মুখ্য শব্দ গণপরিষদ, সংবিধান, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, রাজনৈতিক
সচেতনতা, সামাজিক কাঠামো, দলীয় স্বার্থ, জনগণের অংশগ্রহণ।
পাকিস্তান সৃষ্টির পর ১৯৫৬ সালের ৮ জানুয়ারি দ্বিতীয় গণপরিষদে পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র সংবিধান বিল
উত্থাপন করা হয়। বিলটি ২১ জানুয়ারি গণপরিষদে গৃহীত হয়। ২ মার্চ গর্ভনর জেনারেল এ বিলে সম্মতি প্রদান
করেন। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে প্রণীত এ সংবিধান ১৯৫৬ সালের ২৩ মার্চ থেকে কার্যকর করা হয়।
স্মরণীয় বিষয় এই যে, ১৯৪৭ সালে সৃষ্ট পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য দীর্ঘ নয় বছর সময় নেয়া হয়। ১৯৫৬
সালের পাকিস্তান সংবিধানের বৈশিষ্ট্য নি¤œরূপ১. ইসলামী প্রজাতন্ত্র: পাকিস্তান হবে একটি ইসলামী প্রজাতন্ত্র। এখানে পবিত্র কুরআন ও সুন্নাহর পরিপন্থী কোন আইন
প্রণীত হবে না। পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হবেন একজন মুসলমান।
২. যুক্তরাষ্ট্রীয় সরকার: এ সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন করা হয়। সংবিধান কর্তৃক ক্ষমতা বন্টন নীতি, যুক্তরাষ্ট্রীয়
আদালত এবং প্রাদেশিক স্বায়ত্তশাসনের মধ্যে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য এতে বিদ্যমান ছিল।
৩. এককক্ষ বিশিষ্ট আইনসভা: এ সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন হলেও কেন্দ্র ও প্রদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা
থাকবে।
৪. লিখিত সংবিধান: ১০৫ পৃষ্ঠা ব্যাপী লিখিত এ সংবিধানে একটি প্রস্তাবনা, ১৩টি অংশ, ৬টি তালিকা, ২৩৪টি ধারা
সন্নিবেশিত ছিল।
৫. দুষ্পরিবর্তনীয় সংবিধান: এ সংবিধান দুষ্পরিবর্তনীয়। জাতীয় পরিষদের সাধারণ সদস্যদের সংখ্যাগরিষ্ঠের দ্বারা
সংশোধনী বিল উথাপন করে তা পাস করতে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হবে।
৬. যুক্তরাষ্ট্রীয় আদালত: কেন্দ্র ও প্রদেশের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য একটি যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হয়।
সংবিধানের ব্যাখ্যা প্রদান এবং সংসদীয় যেকোন আইনকে সংবিধান সম্মত নয় বলে ঘোষণা করার ক্ষমতা এ
আদালতকে প্রদান করা হয়।
৭. সংসদীয় সরকার: এ সংবিধান কেন্দ্র ও প্রদেশে সংসদীয় সরকার প্রবর্তন করে। সংবিধান মোতাবেক আইনসভার
সংখ্যাগরিষ্ঠ দল মন্ত্রিসভা গঠন করবে এবং তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকবে।
৮. মৌলিক অধিকার: সংবিধানে মৌলিক অধিকারগুলো সন্নিবেশিত করা হয়। মৌলিক অধিকারগুলোকে আদালতের
আওতাভূক্ত করা হয়, তবে জরুরি অবস্থা চলাকালে রাষ্ট্রপতি কর্তৃক মৌলিক অধিকার রহিত করার বিধান রাখা হয়।
৯. সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ: এ সংবিধানে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করা হয়।
১০. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র: ১৯৫৬ সালের সংবিধান অনুযায়ী সর্বজনীন ভোটাধিকার নীতির ভিত্তিতে জাতি-ধর্ম-বর্ণ-
নারী-পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভোটে সরকার গঠনের বিধান রাখা হয়।
১৯৫৬ সালের পাকিস্তান সংবিধানের ব্যর্থতার কারণ
১৯৫৬ সালের ২৩ মার্চ যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল তা মাত্র আট মাস স্থায়ী হয়। ১৯৫৮ সালে অক্টোবর মাসে
তদানীন্তন প্রেসিডেন্ট জেনারেল (অব:) ইস্কান্দার মীর্জা সামরিক আইন জারি করেন এবং সংবিধান বাতিল করেন। নিচে
পাকিস্তানের প্রথম সংবিধানের ব্যর্থতার কয়েকটি কারণ আলোচনা করা হল:
১. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা লিপ্সা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা লিপ্সার কারণে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রহসনে পরিণত
হয়। ফলে এ সংবিধানে প্রবর্তিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সফল হতে পারেনি।
২. সাধারণ নির্বাচন অনুষ্ঠানে অনীহা: ক্ষমতাসীন মুসলিম লীগের ক্ষমতার মোহ, দলটির ভাবমূর্তি বিনষ্ট হওয়া, নির্বাচন
হলে ক্ষমতা হারাবার ভয়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
৩. সুসংগঠিত রাজনৈতিক দলের অনুপস্থিতি: সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও তা সফল করে তোলার জন্য সুসংগঠিত
রাজনেতিক দল বিকশিত না হওয়ায় এ সংবিধান কার্যকর হতে পারেনি। ১৯৪৭ সালের পর থেকে ক্ষমতাসীন মুসলিম
লীগ পরিণত হয়েছিল মুষ্টিমেয় কিছু লোকের সংগঠনে।
৪. উপনির্বাচন স্থগিত ঘোষণা: ক্ষমতাসীন রাজনৈতিক দল মুসলিম লীগ ক্ষমতা হারানোর ভয়ে আইন পরিষদের শূণ্য
আসনগুলোতে উপনির্বাচন অনুষ্ঠানে গড়িমসি করতে থাকে।
৫. সহনশীলতার অভাব: সহনশীলতার অভাবে সংবিধান কার্যকর হয়নি। পূর্ব পাকিস্তান আইন পরিষদে ডেপুটি স্পিকার
শাহেদ আলীর উপর আক্রমণ ছিল সহনশীলতার অভাবের বাস্তব চিত্র।
এছাড়া সুষ্ঠু নির্বাচনের অভাব, সংবিধানের অন্তর্নিহিত ক্রুটি-বিচ্যূতি, রাষ্ট্রপ্রধান কর্তৃক মন্ত্রিসভার কার্যক্রমে অহেতুক
হস্তক্ষেপ, সাংগঠনিক দুর্বলতা প্রভৃতি ছিল ১৯৫৬ সালের সংবিধানের ব্যর্থতার কারণ।
সারসংক্ষেপ
পাকিস্তান সৃষ্টির পর প্রায় দশ বছরের ব্যবধানে ১৯৫৬ সালের ৮ জানুয়ারি দ্বিতীয় গণপরিষদে পাকিস্তান ইসলামী
প্রজাতন্ত্র সংবিধান বিল উত্থাপন করা হয়। বিলটি গণপরিষদে ২১ জানুয়ারি গৃহীত হয় এবং ২ মার্চ গর্ভনর জেনারেল এ
বিলে সম্মতি প্রদান করে। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে এ সংবিধান ১৯৫৬ সালের ২৩ মার্চ থেকে কার্যকর
করা হয়।
পাঠোত্তর মূল্যায়ন-২.৪
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। কোন প্রস্তাবের ভিত্তিতে এ সংবিধান কার্যকর করা হয়?
(ক) ঢাকা প্রস্তাব (খ) লাহোর প্রস্তাব
(গ) ভারত প্রস্তাব (ঘ) পাকিস্তান প্রস্তাব
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ২ নং প্রশ্নের উত্তর দিন
সজিব ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্য পড়ছিল। ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্য পড়তে গিয়ে সে দেখতে পায়,
বাংলাদেশ স্বাধীন হবার পূর্বে যখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, তখন পাকিস্তানে একটি সংবিধান তৈরি করা হয়েছিল।
২। এখানে কোন সংবিধানের কথা বলা হয়েছে?
র) ১৯৫৬ সালের সংবিধান
রর) ১৯৫৮ সালের সংবিধান
ররর) ১৯৬২ সালের সংবিধান
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) সবকটি
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র