯. ১৯২৪ সালে নৃবিজ্ঞানী রেমন্ড ডার্ট দক্ষিণ আফ্রিকার ট্রান্সভাল প্রদেশে কি আবিষ্কার করেন? উত্তর : একটি শিশুর মাথার খুলি, মুখ ও চোয়ালের অংশ বিশেষ।
২০. নৃবিজ্ঞানী রেমন্ড ডার্ট আবিষ্কৃত শিশুর মস্তিষ্কের আয়তন কত ছিল?
উত্তর : আধুনিক মানুষের প্রায় অর্ধেক।
২১
কত বছর আগে নৃবিজ্ঞানী রেমন্ড ডার্ট আবিষ্কৃত শিশুর অস্তিত্ব ছিল?
উত্তর : ৩০ লক্ষ বছর আগে।
22
উত্তর ইথিওপিয়াতে কত বছর আগে এদের অস্তিত্ব অনুমান করা হয়?
উত্তর : ৪.৪ মিলিয়ন বছর আগে।
২৩. তাঞ্জানিয়াতে কত বছর আগে নৃবিজ্ঞানী রেমন্ড ডার্ট আবিষ্কৃত শিশুর অস্তিত্ব অনুমান করা হয়?
উত্তর : সাড়ে ১৭ লক্ষ বছর আগে ।
২৪
নৃবিজ্ঞানী রেমন্ড ডার্ট আবিষ্কৃত শিশু কতখানি লম্বা ছিল?
উত্তর : ৩ ফুট ৪ ইঞ্চি থেকে ৪ ফুট।
২৫. ডার্ট নৃবিজ্ঞানী রেমন্ড ডার্ট আবিষ্কৃত শিশুর কী নামকরণ করেন?
উত্তর : অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস বা দক্ষিণ আফ্রিকার বন মানুষ ।
২৬. ড. লুইস লিকির স্ত্রী মেরী িকত সালে আফ্রিকার তাঞ্জানিয়া অঞ্চলে একটি ফসিল আবিষ্কার করেন? উত্তর : ১৯৬০ সালে।
27
পূর্ব ও উত্তর আফ্রিকায় কোন ধরনের মানুষ পাওয়া যায়?
উত্তর : নিয়ান্ডার্থাল মানুষ ।
২৮
নিয়ান্ডার্থাল গোত্রের সন্ধান আর কোথায় কোথায় পাওয়া যায়?
উত্তর : তিউনিশিয়া ও মরক্কোতে।
২৯
নিয়ান্ডার্থাল মানুষের উচ্চতা কতখানি ছিল?
উত্তর : ৫ ফুট ৪ ইঞ্চি।
৩০
নিয়ান্ডার্থাল গোত্রের পুরুষের মগজের সাইজ কত?
উত্তর : ১৫০০ সিসি।
৩১. নিয়ান্ডার্থাল গোত্রের মেয়েদের মগজের সাইজ কত?
উত্তর : ১৩৫০ সিসি।
৩২. নৃবিজ্ঞানীরা আধুনিক মানব গোষ্ঠীর নাম কি দিয়েছেন ?
উত্তর : হোমো সেপিয়েন্স।
৩৩
কত বছর আগে ভিক্টোরিয়া হ্রদের সাঙ্গোয়ার সংস্কৃতির মানুষ আবিষ্কৃত হয়েছে। উত্তর : খ্রিস্টপূর্ব ১০ হাজার বছর আগে ।
৩৪
আফ্রিকার বিভিন্ন অঞ্চলে কোন যুগের নিদর্শন পাওয়া যায?
উত্তর : মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায় ।
৩৫
মধ্যপ্রস্তর যুগে কোথায় আধুনিক মানুষের অস্তিত্ব পাওয়া যায়?
উত্তর : মধ্য প্রস্তর যুগে রোডেশিয়াতে আধুনিক মানুষের অস্তিত্ব পাওয়া যায় ।
৩৬
কোথায় প্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়?
উত্তর : সায়েরেনিকাতে প্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়।
৩৭
মধ্য সাহারায় কত খ্রিস্টপূর্বাব্দ থেকে নব্য প্রস্তর যুগ চালু হয়?
উত্তর : ৩৪৫০ খ্রিস্টপূর্বাব্দ থেকে নব্য প্রস্তর যুগ চালু হয়।
৩৮. সাহারার অন্যান্য অঞ্চলে কত বছর পর নব্যপ্রস্তর যুগের সূচনা হয়?
উত্তর : প্রায় ৫০০ বছর পর।
৩৯
কত খ্রিস্টপূর্বাব্দের আগেই নাইজেরিয়া, কেনিয়া, ইথিওপিয়াতে কৃষি ও শিল্পের সন্ধান মিলে? উত্তর : ২০০০ খ্রিস্টপূর্বাব্দের।
80
নীল অববাহিকায় কত খ্রিস্টপূর্ব থেকে মধ্য প্রস্তর যুগের নিদর্শন মেলে?
উত্তর : ২০০০ খ্রিস্টপূর্ব থেকে।
83. আলজেরিয়া, মরক্কোতে কত খ্রিস্টপূর্বে সভ্যতার নিদর্শন পাওয়া যায়? উত্তর : ৩০০০ খ্রিস্টপূর্বে।
83. আফ্রিকাতে শিকারী সংস্কৃতির আধুনিক মানুষ কত বছর আগে গিয়ে পৌঁছে? উত্তর : ২০-২৫ হাজার বছর আগে ।
80
সাহারা মরুভূমি তখন কেমন ছিল?
উত্তর : তৃণভূমি।
৪৪
পৃথিবীতে কৃষির আবিষ্কার হয়েছে কত বছর পরে?
উত্তর : ১০০০-১৫০০ বছর পরে ।
৪৫
কায়রোর দক্ষিণে কায়ুম হ্রদের কাছে কি আবিষ্কৃত হয়েছে?
উত্তর : বহু ছোট গ্রাম ও কৃষির উপযোগী নানা সরঞ্জাম ।
৪৬. পেরি তাঁর Growth of Civilization গ্রন্থে কী বলেন?
উত্তর : নীল নদ এলাকায় প্রথম কৃষি কাজের উদ্ভব হয়েছে।
89
কত খ্রিস্ট পূর্বাব্দ থেকে নীল নদ এলাকায় কৃষিকাজ পরিকল্পিতভাবে চলতে থাকে?
উত্তর : ৬০০০ খ্রিস্ট পূর্বাব্দ থেকে।
৪৮. কি জন্য জর্দান নদীর তীর থেকে ভূমধ্যসাগর ও সিনাই মরুভূমি পর্যন্ত লোক বসতি বাড়তে থাকে?
উত্তর : কৃষির সুবিধার্থে।
৪৯
কত খ্রিস্টপূর্বাব্দ থেকে ইথিওপিয়াতে স্বাধীনভাবে কৃষি কাজ চলতে থাকে?
উত্তর : ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে।
৫০
কত খ্রিস্টপূর্বাব্দে সাহারা থেকে আবহাওয়ার কারণে একটি দল পশ্চিম এশিয়ায় এসে উন্নত জীবনধারা গড়ে
তোলে?
উত্তর : ৪০০০ খ্রিস্টপূর্বাব্দে।
৫১
মিশরে কত খ্রিস্ট পূর্বাব্দে শিসা পাওয়া যায়?
উত্তর : ৪০০০ খ্রিস্টপূর্বাব্দে।
৫২
Growth of Civilization গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : গ্রন্থটির রচয়িতা পেরির।
৫৩
কোন আমলে মিশরে তামা আবিষ্কৃত হয় বলে কোন কোন সূত্রে উল্লেখ আছে?
উত্তর : প্রাক রাজতান্ত্রিক আমলে ।
58
কত খ্রিস্টপূর্বাব্দের আগে মিশরে ব্রোঞ্জ পাওয়া যায় নি?
উত্তর : ৩০০০ খ্রিস্টপূর্বাব্দের আগে।
৫৫

নুবিয়াতে কত খ্রিস্টপূর্বাব্দে ব্রোঞ্জ পাওয়া যায়?
উত্তর : ১৭৫০ খ্রিস্টপূর্বাব্দে।
৫৬
স্বর্ণ ও রুপার ব্যবহার কোন আমলে শুরু হয়?
উত্তর : প্রাক রাজতান্ত্রিক আমলে।
৫৭. পশ্চিম আফ্রিকায় ধাতুর ব্যবহার শুরু হয় কখন? উত্তর : ২৫০০ খ্রিস্টপূর্বাব্দে।
৫৮. পশ্চিম আফ্রিকায় লোহার ব্যবহার হয় কখন? উত্তর : ১৬০০ খ্রিস্টপূর্বাব্দে।
৫৯
পূর্ব ও পশ্চিম আফ্রিকায় লোহার ব্যবহার শুরু হয় কখন?
উত্তর : ৫০০ খ্রিস্টপূর্বাব্দে।
৬০
মিশরীয়দের সমসাময়িক কারা লোহা ব্যবহার করত?
উত্তর : কুশের শাসকরা।
৬১
কুশ থেকে লোহা কোথায় প্রবেশ করে?
উত্তর : পশ্চিম, মধ্য ও পূর্ব আফ্রিকায়।
৬২
নিম্ন সাহারা অঞ্চলে কখন লোহা ব্যবহার ও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠে?
উত্তর : ৬০০ খ্রিস্টাব্দে ৷
৬৩. খ্রিস্টপূর্ব কত অব্দ থেকে আফ্রিকার লিখিত ইতিহাস জানা যায়?
৭৫. উত্তর :
উত্তর : ৩২০০ অব্দ থেকে
৬৪. কোথায় প্রথম লিখন পদ্ধতি আবিষ্কৃত হয়?
উত্তর : প্রথম লিখন পদ্ধতি আবিষ্কৃত হয় মিশরে ।
৬৫
ফারাও মেনেস মিশরের কতটি নগর রাষ্ট্রকে একত্রিত করে মিশর সভ্যতার ইতিহাসে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন?
উত্তর : ৪০টি।
৬৬
কতটি রাজবংশ মিশরে রাজত্ব করে?
উত্তর : ৩১টি।
কখন থেকে মিশর সাম্রাজ্যের দুর্বলতা প্রকাশ পেতে থাকে?
৬৮
খ্রিস্টপূর্ব ৬৭০ অব্দে কারা মিশরে আধিপত্য বিস্তার করে?
৩৩২ খ্রিস্টপূর্বাব্দে কে মিশর দখল করে মিশরের সিংহাসনে অধিষ্ঠিত হন?
१०
আলেকজান্ডারের মিশর অধিকারের ফলাফল কি হয়?
৬৭
উত্তর : খ্রিস্টপূর্ব ৭০০ অব্দ থেকে।
উত্তর : এসেরিয়রা 1
৬৯
উত্তর : গ্রিক বীর আলেকজান্ডার।
উত্তর : প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সেতুবন্ধন রচিত হয়।
৭১
৩০৪ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩০ খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত কোন যুগ মিশরে বলবত ছিল?
উত্তর : টলেমি যুগ
৭২
৩০ খ্রিস্টপূর্বাব্দে কে রোমান সম্রাট সিজার অগাস্টাস কর্তৃক পরাজিত হয়ে আত্মহত্যা করেন? উত্তর : মিশরের রাণী ক্লিওপেট্রা।
৭৩ খ্রিস্টপূর্ব কত অব্দে কুশ শাসকরা মিশর আক্রমণ করে?
উত্তর : ৭২৫ অব্দে ।
98
৭২৫ অব্দে কুশইতদের শাসক কে ছিলেন?
উত্তর : কাশ্বতা।

৭৫০ খ্রিস্টপূর্বাব্দে কাশতার সৈন্যরা কোথায় কোথায় আক্রমণ করেন? উত্তর : দক্ষিণ মিশরের রাজধানী এবং মন্দিরের নগরী থিবস আক্রমণ করেন। কাশতার পুত্র পিয়ানখি রাজকীয় ফারাও উপাধি ধারণ করে কি করেন? উত্তর : ২৫ তম রাজবংশ প্রতিষ্ঠা করেন।
৭৬
৭৭
কুশদের আধিপত্য কত বছর স্থায়ী ছিল?
উত্তর : ৬০ বছর।
৭৮
কুশদের পরাজয়ের প্রধান কারণ কী ছিল?
উত্তর : এসেরীয়দের উন্নত লৌহ অস্ত্রশস্থ ব্যবহার ।
৭৯
ফিনিশীয় সভ্যতার সঙ্গে মিশরের কত খ্রিস্টপূর্ব থেকে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠে? উত্তর : ২৭০০ খ্রিস্টপূর্ব থেকে ।
৮০
কোন সময়ের মধ্যে কেনান ও ফিনিশীয়া নিয়ে মিশরের একটি প্রদেশ গঠিত হয়? উত্তর : ১৫০০-১২০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ।
৮১
কোন সময়ের মধ্যেই মিশরের উপর ফিনিশীয় আধিপত্য প্রতিষ্ঠিত হয়? উত্তর : ১২০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই।
৮২
মরক্কোর কোথায় ফিনিশীয় উপনিবেশ স্থাপিত হয়?
উত্তর : লিক্সাসে।
৮৩
কত বছর কার্থেজ ফিনিশীয়দের অধিকারে থাকে?
উত্তর : প্রায় ২০০ বছর ।
৮৪
কত খ্রিস্টপূর্বাব্দে এট্ররাস্কান গ্রিকদের পরাজিত করে?
উত্তর : ৫৩৫ খ্রিস্টপূর্বাব্দে।
৮৫
কখন কার্থেজ গ্রিকদের কাছে পরাজিত হয়?
উত্তর : ৩৯৮ খ্রিস্টপূর্বাব্দে।
৮৬
পিউনিক যুদ্ধ কী?
উত্তর : রক্তক্ষয়ী ৩টি যুদ্ধ কার্থেজ ও রোমের মধ্যে হয় যা পিউনিক যুদ্ধ নামে পরিচিত।
৮৭
প্রথম পিউনিক যুদ্ধ কত বছর স্থায়ী হয়?
উত্তর : ২৩ বছর ।
৮৮. দ্বিতীয় পিউনিক যুদ্ধ কত বছর স্থায়ী হয়?
উত্তর : ১৬ বছর।
৮৯
কোন যুদ্ধে কার্থেজ সম্পূর্ণরূপে পরাজিত হয়?
উত্তর : তৃতীয় পিউনিক যুদ্ধে ।
৯০. খ্রিস্টপূর্ব কত বছর থেকে সাহারা শুষ্ক হতে শুরু করে?
উত্তর : ৩০০ বছর।
১১
কখন ত্রিপোলিতানিয়ায় কার্থেজীয় সাম্রাজ্যের পূর্বভাগ ছিল?
উত্তর : খ্রিস্টপূর্ব ৭ শতকে ।
2
৬৩১ খ্রিস্টপূর্বাব্দে জবল আখদার উপকূলে কোন নগরীর পত্তন হয়?
উত্তর : ৬৩১ খ্রিস্টপূর্বাব্দে জবল আখদার উপকূলে সাইরেন নগরীর পত্তন হয় ।
৯৩
সাইরেন নগরীর নামানুষারেই পরে লিবিয়ার সমগ্র পূর্বাঞ্চল কি নামে অভিহিত হয়?
উত্তর : সাইরেনাইকা ।
৯৪
গ্রিক বীর আলেকজান্ডার কখন সাইরেনাইকা নগরী জয় করেন?
উত্তর : ৩৩১ খ্রিস্ট পূর্বাব্দে।

G
রোমানরা কত খ্রিস্টাব্দে আলজেরিয়া জয় করে?
৯৫
৭৫ খ্রিস্ট পূর্বাব্দে সাইরেনাইকা কারা দখল করে?
উত্তর: রোমানরা।
৯৬
কত খ্রিস্টাব্দে ভ্যান্ডালেরা লিবিয়া আক্রমণ করে এবং শহরগুলো ধ্বংস করে?
উত্তর : ৪৩১ খ্রিস্টাব্দে ।
৯৭
উত্তর : ১৪৬ খ্রিস্টপূর্বাব্দে।
:
১১৭
কত খ্রিস্টাব্দে স্পেন থেকে আগত ভ্যান্ডালেরা এখানে রাজ্য প্রতিষ্ঠা করে যা একশ বছর স্থায়ী হয়? উত্তর : ৪২৮ খ্রিস্টাব্দে ।
উত্ত
১১৮
১০০. কত বছর আগে সুদানে হামিতীয় সংস্কৃতির ধারক এক জাতি বাস করত?
১৯. খ্রিস্টপূর্ব কত অব্দে ক্ষুদ্র ক্ষুদ্র উপকূলে বিভক্ত হয়ে সেমিটিক আরবরা ইথিওপিয়াতে আসতে থাকে?
উত্তর : ১০০০ অব্দে।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]