বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির জনক হয়ে উঠা বিশ্লেষণ করতে পারবে

মুখ্য শব্দ টুঙ্গিপাড়া, পাকিস্তান, আওয়ামী লীগ, ছয় দফা, মুক্তিযুদ্ধ, জাতির জনক, নির্মম হত্যাকান্ড,
বিপদগামী সেনা
পাকিস্তানী অভ্যন্তরীণ উপনিবেশবাদের বিরুদ্ধে বাঙালির দুই যুগ দীর্ঘ সংগ্রামের সর্বাগ্রে গণ্য নাম বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান। বাঙালির জাতীয় মুক্তি সংগ্রামের চূড়ান্ত অধ্যায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং এ যুদ্ধের মধ্য
দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার অনন্য কৃতিত্বের অধিকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুগের পর যুগ
বাঙালির লড়াই সংগ্রাম পরিণতি পায় বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বের মাধ্যমে। তিনি স্কুল ছাত্র থাকা অবস্থায় জনহিতকর ও
রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। তরুন বয়সেই বঙ্গবন্ধু ভারতীয় উপমহাদেশের তুখোড় রাজনৈতিক নেতা হোসেন
সোহরাওয়ার্দীর সংস্পর্শে আসেন এবং তাঁর যোগ্য রাজনৈতিক শিক্ষানবিশ হিসেবে প্রতিষ্ঠিত হতে থাকেন।
ভারত ভাগ হবার পর শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায্য
অধিকারের দাবিতে আন্দোলন করায় তাঁকে ১৯৪৯ সালে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ১৯৪৮ সালে পূর্ব
পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠনে অন্যতম প্রধান সংগঠক ছিলেন শেখ মুজিব। ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ
প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুব খানের সামরিক শাসনের বিরোধী তথা বাঙালির
স্বাধিকারের লড়াইয়ে শেখ মুজিব অগ্রসৈনিক। ১৯৬৬ সালের ছয় দফা বঙ্গবন্ধুকে অবিসংবাদিত নেতায় পরিণত করে।
১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন শেষ বিচারে বঙ্গবন্ধু অমোঘ নেতৃত্বের পরিচয় বহন করেন। নির্বাচনে জয়
লাভ করা সত্তে¡ও আওয়ামী লীগ তথা বাঙালিকে ক্ষমতা থেকে বঞ্চিত করার ঘৃন্য ষড়যন্ত্রের প্রতিবাদে ১৯৭১ সালের মার্চ
মাসের শুরুতেই অসহযোগ আন্দোলনের ডাক দেন বঙ্গবন্ধু। এই অসহযোগ ছিল মূলত পাকিস্তানের মৃত্যু পরোয়ানা। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে বাংলাদেশের স্বাধীনতার যাবতীয় সঙ্কেত প্রদান করেন বঙ্গবন্ধু। অত:পর ২৬ মার্চ বঙ্গবন্ধুর
কন্ঠ থেকে নি:সৃত হয় স্বাধীনতার ঘোষণা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে ১৯২০ সনের ১৭ মার্চ
জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শেখ লুৎফর রহমান গোপালগঞ্জ দেওয়ানি আদালতের সেরেস্তাদার ছিলেন। বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল পথ চলতে বাধা-বিপত্তিতে পড়লে তিনি কখনো তা এড়িয়ে চলেননি;
বরং সাহসিকতার সঙ্গে তার মোকাবেলা করেছেন। ১৯৪৭ সালে কলিকাতা ইসলামিয়া কলেজ থেকে বি.এ. পাস করার পর
একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি হন। শেখ মুজিব ছিলেন আজীবন রাজনীতিক। রাজনৈতিক জীবনের
প্রাথমিক পর্যায়ে তিনি শেরেবাংলা এ কে. ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও হোসেন শহীদ
সোহরাওয়ার্দীর মত পুরোধা রাজনীতিবিদদের সান্নিধ্যে আসেন এবং তাদের কাছ থেকে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার
অভিজ্ঞতা অর্জন করেন। এ ছাড়া নেতাজী সুভাষ বসুর স্বাধীনতা সংগ্রামের প্রয়াস বঙ্গবন্ধুকে গভীরভাবে প্রভাবিত করে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান নিজ বাসভবনে দৃশ্যত সেনাবাহিনীর কতিপয় উচ্চাভিলাষী বিশ্বাসঘাতকের হাতে নির্মমভাবে সপরিবারে নিহত হন।
বিদেশে অবস্থান করছিলেন বিধায় বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ
রেহানা। বঙ্গবন্ধু হত্যার দৃশ্যপটে বিপদগামী সেনাসদস্যরা থাকলেও, এ কথা আজ প্রতিষ্ঠিত যে বঙ্গবন্ধুর হত্যাকান্ড ছিল সর্বোতোভাবে একটি দেশি-বিদেশী চক্রান্তের ফল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক চিন্তা ও কর্মকান্ড
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক চিন্তা বিশ্লেষণ করতে গেলে দেখা যায়, তিনি মনে প্রাণে ছিলেন একজন
উদারনৈতিক মুক্তিকামী মানুষ। তাঁর রাজনৈতিক চিন্তা ও রাজনৈতিক কর্মকান্ড পুরোটা জুড়ে ছিল বাংলার গণমানুষের মুক্তি।
নি¤েœ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরও কিছু রাজনৈতিক চিন্তা তুলে ধরা হল-
ক্স পাকিস্তান সৃষ্টির আন্দোলনের সাথে যুক্ত থাকলেও, সাম্প্রদায়িক ‘দ্বিজাতি তত্তে¡’ বঙ্গবন্ধুর অবিশ্বাস ছিল। তাই
পাকিস্তানের জন্মের অল্প সময় পর থেকেই তিনি অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক রাজনীতির পথে হাঁটতে শুরু করেন।
ক্স পাকিস্তানের একেবারে সূচনা পর্বেই বঙ্গবন্ধু বুঝতে পারেন যে পশ্চিম পাকিস্তানীরা বাঙালিদের ন্যায্য হিস্যা
কখনোই বুঝিয়ে দেবে না।
ক্স দল ও দলের বাইরে বিরোধীতা স্বত্তে¡ও ১৯৬৬ সালে ছয় দফা উত্থাপনের দূরদর্শিতা দেখান বঙ্গবন্ধু। ছয় দফা
পরবর্তীতে বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে চিহ্নিত হয়।
ক্স ১৯৭০ সালের নির্বাচন থেকে শুরু করে ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা পর্যন্ত প্রত্যেকটি ধাপে সর্বোচ্চ মাত্রার
রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দেন বঙ্গবন্ধু। তিনি কখনোই বাঙালির স্বাধীনতার সংগ্রামকে তথাকথিত
বিচ্ছিনতাবাদের তকমার মধ্যে আটক হতে দিতে চাননি। মুক্তিযুদ্ধের শুরুতে, ১৯৭১ সালের ৫ই এপ্রিল প্রকাশিত
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিন নিউজউইক এর প্রচ্ছদ প্রতিবেদনে বঙ্গবন্ধুকে ‘পোয়েট অব পলিটিক্স’ অর্থাৎ
‘রাজনীতির কবি’ হিসেবে আখ্যায়িত করা হয়।
স্বাধীনতার পরে জাতি গঠন ও অর্থনৈতিক মুক্তির জন্য একের পর এক আদর্শিক ও বাস্তবানুগ পদক্ষেপ গ্রহণ করেন
বঙ্গবন্ধু। দেশের ভেতরে নানামুখী শক্তির অরাজকতা ও বিদেশী চক্রান্তের পরিণতিতে একের পর এক বাধাগ্রস্ত হলেও, আমৃত্যু বাংলার মানুষের মুক্তির লড়াই চালিয়ে গেছেন বঙ্গবন্ধু।
সারসংক্ষেপ
বাঙালির স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের তিনিই নেতা। এর আগে
পাকিস্তানী শাসনের চব্বিশ বছরে বাঙালির সংগ্রামের সবচেয়ে উজ্জ্বল ব্যক্তিত্ব বঙ্গবন্ধু। তাঁর শেখ মুজিব থেকে শেখ
সাহেব; শেখ সাহেব থেকে বঙ্গবন্ধু; বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠা মূলত: বাঙালির স্বাধীনতা সংগ্রামের প্রধান বয়ান।
পাঠোত্তর মূল্যায়ন-৩.১১
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। স্বাধীন বাংলাদেশের স্থপতি কে?
(ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী (খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(গ) শেরেবাংলা এ কে ফজলুল হক (ঘ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী
২। ছয় দফা কে উত্থাপন করেন?
(ক) শেরেবাংলা (খ) মওলানা ভাসানী
(গ) শহীদ সোহরাওয়ার্দী (ঘ) বঙ্গবন্ধু
৩। ১৯৭১ সালের কোন মাসে অসহযোগ আন্দোলন শুরু হয়?
(ক) জানুয়ারি (খ) ফেব্রæয়ারি
(গ) মার্চ (ঘ) এপ্রিল
চূড়ান্ত মূল্যায়ন
(ক) বহু নির্বাচনী প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড়ে ১ নং ও ২ নং প্রশ্নের উত্তর দিন।
আলীপুর গ্রামের মুসলিম সম্প্রদায়ের মধ্যে নানা ধরনের লোকাচার লক্ষ্য করা যায়। আবদুল মালেক এসব লোকাচার
অনুশীলনের বিরোধীতা করেন।
১। আবদুল মালেকের সাথে আপনার পাঠ্য বইয়ের কোন ব্যক্তির সাথে মিল খুঁজে পান?
(ক) নবাব আবদুল লতিফ (খ) শহীদ তিতুমীর
(গ) হাজী শরীয়তুল্লাহ (ঘ) স্যার সলিমুল্লাহ
২। উদ্দীপক বর্ণিত ব্যক্তির আন্দোলনের ধরণ ছিল-
র. সামাজিক
রর. ধর্মীয়
ররর. রাজনৈতিক
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৩। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ দেশে ফিরে আসেন-
র. ১৮৯৪ সালে
রর. বার-এট-ল ডিগ্রি লাভ করে
ররর. ইটালি থেকে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৪ নং ও ৫ নং প্রশ্নের উত্তর দিন
শামসুল আলম একজন খ্যাতনামা আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি কৃষক দরদি ও শিক্ষানুরাগী। কৃষকের কল্যাণার্থে
তিনি নানামুখী রাষ্ট্রীয় উদ্যোগের পক্ষপাতী।
৪। উদ্দীপকে বর্ণিত শামসুল আলমের সাথে আপনার পাঠ্য বইয়ের কোন রাজনৈতিক ব্যক্তিত্বের মিল পাওয়া যায়?
(ক) নবাব আবদুল লতিফ (খ) শেরেবাংলা এ কে ফজলুল হক
(গ) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (ঘ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী
৫। পাঠ্য বইয়ের ব্যক্তিত্বের কর্মকান্ডের ফলে তদানীন্তন ভারতবর্ষের কৃষকেরা-
র. জমিদারের কবল থেকে রক্ষা পায়
রর. বন্ধকি জমি ফিরে পায়
ররর. রাজনৈতিক অধিকার লাভ করে
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) র ও রর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৬। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে যেসব নির্দেশনা ছিল সেগুলো হলো-
র. স্বন্ধি স্থাপনের আহবান
রর. স্বাধীনতার সঙ্কেত
ররর. শত্রæ মোকাবেলার উপায়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
(খ) সৃজনশীল রচনামূলক অংশ
১। দেলোয়ার হোসেন হজব্রত পালন শেষে ঊনিশ শতকের গোড়ার দিকে দেশে ফিরে এসে সামাজিক কুসংস্কারের
বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি কৃষকদেরকে ব্রিটিশ শাসক, জমিদার ও মহাজনদের অন্যায়ের বিরুদ্ধে সচেতন
করে তোলেন। সরকার তাকে দেশদ্রোহী হিসেবে ঘোষণা দেয় এবং তাঁকে প্রতিহত করার উদ্যোগ নেয়। তিনি
স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।
(ক) আজাদ হিন্দ ফৌজ কি?
(খ) ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(গ) মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কেন?
(ঘ) দেলোয়ার হোসেনের কার্যক্রমের সাথে উপমহাদেশের কোন ব্যক্তিত্বের কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করুন।
২। ছকটি লক্ষ্য করুন

নবগঠিত রাজনৈতিক দলের প্রথম যুগ্ম সম্পাদক
ছয় দফার উত্থাপক

স্বাধীনতার ঘোষক
ক. তিতুমীরের প্রকৃত নাম কি?
খ. লাহোর প্রস্তাবের মূল কথা কি ছিল?
গ. উদ্দীপকে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে? ব্যাখ্যা করুন।
ঘ. বাংলাদেশের স্বাধীনতা অর্জনে উক্ত রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান মূল্যায়ন করুন।
একজন রাজনৈতিক ব্যক্তিত্ব
বাংলাদেশ উš§ুক্ত বিশ^বিদ্যালয় পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র
ইউনিট তিন পৃষ্ঠা ১১৬
উত্তরমালা :
পাঠোত্তর মূল্যায়ন- ৩.১ ঃ ১। ঘ ২। গ ৩। গ
পাঠোত্তর মূল্যায়ন- ৩.২ ঃ ১। গ ২। ঘ ৩। খ
পাঠোত্তর মূল্যায়ন- ৩.৩ ঃ ১। গ ২। ক ৩। খ
পাঠোত্তর মূল্যায়ন- ৩.৪ ঃ ১। গ ২। খ ৩। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৩.৫ ঃ ১। গ ২। ক ৩। খ
পাঠোত্তর মূল্যায়ন- ৩.৬ ঃ ১। গ ২। ঘ ৩। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৩.৭ ঃ ১। ঘ ২। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৩.৮ ঃ ১। ঘ ২। গ ৩। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৩.৯ ঃ ১। ঘ ২। খ
পাঠোত্তর মূল্যায়ন- ৩.১০ ঃ ১। খ ২। খ
পাঠোত্তর মূল্যায়ন- ৩.১১ ঃ ১। খ ২। ঘ ৩। গ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]