পূর্ব আফ্রিকার সংস্কৃতিকে কী বলা হতো? মৌরিতানিয়ার অসিবাসীরা কী নামে পরিচিত ছিল?


১০১. আনুমানিক ১০০০ খ্রিস্টপূর্বাব্দে বান্টুরা কোথায় এসে বসতি গড়ে তোলে?
১২১
উত্তর :
উত্তর : পূর্ব আফ্রিকা ।
১০২. স্থানীয়দের পরাভূত করে বান্টুরা ৪-৫ শতকে কত দূর পর্যন্ত আধিপত্য প্রতিষ্ঠা করে? উত্তর : Limpopo নদী পর্যন্ত ।
২২
উত্তর :
১২৩
১০৩. বান্টুরা কোন সময় নাইজারে বসবাস করত?
উত্তর :
উত্তর : ৩০০ খ্রিস্টপূর্বাব্দে।
১২৪
১০৪. মিশর কত শতকে উত্তর আফ্রিকায় ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্মকে চ্যালেঞ্জ করে?
উত্তর :
উত্তর : ৭ম শতকে।
১২৫
১০৫. আফ্রিকার রাষ্ট্রগুলোর মধ্যে কোন দেশ মধ্যযুগে সর্বপ্রথম মুসলিম শাসনভুক্ত হয়?
উত্তর :
উত্তর : মিশর।
১২৬
১০৬, ৬৩৯ সালে সেনাপতি আমর বিন আল আস সিরিয়া থেকে মিশর আক্রমণ করে কোন শাসনের অবসান ঘটান? উত্তর : বাইজেন্টাইন শাসনের।
উত্তর :
১২৭
১০৭, ৬৪৪ সালে কে মিশরের শাসনকর্তা হন?
উত্তর :
উত্তর : আবদ আল্লাহ ইবন আবি সাবাহ।
১২৮
১০৮. খলিফা ওসমানের সময় বাইজেন্টাইন সম্রাট পুনরায় মিশর অধিকারের চেষ্টা করলে তা পুনরুদ্ধার করেন কে? উত্তর : সেনাপতি আমর ৬৪৬ সালে।
উত্তর :
১২৯
১০৯. ওকাবা বিন নাফির নেতৃত্বে কত সালে নিউনিশিয়ার কায়রোয়ান পর্যন্ত মুসলিম আধিপত্য বিস্তার লাভ করে? উত্তর : ৬৬৩-৬৭০ সালে ।
উত্তর
১৩০
উত্তর : নাফির নেতৃত্বে।
১১৪. কাকে ইফ্রিকিয়ার শাসনকর্তা নিযুক্ত করা হয়?
১১০. কার নেতৃত্বে মুসলিম বাহিনী মরক্কো হয়ে স্পেনে আধিপত্য বিস্তার করে?
১১১. কোন শহরে মুসলমানরা একটি সামরিক নগরী তৈরি করে?
উত্তর: কায়রোয়ান শহরে।
১১২. কত সালের মধ্যে পশ্চিম লিবিয়া, তিউনিশিয়া, পূর্ব আলজেরিয়া, মাগরিবে মুসলিম বিজয় সম্পন্ন হয়? উত্তর : ৬৮৯ সালের মধ্যে।
১১৩, কত সালের মধ্যে বাইজান্টাইনদের কাছ থেকে সম্পূর্ণ উত্তর আফ্রিকা মুসলিম বাহিনী দখল করে? উত্তর : ৬৯৮ সালের মধ্যে।
উত্তর : মুসা বিন নুসায়েরকে।

১১৫. তিনি কত সালে আলজেরিয়া দখল করেন?
উত্তর: ৭০০ সালে।
১১৬. কত বছর মিশর উমাইয়া খিলাফতের অঙ্গ প্রদেশ ছিল?
উত্তর : তিনশ বছর।
১১৭. কোন খিলাফতের শেষ দিকে মিশরে কয়েকটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়?
উত্তর : আব্বাসীয় খিলাফতের শেষ দিকে।
১১৮. কত সালে ফাতেমি বংশ প্রথমে তিউনিসে পরে উত্তর আফ্রিকায় প্রতিষ্ঠিত হয়।
উত্তর : ৯০৯ সালে।
১১৯. ১৯৭১ সালে গাজী সালাউদ্দিন শিয়া ফাতেমীয় কোন খলিফাকে সিংহাসনচ্যুত করে মিশর দখল করেন? উত্তর : খলিফা আল আজিজকে।
১২০. কত সালে সেনাপতি জওহর বিবি ফাতেমার স্মরণে আল আজহার নামে একটি মসজিদ নির্মাণ করেন? উত্তর : ৯৭২ সালে।
১২১. ফাতেমিদের পর কোন বংশ মিশর শাসন করে?
উত্তর : আয়ুবি বংশ ।
১২২. সালাহউদ্দিন আইয়ুবের শাসনে মিশরের নীলনদ থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? উত্তর : ইরাকের টাইগ্রিস।
১২৩. তাঁর শাসনামলে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে কোন ধর্মযুদ্ধ হয়?
উত্তর : ক্রুসেড।
১২৪. কত সাল থেকে কত সাল পর্যন্ত মামলুকরা মিশর ও উত্তর আফ্রিকা শাসন করে?
উত্তর : ১২৫০-১৫১৭ সাল পর্যন্ত।
১২৫. মোট কত জন মামলুক দেশ শাসন করে?
উত্তর : ২৩ জন।
১২৬. কত সালে মামলুকদের সরিয়ে উসমানিয়া তুর্কিদের শাসন মিশরে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৫১৭ সালে।
১২৭, মরক্কো কত সালে মুসলিম সাম্রাজ্যের অংশে পরিণত হয়?
উত্তর : ৬৮২ সালে।
১২৮. কত শতকে মহানবী হযরত মুহাম্মদ (স) এর বংশধর মওলা ইদ্রিস মরক্কোতে এসে মরক্কো শহরটির পত্তন ঘটান? উত্তর : আট শতকের শেষ দিকে।
১২৯. কত সাল পর্যন্ত তাঁর বংশধররা মরক্কো রাজত্ব করে?
উত্তর : ৯৩০ সাল পর্যন্ত ।
১৩০. ১১৪৯ সাল পর্যন্ত মরক্কোতে কাদের শাসন চলে?
উত্তর : মুরবিতুনদের।
১৩১. প্রাচীনকালে মৌরিতানিয়া কাদের সামাজ্যভুক্ত ছিল?
উত্তর : রোমান সাম্রাজ্যভুক্ত ছিল।
১৩২. মৌরিতানিয়া নামটি কাদের দেয়া?
উত্তর: রোমানদের।
১৩৩. মৌরিতানিয়ার অসিবাসীরা কী নামে পরিচিত ছিল?
উত্তর : মুর নামে।
১৩৪. কার উপর আফ্রিকা জয়ের পরই বর্তমান মৌরিতানিয়া মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়?
উত্তর : উকাবা বিন নাফির।

b
১৩৫. দশম শতক থেকে কোন সম্প্রদায় মৌরিতানিয়া শাসন করে?
উত্তর : মুরবিতুন ও মুয়াহিদুন সম্প্রদায়।
১৩৬. মাগরিম অঞ্চলে কত শতক থেকে মুসলিম শাসন প্রতিষ্ঠিত ছিল? উত্তর : সাত শতক থেকে।
১৩৭. কোন কোন অঞ্চল মাগরিব প্রদেশের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর : তিউনিশিয়া, আলজেরিয়া, মরক্কো ও লিবিয়া অঞ্চল।
১৩৮. কত সাল পর্যন্ত আল মোহাম্মদ খলিফারা মাগরিব রাজত্ব করেন?
উত্তর : ১২৬৯ সাল পর্যন্ত।
১৩৯. কত শতকে তিউনিস ও ত্রিপোলির মধ্যে বাণিজ্যিক প্রতিযোগিতা দেখা যায়?
উত্তর : ১৪-১৫ শতকে ।
১৪০. মামলুক শাসনামলে কত সালে নুবিয়া মুসলিম আশ্রিত রাজ্যে পরিণত করা হয়?
উত্তর : ১২৭২ সালে।
১৪১. ৭৭০ সালে আল ফাজারি ঘানাকে কী বলে অভিহিত করেন?
উত্তর : স্বর্ণের দেশ ।
১৪২. ঘানার রাজার নাম কি ছিল?
উত্তর : টুংকামানিন (Tunka manin)।
১৪৩. কত সালে মরক্কো থেকে আগত মুসলমানদের মেরাভিদ সম্প্রদায় রাজ্যটি ধ্বংস করে?
উত্তর : ১০৭৬ সালে।
১৪৪. ১২৩০ সালে পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্যে কি প্রতিষ্ঠা করেন?
উত্তর : কাংগাবার ডুঙ্গটিগি ।
১৪৫. মুরাবিতুন নেতা আবু বকর বিন উমর কত সালে ঘানা সাম্রাজ্যের রাজধানী কুষি দখল করেন? উত্তর : ১০৭৬ সালে ।
১৪৬. কত সাল পর্যন্ত মালি রাজ্যে রাজা ছিলেন কাংকান মুসা?
উত্তর : ১৩১২-১৩৩৭ সাল পর্যন্ত।
১৪৭. কত সালে মালির মালিনকী মুসলিম সম্রাট ঘানা অঞ্চলকে নিজ রাজ্যের অন্তর্ভূক্ত করে নেন?
উত্তর : ১২২৫ সালে।
১৪৮. গিনি বিসাউ কত শতক থেকে মুসলিম শাসনের অন্তর্ভুক্ত হয়?
উত্তর : আট শতকে।
১৪৯
পনেরো শতকে কারা ঘানার গামবাগা অঞ্চলে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে? উত্তর : মোসি গোত্রীয়রা।
১৫০. কত শতকে ক্যামেরুনের উত্তরাঞ্চলে ইসলামের প্রসার ঘটে?
উত্তর : নবম-দশম শতকে।
১৫১. ক্যামেরুনের দক্ষিণাঞ্চলের লোকেরা কোন ধর্মাবলম্বীর ছিল?
উত্তর : উপজাতীয় ।
১৫২. পূর্ব আফ্রিকার সংস্কৃতিকে কী বলা হতো?
উত্তর : সোহেলী সংস্কৃতি ।
১৫৩. কত শতকে কিলওয়া ছিল পূর্ব আফ্রিকা উপকূলের সবচেয়ে সমৃদ্ধ নগরী? উত্তর : তেরো শতকের শেষ দিকে।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]