মুখ্য শব্দ সংবিধান সংশোধন, দুষ্পরিবর্তনীয় সংবিধান, জাতীয় সংসদ, রাষ্ট্রপতির সম্মতি, সংসদ কর্তৃক
গ্রহণ।
সময়ের প্রয়োজনে যে কোন দেশের সংবিধানের পরিবর্তন ও সংশোধন আবশ্যক হয়ে যেতে পারে। তাই প্রায়
প্রত্যেক দেশেই সংবিধান সংশোধনীর বিধান থাকে। বাংলাদেশের সংবিধানেও এ ধরণের ব্যবস্থা রয়েছে।
বিভিন্ন সময়ে রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধান এ যাবৎ ১৬ বার সংশোধন হয়েছে। কাঠামোগতভাবে
বাংলাদেশের সংবিধান দুষ্পবির্তনীয় সংবিধানের অন্তর্ভূক্ত। এ সংবিধান সংশোধনের জন্য বিশেষ এক পদ্ধতি অনুসরণ
করতে হয়। সংবিধান সংশোধনীর জন্য অন্তত দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের সম্মতি প্রয়োজন হয়। সংবিধানের দশম
ভাগে ১৪২ নং অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় সংসদ আইন দ্বারা সংবিধানের কোন বিধান সংশোধন বা রহিত করার
ক্ষমতা রাখে। তবে এ জন্য নি¤œলিখিত শর্তগুলো মেনে চলতে হয়।
১. শিরোনাম/বিষয় নির্ধারণ : সংশোধনীর জন্য আনীত কোন বিলের শিরোনামে, এই সংবিধানের কোন বিধান সংশোধন
করা হবে তা ষ্পষ্টরূপে উল্লেখ না থাকলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাবে না। [অনুচ্ছেদ- ১৪২(ক)]
২. সংসদ কর্তৃক গ্রহণ : সংসদের মোট সদস্য সংখ্যার ন্যূনতম দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত না হলে অনুরূপ কোন বিলে
সম্মতিদানের জন্য তা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হবে না। [অনুচ্ছেদ- ১৪২(খ)]
৩. উপরোক্ত নিয়মে কোন বিল গৃহীত হবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হলে, উপস্থাপনের সাত দিনের
মধ্যে তিনি বিলটিকে সম্মতিদান করবেন, এবং তিনি সম্মতিদানে অসমর্থ হলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে
সম্মতিদান করেছেন বলে গণ্য হবে। [অনু: ১৪২(গ)]
সারসংক্ষেপ
পরিবর্তনশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সংবিধানের সংশোধন অনেক সময় অনিবার্য হয়ে দাঁড়ায়। তাই সংবিধান
প্রণয়নের সময়ই বিশ্বের অধিকাংশ রাষ্ট্র তা সংশোধনের পদ্ধতি নির্ধারণ করে দেয়। বাংলাদেশের সংবিধানেও এর
ব্যতয় ঘটেনি। বাংলাদেশের সংবিধান সংশোধন একটি জটিল প্রক্রিয়া।
পাঠোত্তর মূল্যায়ন-৪.৬
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে সংবিধান-সংশোধন পদ্ধতি উল্লেখ রয়েছে?
ক) ১৩৭ খ) ১২৯
গ) ৫৭ ঘ) ১৪২
২। কাঠামোগতভাবে বাংলাদেশের সংবিধান কোন প্রকৃতির?
ক) সুপরিবর্তনীয় খ) অলিখিত
গ) দুষ্পরিবর্তনীয় ঘ) কোনটি নয়
৩। বাংলাদেশের সংবিধান মোট কতবার সংশোধিত হয়েছে?
ক) ১৫ খ) ১৬
গ) ১৪ ঘ) ১২
৪। বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদের নূন্যতম কত সদস্যের সমর্থন প্রয়োজন হয়?
ক) এক-তৃতীয়াংশ খ) দুই-তৃতীয়াংশ
গ) এক-চতুর্থাংশ ঘ) এক-পঞ্চমাংশ
ক. বহুনির্বাচনী প্রশ্ন
১। সকল ধর্মাবলম্বীদের সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করার কথা কোথায় বলা হয়েছে?
(ক) ছয় দফা (খ) সংবিধান
(গ) সামরিক ফরমান (ঘ) গোপন নথি
২। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন সংখ্যা ৩০ থেকে বৃদ্ধি করে ৫০ করা হয়েছে কোন সংশোধনীতে?
(ক) চতুর্থ সংশোধনী (খ) দ্বাদশ সংশোধনী
(গ) চতুর্দশ সংশোধনী (ঘ) ষোড়শ সংশোধনী
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দিন-
পৌরনীতি ও সুশাসন ক্লাসে মুনিরা জাহান ম্যাডাম বললেন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার গঠন কাঠামো ও কর্ম পরিসর জটিল ও
ব্যাপক। এ কারণে রাষ্ট্র পরিচালনার দলিল ও নীতিগুলো সুষ্পষ্ট ও লিখিত হওয়া আবশ্যক। একজন শিক্ষার্থী দাঁড়িয়ে
বলল, ম্যাডাম বাংলাদেশে কি এর রকম লিখিত সুষ্পষ্ট নীতি রয়েছে যা দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়। ম্যাডাম বললেন, হ্যাঁ।
৩। বাংলাদেশের সংবিধান গৃহীত হয়-
(ক) গণপরিষদের মাধ্যমে (খ) ডিক্রি জারির মাধ্যমে
(গ) প্রথার ভিত্তিতে (ঘ) নির্বাহী আদেশে
৪। বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলর. গণতন্ত্র
রর. বাঙালি জাতীয়তাবাদ
ররর. ধর্ম নিরপেক্ষতা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর, ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৫ নং ও ৬ নং প্রশ্নের উত্তর দিন।
গীতি ‘ক’ নামক একটি রাষ্ট্রের নাগরিক। নাগরিক হিসেবে সে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ
নানা প্রকার সুযোগ-সুবিধা ভোগ করে। আর এ সুবিধাগুলো তাকে ব্যক্তিত্ববান নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা
করে।
৫। উদ্দীপকে গীতি রাষ্ট্র কর্তৃক যে সুযোগ-সুবিধা ভোগ করে তা কোন অধিকারের অন্তভর্‚ক্ত?
(ক) ব্যক্তিগত অধিকার (খ) মৌলিক অধিকার
(গ) সামাজিক অধিকার (ঘ) রাজনৈতিক অধিকার
৬। বাক স্বাধীনতা, সমাবেশ করার মত অধিকার ক্ষুন্ন করা যায় না-
র. সরকারের ইচ্ছা ছাড়া
রর. সংবিধান সংশোধন ছাড়া
ররর. জরুরি অবস্থা জারি ছাড়া
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর, ও ররর
৭। বাংলাদেশ সংবিধান অনুসারে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া গ্রহণ করা যাবে না-
র. টাকা-পয়সা
রর. সাহায্য-সহযোগিতা
ররর. উপাধি, ভ‚ষণ বা সম্মান
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) র ও ররর (গ) ররর (ঘ) রর ও ররর
৮। ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি?
(ক) ৩ (খ) ৪
(গ) ৫ (ঘ) ৬
খ. সৃজনশীল প্রশ্ন
১। সংবিধান রাষ্ট্রের দর্শন স্বরূপ। আদর্শ পরিস্থিতিতে সমাজ ও রাষ্ট্রের চাহিদার সাথে সঙ্গতি রেখে এতে সংশোধনী
আনয়ন করা হয়। বাংলাদেশের সংবিধানের একটি সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির পদকে নিয়মতান্ত্রিক করা হয় এবং উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়। এ সংশোধনী অনুযায়ী প্রধানমন্ত্রী প্রকৃত নির্বাহী হয়ে উঠেন এবং আইন বিভাগের নিকট
শাসন বিভাগের জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়।
ক) সংবিধানের কত নং অনুচ্ছেদে সংবিধান সংশোধন পদ্ধতির উল্লেখ রয়েছে?
খ) ধর্ম নিরপেক্ষতা বলতে কী বুঝায়?
গ) উদ্দীপকে বর্ণিত সংশোধনীটি সংবিধানের কততম সংশোধনী এবং তা কোন ধরণের শাসন ব্যবস্থা চালু করে?
ব্যাখ্যা করুন।
ঘ) ‘‘দ্বাদশ সংশোধনীটি বাংলাদেশের সরকার ও শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধন করেছে’’- মন্তব্যটি বিশ্লেষণ
করুন।
২। আসিফ ও আমির দুই ভিন্ন দেশের নাগরিক। চাকুরির কারণে তারা কানাডায় বাস করে। আরিফ আমিরের দেশের
সংবিধান পাঠ করে জানতে পারে যে আমিরের দেশের সংবিধান একটি লিখিত দলিল। উক্ত সংবিধানে আইনসভার
সার্বভৌমত্ব স্বীকার করে শাসন বিভাগকে আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য করা হয়েছে। তবে আমিরের দেশের
সংবিধানে জনগণের মৌলিক অধিকারের কথা উল্লেখ করা হয় নাই।
ক) বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি?
খ) মৌলিক অধিকার বলতে কী বোঝায়?
গ) আমিরের দেশের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যের যে মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করুন।
ঘ) বাংলাদেশের সংবিধান কোন অর্থে আমিরের দেশের সংবিধান থেকে অধিক গ্রহণযোগ্য? বিশ্লেষণ করুন।
৩। একটি রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন মৌলিক দলিল। ‘ক’ রাষ্ট্রটি স্বাধীন হওয়ার এক বছরের মধ্যে উক্ত দলিলটি
রচনা করে। দলিলটিতে রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ সকল বিষয়াদি উল্লেখ আছে। রাষ্ট্রটির মৌলিক দলিলটি জাতীয়
প্রয়োজনে কয়েকবার সংশোধন করা হয়েছে।
ক) বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়?
খ) বাংলাদেশ সংবিধানের যে কোন একটি মূলনীতি ব্যাখ্যা করুন।
গ) উদ্দীপকে ‘ক’ রাষ্ট্র বলতে কোন রাষ্ট্রের ইঙ্গিত করা হয়েছে? উক্ত রাষ্ট্রটির মৌলিক দলিলের দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা
করুন।
ঘ) উদ্দীপকে উক্ত রাষ্ট্রটির মৌলিক দলিল সংশোধনের যৌক্তিকতা বিশ্লেষণ করুন।
উত্তরমালা :
পাঠোত্তর মূল্যায়ন- ৪.১ ঃ ১। ক ২। ঘ ৩। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৪.২ ঃ ১। খ ২। ক ৩। গ ৪। ঘ ৫। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৪.৩ ঃ ২। খ ৩। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৪.৪ ঃ ১। গ ১। ঘ ৩। ক ৪। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৪.৫ ঃ ১। গ ২। খ ৩। ক ৪। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৪.৬ ঃ ১। ঘ ২। গ ৩। খ ৪। খ
চূড়ান্ত মূল্যায়ন ঃ ১। খ ২। গ ৩। ক ৪। ঘ ৫। খ ৬। খ ৭। গ
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র