বাংলায় গুপ্ত সাম্রাজ্যের সম্প্রসারণ
প্রথম চন্দ্রগুপ্ত ও সমুদ্রগুপ্ত যখন বিশাল গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠায় সচেষ্ট হন তখন বাংলায় সমতট, বঙ্গ, পুষ্করণ
ইত্যাদি রাজ্যের অস্তিত্ব ছিল। সুসুনিয়া লিপিতে পুস্করণাধিপ সিংহবর্মা ও তাঁর পুত্র চন্দ্রবর্মার উল্লেখ আছে।
পুষ্করণাধিপ চন্দ্রবর্মাই খুব সম্ভবত এলাহাবাদ প্রশস্তিতে উল্লিখিত সমুদ্রগুপ্ত কর্তৃক পরাজিত চন্দ্রবর্মা।
মেহরাওয়ালী স্তম্ভলিপির বক্তব্য বাংলায় গুপ্তদের রাজনৈতিক ক্ষমতা সম্প্রসারণের ইতিহাসে কিছু
আলোকপাত করে। এই লিপিতে চন্দ্র নামধারী এক রাজার বিজয় কাহিনী লিপিবদ্ধ আছে। তাঁর অন্যান্য
বিজয়ের সাথে এটিও উল্লেখ করা হয়েছে যে, তিনি বঙ্গে শত্রু নিধনে গৌরব অর্জন করেছিলেন এবং
বঙ্গীয়েরা তাঁর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের ব্যবস্থা করেছিল। এই লিপিতে উল্লিখিত রাজা চন্দ্র কে এবং
কোথায় রাজত্ব করতেন সে বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। ঐতিহাসিকগণ তাঁকে
গুপ্তবংশীয় রাজা প্রথম চন্দ্রগুপ্ত বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলে সনাক্ত করেছেন। যদি প্রথম অনুমান ঠিক হয় তাহলে
মনে করতে হবে যে, সমুদ্রগুপ্তের পিতা প্রথম চন্দ্রগুপ্তই বঙ্গ অঞ্চল (সমগ্র বাংলা নয়) গুপ্ত সাম্রাজ্যভুক্ত
করেন। যদি দ্বিতীয় অনুমান (অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত) ঠিক হয় তাহলে মনে করতে হবে যে, সমুদ্রগুপ্তের বঙ্গ
জয়ের পরও তাঁর পুত্রকে অত্র অঞ্চল পুনর্বার জয় করতে হয়েছিল। আবার ‘চন্দ্র' যদি নাম না হয়ে দেহসুষমা বর্ণনার উপমা হয়ে থাকে তবে তা সমুদ্রগুপ্তের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। উপরোক্ত সব সিদ্ধান্তই
আনুমানিক। তবে উক্ত আলোচনা হতে অন্তত এ সিদ্ধান্ত করা যায় যে, গুপ্ত যুগের প্রাক্কালে বা প্রাথমিক
পর্যায়ে বঙ্গে স্বাধীন রাজ্য ছিল যারা সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থাও গ্রহণ করতো।
গুপ্ত শাসনের প্রাক্কালে বাংলার কোন অংশ তাঁদের রাজ্যভুক্ত ছিল কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও সমুদ্রগুপ্ত
যে বাংলার অধিকাংশ এলাকা তাঁর সাম্রাজ্যভুক্ত করেছিলেনÑ সে বিষয়ে তেমন কোন সন্দেহ নেই।
সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তিতে তাঁর রাজ্যজয়ের যে বিবরণ আছে তা হতে এ সিদ্ধান্ত করা সম্ভব। সমুদ্রগুপ্ত
যে বাংলার সমতট ব্যতিত অন্য সব জনপদই সাম্রাজ্যভুক্ত করেছিলেন তাও এই প্রশস্তি সূত্রে জানা যায়।
তাঁর বিস্তীর্ণ সাম্রাজ্যের পূর্বতম প্রত্যন্ত রাজ্য ছিল নেপাল, কর্তৃপুর, কামরূপ, ডবাক এবং সমতট। সমতট,
অর্থাৎ বাংলার দক্ষিণ-পূর্ব অঞ্চল সম্ভবত গুপ্ত সাম্রাজ্যের করদ রাজ্য ছিল। তবে কালক্রমে এ অঞ্চল গুপ্ত
সাম্রাজ্যভুক্ত হয়ে পড়ে। কারণ, ষষ্ট শতাব্দীর প্রথম দিকে (৫০৭-০৮খ্রি:) এখানে বৈন্যগুপ্ত নামে গুপ্তবংশীয়
একজন রাজা ছিলেন। তিনি ত্রিপুরা জেলার কতকস্থান এক দানপত্র সম্পাদন করে তাঁরই একজন অনুগত
ব্যক্তিকে প্রদান করেছিলেন বলে তাম্রশাসনে উল্লিখিত আছে। বৈন্যগুপ্ত ‘দ্বাদশাদিত্য', ‘মহারাজ',
‘মহারাজাধিরাজ' উপাধিও ধারণ করেছিলেন।
সে যাহোক, সমগ্র উত্তর বাংলা যে গুপ্তদের সরাসরি অধীন ছিল পরবর্তীকালের তাম্রশাসনসমূহে তার সুস্পষ্ট
উল্লেখ রয়েছে। প্রাপ্ত তাম্রশাসন হতে প্রমাণিত হয় যে, উত্তর বাংলা দীর্ঘকাল গুপ্ত সাম্রাজ্যভুক্ত ছিল এবং এ
অঞ্চলে গুপ্ত প্রাদেশিক শাসনের কেন্দ্রস্থল ছিল পুন্ড্রনগর (পরবর্তীকালের মহাস্থান, বর্তমানের বগুড়া)।
এখানে গুপ্তদের সুনিয়ন্ত্রিত শাসনব্যবস্থা প্রচলিত ছিল। এ অঞ্চলের শাসনভার ন্যস্ত ছিল একজন প্রাদেশিক
শাসনকর্তার ওপর।
বাংলায় গুপ্ত শাসনব্যবস্থা
গুপ্ত সম্রাটগণ কর্তৃক শাসিত বাংলা অঞ্চলে কতগুলো প্রশাসনিক বিভাগ ছিল, যেমন ‘ভুক্তি', ‘বিষয়',
‘মন্ডল', ‘বীথি' ও ‘গ্রাম'। এ সকল প্রশাসনিক ভাগের প্রত্যেকটির একটি করে প্রধান কেন্দ্র বা ‘অধিষ্ঠান'
ছিল এবং সেখানে ছিল একটি ‘অধিকরণ'। ‘ভুক্তি' ছিল সর্ববৃহৎ প্রশাসনিক বিভাগ এবং আধুনিককালের
‘বিভাগ' এর অনুরূপ। সম্রাটের একজন প্রতিনিধি ভুক্তি শাসন করতেন। সমসাময়িক লিপিমালায় ‘পুন্ড্রবর্ধন'
(সমগ্র উত্তরবঙ্গ) ও ‘বর্ধমান' (প্রাচীন রাঢ়ের দক্ষিণাংশ) নামে দুটি ভুক্তি ছিল বলে জানা যায়। গুপ্তযুগের
শিলালিপিতে নামবিহীন এক ভুক্তিরও উল্লেখ আছে। এর সদর দপ্তর ছিল ‘নব্যবকাশিকা'। ‘সুবর্ণবীথি' এর
অন্তর্ভুক্ত ছিল। গুপ্ত সম্রাটদের দামোদরপুর তাম্রশাসনে পুন্ড্রবর্ধনভুক্তির শাসনকর্তাকে সম্রাটের সঙ্গে সম্পর্ক
নির্দেশ করে ‘তৎপাদপরিগৃহীত' বলে উল্লেখ করা হয়েছে। প্রথম কুমারগুপ্তের সময় ভুক্তি প্রশাসককে
‘উপরিক' এবং বুধগুপ্তের সময় ‘মহারাজ উপরিক' বলা হতো। পাহাড়পুর তাম্রশাসন (৪৭৯ খ্রি:) থেকে
জানা যায় যে, পুন্ড্রবর্ধন শহরে পুন্ড্রবর্ধনভুক্তির ‘অধিকরণ' (সদর দপ্তর) অবস্থিত ছিল। ভুক্তির পরবর্তী
প্রশাসনিক বিভাগের নাম ‘বিষয়'। বিষয় দ্বিতীয় বৃহত্তম প্রশাসনিক ইউনিট এবং শাসনক্ষেত্রে এর ভ‚মিকা
ছিল খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ছিল অনেকটা আধুনিক যুগের জেলার অনুরূপ। বিষয়ের শাসনকর্তাকে
প্রথমদিকে বলা হতো ‘কুমারমাত্য' এবং গুপ্তযুগের শেষদিকে ‘আযুক্তক'। উত্তরবঙ্গ অঞ্চলে বিষয় প্রধানকে
‘বিষয়পতি'ও বলা হতো। কোন কোন ক্ষেত্রে বিষয়পতিকে স্বয়ং সম্রাট সরাসরি নিয়োগদান করতেন। তবে
মূলত ভুক্তির শাসনকর্তাই ছিলেন এ পদের নিয়োগদাতা। গুপ্ত তাম্রশাসন থেকে কয়েকটি বিষয়-এর নাম
জানা যায় ‘যেমন, ‘কোটিবর্ষ-বিষয়', খোদাপাড়া বিষয়', ‘পঞ্চনগরী বিষয়', ‘বরাকমন্ডল বিষয়' এবং
‘ঔদম্বরিক বিষয়' ইত্যাদি। দামোদরপুর তাম্রশাসনের বিবরণ হতে এটা স্পষ্ট যে বিষয়-এর সদর দফতরে
(অধিষ্ঠান-অধিকরণম্) ‘পুস্তপাল' (দলিল-রক্ষক) নামে এক শ্রেণীর কর্মচারী ছিলেন। এরা ভ‚মি ক্রয়-বিক্রয়
ও দান সংক্রান্ত কার্যাবলী ছাড়াও নানা ধরনের দায়িত্ব পালন করতেন। কোটিবর্ষ বিষয়ের বিষয়পতির
সহায়করূপে এক উপদেষ্টামন্ডলীর কথা জানা যায়। সেকালের বিভিন্ন গুরুত্বপূর্ণ শ্রেণীর প্রতিনিধিত্বকারী
চারজন সদস্য ও স্বয়ং বিষয়পতির সমন¦য়ে এই উপদেষ্টামন্ডলী গঠিত হতো। এ উপদেষ্টা সভার সদস্যরা
ছিলেন ‘নগরশ্রেষ্ঠী', ‘প্রথম-সার্থবাহ', ‘প্রথম-কুলিক' এবং ‘প্রথম-কায়স্থ'। ‘নগর শ্রেষ্ঠী' ছিলেন শহরের
বিভিন্ন গিল্ড বা কর্পোরেশনের অথবা ধনী ব্যাংকারদের সংস্থার সভাপতি। ‘প্রথম-সার্থবাহ' ছিলেন বণিক
সম্প্রদায় বা বিভিন্ন ব্যবসায়িক গিল্ডের প্রতিনিধিত্বকারী প্রধান ব্যবসায়ী। ‘প্রথম-কুলিক' ছিলেন বিভিন্ন
কারিগর শ্রেণীর প্রতিনিধিত্বকারী প্রধান কারিগর এবং ‘প্রথম-কায়স্থ' ছিলেন কায়স্থ শ্রেণীর প্রতিনিধিত্বকারী
প্রধান করণিক অথবা বর্তমানকালের অফিস সচিব ধরনের রাষ্ট্রীয় কর্মচারী। এভাবে জেলার প্রশাসনে বিভিন্ন
উপদেষ্টামন্ডলীর বর্ণনা নিশ্চিতভাবে প্রমাণ করে যে, প্রশাসনে স্থানীয় জনগণের সংযোগ ছিল এবং স্থানীয়
প্রশাসনে তাদের অংশগ্রহণের সুযোগ ছিল।
‘বিষয়' বা জেলার পরবর্তী প্রশাসনিক বিভাগ ছিল ‘বীথি'। ‘বীথি' শব্দটির প্রকৃত অর্থ অস্পষ্ট। কিছুসংখ্যক
লিপিতে এই প্রশাসনিক ইউনিটের উল্লেখ আছে। নব্যবকাশিকায় অবস্থিত সুবর্ণবীথিকে ‘স্বর্ণবাজার' হিসেবে
উল্লেখ করা হয়েছে। প্রশাসনিক বিভাগ হিসেবে বীথির উল্লেখ মল্লসারুল তাম্রশাসনেও আছে। এই একই
লিপিতে কোন বিষয়-এর উল্লেখ ছাড়াই বর্ধমানভুক্তির অন্তর্ভুক্ত বক্কটক্কবীথির নাম পাওয়া যায়। পাহাড়পুর
তাম্রশাসনে দক্ষিণাংশক বীথিকে পুন্ড্রবর্ধনভুক্তির অন্তর্ভুক্ত বলা হয়েছে। এই তাম্রশাসনে বীথ্যধিকরণের
অবস্থান সম্পর্কে সুস্পষ্ট উল্লেখ থাকলেও কীভাবে এ অধিকরণ গঠিত হতো তা সঠিকভাবে বলা হয়নি। ভ‚মি
দান-বিক্রয় সংক্রান্ত ব্যাপারে বীথ্যধিকরণের দায়িত্ব ছিল বিষয়াধিকরণের অনুরূপ। বীথির অধিকরণকে
সহায়তা দানের জন্য বিশিষ্ট লোকদের সমন¦য়ে একটি পরিষদ থাকতো। বীথির নেতৃস্থানীয় ব্যক্তিগণের
মধ্যে ‘মহত্তর', ‘অগ্রহরীন', ‘খড়গী' (অসিযোদ্ধা) এবং অন্ততপক্ষে একজন ‘বহনায়ক' (যানবাহন
তত্ত¡াবধায়ক) মিলে এই পরিষদ গঠিত হতো।
‘গ্রাম' ছিল সেকালের সবচাইতে ছোট প্রশাসনিক ইউনিট। গ্রামের প্রধান ব্যক্তিরাই গ্রাম-প্রশাসন ও স্থানীয়
ব্যাপারে জড়িত থাকতেন। বিষয় ও বীথি অধিকরণের মতো গ্রাম শাসনযন্ত্রেও ‘মহত্তর' ও অন্যান্য গুরুত্বপূর্ণ
ব্যক্তিদের ভ‚মিকা লক্ষ করা যায়। প্রতিটি গ্রামেই যে প্রশাসনিক প্রধান হিসেবে ‘গ্রামিক' ছিলেন তা পুরোপুরি
প্রমাণ করা যায় না। পাহাড়পুর লিপিসাক্ষ্যে জানা যায় যে, ‘ব্রাহ্মণ', ‘মহত্তর', ‘কুটুম্বী' ছিলেন গ্রামের
প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট বেসরকারি ব্যক্তি। গ্রামগুলোতে ভ‚মি দান-বিক্রয় সংক্রান্ত দলিলপত্রাদি সংরক্ষণের
একটি কার্যালয় থাকতো। গ্রাম-অধিকরণের যথার্থ গঠন বিভিন্ন সময় সম্ভবত ভিন্ন ভিন্ন ধরনের ছিল।
গুপ্ত যুগের ভ‚মি ব্যবস্থাও ছিল সুনিয়ন্ত্রিত। লিপি সাক্ষ্যে ‘ক্ষেত্র', ‘খিল' ও ‘বাস্তু' ভ‚মির প্রমাণ পাওয়া যায়।
চাষযোগ্য জমিই ‘ক্ষেত্র', অনুৎপাদনশীল পতিত জমি ‘খিল' এবংবসবাসযোগ্য জমি ‘বাস্তু'। ‘খিল' জমির
বর্ণনায় ‘অপ্রদ' (অনুৎপাদনশীল), অপ্রহত (অকর্ষিত জমি) ও খিল (পতিত জমি) বলে উল্লেখ করা হয়েছে।
গুপ্ত আমলে ভ‚মির যথার্থ পরিমাপের ব্যবস্থা ছিল। অবশ্য বাংলার সর্বত্র ভ‚মির পরিমাপ একই ধরনের ছিল
না। এ সময় ভ‚মির পরিমাপের একক ছিল ‘ক‚ল্যবাপ' ও ‘দ্রোণবাপ'। এক কূল্য পরিমাপের বীজ দ্বারা যে
পরিমাণ জমি বপন করা যায় ‘ক‚ল্যবাপ' শব্দ দ্বারা সাধারণত ঐ পরিমাণ জমিকে বোঝাতো। অন্যদিকে
কূল্যবাপের আটভাগের একভাগকে ‘দ্রোণবাপ' বলা হতো। পন্ডিতগণ মোটামুটিভাবে ধারণা ব্যক্ত করেছেন
যে, এক কূল্যবাপ সমান বর্তমানের তিন বিঘা জমির মতো হতে পারে। লিপিমালায় ভ‚মি পরিমাপের একক
হিসেবে আরও কিছু শব্দের উল্লেখ পাওয়া যায় যেমন ‘পাটক' বা ‘ভ‚-পাটক', ‘আঢক', ‘কাকিনি', ‘খাদিক',
‘হাল', ‘দ্রোণ' ইত্যাদি।
লিপিমালাভিত্তিক উপর্যুক্ত আলোচনা থেকে একথা স্পষ্টরূপে প্রতীয়মান হয় যে, গুপ্তযুগে বাংলার শাসন
ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছিল। গুপ্ত আমলে বাংলায় প্রচলিত শাসনব্যবস্থা যে সুনিয়ন্ত্রিত
ও সুবিন্যস্ত ছিল তা বলাই বাহুল্য। প্রসঙ্গক্রমে বলা দরকার যে, গুপ্তযুগের শাসনব্যবস্থায় স্থানীয় জনগণের
অংশগ্রহণের সুযোগ ছিল একটি দৃষ্টান্তমূলক ঘটনা। স্থানীয় জনগণ এ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন
করতেন। সুতরাং বাংলার শাসনব্যবস্থায় স্থানীয় জনতার অংশগ্রহণ নিশ্চিত করার কৃতিত্ব গুপ্ত সম্রাটদেরই
প্রাপ্য। লিপিমালাসূত্রে স্থানীয় শাসনব্যবস্থার যে বিন্যাস চিত্র দেখা যায় তাঁকে বাংলায় স্থানীয় স্বায়ত্ত¡শাসনের
আদি উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে এবং বাংলায় প্রশাসনিক ইতিহাসে এর গুরুত্বকে
কোনভাবেই অস্বীকার করা চলে না।
সারসংক্ষেপ
বাংলায় গুপ্ত শাসনের ইতিহাস জানার জন্য তাম্রশাসনই প্রধান উৎস। অবশ্য এ অঞ্চলে গুপ্ত
মাম্রাজ্যের সম্প্রসারণ সম্পর্কে অপরাপর কিছু উৎসেও তথ্য পাওয়া যায়। সাধারণভাবে মনে করা হয়
আদি পরিচয়ে গুপ্তরা ছিলেন বাঙালি। সম্ভবত বাংলার মুর্শিদাবাদ অথবা উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলে
তাঁদের পূর্বপুরুষদের বসবাস ছিল। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায় না। গুপ্ত সম্রাটগণ যখন বাংলার
দিকে সরাসরিভাবে রাজনৈতিক ক্ষমতা সম্প্রসারণের চেষ্টা করেন তখন স্থানীয় শক্তি তাঁদের
বিরোধীতা করেন। গুপ্তরা বাংলায় শত্রু নিধনে গৌরব অর্জন করেছিলেন সত্য, কিন্তু তাঁদের বিরুদ্ধে
বঙ্গীয়েরা সম্মিলিত প্রতিরোধের ব্যবস্থা করেছিল। উত্তর ও পশ্চিম বাংলায় গুপ্তদের প্রত্যক্ষ শাসন
প্রচলিত ছিল। সমতট অঞ্চল ছিল সম্ভবত করদরাজ্য। বাংলায় শাসন কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে
গুপ্তদের অবদান দৃষ্টান্তমূলক। সুনিয়ন্ত্রিত এবং সুবিন্যস্ত শাসনব্যবস্থা প্রণয়নের মাধ্যমে গুপ্তরা গুরুত্বপূর্ণ
ভ‚মিকা পালন করেন। তৎকালীন প্রশাসনিক ইউনিটগুলো হচ্ছে ভুক্তি, বিষয়, মন্ডল, বীথি ও গ্রাম।
প্রত্যেকটি ইউনিটের আবার পৃথকভাবে অধিষ্ঠান-অধিকরণ বা সদর দপ্তর ছিল। কোন কোন ক্ষেত্রে
শাসনব্যবস্থায় স্থানীয় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ ছিল।বিভিন্ন গুরুত্বপূর্ণ শ্রেণীর
প্রতিনিধিদের সমন¦য়ে উপদেষ্টামন্ডলী গঠন করা হতো। তারা শাসনকাজে ভ‚মিকা রাখতেন। এভাবে
স্থানীয় প্রশাসনে গণতান্ত্রিক রীতি-নীতির অনুসরণ সেকালেই শুরু হয়। এ ব্যবস্থাকে স্থানীয়
স্বায়ত্ত¡শাসনের আদি নজির হিসেবেও উল্লেখ করা যায়।
পাঠোত্তর মূল্যায়ন
নৈর্ব্যক্তিক প্রশ্ন ঃ
সঠিক উত্তরের পাশে টিক(√) চিহ্ন দিন।
১। দিল্লিতে লৌহ স্তম্ভগাত্রে ক্ষোদিত লিপিটির নামÑ
(ক) মেহ্রাওয়ালী স্তম্ভলিপি (খ) বাদল স্তম্ভলিপি
(গ) এলাহাবাদ প্রশস্তি (গ) সুসুনিয়া লিপি
২। কোনটি গুপ্ত সাম্রাজ্যের প্রত্যন্ত রাজ্য নয়?
(ক) সমতট (খ) কামরূপ
(গ) ডবাক (ঘ) নালন্দা
৩। ‘পুন্ড্রনগর' কোথায় অবস্থিত?
(ক) বাকুড়া (খ) বগুড়া
(গ) কুমিল্লা (ঘ) কামরূপ
৪। ভুক্তির অধিপতিকে বলা হতোÑ
(ক) আযুক্তক (খ) কুমারমাত্য
(গ) মহারাজ উপরিক (ঘ) ভুক্তি-সম্রাট
৫। ‘প্রথম-সার্থবাহ' কে ছিলেন?
(ক) ধনী ব্যাংকারদের সংস্থার সভাপতি (খ) প্রধান কারিগর
(গ) প্রধান করণিক (ঘ) বণিক সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী প্রধান ব্যবসায়ী
৬। ‘অপ্রহত' কোন জমিকে নির্দেশ করে?
(ক) অনুৎপাদনশীল জমিকে (খ) পতিত জমিকে
(গ) অকর্ষিত জমিকে (ঘ) বসবাসের জমিকে।
সংক্ষিপ্ত প্রশ্ন ঃ
১। গুপ্তযুগের আদি পরিচয় নির্ণয়ে মৃগশিখাবন মন্দিরের গুরুত্ব বর্ণনা করুন।
২। গুপ্ত যুগের স্থানীয় শাসনব্যবস্থার ওপর একটি টীকা লিখুন।
রচনামূলক প্রশ্ন ঃ
১। বাংলায় গুপ্তদের শাসনব্যবস্থা সম্পর্কে জানার উৎস কি কি? গুপ্তরা কি আদি পরিচয়ে ‘বাঙালি' ছিলেন?
২। বাংলায় গুপ্ত সাম্রাজ্যের সম্প্রসারণের বিবরণ দিন।
৩। বাংলায় গুপ্ত শাসনব্যবস্থার চিত্র অংকন করুন এবং এই ব্যবস্থার গুরুত্বের ওপর মন্তব্য করুন।
সহায়ক গ্রন্থপঞ্জি
১। জ.ঈ. গধলঁসফধৎ, ঐরংঃড়ৎু ড়ভ অহপরবহঃ ইবহমধষ.
২। জ.ঈ. গধলঁসফধৎ (বফ.), ঐরংঃড়ৎু ড়ভ ইবহমধষ, ঠড়ষ-ও.
৩। আবদুল মমিন চৌধুরী ও অন্যান্য, বাংলাদেশের ইতিহাস।
৪। রমেশচন্দ্র মজুমদার, বাংলাদেশের ইতিহাস, ১ম খন্ড।