মুখ্য শব্দ ভেটো, শান্তিরক্ষা মিশন, জাতিসংঘ সনদ, বিশ্বখাদ্য কর্মসূচি, ফারাক্কাবাদ, বিজ্ঞান ও
প্রযুক্তি।
জাতিসংঘ ও বাংলাদেশ
বাংলাদেশ ১৯৭২ সালে জাতিসংঘের সদস্য প্রাপ্তির আবেদন করে। কিন্তু চীন তখন ভেটো প্রয়োগ করে। ১৯৭৪
সালে আবার আবেদন করলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সে বছরের ১৭ সেপ্টেম্বর সর্বসম্মতভাবে ১৩৬তম সদস্য দেশ
হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাংলাদেশ জাতিসংঘের সদস্য প্রাপ্তির পূর্বেই জাতিসংঘের অন্যান্য সংস্থা যেমনটঘঈঞঅউ, ওগঋ, ডঐঙ, ওইজউ ইত্যাদিতে যোগ দেয়। তবে জাতিসংঘের সাথে বাংলাদেশের আনুষ্ঠানিক সম্পর্ক
স্বাধীনতার পর থেকেই শুরু হয়। সদস্য প্রাপ্তির পর থেকে সে সম্পর্ক আরো সুদৃঢ় হয়।
বাংলাদেশ জাতিসংঘ সনদের প্রতি আস্থাশীল। বাংলাদেশ সংবিধানের ২৫নং ধারায় আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও
সংহতির কথা উল্লেখ রয়েছে। এতে মূলত জাতিসংঘের প্রতি সমর্থনের আবশ্যকতা তুলে ধরা হয়েছে। বাংলাদেশ
জাতিসংঘের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের জন্য সদা প্রস্তুত। বাংলাদেশ শান্তিকামী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী ও দূরের সকল
রাষ্ট্রের সাথে সহ-অবস্থানে বিশ্বাস করে। জাতিসংঘের আর্দশ মোতাবেক বিশ্বের সকল রাষ্ট্রের সাথে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ
সম্পর্ক স্থাপন করতে চায় বাংলাদেশ। বাংলাদেশ ১৯৭৮ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। ১৯৮০
সালে বাংলাদেশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়।
১৯৭১ সালে স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রকে পুনর্বাসন ও পুনর্গঠনে জাতিসংঘ ব্যাপক সাহায্য-সহযোগিতা করেছে।
শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, খাদ্য, পুষ্টি, শ্রম-কল্যাণ প্রভৃতি ক্ষেত্রে জাতিসংঘের সাহায্য অতুলনীয়। খাদ্য ঘাটতি লাঘব এবং
জরুরি কার্যক্রমে সাহায্য প্রদানের জন্য ১৯৭৪ সালে বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডঋচ) কার্যক্রম চালু হয়। এখন
পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও জরুরি ত্রাণ কাজে বিশ্ব খাদ্য কর্মসূচি থেকে সহায়তা পাওয়া যায়।
বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ঋঅঙ-এর প্রকল্পের সংখ্যা প্রায় দেড় শতাধিক। ঋঅঙ ১৯৭৮ সাল
থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। বাংলাদেশে ঋঅঙ-এর থানা ভিত্তিক উন্নত খাদ্য উৎপাদন, শস্যবীজ ও ফল
উৎপাদন বৃদ্ধি, বন ও পরিবেশ উন্নয়ন, পশু সম্পদ, প্রযুক্তি হস্তান্তর প্রভৃতি ক্ষেত্রে ২৭টির বেশি প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সহযোগী সংস্থা (ডঐঙ) বাংলাদেশের স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি উন্নয়নে ব্যাপক সাহায্য ও অনুদান
প্রদান করে যাচ্ছে।
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার প্রসার, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ রক্ষায় ইউনেস্কো নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
১৯৯৭ সালে বাংলাদেশের সুন্দরবন এলাকা বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়। এছাড়া বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, নওগাঁর
পাহাড়পুর বৌদ্ধ বিহারও ঐতিহ্যের স্বীকৃতি পায়। ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ইউনেস্কো এর সাধারণ পরিষদে বাংলাদেশের
ভাষা শহীদ দিবস ২১শে ফেব্রæয়ারিকে ‘‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’’ ঘোষণা করে।
বিশ্বব্যাপী সংঘাত নিরসনে জাতিসংঘ কার্যক্রমের সাথে বাংলাদেশ সম্পৃক্ত থেকে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে
আসছে। এখন পর্যন্ত বাংলাদেশ ৫৪টি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনী
আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য সারা বিশ্বে সুনাম অর্জন করেছে।
পরিশেষে বলা যায়, জাতিসংঘ ও বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য। বাংলাদেশের স্বাধীনতা লাভ করার পর থেকে এখন
পর্যন্ত সে সম্পর্ক অটুট রয়েছে।
সারসংক্ষেপ
বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ
করে। একই অধিবেশনে ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন। ১৯৮৬
সালে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতি
নির্বাচিত হন। এ পর্যন্ত জাতিসংঘের ০৪ জন মহাসচিব বাংলাদেশ সফর করেছেন। তাঁরা হলেন কুর্ট ওয়াল্ড জেইম
(১৯৭৩), পেরেজ দ্য কুয়েলার (১৯৮৯), কফি আনান (২০০১) এবং বান কি মুন (২০০৮ ও ২০১১)।
পাঠোত্তর মূল্যায়ন-৯.১০
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় কত সালে?
(ক) ১৯৭২ (খ) ১৯৭৪ (গ) ১৯৭৬ (ঘ) ১৯৭৮
২। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
(ক) ১৩০ (খ) ৩৬ (গ) ১৩৬ (ঘ) ১৪২
৩। জাতিসংঘে যোগদানের পর থেকে বাংলাদেশ জাতিসংঘ সনদের আলোকে ভ‚মিকা পালন করে আসছের. বিশ্বশান্তিতে
রর. জলবায় সংরক্ষণে
ররর. বিশ্ব নিরাপত্তায়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
ক. বহুনির্বাচনী অভীক্ষা
১। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশ কেমন রাষ্ট্র?
(ক) শান্তিকামী (খ) সা¤্রাজ্যবাদী
(গ) আগ্রাসী (ঘ) সম্প্রসারণবাদী
নিচের উদ্দীপকটি পড়ে ২নং ও ৩নং প্রশ্নের উত্তর দিনতন্বী তার দাদুর কাছে শুনেছে যে, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বেশ কিছু রাষ্ট্র সাহায্য ও সহযোগিতা
করেছিল। স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছিল। স্বাধীনতা লাভের পর অনেক দেশই আমাদের রাষ্ট্রীয় পুনর্গঠনে
সাহায্য করেছে।
২। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সাহায্য ও সহযোগিতা প্রদান করেছিলর. ভারত
রর. সোভিয়েত ইউনিয়ন
ররর. যুক্তরাষ্ট্র
নিচের কোনটি সঠিক?
(ক) ররর (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩ নং প্রশ্নের উত্তর দিন।
৩। প্রশ্নবোধক (?) চিহ্ন স্থানে কোন সংস্থার নাম বসবে?
র. কমনওয়েলথ
রর. ন্যাটো
ররর. ওআইসি
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) রর (গ) ররর (ঘ) রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৪নং ও ৫নং প্রশ্নের উত্তর দিন।
মুনীরা ইতালি ভ্রমণে গিয়ে জানতে পারে দেশটি একটি আঞ্চলিক সংস্থার সদস্য। বর্তমান সংস্থাটির সদস্য সংখ্যা ২৮।
৪। উদ্দীপকে কোন সংস্থার ইঙ্গিত দেওয়া হয়েছে?
(ক) আফ্রিকান ইউনিয়ন (খ) আসিয়ান (গ) সার্ক (ঘ) ইউরোপিয়ান ইউনিয়ন
৫। উক্ত সংস্থার উদ্দেশ্য হল সদস্য রাষ্ট্রগুলোরর. আর্থিক উন্নয়ন
রর. শিক্ষা উন্নয়ন
ররর. ব্যবসা বাণিজ্যের উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৬। সাধারণ পরিষদের বিশেষ দিক হলর. জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রই এর সদস্য
রর. প্রতিটি সদস্যের একটি করে ভোটাধিকার
ররর. বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষাই এর দায়িত্ব
নিচের কোনটি সঠিক?
(ক) র ও ররর (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর
খ. সৃজনশীল প্রশ্ন
তুরস্ক
মরক্কো
ইরাক
মালয়েশিয়া
পাকিস্তান
সৌদী আরব
?
সাধারণ পরিষদ
?
আন্তর্জাতিক আদালত
অছি পরিষদ
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
সচিবালয়
জাতিসংঘ
(ক) কমনওয়েলথ এর প্রধান কে?
(খ) আন্তর্জাতিক আদালত বলতে কী বোঝায়?
(গ) উদ্দীপকের প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে যে অঙ্গ সংগঠনটির নাম বসবে, সেই সংগঠনের গঠন প্রণালি ব্যাখ্যা
করুন।
(ঘ) বিশ্ব শান্তি রক্ষায় উক্ত সংগঠনের ভ‚মিকা মূল্যায়ন করুন।
২। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ একটি বৃহৎ
আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ লাভ করে। উক্ত সংগঠন বিশ্বের স্বাধীন রাষ্ট্রসমূহের সমন্বয়ে গঠিত সর্ববৃহৎ সংগঠন।
সংগঠনটি বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষা, স্বাস্থ্য ও
সামাজিক উন্নয়নে উক্ত সংগঠন অগ্রণী ভ‚মিকা পালন করে। উক্ত সংগঠনের কাজে অংশ নিয়ে বাংলাদেশ সুনাম ও
খ্যাতি অর্জন করেছে।
(ক) বাংলাদেশের বৈদেশিক নীতির মূল কথা কী?
(খ) কমনওয়েলথ কী?
(গ) উদ্দীপকে যে সংগঠনটির কথা বলা হয়েছে, তার উদ্দেশ্য ব্যাখ্যা করুন।
(ঘ) উক্ত সংগঠনের সাথে বাংলাদেশের সম্পর্ক বিশ্লেষণ করুন।
৩। শিক্ষক শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের পড়াচ্ছিলেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের অনেক পরাধীন রাষ্ট্র স্বাধীনতা লাভ
করে। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত এ রাষ্ট্রগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা রয়েছে। এ সংস্থার প্রধান সেই সাবেক সা¤্রাজ্যবাদী
রাষ্ট্রের রাজা বা রাণী। স্বাধীনতা লাভের পর বাংলাদেশও এ সংস্থার সদস্য হয়। বাংলাদেশসহ প্রতিবেশি অনেক
রাষ্ট্রের ছাত্র-ছাত্রীরা প্রতি বছর উক্ত সংস্থার বৃত্তি নিয়ে সে দেশে উচ্চশিক্ষার জন্য গমণ করে।
(ক) ঙওঈ এর পূর্ণরূপ কী।
(খ) কোন দেশের রাষ্ট্রপ্রধান পদাধিকার বলে কমনওয়েলথ এর প্রধান?
(গ) উদ্দীপকে বর্ণিত সংস্থার উদ্দেশ্য তুলে ধরুন।
(ঘ) উদ্দীপকের সংস্থাটির সাথে বাংলাদেশের সম্পর্কের স্বরূপ বিশ্লেষণ করুন।
উত্তরমালা :
পাঠোত্তর মূল্যায়ন- ৯.১ ঃ ১। ক ২। ঘ ৩। গ ৪। খ ৫। গ
পাঠোত্তর মূল্যায়ন- ৯.২ ঃ ১। ক ২। খ ৩। গ ৪। ক ৫। ঘ ৬। খ
পাঠোত্তর মূল্যায়ন- ৯.৩ ঃ ১। ঘ ২। ক ৩। গ ৪। খ ৫। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৯.৪ ঃ ১। ক ২। খ ৩। ঘ ৪। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৯.৫ ঃ ১। খ ২। ক ৩। ঘ ৪। গ ৫। খ ৬। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৯.৬ ঃ ১। গ ২। ঘ ৩। খ ৪। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৯.৭ ঃ ১। খ ২। ঘ ৩। গ ৪। ঘ ৫। খ ৬। খ ৭। ঘ ৮। ক ৯। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৯.৮ ঃ ১। গ ২। গ ৩। ঘ ৪। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৯.৯ ঃ ১। খ ২। খ ৩। খ
পাঠোত্তর মূল্যায়ন- ৯.১০ ঃ ১। খ ২। গ ৩। ঘ
চূড়ান্ত মূল্যায়ন ঃ ১। ক ২। খ ৩। গ ৪। ঘ ৫। ঘ ৬। গ
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র