মুখ্য শব্দ সংবিধান সংশোধন, জরুরি অবস্থা, সামরিক শাসক, গণতন্ত্র, তত্ত¡াবধায়ক সরকার
ব্যবস্থা।
সময়ের চাহিদা ও প্রয়োজনে জনগণের কল্যাণার্থে সংবিধানের সংশোধন, পরিবর্তন, সংযোজন ও বিয়োজন করা
হয়ে থাকে। বাংলাদেশ সংবিধানের দশম ভাগে ১৪২ নং অনুচ্ছেদে এ সংক্রান্ত সুনির্দিষ্ট নিয়ম ও পদ্ধতির কথা
উল্লেখ রয়েছে। তবে বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলকারী প্রেসিডেন্টরা নিজেদের স্বার্থের সংবিধান সংশোধন
করেছেন। বাংলাদেশের সংবিধান জুলাই ২০১৭ পর্যন্ত ১৬ বার সংশোধিত হয়েছে। নি¤েœ বাংলাদেশের সংবিধানের
সংশোধনীসমূহ সংক্ষেপে উল্লেখ করা হল১. প্রথম সংশোধনী : প্রথম সংশোধনীর শিরোনাম হচ্ছে সংবিধান [প্রথম সংশোধন] আইন, ১৯৭৩। বিলটি সংসদে পাশ
হয় ১৫ জুলাই, ১৯৭৩। প্রথম সংশোধনীর মূল বিষয়বস্তু ছিল ‘গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ বা যুদ্ধাপরাধ এবং
আন্তর্জাতিক আইনে অন্যান্য অপরাধ’ এর বিচার ও শাস্তি অনুমোদন।
২. দ্বিতীয় সংশোধনী : দ্বিতীয় সংশোধনীর শিরোনাম সংবিধান [দ্বিতীয় সংশোধন] আইন, ১৯৭৩। সংসদে বিল পাশের
তারিখ ২২ সেপ্টেম্বর, ১৯৭৩। দ্বিতীয় সংশোধনীর দ্বারা জরুরি অবস্থাকালীন নাগরিকদের কতিপয় মৌলিক অধিকার
স্থগিত করা হয়।
৩. তৃতীয় সংশোধনী : তৃতীয় সংশোধনীর শিরোনাম সংবিধান [তৃতীয় সংশোধন] আইন, ১৯৭৪। সংসদে পাশের তারিখ
২৮ নভেম্বর, ১৯৭৪। তৃতীয় সংশোধনীর বিষয়বস্তু ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় ও সীমান্ত
রেখা সংক্রান্ত একটি চুক্তি কার্যকর করা।
৪. চতুর্থ সংশোধনী : চতুর্থ সংশোধনীর শিরোনাম সংবিধান [চতুর্থ সংশোধন] আইন, ১৯৭৫। সংসদে পাশের তারিখ ২৫
জানুয়ারি, ১৯৭৫। চতুর্থ সংশোধনীর দ্বারা সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতিশাসিত শাসন পদ্ধতি এবং
বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন করা হয়।
৫. পঞ্চম সংশোধনী : পঞ্চম সংশোধনীর শিরোনাম সংবিধান [পঞ্চম সংশোধন] আইন, ১৯৭৯। বিলটি সংসদে পাশের
তারিখ ৬ এপ্রিল, ১৯৭৯। পঞ্চম সংশোধনীর বিষয়বস্তু ছিল ১৫ আগস্ট, ১৯৭৫ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা থেকে শুরু করে ৫ এপ্রিল, ১৯৭৯ সাল পর্যন্ত সামরিক
সরকারের যাবতীয় কর্মকান্ডের বৈধতা দান।
৬. ষষ্ঠ সংশোধনী : ষষ্ঠ সংশোধনীর শিরোনাম ছিল সংবিধান [ষষ্ঠ সংশোধন] আইন, ১৯৮১। বিলটি সংসদে পাশ হয় ৮
জুলাই, ১৯৮১। ষষ্ঠ সংশোধনীর বিষয়বস্তু ছিল উপ-রাষ্ট্রপতির পদে থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিত
করা।
৭. সপ্তম সংশোধনী : সপ্তম সংশোধনীর শিরোনাম হচ্ছে সংবিধান [সপ্তম সংশোধন] আইন, ১৯৮৬। বিলটি সংসদে পাশ
হয় ১১ নভেম্বর, ১৯৮৬। সপ্তম সংশোধনীর বিষয়বস্তু ২৪ মার্চ, ১৯৮২ থেকে ১১ নভেম্বর, ১৯৮৬ পর্যন্ত সামরিক
শাসকের অধীনে যে সকল আদেশ জারি হয় তা বৈধতা দান।
৮. অষ্টম সংশোধনী : অষ্টম সংশোধনীর শিরোনাম ছিল সংবিধান [ আষ্টম সংশোধন] আইন, ১৯৮৮। বিলটি সংসদে পাশ
হয় ৭ জুন, ১৯৮৮। অষ্টম সংশোধনীর মূল বিষয়বস্তু ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা। এ ছাড়া ঢাকার ইংরেজি বানান
উধপপধ থেকে উযধশধ এবং ইবহমধষর এর নাম ইধহমষধ করা হয়।
৯. নবম সংশোধনী : নবম সংশোধনীর শিরোনাম ছিল সংবিধান [ নবম সংশোধন] আইন, ১৯৮৯। এই সংশোধনীতে
রাষ্ট্রপতি পদের মেয়াদ এক ব্যক্তির জন্য সর্বোচ্চ পরপর দুই মেয়াদ নির্ধারণ করা হয়। এছাড়াও প্রয়োজন হলে জাতীয়
সংসদের অনুমোদন সাপেক্ষে উপরাষ্ট্রপতি নিয়োগের বিধান করা হয়।
১০. দশম সংশোধনী: দশম সংশোধনীর শিরোনাম সংবিধান [ দশম সংশোধন] আইন, ১৯৯০। বিলটি সংসদে পাশ হয় ১২
জুন, ১৯৯০। দশম সংশোধনীর বিষয়বস্তু ছিল- সংসদে নারীদের জন্য পরবর্তী ১০ বছরের জন্য ৩০টি আসন সংরক্ষণ
করা।
১১. একাদশ সংশোধনী : একাদশ সংশোধনীর শিরোনাম সংবিধান [একাদশ সংশোধন] আইন, ১৯৯১। বিলটি সংসদে
পাশ হয় ৬ আগস্ট, ১৯৯১। একাদশ সংশোধনীর বিষয়বস্তু ছিল অস্থায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি শাহাবুদ্দীন
আহমদের পূর্ববর্তী পদে ফিরে যাবার বিধান।
১২. দ্বাদশ সংশোধনী: দ্বাদশ সংশোধনীর শিরোনাম সংবিধান [দ্বাদশ সংশোধন] আইন, ১৯৯১। বিলটি সংসদে পাশ হয় ৬
আগস্ট, ১৯৯১। দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থার
পুন:প্রবর্তন।
১৩. ত্রয়োদশ সংশোধনী: ত্রয়োদশ সংশোধনীর শিরোনাম সংবিধান [ত্রয়োদশ সংশোধন] আইন, ১৯৯৬। সংসদে বিলটি
পাশ হয় ২৭ মার্চ, ১৯৯৬। ত্রয়োদশ সংশোধনীর বিষয়বস্তু ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত¡াবধায়ক
সরকার ব্যবস্থা প্রবর্তন।
১৪. চতুর্দশ সংশোধনী: এ সংশোধনীর শিরোনাম [চতুর্দশ সংশোধন] আইন, ২০০৪। বিলটি সংসদে পাশ হয় ১৬ মে,
২০০৪। চতুর্দশ সংশোধনীর বিষয়বস্তু ছিল পরবর্তী ১০ বছরের জন্য ৪৫টি নারী আসন সংরক্ষণ। এছাড়াও এই
সংশোধনীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সরকারি অফিস সহ অন্যান্য নির্ধারিত প্রতিষ্ঠানে সংরক্ষণ ও প্রদর্শনের
বিধান করা হয়।
১৫. পঞ্চদশ সংশোধনী: পঞ্চদশ সংশোধনীর শিরোনাম ছিল সংবিধান [পঞ্চদশ সংশোধন] আইন, ২০১১। বিলটি সংসদে
পাশ হয় ৩০ জুন, ২০১১। পঞ্চদশ সংশোধনীর বিষয়বস্তু ছিল তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা বাতিল।
১৬. ষোড়শ সংশোধনী : ষোড়শ সংশোধনীর শিরোনাম সংবিধান [ষোড়শ সংশোধন] আইন, ২০১৪। বিলটি সাংসদে পাশ
হয় ১৭ সেপ্টেম্বর, ২০১৪। ষোড়শ সংশোধনীর বিষয়বস্তু ছিল বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা
জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেয়া।
বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত ১৬ বার সংশোধিত হয়েছে। এর মধ্যে একাধিক সংশোধনী হয়েছে অবৈধ ক্ষমতা
দখলদারদের আমলে। ভবিষ্যতে হয়তো সংবিধানের আরো সংশোধনী হতে পারে। তবে তা অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ
সম্পন্ন হতে হবে।
সারসংক্ষেপ
বাংলাদেশ সংবিধান এখন পর্যন্ত গণতান্ত্রিক সরকার ও অবৈধ ক্ষমতা দখলদারদের দ্বারা ১৬ বার সংশোধিত
হয়েছে। জাতীয় প্রয়োজনে সংবিধান সংশোধনী একটি স্বাভাবিকতা। কিন্তু এই পরিবর্তন কোনভাবেই ক্ষমতা
দখলের বৈধতা দান কিংবা কোন দলের ক্ষমতা কুক্ষীগত করণের স্বার্থে হওয়া বাঞ্ছনীয় নয়।
পাঠোত্তর মূল্যায়ন-৪.৫
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত কত বার সংশোধন করা হয়েছে?
(ক) ১৪ (খ) ১৫
(গ) ১৬ (ঘ) ১৭
২। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়?
(ক) ১৯৭২ সাল (খ) ১৯৭৩ সাল
(গ) ১৯৭৪ সাল (ঘ) ১৯৭৪ সাল
৩। বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু কি ছিল?
(ক) সংসদীয় সরকার ব্যবস্থা পুন:প্রবর্তন (খ) তত্ত¡াবধায়ক সরকার
(গ) রাষ্ট্রধর্ম ইসলাম (ঘ) বহুদলীয় গণতন্ত্র
৪। পঞ্চদশ সংশোধনীর মূল বৈশিষ্ট্য হল-
(ক) রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন (খ) রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন
(গ) সংসদীয় সরকার ব্যবস্থা পুন:প্রবর্তন (ঘ) তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিকরণ
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র